তুই_একমাত্র_আমার_অধিকার
ছোহা_চৌধুরী
#পর্ব১৮
বাড়িতে গেলাম অনেক দিন পর।কালকে ফ্লাইট। চলে যাবো ১ বছরের জন্য।কেন জানি না সবার জন্য খুবই খারাপ লাগছে।ওদের সাথে থাকতে ইচ্ছে করছে।মনে হচ্ছে আর ১ সপ্তাহ যদি থেকে যেতে পারতাম!কিন্তু তা আর সম্ভব না।টিকেট কাটা হয়ে গেছে। কি আর করার।যেতে তো হবেই।
আম্মু ও আম্মু আমি বলছিলাম কি যে আমি তোমাদের সাথে থেকে যাই!কি বলো তুমি?আমি বললাম।
একটা থাপ্পর দিবো তোকে।আমাদের সাথে থেকে যাবি কেন?মানুষ বরের সাথে বাহিরে যেতে চায় আর তুই না চাইতেই শুভ্র তোকে নিয়ে যাচ্ছে তো তাই ভালো লাগছে না!যানিস তোর বাবা যখন যেতো তখন আমি বলতাম যে আমি ও যাই তোমার সাথে? কিন্তু বরাবরই ওনি বলতেন আমি ব্যবসার কাজে যাচ্ছি আর ৬ মাসেরই তো ব্যাপার চলে আসবো।আর দেখ শুভ্র তোকে নিজ থেকে নিয়ে যাচ্ছে কত লাকী তুই!আর ১ বছর পর তো চলেই আসবি।সারা জীবনের জন্য তো আর যাচ্ছিস না।দেখ ঠিক মতো ব্যাগে সব নিয়েছিস কিনা পাগলী মেয়ে একটা আম্মু বললো।
________________ ________________
এই যে মিস্টার, আর কতক্ষন শুয়ে থাকবেন?আমাকে গুছাতে একটু হেল্প করুন।
তা কি করতে হবে আপু?শুভ্র বাঁকা হেসে বলল।
আপনার তো আর বাড়িতে বিয়ে করা বউ নাই যে ব্যাগ গুছিয়ে দিবে!তাই নিজের ব্যাগটা গোছান।আমার মতো পিচ্চি মেয়ের পক্ষে কি এতো কাজ করা সম্ভব নাকি?আমি বললাম।
ও,আই সি।তা আপনি কোথায় যাচ্ছেন মাই লিটল সিস্টার?
কোথায় আবার যাবো হুহ?সিংগাপুর যাচ্ছি সিংগাপুর। কখনো গিয়েছেন?ও যাবেনই বা আবার কি করে?এবারই তো অনেক রিকোয়েস্ট করায় আপনাকে আমার সাথে নিচ্ছি। আমি ক্লোজআপ হাসি দিয়ে বললাম।
তাই নাকি মিসেস!আপনি সিংগাপুর কেন যাচ্ছেন?
আমি মিসেস না আমি মিস ওকে।আর আমার বাব আর চাচার তো অনেক বড় বিজনেস আছে।বিজনেসের কাজে যাচ্ছি। টেনশন নিও না।আমার এসিস্ট্যান্ট হিসেবে বা বর্ডি গার্ড হিসেবে তোমাকে নিয়ে যাবো।আমি বললাম
রিয়েলি!শুভ্র কিছুটা অবাক হয়ে বললো।
আসতে পারি!দরজায় নক করে অরিন আপু আর নয়না বললো।
আরে আসো তো। এত ফর্মালিটির কি আছে?আমি বললাম
(ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে অয়ন আর নয়না কিন্তু বিবাহিত। যদিও অনুষ্ঠান করে উঠিয়ে আনা হয়নি জাস্ট বিয়ে পড়িয়ে রাখা হয়েছে।আমরা সিংগাপুর থেকে আসার পর অনুষ্ঠান হবে।হলুদ,মেহেন্দি,সংগীত নাইট,বিয়ে বৌভাত সবকিছুই হবে।আপনারা গিফট নিয়ে আসবেন কিন্তু ।)
তা শুভ্র ভাইয়া আমি অয়নকে বিয়ে করলাম আমার বেষ্ট সাথে একসাথে থাকার জন্য। একসাথে থাকবো,শপিং করবো মাঝে মাঝে আবার চুল টানাটানি করবো।এখন তো দেখছি বিজনেস এর কাজে আপনি নিরাকে নিয়ে সিংগাপুরই চলে যাচ্ছেন নয়না বললো।
আরে ১ বছরের জন্যই তো যাচ্ছি।সারা জীবনের জন্য তো আর না।
বাই দা ওয়ে অরিন আপু তুমি চুপচাপ যে শুভ্র বললো।
ভাই তুই কি সত্যিই চলে যাচ্ছিস?আপুর চোখে পানি টলটল করছে।কবে দেশে ফিরবি?তোকে অনেক মিস করবো যে!বলে শুভ্র কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
শুভ্রর চোখ,নাক ও লাল হয়ে গিয়েছে যা জানান দিচ্ছে যে ওর ও কষ্ট হচ্ছে। তারপর ও নিজেকে শক্ত রেখে বলল আরে পাগলি আপু!তুমি কাঁদছো কেন?তোমার তে খুশি হওয়ার কথা কারন তোমার ভাই এখন বড় হয়েছে। আর ব্যবসার কাজে সে সিংগাপুর যাচ্ছে। ১ বছরেরই তো ব্যাপার।বাই দা ওয়ে আবির ভাই এসে জেনো মামা ডাক শুনতে পারি বলে রাখলাম।
