অনুভবে তুমি পর্ব-৪৪

0
3126

#অনুভবে_তুমি
#পর্ব_৪৪
#মুমতাহিনা_জান্নাত_মৌ

স্যার,ইভান এইমাত্র বাসায় আসলো।মনে হয় আজ আর ডিউটিতে যাবে না।
–তুই কি করে বুঝলি?
–আমি জিজ্ঞেস করেছিলাম।তখন ইভান বললো,না আজ আর সে কোনো ডিউটিতে যাবে না।আজ রাতে সে বাসাতে একটু রেস্ট নিতে চায়।
কেয়ারটেকার লতিফের কথা শোনামাত্র মুহিব সাহেব তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে এলেন।তারপর গাড়ির মধ্যে যেয়ে ওনার পুরো শরীর কালো একটা ড্রেসে ঢেকে নিলেন।

মুহিব সাহেব এখন মুন্নি বেগমের গ্রাম দৌলতপুরে যাচ্ছেন।কারণ মুহিব সাহেব ইতোমধ্যে খবর পেয়ে গেছেন যে,ইভান মুন্নি বেগমের খোঁজ পেয়ে গেছে।আর মুন্নি বেগমের আত্নীয় স্বজনকে খোঁজার চেষ্টা করছে।সেজন্য তিনি মুন্নি বেগমের সেবায় নিয়োজিত মহিলা দুইদিকে আরো বেশি সতর্ক অবলম্বন করার জন্য বলতে যাচ্ছেন।ইভানরা সারাদিন যেভাবে তদন্ত করছে মুহিব সাহেব কিছুতেই মহিলা দুইটির সাথে যোগাযোগ করতে পারেন নি।কিন্তু এই মুহুর্তে এই মহিলা দুইটির সাথে কথা বলা ভীষণ প্রয়োজন ওনার।
কিন্তু মুহিব সাহেব এটা জানেন না যে মুন্নি বেগমের সেবায় নিয়োজিত মহিলা দুইটিকে সারা দিন রাত চোখে চোখে রাখছে শুভ্র,দিশান,আর নীলয়।ইভান বাসায় রেস্ট নেওয়ার জন্য আসলেও সে ওদের কে সবকিছু বুঝিয়ে দিয়েছে।আর ওরা সেভাবেই কাজ করছে।

প্রতিটা রজনী নির্ঘুমে কাটিয়ে আর প্রতিটা দিন কোনো বিশ্রাম না নিয়ে অতশীকে পাগলের মতো খুঁজতে খুঁজতে ইভান আজ অনেক বেশি ক্লান্ত।শুধু একবার নয় এর আগে আরো দুইবার অতশী এইভাবে নিরুদ্দেশ হয়েছিলো।আর সেজন্য ইভানকে এইভাবে পাগলের মতো খুঁজতে হয়েছিলো।দুইবার ই অতশীকে সে সুস্থ স্বাভাবিক অবস্থায় পেয়েছে।তবে এবার যে কি হবে ইভান ভাবতেই পারছে না।ইভান সেজন্য অনেক বেশি আতংকের মধ্যে আছে।কারণ ইভানের শুধু এখন একটাই ভয়,যদি অতশী সন্ত্রাসীদের হাতে পড়ে যায় তাহলে তো আর রেহাই নাই তার।কি যে করবে তারা সেটা উপরওয়ালাই ভালো জানে।সে কি এবারও অতশীকে সুস্থ অবস্থায় ফিরে পাবে?না বড় কোনো বিপদের মধ্যে আছে অতশী?এসব ভাবতেই ইভানের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে,তার পুরো শরীর কাঁটা দিয়ে উঠছে।ইভান সেজন্য তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসলো।সে আর নিতে পারছে না এই যন্ত্রনা।না,এভাবে তাকে কিছুতেই শুয়ে থাকা যাবে না।তাকে এখনি বের হতে হবে।এই ভেবে ইভান শার্ট টা গায়ে দিয়েই দরজা খুলে বের হলো।যেহেতু এখন রাত এক টা বাজে।সেজন্য চারদিকে নিরবতা বিরাজ করছে।ইভান কে ক্লান্ত আর অনেক বেশি চিন্তিত দেখে শুভ্র জোর করেই পাঠিয়ে দিয়েছিলো বাসায়। তারা সবাই মিলে বলেছে আপনি কিছুক্ষন রেস্ট নিন স্যার।আমরা দেখছি এদিকে।ইভান সেই কথা শুনেই বাসায় এসেছে।কিন্তু সে কিছুতেই দুচোখের পাতা এক করতে পারলো না।অতশী কোথায় আছে,কিভাবে আছে এটা না জানা পর্যন্ত সে কি করে আরামে ঘুম পারতে পারে?

