#জেদ(A Conditional Love Story)
#পার্ট১৭
#আফরিন_ইনায়াত_কায়া
.
.
পার্কের ধারে দাঁড়িয়ে আছি আমি আর আরদ্ধ।তার সম্পূর্ন মনযোগ ফোনে।সব টুকু এটেনশন দিয়ে কোন একটা কাজ করছে সে।আমি দৃষ্টি দিয়ে রেখেছি দূর আকাশের পানে।মাঝে মাঝে চোখ ঘোলা হয়ে আসছে।কান্না দলা পাকিয়ে গলাইয় এসে ঠেকছে।খুব করে ইচ্ছে করছে আরদ্ধকে জড়িয়ে ধরে কাদতে।
আমি অন্য দিকে ফিরে চোখের জল ফেললাম ।মাথা ঘুরাইতেই নিজেকে আবিষ্কার করলাম আরদ্ধের বাহুডোরে ।আরদ্ধ আমার মাথাটা আলতো করে বুকের মধ্যে আগলে নিল।আমি দুই হাতে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম ।আরদ্ধ আমার মাথায় ছোট্ট করে একটা চুমু খেয়ে বলল
-তোমাকে নিয়ে বড্ড জ্বালায় পরেছি আমি ।কোথায় একটু অধিকার খাটাবে তা নয় তার অনুমতি দরকার সব কিছু তে ।
আরদ্ধের কথায় বেশ লজ্জা পেলাম আমি।শক্ত করে জড়িয়ে নিলাম তাকে ।আরদ্ধ আমাকে আগলে নিল তার উষ্ম বাহুডোরে।
.
.
কাল থেকে বাবার সাথে কোন কথা হয় নি আমার।এক প্রকার ইচ্ছে করেই তার সাথে কথা বলিনি।এমনটা অবশ্য না যে বাবা খুব একটা চেস্টা করেছিল আমার সাথে কথা বলার।হাবভাব দেখে মনে হল যেন তার কোন ভ্রুক্ষেপ নেই।আমার কোন কথাই যেন তিনি কানে তোলেন নি ।কাজের ফাকে ফাকে এসব চিন্তা ভাবনা করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পাইনি।কাজ শেষ করে ব্যাগ গোছাচ্ছি তখনই টুং করে ফোনে একটা ম্যাসেজ এল।
-আজকে দেখা করবে একটু?Please it’s important.
আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে গুজে রাখলাম।
.
.
রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছি আমি আর আরাজ ।ওর চোখে মুখে স্পষ্ট বিষন্নতার ছাপ।কিন্তু ঠোটে হাসির রেখা টেনে তা আটকানোর চেস্টা করছে।আমার পাশে বসে আরদ্ধ ফোনে মাথা গুজে আছে।ছেলেটা আজকাল বড্ড ব্যস্ত সময় কাটাচ্ছে।ব্যস্ততার আড়ালে সব চিন্তাকে লুকিয়ে রাখে সে।
আরাজ একবার আরদ্ধর দিকে তাকিয়ে আমার দিকে ফিরে বলল
-ইনা…উম সরি ইনায়াত ।I’ve tried a lot but তোমার বা আমার প্যারেন্টস কাউকেই কোন ভ্যালিড রিজন দিতে পারিনি ।তাই হয়তো বিয়ের ইস্যুটা এত দূর গড়াচ্ছে।But as I promised I’ll help you.এই সমস্যা থেকে বাচার একটাই উপায় আছে।যদি আমি ব্যাক করে চলে যাই।যদি আমিই না থাকি তাহলে আংকেল তোমাকে আমার সাথে বিয়ের জন্যে ফোর্স করবে না।দেন তুমি যাকে ইচ্ছা I mean আরদ্ধকে বিয়ে করতে পারবে।That’s why I’ve decided আমি এই উইকেই ব্যাক করব।তাছড়া অফিসের কিছু কাজে আমাকে সিংগাপুর যেতে হবে।যত তাড়াতাড়ি যেতে পারব It will be helpful.
