তুমি আছো তাই পর্ব – ১৩

গল্প – তুমি আছো তাই
পর্ব – ১৩
লেখিকা – নৌশিন আহমেদ রোদেলা

রাত ৮ টা,,, নিশি ক্রমাগত পায়চারী করে চলেছে।।টেনশনে ওর মাথা ফেঁটে যাচ্ছে,,,আর মাত্র আধ ঘন্টা পর ফাহিন আর ওর বাবা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে।।নিলয় কি পারবে ফাহিনকে আটকাতে?? উফফফ,,,ভালোবাসাটা যে এতোটা প্যারাময় এটা নিশি আগে জানলে কখনোই ভালোবাসার মতো ভয়ংকর আগুনে ঝাপ দিতো না।।।ব্যালকনিতে দাঁড়িয়ে এসবই ভাবছিলো নিশি,,হঠাৎ ফোনের রিংটোনের শব্দে চমকে উঠলো সে।।অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিলো,,,কারো সাথে কথা বলার মতো সাধারন ইচ্ছাও আপাতত নিশির মধ্যে নেই।।

হ্যালো(বিরক্তি নিয়ে)

নিশু?তুমি এতো প্রেশার কেনো নিচ্ছো??দুপুরে এতো বুঝালাম বাট তুমি সেই আগের জায়গায় আটকে আছো,,হোয়াট ইজ দিস???বেশি টেনশন করলে তুমি অসুস্থ হয়ে পড়ো,,এটা জেনেও তুমি টেনশন করেই যাচ্ছো তো করেই যাচ্ছো।।।(রাগী গলায়)

আ,,আমি,, কই,,,মানে টেনশন করছিলাম না তো,,,

স্যাট আপ নিশু,,,স্টপ লায়িং।।।টেনশন করছো না অথচ বারান্দায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছি,,,তার চোখ-মুখ চিৎকার করে তার প্রেশারের কথা জানান দিয়ে চলেছে।।।আই ওয়ার্ন ইউ নিশু,,,,যদি তোমার এসব ফলিস টেনশনের জন্য তোমার শরীর খারাপ করে,,আই ওন্ট স্পেয়ার ইউ।।।

আরেহ,,,শরীরও আমার খারাপ করবে,,,আর বকবেনও আমায়??নট ফেয়ার,,,,

বেবি,,তোমার শরীর,, মন সবই আমার।।ওখানে তোমারও অধিকার নেই।।ওটা আমার পার্সোনাল স্পেস,,পার্সোনাল প্রোপার্টি,,গট ইট???

হুহ,,আসছে,,,(মুখ ভেঙিয়ে)ওই হিসেবে তো আপনিও আমার পার্সোনাল প্রোপার্টি,,,কিন্তু আমার কথা কই শুনেন??রাগ উঠলেই তো হাত টাত কেটে বিশ্রী অবস্থা করে ফেলেন।।

ওহ,,,নিশু আমি তো তোমার পার্সোনাল প্রোপার্টিই হতে চাই,,,,যে প্রোপার্টি তুমি ইচ্ছামতো ইউজ করবে,,,(দুষ্টুমি হাসি দিয়ে)বাট দেখো,,আমি মরুভূমির মতো পড়ে আছি,,,তোমার তো নিজের প্রোপার্টির প্রতি কোনো কেয়ারই নাই।।।কিন্তু আমার কিন্তু ব্যাপক,,,,

স্যাট আপ।।কি সব পাগলের প্রলাপ শুরু করছেন??(রাগী গলায়)

ইসসস,,,নিশু,,প্লিজ এভাবে রাগী মোডে চলে যেয়ো না,,,দেখতে ব্যাপক লাগে,,ইচ্ছা করে একদম খেয়ে ফেলি,,,

ছি,,,(লজ্জা পেয়ে)

এই যে আবার লজ্জা পাচ্ছো,,, স্ট্রবেরি আইসক্রিম ভেবে খেয়ে ফেললে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না,,হুহ

চুপ করবেন আপনি??এক মিনিট এক মিনিট,,,আপনি আমাকে দেখছেন কিভাবে??আপনি আশেপাশে কোথাও আছেন নাকি??তাহলে আমার চোখে পড়ছে না কেনো??(ভ্রু কুঁচকে)

মন থেকে খুঁজো নিশুপাখি পেয়ে যাবে(মুচকি হেসে)

আরে বলুন না প্লিজ,,, কই আপনি??(আশেপাশে উঁকিঝুঁকি দিয়ে)

উঁকিঝুঁকি দিয়ে লাভ নেই সোনা,,,আমি তোমার থেকে অনেকদূরে আবার খুব কাছে।।

বনিতা না করে বলবেন প্লিজ কই আপনি???(রাগী গলায়)।

আমি আমার বেডরুমের বিছানায় বসে আছি,,হেপি নাও?

