#ধাঁধার_থেকেও_জটিল_তুমি( দ্বিতীয় পর্ব )
#ঈপ্সিতা_মিত্র
সেদিনের পর দুটো অচেনা মানুষের মধ্যেকার দেয়াল অল্প অল্প করে ভাঙতে শুরু করেছিল দুজনেরই অজান্তে | মেঘনার সাথে এখন আন্তরিকের দেখা হলে টুকটাক কথা হয় | শুধু ‘কেমন আছো?’ ‘ভালো আছি’র ঊর্ধ্যে কিছু কথা | এই যেমন সেদিন রবিবার মেঘনা একটা বই দিতে গেছিলো আন্তরিকদের ফ্ল্যাটে | সমরজেঠু আসলে গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে | মেঘনা তাই কোনো ভালো বই লাইব্রেরি থেকে তুললে সমরজেঠুকে দিয়ে আসে মনে করে | আবার সমরজেঠুও উল্টোটা করে ! নিজের বুক সেলফে নতুন কোনো বই কিনে ঢোকালেই সেটা মেঘনাকে পড়তে দেয় | এইভাবে বইয়ের আদান প্রদান বছরের পর বছর ধরে চলছে দুজনের | যাইহোক , এই আদানপ্রদানের মাঝেই মেঘনা সেদিন ফ্ল্যাটের বেলটা বাজিয়েছিল আন্তরিকদের , আর দরজা খুলেছিলো সেই সিরিয়াস ছেলেটা | মেঘনা তখন ওকে দেখে একটু থমকে গিয়ে জিজ্ঞেস করে উঠেছিল , ————- ” সমরজেঠু নেই ? একটা বই দিতে এসেছিলাম |”
এর উত্তরে আগে হলে আন্তরিক হয়তো বেশি কথা বাড়াতো না ! ‘না. বাবা নেই ,’ বলে নিজে বইটা রেখে দিতো | কিন্তু আজ ও ভদ্রতার দু লেভেল বাড়িয়ে উত্তর দিলো ,
—————- ” না বাবা একটু বেড়িয়েছে | চলে আসবে কিছুক্ষণে | তুমি ভেতরে এসে বসো | একটু ওয়েট করো , চলে আসবে |”
কথাটা বলেই ও দরজা থেকে সরে দাঁড়ালো | মেঘনা এবার ঠিক কি বলবে বুঝতে পারলো না ! তবে আন্তরিকের ভদ্রতার লেভেলটা যে বেড়েছে সেটা ও স্পষ্ট খেয়াল করলো | তাই আলতো হেসে ভেতরে এলো | কিন্তু ড্রইং রুমে আসতেই পা-টা থমকে গেলো | উল্টোদিকের সোফায় কতগুলো এলোমেলো ফাইল হাতে একজন বেশ সুন্দরী মেয়ে বসে | ফর্সা গায়ের রং , চোখ নাক ভীষণ তীক্ষ্ণ , সঙ্গে স্কাই ব্লু রঙের চুড়িদার যেন আরো বেশি করে সাজিয়ে তুলেছে মেয়েটাকে | মেঘনা ওকে দেখে আন্তরিকের দিকে একটু প্রশ্ন চিহ্নের মতন মুখ করে তাকালো যেন | আন্তরিক ওর মনের কথাটা বুঝতে পেরে নিজে থেকেই উত্তর দিলো , ———– ” আলাপ করিয়ে দিই , ও আরাত্রিকা ভট্টাচারিয়া | আমাদের কলেজে ইংলিশের প্রফেসর | ” তারপর আরাত্রিকার দিকে তাকিয়ে বললো,———–” আর ও হলো মেঘনা , আমাদের পাশের ফ্ল্যাটে থাকে | আমার বাবার বেস্ট ফ্রেন্ড |”
কথাটা শুনে আরাত্রিকা সামান্য হেসে মেঘনাকে বললো এবার , ———- ” হ্যালো .. ”
মেঘনা এর ঠিক কোনো উত্তর না দিয়ে অল্প হাসলো | আন্তরিক এবার মেঘনাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলো ,
———— ” আরে তুমি দাঁড়িয়ে কেন ? বসো | ”
মেঘনা কথাটা শুনে একটু ইতঃস্তত হয়েই বসলো এবার | আসলে ওর মনে হচ্ছে সমরজেঠুকে কল করে আসলেই বোধ হয় ভালো হতো ! সামনে ফাইলপত্তর ছড়ানো , ল্যাপটপ খোলা , উল্টোদিকে বসে থাকা আরাত্রিকা মেয়েটার হাতেও দুটো ফাইল ধরা , বোঝাই যাচ্ছে ওরা মনে হয় কোনো দরকার অফিশিয়াল কাজ করছিলো | তার মাঝে মেঘনার হঠাৎ করে হাজির হওয়াটা কি ঠিক হলো ! কথাগুলো ভাবতেই দেখলো আন্তরিক আরাত্রিকাকে বলে উঠছে , ———— ” তাহলে তোমাকে রাতে আমি ফোল্ডারগুলো মেল্ করে দেব | ডকুমেন্টসগুলো কলেজের তো সব আমার কাছেই আছে | ইউ ডোন্ট ওরি ..”
