কুসুম_কাঁটা #পর্ব-১৩

0
474

#কুসুম_কাঁটা
#পর্ব-১৩
আকাশী শ্রাবণ্যর দুটো টিউশনি থেকে সাত হাজার পায়। এর আগে যেগুলো ও করেছে তাতে এতো টাকা পেত না। শ্রাবণ্য পরীক্ষার অজুহাতে এই দুটো ও’কে পাইয়ে দিয়েছিল। আরও দুটো যদি এমন জুটে যায় তাহলে ওর আর আপাতত অন্য ইনকাম সোর্স না খুঁজলেও হবে। পার্লারের টাকাটা রয়ে গেছে। চব্বিশ দিনের টাকা পাবে। সেটা আনতে যেতেও ইচ্ছে করছে না। হ্যাপি আপার মুখ টা দেখার আর ইচ্ছে নেই। ওই এলাকায় গেলে শুভর সঙ্গে দেখা হবে ভেবেও যেতে ইচ্ছে করছে না। এখানে ও বেশ আছে। কিছু মেয়ের সাথে ওর দারুন বন্ধুত্ব হয়েছে। শ্রাবণ্যর ইউনিভার্সিটির কাছের হোস্টেল বলে ও মাঝেমধ্যে আসে। আকাশীর এতেই ভালো লাগে। পড়াশোনা করছে ভালো মতোই। এবারের পরীক্ষা টা শেষ হয়ে গেলে বাকী থাকবে আর একটা বছর৷ তারপর অনেক টা সহজ হবে জীবন। জীবন সম্পর্কে আকাশী এখন আর ভাবে না। ভেবে আসলে কিছু হয়ও না। ও যা ভেবেছে ওর সঙ্গে তা কিছুই হয় নি৷ তাজা গোলাপ দেখে যে প্রেমিকে মুগ্ধ হতো সেই প্রেমিক বিয়ের কয়েকমাসেই হারিয়ে যায়। সংসারের চাল, ডালের হিসাব নিকাশের ব্যপারটাও আকাশী বুঝে যায় তখন। গোলাপের প্রতি সেই আকর্ষনও মরে যায়।

শ্রাবণ্যর দেয়া নতুন সিম কার্ডটা ব্যবহার করে। পুরোনো ফেসবুক একাউন্টটাও ডিলিট করে দিয়েছে। ওর আসলে শান্তি দরকার এখন। বিয়ের মাস পাঁচেক পর থেকে যে অশান্তি, অনিশ্চয়তার জীবন শুরু হয়েছে সেটাতে ও ক্লান্ত হয়ে গেছে। যারা অভাব দেখে বড় হয় তারা সহজে অভাব মানিয়ে নিতে পারে। কিন্তু সব পেয়ে বড় হওয়া মানুষের জীবনে অভাব জিনিসটা গলার কাঁটার মতো। প্রতিনিয়ত দিন গুনতে হয় সেই কাঁটা কবে নামবে গলা থেকে।

আকাশী এখানে ভালো আছে। শ্রাবণ্য হোস্টেলের টাকা এই মাসেও দিয়ে গেছে। ও বারন করার পর বলেছে,

“তোর টাকা তোর থাকুক, আমি যেটা দিচ্ছি সেটাও বাবার ই দেয়া। আমাকে দিয়েছিল বিয়ের পর। যেন প্রয়োজনে খরচ করতে পারি৷ তোকে সেখান থেকে দিচ্ছি। নিজের যেটা আছে সেটা খরচ করিস না। রেখে দে লাগবে, বিপদে মানুষ লাগে না। টাকাই লাগে সবার আগে।”

আকাশী চমৎকৃত হয়েছে। শ্রাবণ্য ওর মতো হয় নি৷ নরমের মধ্যে শক্ত ধাঁচের। বোধহয় বাবার স্বভাব পেয়েছে খানিকটা। ওর ই বা কত বয়স! তবুও সব টা কী সুন্দর গুছিয়ে ম্যানেজ করে!

শ্রাবণ্য আকাশীকে বাবার সিদ্ধান্ত জানিয়েছে। শুনে আকাশীর বোধহয় খুশি হওয়া উচিত ছিলো। এই তিন বছরে বাবা, মা’কে একবার চোখের দেখাও দেখতে পারে নি৷ মা’কে ফোন করলে সে অভিশাপ দিতেন। তবুও তার কন্ঠস্বর শোনার সৌভাগ্য ওর হয়েছিল। বাবাকে কখনো ফোন করার সাহস ও পায় নি।

আকাশী শ্রাবণ্য কে বলেছে, তুই বাবাকে বলিস আমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে যেন একবার সামনাসামনি দেখা করার সুযোগ দেয়। আর কিছু আমার চাই না। যা কিছু ভুল আমি করেছি সেগুলো একান্ত আমার ই। এর দায় আমার, এর জন্য মাশুল যা গুনতে হবে গুনব। বাবাকে আর কষ্ট দিতে চাই না।

