ধর্ষণের মিথ্যা অপবাদ পর্ব-১৩

0
2015

#ধর্ষণের_মিথ্যা_অপবাদ
✍লেখক✍কালো ভূত
🌺১৩ম পর্ব
#MD_Fahim_Ahmed
Page: All Story Link


তখন জুঁই এর কথা শুনে শিখা একটু চুপ থেকে বলে,
শিখা:-এই সৌন্দর্য দিয়ে আর কি হবে বলো যদি তোমার ভাইকেই জীবনে না পাই,
আমার না খুব করে ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরে সরি বলি, আমার ভালোবাসা দিয়ে সারাজীবন বুকের মাঝে আগলে রাখি,

শিখার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গড়িয়ে পরছে,
আসলেই রাসেলের জন্য খুব কষ্ট হচ্ছে তার,
আগের থেকে অনেক শুকিয়ে গেছে, কেদেঁ কেদেঁ চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যায়,

জুঁই:-ভাবি তোমার কষ্ট টা আমি বুঝি,
হাজার হলেও আমি তো একটা মেয়ে, তুমি আল্লাহ র উপর ভরসা রাখো তিনি সব কিছু ঠিক করে দিবেন,

শিখা:-হুম সেই আশাতেই আজো বেঁচে আছি,
আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলেই এই কষ্টের বোঝা টাকে কমাতে কবেই আমার শরীর থেকে রুহ টাকে মুক্তি করেদিতাম,

জুঁই:-ভাবি খবরদার এই কথা আর মুখেও আনবেনা,
তাহলে আমার থেকে ভয়ংকর আর কেউ হবেনা
রাগী মুড নিয়ে,

আপনেরা ভাবতেছেন শশুর শাশুড়ির সামনে এতো কথা কি করে বলছে তাহলে আপনেরা ভুল কেননা শিখা আর জুঁই একটা গাড়ি আর রাসেলের আম্মু আব্বু একটা গাড়ি তে যাচ্ছে,
ড্রাইভার আজিজ বলে,

আজিজ:-স্যা আমরা তো চৌদ্দগ্রাম এসে গেছি আপনেরা কি কিছু খেয়ে নিবেন,

আব্বু:-হুম গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাও,

একটু পরে আজিজ একটা ভালো রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করাই আর সবাই নেমে ভিতরে গিয়ে বসে,

আব্বু:-শিখা মামুনি কি খাবা অর্ডার করো,

শিখা:-না আব্বু আজকে আমার শাশুড়ি আম্মাজান অর্ডার করবে,

আম্মু:-আমি অর্ডার করবো,

তারপর আর কথা না বাড়িয়ে রাসেলের আম্মু সবার জন্য খাবার অর্ডার করে,
আপনেরা আবার ভাবিয়েন না যে ড্রাইভারদের জন্য আলাদা খাবার অর্ডার করছে,
আরেনা তাদের জন্যেও একই খাবার,
আর
এরা এমন ধরনের মানুষ না,ধনী গরিব ভেদাভেদ মনে করেনা,
খাবার খাওয়া শেষে শিখা উঠতে যাবে তখনই সামনে দেখতে পাই তার বান্ধবী অনামিকাকে একটা হুইল চেয়ারে করে অনামিকার বাবা আবির চৌধুরী রেস্টুরেন্টের দিকে নিয়ে আসতেছে,
তাই শিখা তাদের কাছে যায়,

শিখা:- আংকেল আপনেরা এখানে কেনো,

কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে শিখা,

আবির:-ওহহহ মামুনি তুমি,
আর বলিওনা আমরা এখানে থাকি অনামিকার চিকিৎসার জন্য,

শিখা:-ওহহহ আচ্ছা,
অনামিকা কেমন আছিস,

অনামিকা কথা বলতে না পারলেও সব কিছু নিরবে শুনে শুধু চোখের জল ফেলে,
অনামিকা হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে,
আমি কেমন আছি সেটা তো নিজের চোখেই দেখতে পারতেছিস,তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছে,

শিখা:-আমরা নীলার বাসাই যাচ্ছি,
তুইকি যাবি,
চোখে জল নিয়ে,

অনামিকা এবাও মনে মনে বলল আমাকেও দাওয়াত করেছে কিন্তু আল্লাহ আমার ভাগ্যে এইসব রাখেনি,তোরা যা,

এইদিকে রাসেলের পরিবারের সবাই এসে দাঁড়িয়ে দেখছে সবকিছু,
আবির:-শিখা মামুনি কাকে কি বলছো ও তো কথা বলতে পারেনা জানোই,