কথাটা শুনে আরাত্রিকা এবার আন্তরিককের হাতটা ধরেই বললো , ————- ” থ্যাঙ্ক ইউ সো মাচ .. আসলে আমি ভাবিনি ন্যাক এর দ্বায়িত্বটা আমার ওপর এসে পড়বে ! কলেজের রেটিং এর ব্যাপার আছে ! ভালোভাবে সব কিছু প্রেজেন্ট না করলে ফান্ড পাবে না কলেজ ! আর জানোই তো আমাদের টিম মেম্বার্সরা কেমন ! একটা কেউ ঠিকভাবে কাজ করে না | ভাগ্যিস তুমি হেল্প করলে ! নইলে আমি যে কি করতাম ! ”
কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে গেলো মেয়েটা | কিন্তু এই মুহূর্তে মেঘনা খেয়াল করলো আন্তরিক আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিলো আরাত্রিকার থেকে | তারপর সেই মাপা ভদ্রতা দেখিয়েই যেন বললো , ———– ” ইট’স ফাইন.. থ্যাঙ্কস এর কিছু নেই | তোমাকে রাত নটার মধ্যে আমি সব মেল্ করে দেব |”
আরাত্রিকাও এবার ঠিক কথা বাড়ানোর মতন কিছু খুঁজে পেলো না মনে হয় | আসলে আন্তরিকের মধ্যে অদ্ভুত একটা পার্সোনালিটি আছে | ওর সাথে খুব সহজে গল্প জুড়ে দেয়া যায় না | কেমন যেন মাপা দূরত্ব রেখে চলে ছেলেটা সবার সাথে | মেঘনা আজও সেই ব্যাপারটা খেয়াল করলো | আসলে অনেক বছর ধরে দেখছে তো ছেলেটাকে ! ওর এই স্বভাবটা জানে | তাই দেখলো আরাত্রিকাও ঠিক কি বলবে আর বুঝতে না পেরে একটু এলোমেলোভাবে বলে উঠলো , ———— ” ঠিক আছে , আসি তাহলে আজ | কাল কলেজে দেখা হবে |”
কথাটার উত্তরে আন্তরিকও আর বেশি কথা না বাড়িয়ে বললো , —————- ” হ্যাঁ , এসো | কাল দেখা হবে | ”
আরাত্রিকা এটা শুনে ফাইলগুলো গুছিয়ে উঠে দাঁড়ালো | তারপর যাওয়ার আগে মেঘনার দিকে তাকিয়ে অল্প হাসলো একবার | মেঘনাও ঘাড় দুলিয়ে হাসিটা ফেরত দিলো ওকে | তারপর ড্রইংরুমটা ফাঁকা করে আরাত্রিকা চলে গেলো নিঃশব্দে | মেঘনার এবার আরো অদ্ভুত লাগছে ! এই ছেলের সাথে তো কোনো কথা বিশেষ আসে না ! হ্যাঁ , সমরজেঠু যেদিন অসুস্থ ছিল সেদিন কথা হয়েছিল | তারপর টুকটাক রাস্তায় , ফ্ল্যাটের করিডোরে দেখা হলে টুকটাক কথা হয় ! কিন্তু সে তো এক দু মিনিটের | কিন্তু এইভাবে সামনাসামনি বসে আর কি বলবে ! এইসবই ভাবছিলো তখন আন্তরিক ওর সামনে এসে বলে উঠলো , ————- ” কফি ? এক সেকেন্ড , নিয়ে আসছি |”
কথাটা বলতেই মেঘনা একটু জোর দিয়ে বলে উঠলো , ————– ” না না | কফির দরকার নেই | আমি বুঝতে পারছি , তুমি মনে হয় কিছু ইম্পর্টেন্ট কাজ করছো | আমি বরং বইটা তোমাকে দিয়ে যাই | আমি সমরজেঠুর সাথে ফোন এ কথা বলে নেবো পরে |”
