তুমিই আমার প্রিয় নেশা পর্ব-৯

0
2321

#তুমিই আমার প্রিয় নেশা
#পর্ব:9
#Suraiya_Aayat

” ভাবী এখন কেমন আছে ?”হালকা নরম সুরে বলল নূর ৷ নূরের কথা শুনে ওর ভাইয়া গাল থেকে হাত নামিয়ে কপালে ভাজ ফেলে চিন্তিত সুরে বলল
” রাতে তো অনেক জ্বর এসেছিলো, হাতটাও ভেঙে গেছে ঠিক হতে সময় লাগবে ৷”
আয়াশ বলে উঠলো
” কে যে মারলো এভাবে ধাক্কাটা , ডেভিল সে একটা৷”
কথাটা বলতেই নূরের দিকে তাকালো, নূর ও আয়াশের কথাটা শুনে আয়াশের দিকে তাকালো ৷ মানুষটা একটা অপরাধ করেছে নিজে আবার এখন নিজেই নিজের সম্পর্কে এমন উল্টোপাল্টা বলছে দেখে নূর অবাক হলো ৷ নূরের ভাইয়া বলে উঠলো
” কি আর বলি বলো, যা হওয়ার তা হয়েছে, আর তাছাড়া মায়া আমাদের বিয়ের জন্য অনেক জোর করছিলো কয়েকদিন ধরে, কিন্তু নূরকে নিয়ে চিন্তায় ছিলাম বলে তাই আর বিয়ের কথা ভাবিনি কিন্তু ওর এখন যা অবস্থা তাতে করে আরো কিছুদিন পিছিয়ে গেল ৷”
নূর মাথা নীচু করে আছে , চুপচাপ ওর ভাইয়ার কথা শুনছে ৷ওনার কথা শেষ হতেই আয়াশ বলে উঠলো
” ভাইয়া এটা তো ভাবির বাড়ি রাইট ? ভাবীর আম্মু কোথায় , ওনাকে তো দেখছি না !”