ইভান যে বাসা থেকে বের হয়ে গেছে সেটা লতিফ টের পেলো না।কারণ কিছুক্ষনের জন্য তার দুচোখের পাতা একটু লেগে এসেছিলো।সেজন্য লতিফ গেট বন্ধ করে পাশেই একটা বেঞ্চে শুয়ে পড়েছে।ইভান লতিফকে ঘুম পাড়া দেখে আর ডাক দিলো না।সে গেট খুলে বাসা থেকে বের হয়ে গেলো।

এদিকে গ্রামে পৌঁছতে তিন ঘন্টা লাগলো মুহিব সাহেবের।তিনি পৌঁছেই মহিলা দুইটিকে ফোন দিলেন।আর মুন্নি বেগমকে নিয়ে আসতে বললেন। মহিলা দুইটি মুহিব সাহেবের কথামতো বাসা থেকে বের হয়ে অন্য একটা রাস্তা দিয়ে মুন্নি বেগমের বাড়ি চলে গেলেন। এবং তাকে কোলে করে উঠিয়ে মুহিব সাহেবের কাছে চলে গেলেন।এদিকে দিশান, শুভ্র আর নীলয় মহিলা দুইটিকে বাসা থেকে বের হতে দেখে তাদের পিছু নিলো।কিন্তু মহিলা দুইটি যে কোনদিকে গেলো তারা কিছুই বুঝতে পারলো না।তারা তিনজন তিনদিকে চলে গেলো।তবুও মহিলা দুইটির কোনো দেখা পেলো না।কারণ তারা ভাবতেই পারে নি মহিলা দুইটি মুন্নি বেগম কে নিয়ে এই রাতের বেলাতেই পালাচ্ছে।
মুহিব সাহেব তাড়াতাড়ি করে মুন্নি বেগমকে গাড়িতে ওঠালেন,আর মহিলা দুইটিকেও ওঠালেন।তারপর
মহিলা দুইটিকে দুইটি টাকার বান্ডিল হাতে দিয়ে বললেন,তোমাদের আজ থেকে অন্য কোনো গ্রামে থাকতে হবে।আর মুন্নি বেগমের যেনো সেবার কোনো কমতি না হয়।মহিলা দুইটি টাকার বান্ডিল পেয়ে খুশিতে গদগদ হয়ে গেলো।তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না।মুহিব সাহেব তখন বললো, সি আই ডি পিছনে লেগেছে তোমাদের,সেজন্য অনেক বেশি সতর্ক হতে হবে।ওনারা ঘুরেপেঁচিয়ে এমনভাবে প্রশ্ন করবে,যে তোমরা ভুল করে সত্যি কথাটা বলে দিবে।সেজন্য তোমাদের এ গ্রামে থাকাই যাবে না।আমি শুনেছি তোমরা সি আই ডি দের দেখে একদম দূর্বল হয়ে গেছো।কি সব আবোলতাবোল বলেছো?
মহিলা দুইটি সেই কথা শুনে বললো, স্যার আমরা তো কিছুই বলি নি।
–স্টপ।তোমরা আসলে কোনো কাজেরই না।কত করে বোঝালাম যে তোমরা কিছুই জানো না বা এই মহিলাকে তোমরা চেনো না সবসময় এটাই বলবে।তবুও ভুলভাল বলেছো।