কথাটা বলেই ও বইটা দিতে যাচ্ছিলো আন্তরিককে , কিন্তু আন্তরিক ওকে থামিয়ে দিয়েই বললো ,
————- ” কাজ করছিলাম এতক্ষণ ধরে | কিন্তু এখন সেটা শেষ | আর কফি আমার নিজেরও একটু দরকার | তুমি বসো , আমি আনছি |”
কথাটা শেষ করেই ও আর কোনো অপেক্ষা করলো না | সোজা মেঘনার সামনেই রান্নাঘরে চলে গেলো | মেঘনা এই মুহূর্তে একটু অবাক না হয়ে পারলো না ! হঠাৎ কি পরিবর্তন ছেলেটার ! দশ বছর হলো ওরা সামনাসামনি ফ্ল্যাটে আছে , কিন্তু কোনোদিন তো ‘হ্যাঁ’ ;’হুম’ এর বেশি কথা বাড়ায়নি ! সমরজেঠুর অসুস্থ হওয়ার পর এতটা কি করে চেঞ্জ হয়ে গেলো ! ঠিক ভেবে পেলো না মেঘনা | তবে খারাপও লাগলো না ব্যাপারটা | একটু গম্ভীর , সিরিয়াস হলেও ছেলেটা ভদ্র | কথাগুলো আনমনে ভাবতে ভাবতেই আবার আন্তরিক হাজির , দু কাপ কফি হাতে |
মেঘনা এই সময়ও ঠিক কি বলবে বুঝতে পারছিলো না , তখন আন্তরিকই বলে উঠলো ,
————– ” আচ্ছা , তুমি কি করো ? মানে স্টাডি তো মনে হয় শেষ ! কোথাও চাকরির জন্য এপ্লাই করেছো ?”
আন্তরিকের এই প্রশ্নে মেঘনা সত্যি আকাশ থেকে পড়লো | এতো বছর ওরা সামনাসামনি ফ্ল্যাটে থাকে , কিন্তু ছেলেটা ওর ব্যাপারে বেসিক ইনফরমেশন টুকুও জানে না ! কথাটা ভেবেই ও বলে উঠলো , —————— ” আমি ফ্রিল্যান্স রাইটার … এটাই প্রফেশন | কিছু বই বেড়িয়েছে কলকাতা বই মেলায় | আর অনলাইন ওয়েবসাইট , ম্যাগাজিন এসবে লিখি রেগুলার | বেশিরভাগই ই-রিডার্স আমার |”
আন্তরিক কথাটা শুনে যেন একটু নতুনভাবে তাকালো মেঘনার দিকে | তারপর বেশ সারপ্রাইজড হয়েই বললো ,
————– ” তুমি রাইটার জানতাম না তো ! কি বই আছে তোমার ? সব কি ফিকশন ?”
কথাটা শুনে মেঘনা এবার অল্প কথায় বলে উঠলো , —————- ” হ্যাঁ ফিকশন | সমরজেঠুর কাছে জিজ্ঞেস কোরো সময় হলে | আমার লেখা সব কটা বই জেঠুর কালেকশনে আছে | ”
কথাটার উত্তরে আন্তরিক সঙ্গে সঙ্গেই বললো , —————– ” হ্যাঁ , নিশ্চই জিজ্ঞেস করবো | এখনকার যুগে এটা একদম ইউনিক প্রফেশন ! সত্যি |”
আন্তরিকের কাছ থেকে এই কথাটা শুনে মেঘনারও কিরকম নতুন লাগলো যেন ছেলেটাকে | মানে আন্তরিক যেই রকম কেরিয়ারিস্টিক , ওর কাছ থেকে লেখা নিয়ে এইরকম রিয়্যাকশন ঠিক আশা করেনি মেঘনা ! ভেবেছিলো হয়তো বলবে , এটা কোনো কাজ না কি ! চাকরির চেষ্টা করো ! ফ্রিল্যান্সিং করে কতটুকুই বা ইনকাম করবে !