শ্রাবণ্য বাবাকে সেকথা জানিয়েছেন। বাবা নাকি জবাবে কিছু বলে নি৷ তবে আকাশীর ভীষণ লোভ হয় বাড়ি যাবার। আনন্দের দিন গুলো সবার সাথে কাটাতে। সেই সুযোগ কোনোদিন আসবে কিনা ওর জানা নেই।

***
আজ স্বপ্নীল ছুটি নিয়েছে। একটা মাস যে কিভাবে গেল! ও বুঝে গেছে যে চাকরি বাকরি ও’কে দিয়ে হবে না। তবুও আরও দুটো মাস কাটাতে হবে। চুক্তি অনুযায়ী মেজর কোনো প্রবলেম না হলে তিনটা মাস কন্টিনিউ করতে হবে৷ স্বপ্নীল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তিন মাস পর ও আর অফিসে যাবে না। বাসায় থাকবে, দাদু যা বলে বলুক। গাধা, গরু যা বলছে মুখে বলছে। ওর গায়ে তো আর লাগছে না।

স্বপ্নীল ভেবে লজ্জা পায় যে ও নীলাকে বিয়ে করতে চেয়েছিল। নীলার বাচ্চার দায়িত্বও নিবে। চাকরি করে খাওয়াবে। নীলা ঠিকই করেছে৷ দেখা যেত বেচারি ও’কে বিয়ে করে না খেয়ে আছে। এই কটা টাকায় কী ই বা খাওয়াতে পারতো৷ ওর নাহয় এক পিস মাছ, একবাটি ডালে হয়ে যায়। নীলা তো প্লেট সাজিয়ে ভাত খেত। তাছাড়া বাচ্চার স্কুলের খরচ আছে।

স্বপ্নীল আর ভাবতে চায় না। ইশ! জীবন এতো জটিল কেন! টাকা ইনকাম করা এতো কষ্টের কেন!

শ্রাবণ্য আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ফেসপ্যাক লাগাচ্ছে। ও আবার রুপের ব্যাপারে ভীষণ সচেতন। খায়ও অল্প। ওর সেমিস্টার ফাইনাল শেষ হলো৷ রাত জেগে পড়াশোনা করতে গিয়ে কটা পিম্পল হওয়ায় কী দু:খই না পেয়েছিল। স্বপ্নীল হেসে ফেলল সেই কথা ভেবে।

শ্রাবণ্য পেছনে ফিরে ও’কে একবার জিজ্ঞাসু চোখে দেখে আবার আয়নার দিকে তাকালো। শ্রাবণ্য সাজতেও ভীষণ ভালোবাসে। কাজল, লিপস্টিক না পরে বেরোয় না। সেদিন সবাই মিলে ফুচকা খেতে গেল, সেখানেও সেজে গেছে। অবশ্য সাজলে ও’কে ভীষণ ভালোও লাগে। চোখে কাজল পরলে একদম অন্যরকম লাগে। ওর চুলগুলোও ভীষণ সুন্দর। কিন্তু সেটা বাইরের কেউ দেখার সুযোগ পায় না। হিজাব পরে সবসময়। স্বপ্নীলের মাঝেমধ্যে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। লজ্জায় ছুঁয়ে দেয় না।

স্বপ্নীল হঠাৎ জিজ্ঞেস করে,

“শ্রাবণ্য, তোমার কী কোনো প্রেমিক আছে? ”

শ্রাবণ্য আবার ওর দিকে তাকায়। ও’কে দেখতে অদ্ভুত লাগে। অরেঞ্জ কালার মুখ।

শ্রাবণ্য বলে,

“না। কেন?”

“তুমি তো অনেক সুন্দর এজন্য। ”

শ্রাবণ্যর মুখ টা হাসি হাসি হয়ে যায়। স্বপ্নীল আবারও বলে,

“আজ ছোটপাকে দেখতে আসবে? তোমাকে সুন্দর দেখাতে হবে কেন?”

“কেন? আমাকে সুন্দর দেখালে ক্ষতি কী”

“না এমনি জিজ্ঞেস করলাম। ”

শ্রাবণ্য দীর্ঘশ্বাস ফেলল। স্বপ্নীল বুঝলো না সেটা। ওর প্রেমিক ছিলো না কেউ। বাবার ভয়ে কাউকে কখনো ধারে, কাছে ঘেঁষতে দিতো না। তবে মনে মনে চাইতো সুন্দর হ্যান্ডসাম একজনের সঙ্গে ওর বিয়ে হোক। শাহরুখ খানের মতো রোমান্টিক চোখে ওর দিকে তাকিয়ে থাকুক। ওগুলো শুধু স্বপ্নই থেকে গেল! বাস্তব তো……!