এদিকে ইভানও মুন্নি বেগমের গ্রামে এসে গেছে। ইভান হঠাৎ খেয়াল করলো রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে।ইভান সেজন্য তাড়াতাড়ি করে তার নিজের গাড়ি থামালো।আর গাড়িটির দিকে এগিয়ে গেলো।ইভান তখন জোরে জোরে করে ডাকতে লাগলো।তবুও কারো কোনো সাড়াশব্দ পেলো না।ইভান সেজন্য শুভ্রকে ফোন করে বললো তোমরা তাড়াতাড়ি একটু রাস্তার কাছে এসো।এখানে একটা কালো রঙ এর গাড়ি দাঁড়িয়ে আছে।কিন্তু কারো কোনো সাড়াশব্দ নেই।
শুভ্র সেই কথা শোনামাত্র সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে রাস্তার দিকে চলে গেলো।তারাও দেখতে পেলো কালো রঙ এর গাড়িটিকে।হঠাৎ তাদের কে অবাক করে দিয়ে গাড়ির ভিতর বসে থাকা লোকটি তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিলো।আর এক টানে চলে গেলো।ইভানরা তা দেখে বোকার মতো দাঁড়িয়ে থাকলো।তারা কিছুই বুঝতে পারলো না।দিশান তখন বললো, স্যার গুড নিউজ আছে।আপনার ধারণাই সঠিক। মুন্নি বেগমের সেবা করা মহিলা দুইটি কাল আমাদের মনে হয় মিথ্যা কথা বলেছে।তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।তারা এই রাতের বেলা বাসা থেকে বের হয়ে কই যেনো উধাও হলো?
–কি বলছো এসব বোকার মতো?কই উধাও হলো?তোমরা ফলো করো নি তাকে?
–করেছি স্যার।কিন্তু ওনারা অন্য এক রাস্তা দিয়ে চলে গেছে সেজন্য আমরা খুঁজে পাই নি।
–ওহ মাই গড।কি করলে তোমরা এটা?চলো দেখি মুন্নি বেগম ঠিক আছে কিনা?এই বলে ইভান দৌঁড়ে মুন্নি বেগমের বাড়ি চলে গেলেন।কিন্তু গিয়ে দেখে রুমের ভিতর মুন্নি বেগম নাই।
তারমানে মহিলা দুইটি মুন্নি বেগমকে নিয়ে পালিয়েছে।ইভান আর এক সেকেন্ড দেরী করলো না।সাথে সাথে গাড়ি নিয়ে পালটা ধাওয়া করলো।কিন্তু এতোক্ষনে মুহিব সাহেব সবাইকে নিয়ে অন্য কোনো গোপন জায়গায় চলে গেছেন। ইভান সেজন্য আবার ফিরে এলো মুন্নি বেগমের গ্রামে।সে মুন্নি বেগমের ঘর পুরো তছনছ করলো,কিন্তু কোনো ক্লু পেলো না।কারণ ঘরে কিছুই ছিলো না তেমন।এদিকে দিশান রা ভয়ে একটা কথাও বললো না।তারা কি করে এতো বড় একটা ভুল করলো?ইভান এবার অনেক বেশি রেগে গেলো ওদের উপর।কারণ ওরা জোর করেই তাকে পাঠিয়ে দিয়েছিলো।সে থাকলে নিশ্চয় কিছু একটা করতে পারতো।দিশানরা কি করে এতো বড় একটা ভুল করলো।তারা সবাই মিলে আফসোস করতে লাগলো।