তখনই অনামিকা হাতের ইশারায় তার বাবা কে একটা কাগজ আর পেন দিতে বলে,
আর আবির সেইটা বুঝতে পেরে একটা পেন আর কাগজ বের করে দেয়,আর তাতে অনামিকা যা বলথে চাই সেইটা লিখে শিখার হাতে দেয়,

শিখা:-কি এটা আর কি লেখা আছে,

অনামিকা:-ইশারায় পড়ে দেখ,
থাহলেই বুঝতে পারবি,

তখন শিখা কাগজ টা পড়তে শুরু করে,

অনামিকা:-শিখা আমাকে ক্ষমা করে দিস,
আমার জন্যই সেদিন তুই রাসেলের মতো ভালো মানুষের সাথে অমন করেছিলি,
আমি যে পাপ করেছিলাম আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে,
আমরা যদি সেইদিন আদালতে অমন মিথ্যা কথা না বলে সত্যি বলতাম তাহলে হয়তো আজ রাসেল ভাইয়া তোর সাথেই থাকতো,
আমাকে পারলে মন থেকে ক্ষমা করে দিস,

শিখা:-কি বলবো তোকে সেইটা আমার জানা নেই তবে আমিও যে কম দোষি না,
আজ আমার একটা ভুলের জন্য এসব হয়েছে,

এইভাবে অনেক সময় কথা বলে সবাই আবার যাত্রা শুরু করে,
দির্ঘসময় পরে নীলার বাসার সামনে এসে পৌঁছে যায়,
নীলা দাঁড়িয়ে আছে তার একমাত্র বান্ধবীর জন্য,
শিখা গাড়ি থেকে নামলেই নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরে,

নীলা:-কেমন আছিস,
আর শরীরের কি অবস্থা করেছিস হুম,

শিখা:-ভালো আছি,
তুই কেমন আছিস,আর আমি কেনো এমন সেইটা তো তোর অজানা নয়,

এইভাবে সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে আসে,নীল বাসাই নেই রাসেল বলার পরে কি যেনো একটা কাজে বাইরে গেছে,

নীলা:- আংকেল আন্টি আপনেরা যান ঐ রুমে গিয়ে রেস্ট নিন,

আম্মু:-হুম মামুনি,

বলেই রাসেলের আব্বু আম্মু সেই রুমটাতে চলে যায়,
এইখানে শিখা আর জুঁই আছে,

শিখা:-আচ্ছা নীলা নীল ভাইয়া কে দেখছি না যে,

নীলা:-ভাইয়া কি যেনো একটা আর্জেন্ট কাজে গেছে ভাইয়ার বন্ধু বলার পরে,
একটু পরেই চলে আসবে,

শিখা:-ওহহহ আচ্ছা তা তোর ভাইয়ের সেই বন্ধু টা কোথায় দেখছিনা যে,

আসলে নীলা শিখার সাথে এই সব নিয়ে আগে আলোচনা করেছিলো,

নীলা:-রাসেল ভাইয়া তো গতকাল লন্ডনে চলে গেছে একটা জরুরি কাজে,
তিন মাস পরে আসবে,

রাসেল নামটা শুনেই শিখার কলিজাটা নোরে ওঠে,

শিখা:-রাসেল
অনেক টাই অবাক হয়ে,

নীলা:-আরে বোকা এই ভাইয়াটার নাম ও রাসেল,
বিএসসি ইন্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডে জব করে,

শিখা দেখলো এটা তার রাসেল হবে না কেননা রাসেল তো আর বিএসসি শেষ করেনি,

শিখা:-ওহহহ আচ্ছা,
এখন চল সবাই ফ্রেস হয়ে নি,

তারপর তারা সবাই একসঙ্গে ফ্রেস হয়ে নেই,
একটু ফরে নীল বাসাই চলে এসে দেখে ছোফায় এককা হিজাব করা মেয়ে মসে আছে,
চোখ দুটোই শুধু দেখা যাচ্ছে, যেই চোখের মায়াই নীল পরে যায়,