মিথ্যুক,,,তাহলে আমাকে দেখছেন কিভাবে??আমাকে বোকা মনে হয়??(ভ্রু কুঁচকে)

নিশু,,নিলয় চৌধুরী মিথ্যা বলে না।।তোমার রুমের বারান্দায় সেইদিন ক্যামেরা লাগিয়ে দিয়ে আসছি,,,,তুমি যে ঘুম পাগলী,,কেউ তুলে নিয়ে গেলেও খুঁজ পাবে না।।কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না,,,বউ তো আমার একটাই বলো,,,,,

নিলয়ের মুখে বউ ডাকটা শুনে বুকের ভেতরটা অন্যরকম একটা অনুভূতিতে কেঁপে উঠলো।।

কখন করলেন এসব??(ভ্রু কুঁচকে)

সেটা তোমার না জানলেও চলবে,,,আপাতত ভ্রু গুলো ঠিক করো,,,এভাবে ভ্রু কুঁচকে থাকলে,,,তোমাকে একদম আমার বাচ্চাদের পার্ফেক্ট মা মা দেখায়,,,

আপনার যত্তসব বাজে কথা,,,এবার রাখুন বাই,,,(ভেঙচি দিয়ে)

এক মিনিট এক মিনিট,,,,

কি হলো??

তোমার ব্যালকনির ল্যাফ্ট সাইডে গিয়ে দেখো একটা রশি আছে,,,

হুম,, তো??(ভ্রু কুঁচকে)

ওটা উপরে তুলে আনো,,,

কেনো???(অবাক হয়ে)

তুলতে বলছি তুলো,,

নিশি একহাতে ফোন ধরে অন্য হাতে দড়িটা হালকা টানলো,,,কিন্তু ওটা একটুও নড়লো না,,,

কি ব্যাপার,, ওটা উপরে উঠছে না কেনো??

শক্ত করে টানো উঠবে,,

এবার নিশি হাতের ফোনটা,পাশের টেবিলে রেখে দড়ি ধরে টানতে লাগলো,,,প্রায় পাঁচ মিনিট পর দড়ির নিচে বাঁধা একটা বড় সড় ঝুড়ি নিশির হাতে এলো।।ভাড়ি ঝুড়িটা কোনো রকম টেবিলে রেখে,,হাঁপাতে হাঁপাতে আবার ফোনটা কানে নিয়ে কিছু বলতে যাবে,,তার আগেই নিলয়ের হাসির শব্দ ভেসে এলো,,,নিলয় যে গড়াগড়ি দিয়ে হাসছে তা নিশি বেশ বুঝতে পারছে,,,

কি ব্যাপার আপনি এভাবে পাগলের মতো হাসছেন কেন?(ভ্রু কুঁচকে)

লাইক সিরিয়াসলি নিশু??এই সামান্য ঝুড়িটা তুলতেই তুমি হাঁফায় গেছো??হাহাহাহাহা

একদম হাসবেন না বলে দিলাম,,,ওটা মোটেও সামান্য ছিলো না,,ব্যাপক ভাড়ি ছিলো,,হুহ।।

হাহাহাহাহা,, নিশু,,আই নো ওটা কতোটুকু ভারি ছিলো,,,তুমি এই হাল্কা ভারেই হাঁপিয়ে উঠো তো আমাকে কেমনে সামলাবে??