” উনি কিচেনে আছেন, তুমি বসো আমি ডাকছি ওনাকে ৷”
আয়াশ ওর জায়গা জেকে উঠে ব্যাস্ততা নিয়ে বলল
” আরে সমস্যা নেই, তুমি এখানে থাকো আমি ওনার সাথে দেখা করে আসছি ৷”
কথাটা বলে আয়াশ রুম থেকে বেরিয়ে গেল ৷
মায়া ঘুমিয়ে আছে, মেয়েটার হাতের অনেক অংশ তাছাড়া শরীরে বিভিন্ন জায়গা আচড় পেয়ে ছিলে গেছে ৷ নুর বিছানার একপাশে মায়ার কাছে চুপচাপ বসে আছে আর ওর পাশে ওর ভাইয়া চেয়ারে বসে আছে ৷
নূর হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলল
” ভাইয়া ! তুমি কি এখনো আমার ওপর রাগ করে আছো কালকের ঘটনার জন্য ?”
নূরের ভাইয়া অবাক হয়ে বলল
” কালকে কি হয়েছিলো রে? আমার তো মনে নেই ৷”
নূরের চোখের কোনে জল, মাথা নীচু করে আছে নূর ৷ ভাঙা কন্ঠে বলল
” কিছুনা ভাইয়া ৷”
নূরের কথা শোনার পর নূরের ভাইয়া অনেক ভাবার চেষ্টা করলো তারপর ভাবছে সফল হয়ে নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল
” ওহহ ! সেই কথা কালকের৷ আরে আমি কিছু মনে করিনি , তাছাড়া তোর কোন দোষ নেই আমি জানি ৷”
কথাটা বলতেই মায়া ওর ভাইয়াকে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো ৷ নুরের ভাইয়া নুরকে জড়িয়ে ধরে বলল
” আরে পাগলি কাঁদছিস কেন ! চুপ একদম ‌৷ আমার তো কিছুই মনে নেই, আর কালকে এমনিতেই মন খারাপ ছিলো তাই রাগের মাথায় হয়তো অনেক কিছু বলে ফেলেছি তুই কিছু মনে করিস না ৷”
নূর ওর ভাইয়াকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলো ৷
হঠাৎ আয়াশ এসে বলল
” এহেম এহেম , ভাই বোনের কান্নাকাটির মধ্যে আমি কি ডিস্টার্ব করে ফেললাম মনে হয় ৷”
নূরের ভাইয়া তার জায়গা থেকে উঠে বলল
” আরেহ না না তেমন কিছু না, নূর কান্না করছিলো ও ভাবছিলো আমি হয়তো ওর ওপর কোন কারনে রেগে আছি ৷”
আয়াশ নূরের দিকে আড় চোখে তাকিয়ে বলল
” ভাই বোনের মধ্যে কি কোন ভুল বোঝাবুঝি হয়েছে নাকি ?”
নূরের ভাইয়া হাসিমুখে বলল
” না না আয়াশ তেমন কোন ব্যাপার নেই , আচ্ছা তোমরা বসো আমি আসছি, তোমাদের জন্য খাবার নিয়ে আসি ৷”
আয়াশ নূরের দিকে তাকিয়ে বলল
” ভাইয়া থাক লাগবে না, আমি অয়েলি খাবার খাইনা ,আমি মিষ্টি ভালোবাসি , বাসায় গিয়ে ঠিক খেয়ে নিবো ৷”
নূরের ভাইয়া আয়াশের কথা কতোটা কি বুঝেছে তা নূর জানে না কিন্তু নূর বেশ ভালোই বুঝতে পেরেছে ৷ নূরের ভাইয়া উনি চলে গেলেন খাবার আনতে আয়াশের কোন কথা না শুনে ৷
নূরের ভাইয়া চলে যেতেই আয়াশ মায়ার দিকে তাকালো, মায়া বেঘোরে ঘুমাচ্ছে ৷ নূর মায়ার পাশে বসতে গেলেই আয়াশ নূরের হাত ধরে ওর কাছে টেনে আনলো ৷ নূর ঝটকা সামলাতে না পেরে অনেকটা আয়াশের গায়ে হুমড়ি খেয়ে পড়লো তবুও আয়াশ সামলে নিয়েছে ৷ নূরের কানের পাশে গুজে রাখা চুলগুলো আয়াশ নূরের মুখের ওপর ছড়িয়ে দিয়ে নূরের মুখের ওপর একটা ফু দিলো ৷ নূর খানিকটা কেঁপে উঠতেই আয়াশ বললো
” এতো কাঁপাকাঁপি কিসের আফুসোনা ? ভালোবাসা নিতে গেলেই তোমার যত ভয় ! এই ভয়টা আমি আজকে কাটিয়েই ছাড়াবো দেখ , বাসায় চলো ৷”
নূর হাত দিয়ে আয়াশকে সরাতে গেলেই আয়াশ বলল
” একবার বলেছি না পালানোর চেষ্টা করবানা , তুমি যতটা পালানোর চেষ্টা করবে আমি ততটাই তোমার কাছে এগিয়ে যাবো ৷”
নূর চুপ করে আছে মাথা নীচু করে ৷ আয়াশ পুনরায় বলল
” আচ্ছা যাই হোক এখন বলো কান্না করছিলে কেন?”
নূরের ভাবভঙ্গির পরিবর্তন হলো না,নূর আগের মতোই চুপ করে রইলো ৷ আয়াশ পুনরায় বললো
” কি হলো বলো ! না বললে তুমি তো জানো আমি ঠিক কি করতে পারি ! আমি অত্যন্ত লজ্জাহীন একজন মানুষ যে যেখানে সেখানে সবকিছু করতে পারে ৷ তাই তাড়াতাড়ি আনসার দাও ৷”
