অন্তরিন প্রণয় পর্ব-৭

0
992

#অন্তরিন_প্রণয়
#পলি_আনান
#পর্ব_৭

– এইসব কোন ধরনের কথা জুহি?তুই বলেছিলি আমাদের সঙ্গে যাবি তবে এখন কেন যাবি না?
– দেখ সেহেরিশ আমারো যাওয়ার ইচ্ছা ছিল বিডিতে,কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছেন আমি যেতে পারবো না।তুই কেইন, আর তুন্দ্রকে নিয়ে যা। আমার জন্য মন খারাপ করে থাকতে হবে না।

জুহির আশ্বাসে শান্ত হলো না সেহেরিশ।বরং রাগ দেখিয়ে আলমারির সব জামা ছুড়ে মারলো।সেহেরিশের রাগ দেখে জুহি প্রত্যুত্তর করলো না।বরং সব জামা গুলো তুলে ট্রলিতে একে একে সব ভাজ করে রাখলো।

– এমন রাগ দেখিয়ে লাভ নেই।আমি সত্যি যেতে পারবো না।যেহেতু লং ট্যুরে যাচ্ছিস চিন্তা করিস না বাবা সুস্থ হলে আমি একাই চলে যেতে পারবো।
আর তুই…

জুহি কথার মাঝেই থেমে যায়।আলমারির কর্ণার থেকে একটি নুপুর বের করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে,
– ওয়াও! এই গোল্ডের নুপুরটা কখন কিনলে সেহেরিশ?দেখে মনে হচ্ছে তোর পায়ে ঠাসা হয়?
বিরস মুখ নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়েই সেহেরিশ চমকে যায়।
– এই নুপুর বাইরে ছুড়ে মার।অসহ্য লাগে আমার।
– আজব!এত সুন্দর একটা নুপুর তোর অপছন্দ মানতে পারলাম না।যাই হোক তোর জামা কাপড় প্যাকিং করা শেষ।আর এইভাবে গোমড়া মুখে থাকিস না প্লিজ।

সেহেরিশ এখনো মুখ ভার করে বসে আছে তার অবস্থা দেখে জুহি মিহি হাসে।পেছন থেকে সেহেরিশকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে,
– কথা দিচ্ছি আমি যাবো বিডিতে তবে এখন না।আমি ছাড়া বাবা মায়ের কে আছে বল তাদের দেখার দায়িত্ব আমার। তাই এখন যেতে পারছি না তবে আমি খুব শীঘ্রই যাবো।এবার অন্তত হাস প্লিজ!

জুহির হাতে হাত রেখে হেসে উঠলো সেহেরিশ।সেহেরিশ ভালো করেই যানে জুহি কখনো তার কথা ফেলতে পারে না।

—–
অবশেষে কেইন,তুন্দ্র,সামী,মারুফা,সেহেরিশ,ফাহমিদা এবং খুরশীদ আনোয়ার বাংলাদেশে পৌছে যায়।ঢাকায় এসে বিলাসবহুল একটি হোটেল বুকিং করে সবাই সেখানেই উঠে।কেইন সহ সবার মুখে আনন্দের আভাস থাকলেও আনন্দ নেই সেহেরিশের চোখে মুখে।এখনো আতঙ্কগ্রস্ত সে।বেশ কিছুক্ষণ তুন্দ্র আর কেইন ছবি তুলে সেহেরিশের কাছে ফিরে আসে।সেহেরিশের ভার মুখ দেখে প্রশ্ন ছুড়ে দেয় কেইন,

– হোয়াটি’স ইউর প্রব্লেম সেহেরিশ?
– নাথিং।
– তবে এইভাবে মনমরা হয়ে বসে আছো কেন?আমরা বাংলাদেশে এসেছি বলে কি তুমি খুশি নয়?
কেইনের প্রশ্নে সহসা জবাব দিলো তুন্দ্র,
– আমারো তাই মনে হচ্ছে কেইন।আমি ভাবছি ফিরে যাবো।তুই চাইলে আমার সাথে ইন্ডিয়া যেতে পারিস।সেখানে তোকে কাশ্মীর,দার্জিলিং,যগ ফলস,দিল্লি, সিকিমে নিয়ে যাবো আশা করি তোর ভালো লাগবে।