মানে??(ভ্রু কুঁচকে)

কিছু না,,, ওপেন দ্যা বক্স,,

হুম,,নিশি একহাতে ফোন ধরে অন্যহাতে ঝুড়িটা খুললো।।খুলেই অবাক হলো,,,

এসব কি??(অবাক হয়ে)

দেখতে পাচ্ছো না??লেফ্ট সাইডে যে ফ্রুটস গুলো আছে এগুলো তুমি আজ রাতের মধ্যে ফিনিশ করবা,,,

হোয়াট??ইম্পসিবল

সবই পসিবল বেবি,,,তোমার শরীর দুর্বল সো এই ফ্রুটসগুলো তুমি খাবা,,,,আমি চাই না আমার বাচ্চার মা হওয়ার আগেই তুমি ঠুসঠাস সেন্স হারাও,,,মানুষ আমাকে সন্দেহ করবে তো বেবি,,,(চোখ টিপে) সো জাস্ট ফিনিশ দেম,,,নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না।।আর তার পাশে যে তিনটি শাড়ি আছে,,,তার থেকে নীল শাড়িটা তুমি কাল পড়ে আমার সাথে দেখা করতে আসবে,,তার সাথে নীল চুরি,,,হালকা কাজল।।একটা ছোট্ট কালো টিপ।।আর হ্যা,,,ওখানে বেলী ফুলের মালাও আছে,,চুলে লাগাবে।।আমার নীল পরিটাকে আমি আবার দেখতে চাই।।এই শুনো,,,খবরদার ঠোঁটে লিপস্টিক দিবা না,,,তোমার ওই গোলাপী ঠোঁটই আমাকে পাগল করার জন্য যথেষ্ট,,,আরও একটা কথা,,,পারফিউম একদম দিবা না,,,মনে থাকবে?

নিশি এতোক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিলো,,লোকটা পাগল নাকি??এমন সব পাগলামো করে যে নিশি কি রিয়েকশন দিবে তাই ভুলে যায়,,,

কি হলো? শুনছো??

হুমম,,মনে থাকবে….

গুডড,,আর জুয়েলারি পড়বা না,,যদিও আমি শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পাঠিয়েছে,,বাট আমি তোমাকে এমনি দেখতে চাই,,ওকে??

হুমম

কি হুমম হুমম শুরু করছো?কি হয়েছে??শরীর খারাপ করছে??

নিশির চোখ থেকে নিজের অজান্তেই দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো,,,মাকে কখনো পায় নি নিশি।।কাছের মানুষ বলতে শুধু বাবাকে পেয়েছে,,,বাবা নিশিকে প্রচন্ড রকম ভালোবাসে,,তা নিশি জানে।।আজ প্রথমবারের মতো মনে হচ্ছে,,বাবা ছাড়াও কেউ একজন নিশিকে প্রচন্ড রকম ভালোবাসে,,,,

নিশু??এই নিশু??শরীর খারাপ লাগছে?? তুমি কাঁদছো কেন??ওকে আমি এক্ষুনি আসছি,,,

না,,না,,আপনার আসতে হবে না প্লিজ,,আমি ঠিক আছি,,,

স্টপ লায়িং,,কিছু না হলে কাঁদছো কেন??

এতো ভালোবাসেন কেন আমায়??

হোয়াট নিশু?এই সময় তুমি এসব ফলিস কোশ্চেন করছো??আমি এক্ষুনি আসছি,,তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো।।না তারচেয়ে বরং আমি রেদুয়ানকে সাথে নিয়ে আসি,,ও চেকাপ করে নিবে,,তোমাকে আর অসুস্থ শরীরে বাসার বাইরে যেতে হবে না।

আরে আপনি??(কলিংবেলের আওয়াজে নিশির কথা মাঝপথেই থেমে গেলো)

আচ্ছা রাখছি,,হয়তো ফাহিন এসেছে,,,

হুমম,,যাও যাও,,দেখো ফাহিন বাবু কি বলে(শয়তানী হাসি দিয়ে)

ড্রয়িংরুমে বসে আছে ফাহিন,,,আংকেল আর বাবা।।সবার মুখেই গাম্ভীর্য,,, নিশি ড্রয়িংরুমের দরজায় দাড়িয়ে ব্যাপারটা বুঝার চেষ্টা করছে কিন্তু বুঝে উঠতে পারছে না।।হঠাৎই ফাহিন গম্ভীর গলায় বলে উঠলো,,

আংকেল আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব না,,,আমি অন্য কাউকে ভালোবাসি।।।

কথাটা শুনেই নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম…..
…………..
………………..
[বাকিটা পরবর্তী পর্বে……]

#তুমি_আছো_তাই #নৌশিন_আহমেদ_রোদেলা #গল্পের_ডায়েরি #রোদেলা #GolperDiaryOfficial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here