শুভ্র তখন বললো স্যার, সন্ত্রাসী রা মনে হয় খবর পেয়ে গেছে যে আমরা মুন্নি বেগম কে ফলো করছি।সেজন্যই তাকে উঠিয়ে নিয়ে গেছে।আর মহিলা দুইটি আগে থেকেই সবকিছু জানতো।
ইভান তখন বললো না,এরকম কিছু না।আমার মনে হয় সন্ত্রাসীর সাথে মুন্নি বেগমের গভীর কোনো সম্পর্ক আছে।সেজন্য তার সেবার জন্য এই মহিলা দুইটিকে রেখেছে।যদি নিকটতম মানুষ নাই হতো তাহলে মুন্নি বেগমকে তো একেবারে মেরেই ফেলতো।তাকে নিয়ে আর পালিয়ে যেতো না।
হঠাৎ দিশান খাটের নিচে একটা ছোট বাক্স দেখতে পেলো।সে তাড়াতাড়ি করে বাক্স টা বের করলো আর সাথে সাথে তালা ভাংলো বাক্সের।কিন্তু বাক্সের মধ্যে শুধু কাপড় ছিলো।দিশান সবগুলো কাপড় বের করতেই হঠাৎ সে একটা প্রেসক্রিপশন দেখতে পেলো।মুন্নি বেগমের প্রেসক্রিপশন ছিলো এটা।ঢাকার নামি দামি একটা হসপিটালে প্রায় পাঁচ বছর আগে চিকিৎসা করা হয়েছে মুন্নি বেগমের।ইভান প্রেসক্রিপশনটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে নিলো এবং ভালো করে পর্যবেক্ষণ করলো।রোগীর নাম মুন্নি বেগম লেখা আর মুন্নি বেগমের স্বামীর নাম আকবর লেখা।ইভান প্রেসক্রিপশন টা হাতে নিয়ে ভালো করে ভাবতে লাগলো। কারণ মুন্নি বেগমের গ্রামের নাম তো দৌলতপুর,কিন্তু এখানে প্রেসক্রিপশনে মুন্সিগঞ্জ লেখা।তা দেখে ইভানের মাথাটা একদম চক্কর দিয়ে উঠলো।সে বুঝতেই পারছে না কি হচ্ছে এসব?আর তার কি করা উচিত?তবে ইভান বুঝতে পারলো এই মুন্সিগঞ্জ ই হয় তো মুন্নি বেগমের আসল ঠিকানা।আর সন্ত্রাসীর সাথে তার যেহেতু যোগসূত্র আছে সেজন্য এলাকা চেঞ্জ করে মুন্নি বেগম কে এই দৌলতপুরে রেখেছে। আর মুন্নি বেগমের ঠিকানায় এই গ্রামের নামই আছে।কিন্তু প্রেসক্রিপশনে ভুল করে আসল ঠিকানা টা দিয়ে দিয়েছে।ইভান সেজন্য অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলো কাল তারা সবাই মুন্সিগঞ্জে যাবে।আর পুরো এলাকা খুঁজে দেখবে মুন্নি বেগম আর আকবর কে?

সকাল হয়ে গেছে।সেজন্য ইভানরা আজ আর কোনো মিশনে যাবে না।কারণ কাল তারা সবাই মিলে মুন্সিগঞ্জ যাবে।ইভান সবাইকে ভালো করে বোঝালো যেনো এই কথা কেউ জানতে না পারে।এমনকি তোমাদের পরিবারের সাথেও শেয়ার করবে না কথাটা। এটা আমাদের অনেক বড় একটা সিক্রেট কথা।এবার যেনো কোনো ভুল না হয়।সবাই মাথা নাড়লো।আর যে যার বাসায় চলে গেলো।