তুন্দ্রের কথায় চোখ ছোট করে তাকায় সেহেরিশ।গমগম সুরে রাগ দেখিয়ে বলে,
– সমস্যা কি তোদের?এমন নাটক করার মানে কী?
– নাটক তো আমরা করছিনা। নাটক করছিস তুই।আসার পর থেকেই মুখটা পেঁচার মতো করে রেখেছিস তবে আমরা নিশ্চয়ই ভেবে নেবো আমরা আসাতে তোর এমন রিয়েকশন।
– দূর তা না।আসলে রেস্ট নিলে ঠিক হয়ে যাবো।

সেহেরিশ কথা শেষ করতেই তাড়াহুড়ো করে রুমে ডুকে সামী।তার চোখে মুখে আতঙ্কের ছাপ।তা দেখেই তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ে দেয় সেহেরিশ।
– কি হয়েছে সামু?তোকে এমন লাগছে কেন?
– বাবার কি যেন হয়েছে আপুনি।বাবা কার সাথে কথা বলেই চিন্তায় ডুবে যান। ফুফু,মামনির একই অবস্থা আমায় কেউ কিছু বলছে না।আমার কোন কিছুই স্বাভাবিক লাগছেনা।

সামীর প্রশ্নে তুন্দ্র আর কেইন একে অপরের দিকে ইশারা দিলো।সেহেরিশ দ্রুত রুম থেকে বেরিয়ে মারুফার রুমে প্রবেশ করে,

– ফুফি কি হয়েছে তোমার চোখ মুখ এমন লাগছে কেন?
– দ্রুত রেডি হয়ে নাও সেহেরিশ।আমাদের এখনি অনন্তপুর যেতে হবে।
– অনন্তপুর কিন্তু কেন?
– আমাদের সব জায়গা জমি অনন্তপুরের মতাব্বরের ছেলে দখলে নিয়ে গেছে।এখন তারা অস্বীকার করছে।তুমি দ্রুত রেডি হয়ে আসো।
– কিন্তু ফুফি…
– কোন কথা শুনতে চাই না সেহেরিশ।এখন তোমার ছিঁচকাঁদুনে কথা শোনার টাইম আমার নেই।তোমার পাপার ভালো চাও তো সবাইকে বলো তৈরি হয়ে আসতে।

মারুফার কড়া নির্দেশে দ্বিমত পোষণ করলো না সেহেরিশ।বরং সবাইকে নিয়ে তৈরি হতে নিজ নিজ রুমে চলে যায়।সবাই যখন সেহেরিশের জন্য অপেক্ষা করছিল তখন সেহেরিশ ফিরে আসে, আর তাকে দেখেই রেগে যান ফাহামিদা।

– এইসব কী সেহেরিশ?তুমি কি ড্রেস পড়ছো এইসব?
– কেন?জিন্স টপ্স,সমস্যা কোথায়?
– বিদেশের কালচার তুমি বিদেশে দেখাবে এখন আমরা গ্রামে যাবো দ্রুত ড্রেস চেঞ্জ করে এসে শালীন পোষাক পরো।
– আমি পারবো না। যা পরেছি তাই আমার কাছে ঠিক লাগছে।

সেহেরিশের তর্ক দেখে বিরক্ত হয়ে যান ফাহমিদা।এদিকে প্রায় দুপুর শেষ হতে চললো।অনন্তপুর গ্রামে পৌছাতে পৌছাতে তিন ঘন্টা সময় লাগবে।আজকে খোজে খবর নিয়ে আজকেই তাদের ফিরতে হবে তাই খুরশীদ আনোয়ার মা মেয়ের তর্ক থামিয়ে সবাইকে চুপ থাকতে বললো।

দেওয়ান মঞ্জিল আজ সাজ সাজ রব রব।রান্না-বান্না থেকে শুরু করে পুরো বাড়িতেই ছড়িয়ে আছে নব্যতা।মুনিফকে বাকি সব দায়িত্ব দিয়ে আজ আফীফ অধীর আগ্রহে বসে আছে তার ফুলপরীকে দেখার ইচ্ছায়।বাড়ির সাতটি কুকুর একে একে মৃতবরণ করায় আফীফ আবারো বাড়ির জন্য কুকুরের ব্যবস্থা করে।বর্তমানে তার তরতাজা অন্যদেশীয় কুকুর পাচঁটি এছাড়াও গ্রামের এলাকার কুকুর গুলো বেশির ভাগ সময় দেওয়ান মঞ্জিলের আশেপাশে পাহারাদার হিসেবে দেখা যায়।
আফীফের ভাষ্যে মতে, ” যে মানু্ষের মুখে দুবেলা দুমুঠো ভাতের জোগান দেওয়ার ব্যবস্থা করা হয়, সে মানুষটাও একটা সময়ে বেইমানি করে কিন্তু এই কুকুর গুলোর মুখে এক পিস পাউরুটি তুলে দিলেই সারাজীবন কৃতজ্ঞ থাকে”