নীল:-নীলা ঐ নীলা কোথায় তুই,
এই দেখ তোর জন্য কত কি এনেছি,

তখন নীলা শিখা দৌড়ে নিচে চলে আসে,
সিড়ি দিয়ে নামতে নামতে,

নীলা:-কি হয়েছে,

নীল:-এইনে তোর সব জিনিস,

তখন শিখা বলে,

শিখা:-নীল ভাইয়া কেমন আছেন,

নীল:-আমি ভালো আছি তুমি কেমন আছো,
আর কখন এসেছো তোমরা,

শিখা:-আমরা অনেক আগেই এসেছি কিন্তু আপনে বাসাই ছিলেন না,

নীল:-আসলে একটা কাজ থাকাই সেখানে চলে যেতে হয়ে ছিলো,
আচ্ছা ঐ মেয়েটা কে,

জুঁই কে উদ্দেশ্য করে বলে আর এতো সময় ধরে জুঁই এদের সব কথা শুনছিলো,

নীলা:-ভাইয়া এ হলো জাকিয়া ইয়াসমিন জুঁই,
সবাই জুঁই বলেই ডাকে,
আর সবথেকে বড় কথা জুঁই হলো শিখার একমাত্র ননোদ, মাদ্রাসাতে পড়তো পাকিস্তান তাই কখনো দেখতে পাসনি,

জুঁই:- আসসালামুয়ালাইকুম ভাইয়া কেমন আছেন,

নীলের মুখে কোনো কথা নেই শুধু মুগ্ধ হয়ে জুঁই এর দিকে তাকিয়ে দেখতেছে আর কথা শুনতেছে,
জুঁই তো লজ্জায় শেষ,
তাই নীলা বলে,

নীলা:-ভাইয়া এই ভাইয়া তোর আবার কি হলো হুম, জুঁই কিছু বলেছে শুনতে পাসনি,

নীল:-ওহহ হ্যা,
ওয়ালাইকুমাসালাম,আমি ভালো আছি আপনে কেমন আছেন,

জুঁই :-আমিও অনেক ভালো আছি,
বলেই জুঁই উপরে চলে যায়,আসলে জুঁই এইসব পছন্দ করেনা কিন্তু নীলের তাকানো তার কাছে খুব ভালো লাগছিল,

এইদিকে,
রাসেল অফিসে বসে একটা কাজ করতেছিলো তখনই পিছন থেকে একজন বলে ওঠে,

লোকটি:-মিস্টার রাসেল এইখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো আবার অসুবিধা হলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না,
আমি এখানকার দায়িত্বে আছি,

রাসেল:-আরে না আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা হলেই আপনাকে জানাবো,
ধন্যবাদ আপনাকে,

বলেই আবার ও গভীর মনোযোগ দিয়ে কাজ করতে লাগল,
কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালি নেই,রাসেলের

সবুজ:-স্যার সন্ধ্যা হয়ে গেছে এখনো কি আপনে কাজ করবেন নাকি হুম,
চলেন হোটেলে ফিরে যায়,

সবুজের কথায় রাসেলের কাজের থেকে ধ্যান সরে যায়,

রাসেল:-ওহহ হ্যা আমার তো মনেই নেই যে আমি অফিসে কাজ করতেছি,
আর চলো মনে হয় অনেক দেরি হয়ে গেছে,

সবুজ:-হুম চলেন স্যার চলেন স্যার,

তারপরে দুইজন হোটেলের উদ্দেশ্যে রওনা দেই,
এইভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে যায়,
সকালে শিখা হাটতে হাটতে রাসেলের রুমের কাছে চলে আসে, রুমের দিকে তাকিয়ে ভিতরে দেখার লোভ সামলাতে পারেনা,
তাই ভিতরে প্রবেশ করতে যাবে অমনি,

নীল:-খবরদার ঐ রুমে যাবেনা,

শিখা চমকে ওঠে,
আচমকা এইভাবে পিছন থেকে ডাকার কারণে,

শিখা:-কেন ভাইয়া,
আর রুমটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো তাই একটু ভিতরে দেখতে চাইতেছিলাম,

নীল:-সরি আসলে রুমটা আমার বন্ধু রাসেলের আর ঐ রুমে কারো যাওয়া মানা,

শিখা:-আচ্ছা ঠিক আছে,
উমমমম কি আমার রুম রে তাই সেখানে যাওয়া আবার মানা হুম যাবই না,মনে মনে,

নীল:-শিখা তোমার ননোদের কি বিয়ে হয়েছে,
একটু লজ্জা মুখ করে,

শিখা:-বাহ ছেলেরাও লজ্জা পাই,
মনে মনে,
না ভাইয়া জুঁই এর এখনো বিয়ে হয়নি,
কেনো ভাইয়া,

যদিও শিখা ধরতে পেরেছে জুঁই কে নীল পছন্দ করতে শুরু করেছে,
মেয়ে মানুষের চোখ বলে কথা,