নূর মিনমিন সুরে বলল
” আসলে ভাইয়া আমাকে নিয়ে অনেক চিন্তা করে তো তাই আমি একটু রাগারাগি করেছিলাম সেই জন্যই আরকি ৷” নূর আয়াশকে সত্যিটা বললো না ৷ কারন আয়াশ নূরদের বাসাতে যতদিন ছিলো মায়া আয়াশের সাথে কখনো খারাপ ব্যাবহার করেনি আর মায়া যেহেতু ওদের বাড়ির হবু বউ তাই মায়ার সব কথা আয়াশকে বলে মায়াকে আয়াশের চোখে নীচে নামাতে চাইনা নুর ৷
কথাটা শোনামাত্রই আয়াশ ওর হাতের বাধন হালকা করতেই নূর ছিটকে দূরে সরে গেল, আসলে আয়াশ ওকে এতো শক্ত করে আটকে রেখেছিলো যে আচমকাই ছেড়ে দিতেই নূর ভারসাম্য হারিয়ে ফেলল ৷
আয়াশ নূরের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলল
” ওহহ ৷”
নূর আয়াশের মুখ দেখে বুঝতে পারলো যে আয়াশ কোনভাবেই ওর কথা বিশ্বাস করেনি ৷ আসলে না বিশ্বাস করার ই কথা , নূর মিথ্যা নামক জিনিসটাও ঠিক করে গুছিয়ে বলতে পারেনা, ওর শরীরের মাঝে অস্থিরতা কাজ করে, চঞ্চলতা বাড়ে , মুখের ভাবভঙ্গির পরিবর্তন হয় যখন ও কখনো মিথ্যা বলতে যাই ৷ এইভাবে ও ছোটবেলায় ওর আম্মুর কাছে কতোবার যে ধরা খেয়েছে তার ঠিকানা নেই ৷
নূরের ভাইয়া প্লেট ভর্তি খাবার সাজিয়ে ওদের সামনে রাখলো, নূরের গলা দিয়ে খাবার নামছেনা বারবার আয়াশের মুখের দিকে তাটাচ্ছে, মানুষটা অতিরিক্ত স্বাভাবিক তবুও যে আয়াশের এমন একটা লুকে নূর কেন মেনে নিতে পারছেনা নূর জানে না ৷আয়াশ সবকিছু রেখে হালিম খেলো যেটা মায়ার মা বরাবরই অত্যন্ত ঝাল দেই ৷ নূর যতদূর জানে আয়াশ ঝাল খাবার খাই না, ইফার কাছ থেকে নূর এই কথাটা জেনেছে ৷ আয়াশের সাদা মুখে কানের অংশটুকু লাল হয়ে আছে ৷ মনে হচ্ছে যেন নিজের মাঝে রাগটাকে দ্বিগুণ করার চেষ্টা করছে, আর দিনশেষে রাগ গুলো আয়াশ নূরের ওপরেই ঝাড়বে ৷ নূর এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিয়ে বলল
” ভাইয়া আমার শরীরটা ভালো লাগছে না , আমি আর খাবো না ৷”
আয়াশ নূরের দিকে তাকিয়ে বলল
” কি হয়েছে ?”
নূর ঘাবড়ে গিয়ে বলল
” জানি না , জ্বর জ্বর আসছে মনে হয় ৷”
নূরের ভাইয়া চিন্তিত কন্ঠে বলল
” আয়াশ তুমি যাওয়ার পথে ওর জন্য একটু ঔষুধ নিয়ে নিও ৷”
আয়াশ মাথা নাড়িয়ে বলল ” জ্বি ভাইয়া ৷”
নূর চুপচাপ বসে রইলো ৷ কি হবে ভাবছে শুধু ৷
কিছুখন পর ওরা রওনা দিলো ৷ আয়াশ ড্রাইভ করছে পাশে বসে আছে নূর ৷ আয়াশ বেশ চুপচাপ কথা বলছেনা দরকার ছাড়া ৷ হঠাৎ আয়াশ একটা ফার্মেসির দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই নূর বুঝতে পারলো যে আয়াশ ঔষুধ কিনবে , তাহলে কি আয়াশ ওর কথা বিশ্বাস করেছে নাকি ওকে ওর জালেই ফাসাচ্ছে কোনটা ?
আয়াশ দোকান থেকে ঔষুধ এনে নুরের হাত দিয়ে বলল
” নাও , জ্বর কমবে ৷”
নূর কাঁপাকাঁপা হাতে ঔষুধটা নিলো , ওর তো জ্বর নেই তাহলে ও ঔষুধটা কেন খাবে তাই হাজারো কল্পনা জল্পনা করে বলল
” বাসায় গিয়ে খাই ?”
আয়াশ একটু ভারী গলায় বলল
” তাড়াতাড়ি খাও , নো মোর ওয়ার্ডস ৷” নূর আর কথা বাড়ালোনা ,ঔষুধটা করে খেয়ে ফেললো ৷ মনে মনে বলতে লাগলো ” হুদাই যে কেন মিথ্যা বলতে যাস আল্লাহ মালুম , এখন ঔষুধ খেয়ে যদি উল্টো কাজ হয়🤷🏻!”
আয়াশ গাড়ি চালালো , নূর একটু অন্যমনস্ক ছিলো তাই খেয়াল করেনি যে কোথায় এসেছে ৷ নূর গাড়ি থেকে নেমে দেখলো ওরা একটা ছোট্টখাটো বাড়ির সামনে নেমেছে ৷ নূর অবাক হয়ে বলল
” এটা কোথায় ?”
আয়াশ একটা রহস্যময় হাসি দিয়ে বলল
” ডেভিল ভিলা ৷”

#চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here