তার দৃষ্টান্ত আফীফ নিজে পেয়েছে তাই বর্তমানে মানুষ নামের প্রানী গুলোকে তার বিশ্বাস করতে কষ্ট হয়।

বাগানে থাকা বেঞ্চিতে বসে কুকুর গুলোর দিকে পাউরুটি ছুড়ে মারছে আফীফ আর সেই পাউরুটি মুখে তুলে নিচ্ছে কুকুর গুলো।সব কুকুরকে একসঙ্গে দেখে আফীফের সেহেরিশের কথা মনে পড়ে যায়।বাড়ি থেকে পালিয়ে যাওয়ার শর্ত দিয়ে কুকুর গুলোর হাতে কিভাবে যে শায়েস্তা করেছিল তাকে ভাবলে এখনো হাসি পায়।

– ভাইয়া আমার আর মৌ’য়ের সব ফুলের পাপড়ি ছেড়ে শেষ কিন্তু কাজটা করবো কখন?সন্ধ্যা হয়ে এসেছে তুমি যানো না সন্ধ্যায় আমার ছাদে যেতে ভয় করে।

আমানের কথায় ধ্যান ভাঙ্গলো আফীফের।আমান আফীফের ছোট ভাই।এবার ক্লাই নাইনে পড়াশোনা করছে।আফীফ যেমন রাগী,তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আমান তার উলটো।সহযে যে কাউকে বিশ্বাস করে নেওয়া আমানের বাজে স্বভাব।যার কারনে আফীফ তাকে বার বার শাস্তির কাঠগড়ায় দাড় করায়।

অন্যদিকে মৌ,মুনিফের একমাত্র ছোট বোন।বয়স মাত্র সাত বছর।কিন্তু বাড়ির সবাইকে নিজের মায়ায় বেধে রেখেছে।বাড়ির সবাই তাকে পাকা বুড়ি বলেই ডাকে।

– এই ভাইয়া কি ভাবছো তুমি?
– দেখ আমান এত উতলা হচ্ছিস কেন?তোর ভাবী আসবে তার এইটুকু কাজ করতে পারবি না?আসলে তুই আমায় ভালোই বাসিস না।
– কি যে বলনা তুমি।যাই হোক নো টেনশন।ভাবীরা নাকি চন্দনপুরে পৌছে গেছে তবে এইগ্রামে কখন আসবে?
– অপেক্ষা কর আমান।অপেক্ষা কর।আমি যদি আট বছর পারি তুই পারবি না কেন?এমন ব্যবস্থা করেছি এই গ্রামে না এসে থাকতে পারবেনা।

—-

অনন্তপুরে মতাব্বরের ছেলে আজ দুপুরে সৌদি চলে গেছেন।তাই জায়গা জমির বিষয়ে আজ কোন আলচনা সভা বসবে না।এদিকে গ্রামের মুরব্বিদের নানান জনের নানান মত।সবার এক কথা চনন্দপুরের জমিদারের কথায় একটা সমাধান হতে পারে তাই তারা যেন চন্দনপুরে যায়।সব আশার আলো যখন নিভে গেছে তখন জমিদার আহনাফ দেওয়ানের উদ্দেশ্য সবাইকে নিয়ে পৌছে যায় দেওয়ান মঞ্জিলে খুরশীদ আনওয়ার।

সেহেরিশ এবং তার বন্ধুরা অন্য গাড়িয়ে রওনা দিয়েছে।সেহেরিশের আতঙ্কিত মুখ দেখে কেইন,সামী আর তুন্দ্র অবাক হয়ে তাকিয়ে আছে।

– মাই কিউটি সিস তোমায় এমন লাগছে কেন?
সামীর কথায় গলা খেঁকিয়ে উঠে সেহেরিশ। “কিছু না” বলে কথা ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে।কেইন আর তুন্দ্র দুজন দুজনকে ইশারা করে চুপ হয়ে যায়।দেওয়ান মঞ্জিলে সেহেরিশের গাড়ি থামতেই একে একে নেমে আসে সামী,কেইন তুন্দ্র।