নীল:-আরে এমনি,
আচ্ছা তুমি ঘুরে দেখো আমি যায়,কিন্তু ঐ রুমে আর যাইও না,

শিখা:- আচ্ছা ভাইয়া আপনার কথা মনে থাকবে,

নীল কথাগুলো বলেই চলে আসে,
নীল যখন যাচ্ছিল তখনই জুঁই ওর রুম থেকে বের হয়তে নিছে অমনি এক টা ধাক্কা লেগে দুজনেই পরে যায়,
নীল জুঁই এর উপরে শুয়ে থেকে শুধু ঐ মায়াই ভরা চোখটাই দেখছে,
এইদিকে জুঁই তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে,
বুঝতে পেরে নীল তাড়াহুড়া করে উঠে পরে,

নীল:-সরি সরি আমি আসলে খেয়াল করিনি তো তাই এই ঘটনা টা ঘটেছে,
প্লিজ কিছু মনে করবেননা,

নীল ছেলে হয়েই যেই লজ্জা পাইছে তাহলে ভাবেন জুঁই মেয়ে হয়ে লজ্জায় লাল টমেটো কেন হবেনা,

জুঁই:-না ভাইয়া সরি বলতে হবেনা ঠিক আছে,
আসলে আমার ও দেখে চলা উচিৎ ছিলো,

এইদিকে এই রোমান্টিক দৃশ্য দেখে শিখা মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে,
শিখা:-যা বাবা রোমান্টিক মুডটাই শেষ হয়ে গেলো,তবে দুইজন কে হ্যাব্বি মানাবে বাবা মা আর নীলা কে বলে এদের একটা ব্যবস্থা করতে হবে,
কিন্তু কি ভাবে করবো,

নীলা:-কিরে শিখা এইরকম একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন চিনতা করতেছিস শুনি,

শিখা চমকে ওঠে আচমকা এমনটা হওয়াই,

শিখা:-আরে কিছুনা,
আচ্ছা নীলা তুই কি দেখেছিস নীল ভাইয়া আর আমাদের জুঁই কে কিন্তু হ্যাব্বি মানাবে,

শিখার কথা শুনে নীলা অনেক টাই অবাক হয়,
কেননা নীলা এই কথাটাই শিখাকে বলতে চাচ্ছে বেশ কিছু সময় ধরে কিন্তু বলার সাহস পাচ্ছে না,

নীলা:-হুম অনেক মানাবে আমি তোকে এই কথাটাই বলতে চেয়েছিলাম,

শিখা:-আচ্ছা এদের বিয়ে দিলে কেমন হয়,

নীলা:-খুব ভালো হয়,
কিন্তু তোর ননোদ শশুর শাশুড়ি এই বিষয়ে মানবেতো,

শিখা:-হুম আমার বিশ্বাস আছে তারা মানবে আর নীল ভাইয়া ছেলে হিসাবে অনেক ভালো,

নীলা:-সেইটা ঠিক আছে কিন্তু রাসেল ভাইয়া ছাড়া তো ভাইয়া তো কোনো কথা বলবেনা,

শিখা:-কিরে নীলা সব জায়গায় শুধু শুধু রাসেল রাসেল ওকি তোদের গার্ডিয়ান নাকিহুম,

নীলা:-তার থেকে ও বড় কিছু বলতে পারিস,
ভাইয়া বলেছে রাসেল ভাইয়া মানুষ টা খুব ভালো,
তবে নিজ চোখে দেখার ভাগ্য এখনো হয়নি আমার,

শিখা:-ওহহহ আচ্ছা,

তারপর সবাই নিচে চলে যায়,
আজকে বাড়ি টাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বোনের জন্মদিন বলে কথা,
তার উপরে রাসেলের অর্ডার আনন্দের যেনো কোমতি না হয়,ধিরে ধিরে বিকালের দিকে মেহমানরা আসতে শুরু করে,
নীল ব্যস্ত সবাইকে মেহমানদারি করার জন্য,
কাজ করার সময় হটাৎ নীলের চোখ আটকে যায় সিড়িতে,
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣

আজকের বারে এখানেই রেখে দিলাম,
।।।।।।।।।।বাই বাই টা টা।।।।।।।।।।।।
ফের দেখা হবে কথা হবে আগামী পর্বে সেই পযর্ন্ত ভালো থাকুন সুস্থ থাকুন,
।।।।।।।।।।।।।।।।।।।।
।।।।।।।।।।
।।।।।
💝……….চলবে……..
💝

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here