কথাগুলো শেষ করে হালকা হাসল আরাজ ।
আরাজের কথাগুলোতে হালকা কষ্ট লুকিয়ে আছে।আমি পরিস্থিতি সামাল দিতে বললাম
-আরাজ ব্যাপারটা এমন না যে আমি আরদ্ধের জন্যে তোমাকে রিজেক্ট করছি।হ্যা এটা সত্যি আমি আরদ্ধকে অনেক বেশি ভালোবাসি ।কিন্তু এটাও সত্যি যে তোমার জায়গায় যদি আজকে আরদ্ধ থাকত তবুও আমি এই বিয়ে করতাম না।
এবার আমার কথা শুনে আরাজ বেশ অবাক হল।চোখ মুখ কুচকে জিজ্ঞেস করল
-মানে?
-দেখ আরাজ ছোট থেকেই বিয়ে সম্পর্কে একটা নেগেটিভ ধারনা নিয়ে বড় হয়েছি।Marriage is a compromise .Marriage means killing your dreams .এই ধারনাটা আমার মধ্যে খুব করে গেথে বসেছিল।অজানা কারও সাথে সারাজীবন কাটানো তো দূরের কথা চিন্তা করলেই শিউরে উঠতাম আমি ।আরদ্ধ আমার এই ধারনাটাকে পালটে দিয়েছে।He has taught me how to dream.He gave me all my freedom .অথচ না জেনে অজানা কারও হাতে কিভাবে নিজেকে তুলে দিব যদি সে আগলে রাখতে না জানে?
আরাজ বেশ অবাক হয়ে আমার কথাগুলো শুনছে ।আমার কথা শেষ করেওতেই বলে উঠল
-Yeah I completely understand.সেজন্যেই আমি চলে যাচ্ছি।So you both can be live together.
কথাটা বলে ঘড়ির দিকে তাকাল আরাজ।
-I gotta go.আরো কিছু ফ্রেন্ড এর সাথে মিটা আপ করতে আছে।It’s farewell then .Bye.
আরাজের কথার প্রতিউত্তরে আমি হেসে বিদায় জানালাম।
আরাজ চলে যাওয়ায় আমি যেন স্বস্তির নিশ্বাস ফেললাম।আরদ্ধর দিকে তাকাতেই ফোন থেকে মাথা না উঠিয়ে বলল
-ও ফিরে আসবে ।
আরদ্ধর কথা শুনে আমি যেন হা হয়ে গেলাম।চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলাম
-মানে?
আরদ্ধ আমার কথার জবাব না দিয়ে বলল
-সন্ধ্যা নেমে আসছে ।চল তোমাকে বাসায় পৌছে দেই।
.
.
আরাজ যাওয়ার সপ্তাহখানেক পার হয়ে গেছে প্রায় ।বাবা এখন আর বিয়ে নিয়ে তেমন মাথা ঘামায় না।কিন্তু চোখে মুখে আমার প্রতি রাগ আর একটা চাপা কষ্ট বেশ বুঝতে পারি আমি ।বাবা আমার বিয়ে নিয়ে বড্ড চিন্তায় আছেন।মেয়েকে কিভাবে কখন কার হাতে হস্তানর করবেন এই নিয়ে তার ভাবনার জুড়ি নেই।আরাজ চলে গেলেও বাবা থেমে থাকবেন না।কই না কই থেকে আবার কাউকে ধরে আনবেন আমাকে তার গলায় ঝুলানোর জন্যে।কিন্তু এটা হতে দেওয়া যাবে না।এর একটা বিহিত করতে হবে।
ফোনটা হাতে নিয়ে ডায়াল লিস্টের প্রথম নাম্বারটাতে কল দিলাম।ওপাশ থেকে হ্যালো বললেই জবাব দিলাম
-আজকে রাতে ফ্রি আছ?আসতে পারবে একটু?…..
চলবে