– ওয়াও,এই গ্রামে এমন বাড়ি!মাই গুড নেস।
তুন্দ্রের কথায় তাল মেলালো কেইন।
– ইয়েস ব্রো।বাই দা ওয়ে তোর ফটোগ্রাফির জন্য গ্রামটা পারফেক্ট,এই বাড়িটাও পারফেক্ট।
– হুম ঠিক বলেছিস।
সবাই যখন বলা বলি করছিল কিন্তু তখনো সেহেরিশ গাড়িতে বসে ঘামাচ্ছিল।
– কিরে আপু গাড়ি থেকে নাম। পাপা তো আগেই চলে গেছে।আমরা যাবো না?
সেহেরিশের কান্ডে সবাই হতবিহ্বল!চঞ্চল সেহেরিশের এমন চনমনে অবস্থা কিছুতেই মানায় না।

সবার বিমূঢ় অবস্থা বুঝতে পেরে সেহেরিশ দ্রুত গাড়ি থেকে নেমে যায় এবং কেইন, সামী তুন্দ্রের পেছনে হাটতে থাকে।
বাড়ির দারপ্রান্তে প্রবেশ করতেই সেহেরিশসের সারা শরীরে অনামিক শিহরণ বয়ে যায়।এই তো আট বছর আগেই এই দারে সে থুথু ছুড়ে চলে যায়।আজ আবার সে ফিরে এসেছে আফীফ দেওয়ানের দারপ্রান্তে।

সেহেরিশ গেটে প্রবেশ করতেই সবাই তড়াক করে তাকায় তার দিকে।মাঝ উঠনে দাঁড়িয়ে আছে তার পরিবারের বাকি সদস্যরা।কেইনের সাথে তাল মিলিয়ে হাটতে হাটতে সেহেরিশ মাঝ উঠনে দাঁড়িয়ে যায়।সন্ধ্যা ঘনিয়ে এসেছে।তাই গ্রামে শীতের প্রকপটাও বেশি বেড়ে গেছে।চারিদিকে আসমানটা আজ লালাভাব ছড়িয়ে আছে।সেহেরিশের বুকের ভেতরটায় ধুকপুক শব্দ কম্পন পাশে থাকা কেইন যেন শুনতে পারছে।এমন অপ্রতিভ অবস্থায় সেহেরিশ আগে কখনো পড়েছে কী না তার জানা নেই।

দেওয়ান বাড়ির সবাই খুরশীদ,ফাহমিদা মারুফাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়।বাইরে দাঁড়িয়ে আছে কেইন সহ দেওয়ান বাড়ির কিছু সংখ্যাক লোক।সেহেরিশ এগিয়ে যেতেই তখনি তার মাথায় ঝাকে ঝাকে ফুলের পাপড়ি আছড়ে পড়তে থাকে।অকস্মাৎ কান্ডে উজবুক হয়ে যায় সেহেরিশ।কেইন লাফিয়ে পেছনে সরে যেতেই সামীর সাথে ধাক্কা লাগে।সেহেরিশ অবাক হয়ে উপরে তাকাতেই সেই মূহুর্ত গুলো ক্যামেরায় বন্ধী করে নেয় তুন্দ্র।

– হেই হোয়াটি’স দিস?
সেহেরিসের ধমকে তিনতলার ছাদ থেকে ঠোঁটের কোনে মিষ্টি হাসি ঝুলিয়ে আমান বলে,
– সরি আপু ভুলে সব পাপড়ি পড়ে গেছে।
সেহেরিশ চুল থেকে গোলাপের পাপড়ি সরাতেই আফীফের কথা মনে পড়ে যায়।মনে পড়ে যায় আফীফের বলা সেই কথা,
–“শুভ রজনী ফুলপরি”

মূহুর্তেই সব অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে সেহেরিশের।

অন্যদিকে আড়লে কেউ একজন দুচোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত।কত বছরের অপেক্ষার অবসান আজ ঘটলো তার হিসাব শুধু সে নিজেই যানে।
সেহেরিশের বিরস মুখশ্রী দেখে লোকটি কিঞ্চিৎ হাসে,

– প্রিয় তোমার শহরে আমি নামক ভয়ে’রা তবে এখনো হানা দেয়!

#চলবে….
❌কার্টেসী ছাড়া কপি করা নিষেধ❌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here