***
রঙ্গনাকে আজ দেখতে আসবে। পাইলট পাত্র পাওয়া গেছে একজন। দাদুর ইচ্ছে ছিলো পুলিশের সঙ্গে বিয়ে দেবার। কিন্তু বাড়ির লোক এই ছেলেটাকে পছন্দ করেছে। বিয়েতে দাদু খুব একটা মাতব্বরি করতে পারছে না। রঙ্গনার মা মেয়ের বিয়ে নিয়ে ভীষণ সিরিয়াস। তিনি শ্বশুর কে বিশেষ পাত্তা দিচ্ছেন না।

সন্ধ্যেবেলা আসার কথা। বাড়িতে এলাহি আয়োজন। বিরিয়ানি, রোস্ট, দুই তিন পদের কাবাব করা হয়েছে। ডেজার্টে কাস্টার্ড, পায়েশ, পুডিং। এছাড়া নাশতায় সিঙ্গারা, সমুচা, লুচি, হালিম জাতীয় অনেক খাবার।

রঙ্গনাকে দেখে মনে হচ্ছে বিয়েতে ভালোই সিরিয়াস। চুল রিবন্ডিং করে এসেছে। ফেশিয়াল, পেডিকিওর, মেনিকিওর কিচ্ছু বাদ দেয় নি। শাড়ি বাছাবাছি করলো অনেক সময় নিয়ে। শ্রাবণ্য আর তুলিকে দিয়ে সাজগোজ ঠিকঠাক করলো।

শিলার একটু সন্দেহ হয়। রঙ্গনাকে বললেন,

“তুই কী উল্টাপাল্টা কিছু ভাবছিস? বিয়ে নিয়ে তোকে জোর করব না। কিন্তু খবরদার রেগে উল্টাপাল্টা কিছু করবি না। ”

রঙ্গনা হেসে বলল, না না এবার বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দেব।

শিলা মেয়েকে বিশ্বাস করেন না। ভয়ে থাকেন, মেয়ে না জানি কী অঘটন ঘটায়।

***
স্বপ্নীল গিয়ে মিশুক কে বলে আসলো নিচে আসার কথা। দাদু থাকতে বলেছেন। মিশুক বলল,

“তোমার শ্বশুর বাড়ি থেকে গেস্ট আসছে?”

“আরে না ভাইয়া, ছোটপাকে দেখতে আসছে। ”

মিশুক কয়েক সেকেন্ড স্বপ্নীল কে দেখলো। তারপর বলল,

“তোমার ছোট আপা সত্যিই বিয়ে করছেন?”

“বোধহয়। আজ দেখতে আসবে। পছন্দ হলে তারপর। অবশ্য ছবি দেখে আগেই দুজন দুজন কে পছন্দ করেছে।”

মিশুক গম্ভীর গলায় বলল,

“আচ্ছা। ”

স্বপ্নীল চলে যাবার পর মিশুক দরজা বন্ধ করে রইলো। ও আজ আর বেরোবে না। বোধহয় সবাই মিলে ও’কে সূক্ষ্ম অপমান করতে চাইছে। অবশ্য অপমানের বিষয় টা মোটেও আসবার কথা না, ও তো রঙ্গনাকে রিজেক্ট করে নি সেভাবে। মানে, ব্যাপার টা তো হতে হতেও হয়ে ওঠে নি।

রঙ্গনা উপরে এলো নিজের কিছু একটা খুঁজতে। মিশুক টের পেল, হিলের শব্দ। কান সজাগ করে রইলো। কিছুক্ষনের মধ্যেই টের পেল রঙ্গনা শ্রাবণ্যকে ডাকছে। ও ঘর থেকে বেরোলো। রঙ্গনাও তখন বেরিয়েছে। দুজনের চোখাচোখি হলো। রঙ্গনা সুন্দর সেজেছে। সাদার সঙ্গে রানী গোলাপি ব্লাউজে খুব মানিয়েছে। চুলের কারনে ভীষণ অন্যরকম লাগছে। মিশুক হেসে বলল,

“হাই রঙ্গনা।”

রঙ্গনা বিস্ময় লুকিয়ে বলল,

“হ্যালো মিশুক। ”

“সুন্দর লাগছে ভীষণ। ”

রঙ্গনা কপালে কৃত্রিম ভাজ এনে বলল,

“রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ।”

“বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশন। ”

“থ্যাংক ইউ। ওয়ান্স এগেইন। ”

মিশুক আরও একবার রঙ্গনাকে আপদামস্তক দেখে বলল,

“আপনার বিয়ের যেকোনো কাজে আমাকে ডাকবেন। প্রয়োজনে অফিস থেকে সিক লিভ নেব। ”

রঙ্গনার ঠোঁটে দুষ্ট হাসি। দুজনে চোখে চোখ রেখে কথা বলছে।

শ্রাবণ্য সিড়ির কাছে এসে রঙ্গনাকে ডাকলো। রঙ্গনা এগিয়ে যাচ্ছে ওর চোখের দৃষ্টি তখনও মিশুকে আবদ্ধ। হঠাৎ দরজার কাছে গিয়ে পেছনে ফিরে তাকালো। মিশুক হাত ভাজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রঙ্গনা বলল,

“তুমি নিচে এসো, সবার ভালো লাগবে। আর তোমারও লাগবে। ”

মিশুক ঠোঁট উল্টে মাথা নাড়লো।

চলবে….

(রবিবার থেকে প্রি অর্ডার শুরু হবে কী করিলে বলো পাইবো তোমারে এর প্রি অর্ডার। সবাই প্রস্তুত হন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here