__________ ________
শুভ্র তুমি কোথায়?আসতে আর কতক্ষন লাগবে? একটু শপিং এ যেতে হবে যে তুমি ভুলে গেছো নাকি!অফিস থেকে কখন বের হবে?এতো লেট কেউ করে!আমি কিছুটা রাগ দেখিয়ে শুভ্রকে বললাম।
পিচ্চিদের রাগ করতে নেই তুমি জানো না।আর আধ ঘন্টা ওয়েট করো আমি আসছি।এসে তোমাকে,অরিন আপুকে আর নয়নাকে শপিং এ নিয়ে যাবো।যা যা লাগে কিনে নিও।আর আলমারিতে দেখ একটা টাকার বান্ডেল আছে।ওইটা নিয়ে এসে সাথে করে।আম্মু আর কাকিমার জন্য ও কেনাকাটা করতে হবে।আগামী এক বছর তো আর দিতে পারবো না।তাই কিছু কিনে দিয়ে যাই।বাকি জিনিস সিংগাপুর থেকে আসার সময় আনবো।
ওকে।বাট আমি কিন্তু শপিং সিংগাপুর গিয়েই করবো।জাস্ট কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলেই নয় ওগুলো এখান থেকে কিনে নিয়ে যাবো।
ওকে ম্যাম।আপনি যা বলবেন তাই হবে।
আচ্ছা তুমি তোমার কাকাতো বোনকে কিছু কিনে দিয়ে যাবে না ভাইয়া?আমি ফান করে বললাম।
হুম। দিয়ে যাবো তো।একটা মাত্র ছোট বোন বলে কথা।তাই ওকে তো আর ছোটখাটো কিছু কিনে দিয়ে গেলে হবে না।তাই আমার সাথে করেই নিয়ে যাবো সিংগাপুর গিয়ে যাতে মন খোলে শপিং করতে পারে।আচ্ছা আল্লাহ হাফেজ।
ওকে আল্লাগ হাফেজ।
____________ ___________
নিরা শুভ্রের সাথে তোমার কথা হয়েছে? বিকেল থেকে কল দিচ্ছি। বাট ফোন বন্ধ দেখাচ্ছে। অয়ন বললো।
ফোন বন্ধ! কিন্তু শুভ্র তো ফোন বন্ধ করে রাখে না কখনো।আচ্ছা ওয়েট আমি দেখেছি।
আরে চিল ইয়ার।হয়তো ভাইয়ার ফোনে চার্জ নেই বা কোনো মিটিং এ হয়তো নয়না বললো।
আবির ভাইয়া ও সাথে তাল দিলো।হয়তো ব্যস্ত তাই।
কিন্তু শুভ্র তো ফোন ফোন অফ করার আগে আমাকে আমাকে ফোন করে জানিয়ে দেয় আমি বললাম।
আচ্ছা এতো টেনশনের কিছু নেই।শুভ্রর পিএ কে ফোন করলেই তো হয় অরিন আপু বললো।
রাইট।আচ্ছা আমি ফোন করছি বলে আমি ফোন নিতে আমার রুমে এলাম।
___________ ___________
আসসালামু আলাইকুম রাজন ভাই।
ওয়ালাইকুম আসসালাম ম্যাম।
শুভ্র কি অফিসে?মানে ওর ফোন ওফ দেখাচ্ছে তো।তাই আরকি টেনশন হচ্ছে।
বাট স্যার তো ৬টার দিকেই অফিস থেকে বের হয়ে গেছে। বললো যে আপনাদের নিয়ে শপিং এ যাবে।এখনো বাসায় যায় নি!
কি!কিন্তু শুভ্র তো এখানো বাসায়ই আসেনি।আর ফোন অফ।
আচ্ছা ম্যাম টেনশনের কিছু নেই।হয়তো জ্যাম রাস্তায়।তাই লেট হচ্ছে।
_____________ ________________
চাচিমা দেখো ৮টা বেজে গেছে। এখনো তো শুভ্র আসছে না।আমার টেনশন হচ্ছে।
তোর বাবা আর চাচ্চুকে তো কল দিলাম।ওনারা জরুরি মিটিং এ আছে বিদেশি ক্লাইন্ট এর সাথে।আর অয়ন ও তো অফিসে গেল।টেনশন করিস না।
কিন্তু আমার কেন যেনো মনে হচ্ছে শুভ্রর কোনো বিপদ হয়েছে।
আম্মু ধমক দিয়ে বললো,নিরা তুই চুপ করবি।অলক্ষনের কথা বলছিস কেনো?চলে আসবে টেনশন করিস না।
নিরা ওই নিরা কোথায় তুই?তোর ফোন এসেছে।এই যে নে,নয়না বললো।
কে ফোন দিয়েছে রে নয়না?
আননোন নাম্বার।
হ্যালো আসিস আলাইকুম। কে বলছেন?
আপনি মিস্টার শুভ্র নীল আহমেদ এর কি হোন?
আমি ওনার স্ত্রী। আপনি কে?
আমি মিস অনন্যা…………
চলবে……