ইভান নিজেও তার বাড়ি চলে গেলো।ইভান বাসায় গিয়ে দেখলো লতিফ গেট লাগিয়ে দিয়েছে।তার মানে সে ঘুম থেকে উঠেছে।ইভান গাড়ির হর্ণ দিতেই লতিফ গেট খুলে দিলো।ইভান গাড়ি নিয়ে বাসার ভিতর ঢুকে গাড়ি টা পার্কিং করতেই লতিফ এগিয়ে গেলো ইভানের কাছে। আর তাকে জিজ্ঞেস করলো,স্যার আপনি আবার কখন বের হয়েছিলেন?আপনার তো আজ কোনো ডিউটি ছিলো না?
ইভান সেই কথা শুনে বললো, আংকেল আমি কখন ডিউটিতে যাবো আর কখন যাবো না সেটা আমার পার্সোনাল বিষয়। আমি এসব বিষয় কারো সাথে শেয়ার করি না।এই বলে ইভান তার রুমে চলে গেলো।লতিফ ইভানের কথা শুনে অনেক বেশি ভয় পেলো।কারণ মুহিব সাহেব যদি জানতে পারে ইভান বাসাতে ছিলো না তখন তো তার উপর ভীষণ রেগে যাবে।এখন কি করবে লতিফ এসব ভাবতেই মুহিব সাহেব ও বাসায় ঢুকলো।মুহিব সাহেব বাসায় ঢুকেই লতিফ কে বকা শুরু করলো।ইভান যে বাসা থেকে বের হয়েছে তুই সেটা বলিস নি কেনো?আমি আজ অল্পের জন্য বেঁচে গেছি।ইভান আমার গাড়ি দেখে ফেলেছে আজ।মুহিব সাহেব লতিফের সাথে কথা বলতেই ইভানও আসলো সেখানে।কারণ সে গাড়ির চাবি নিতে ভুলে গেছে।ইভানকে দেখে তার বাবা ভয়ে কুঁকড়ে গেলো।কারণ ইভান কেনো জানি অন্য রকম ভাবে দেখছে তাকে।
এদিকে ইভান এতো সকালে তার বাবাকে দেখে বললো,বাবা আপনি?মসজিদে গিয়েছিলেন?
মুহিব সাহেব সেই কথা শুনে মাথা নাড়লো।ইভান তখন বললো,বাবা আজ একটু বাসাতেই থাকিয়েন।আমাকে একটু বাহিরে যেতে হবে।বাসা তে একজন থাকা দরকার।
মুহিব সাহেব এবারও মাথা নাড়লেন।হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন অতশীর কোনো খবর পেলি?
–না।এই বলে ইভান আবার তার রুমে চলে গেলো।আর গিয়েই সিসি টিভির ভিডিও দেখতে লাগলো।

ইভান দেখতে চাইলো তার বাবা কখন বাসা থেকে বের হয়েছে?কারণ তার বাবা মসজিদে গেলে সবসময় পাঞ্জাবি আর টুপি পড়ে আর হাতে একটা জায়নামাজ থাকে।আজ তার কোনোটাই ছিলো না।তাহলে তার বাবা গিয়েছিলো কোথায়?আর কেনোই বা তাকে মিথ্যা কথা বললো?

ইভান ভিডিও ব্যাক করে দেখলো দুই এক ঘন্টা আগে বাসা থেকে বের হয় নি মুহিব সাহেব।ইভান অনেক বেশি আশ্চর্য হলো।সেজন্য সে ভিডিও আরো ব্যাক করতে লাগলো।ইভানের মাথা একদম ঘুরে গেলো।যখন সে দেখলো তার বাবা রাত এক টায় বাসা থেকে বের হয়েছে।এর মধ্যে আর একবারও বাসায় আসে নি।ইভান বুঝতে পারলো না কিছু।তাহলে তার বাবা গিয়েছিলো টা কোথায়?ইভান তার বাবাকে জিজ্ঞেস করার জন্য যেতে চাইলো।পরে আবার ভাবলো না এখনি এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।যদি সে তার বাবাকে জিজ্ঞেস করে তখন তার বাবা সিসি টিভির ক্যামেরা সম্পর্কে জেনে যাবে।সেজন্য ইভান কিছুই জিজ্ঞেস করলো না তার বাবাকে।

তবে মুহিব সাহেবের সন্দেহ হলো কিছুটা।মুহিব সাহেব ভেবেছেন ইভান তাকে দেখে ফেলেছে। তা না হলে ইভান কিছু একটা টের পেয়েছে যার কারণে তখন ওভাবে জিজ্ঞেস করলো তাকে। মুহিব সাহেব সেজন্য ইভানকে থামানোর জন্য অতশীকে ব্যবহার করতে চাইলো।
তিনি মনে মনে অন্যরকম একটা প্লান করলেন।

#চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here