যাইহোক , ওর এইসব ভাবনার ভিড়েই মেঘনা কথা ঘোরানোর জন্য বলে উঠলো , —————— ” ওই তোমাদের কলেজের প্রফেসর যিনি এসেছিলেন , আরাত্রিকা ! ওকে কিন্তু খুব সুন্দর দেখতে | আর দেখে মনে হলো তোমার মতনই , কাজ পাগল |”
আন্তরিক এই কথার উত্তরে সামান্য হেসে বললো , ————— ” হ্যাঁ , এমনিতে খুব এফিশিয়েন্ট | ভালো মেয়ে | আমাদের কলেজে বেশ ফেমাস | স্টুডেন্টসদের মধ্যে , আবার কলিগসদের মধ্যেও | লুকস ওয়াইজ , পার্সোনালিটি ওয়াইজ .. ”
কথাটা শুনে মেঘনা এবার নিজের মনেই বলে উঠলো , ———– ” হ্যাঁ , একদম পারফেক্ট ম্যাচ !”
আন্তরিকের কথাটা খুব আস্তে করে কানে গেলো যেন মেঘনার | ও একটু অবাক হয়েই বলে উঠলো , ———– ” কি ! কি বললে ? পারফেক্ট ম্যাচ !”
মেঘনা এই মুহূর্তে একটু ইতঃস্তত হয়ে একটু কথা সাজিয়ে বললো , ————– ” না ! মানে ! পারফেক্ট ম্যাচ বলিনি তো ! বললাম মেয়েটা খুব পারফেক্ট | ভালো দেখতে , ভালো পড়াশোনায় , ভালো চাকরি , সবটা মিলিয়ে |”
এর উত্তরে আন্তরিক প্রথম একটু অন্য কথা বলে উঠলো , যেটা মেঘনা কখনো আন্তরিকের কাছ থেকে ঠিক আশা করেনি | ও কয়েক সেকেন্ড সময় নিয়ে বললো ,
———— ” কেউই ইম্পারফেক্ট না | আমার মনে হয় সবাই নিজের নিজের মতন করে পারফেক্ট | পারফেকশনের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না !”
কথাটায় মেঘনা যেন স্থির হয়ে গেলো কয়েক সেকেন্ড | যেই ছেলেটাকে সব সময় ওয়ার্কোহলিক ভেবেছে , যে শুধু কম্পিটিশনে এগিয়ে থাকতে চায় , কাজ ছাড়া যে আর কখনই কিছু বোঝে না , সে যে পারফেকশনের এতো সুন্দর একটা মানে বোঝে , এটা জানা ছিল না ! এইসবই ভাবছিলো , তখনই দরজায় কলিংবেলের আওয়াজ | সমরজেঠু হাজির অবশেষে | মেঘনা আর দেরি না করে বইটা সমরজেঠুর হাতে দিয়ে বলে উঠলো , ———– ” নহন্যতে | বলেছিলে না তুমি স্কুল লাইফে পড়েছো সেই | তারপর আর বইটা পাওনি | কাল লাইব্রেরিতে চোখে পরে গেলো | ভাবলাম তোমার জন্য নিয়ে নিই |”
কথাটা শুনে সমরজেঠুর মুখে হাসি | বাজারের ব্যাগটা টেবিলে রেখে বইটা হাতে ধরে কিরকম আনমনেই বলে উঠলো ,
————— ” এইসব ছোট ছোট কথা শুধু তুইই মনে রাখতে পারিস | সত্যি |”
কথাটার উত্তরে মেঘনা আলতো হেসে বললো , ————– ” পড়ো বইটা তাহলে | যাইহোক , আসলাম আমি | পরে দেখা হবে |”
কথাটা বলেই আন্তরিকের দিকে তাকিয়ে একটা লাইনে বলে উঠেছিল , ———– ” আসলাম | আর কফিটা ভালো খেতে হয়েছিল |” , তারপর আর অপেক্ষা না করে নিজের ফ্ল্যাটে চলে এসেছিলো মেঘনা | তবে আন্তরিক এই মুহূর্তে ওর বাবাকে একটু স্থির দৃষ্টিতে তাকিয়ে বলেছিলো , ————– ” মেঘনা মেয়েটা বেশ আলাদা তাই না ? সবার থেকে ! অদ্ভুত ! এতদিন খেয়ালই করিনি !”
কথাটা শুনে সমরবাবু একটু হতাশ হয়েই উত্তর দিলো , ————— ” কাজ , পড়াশোনা , এইসব ছাড়া আর কি কখনো কিছুর দিকে তাকিয়েছিস যে আলাদা করে নোটিশ করবি ! মেঘনা সত্যি সবার থেকে আলাদা | নইলে আমার মতন একটা বুড়ো জেঠু ওর বেস্ট ফ্রেন্ড হয় ! ”
কথাটা শুনে আন্তরিক এবার একটু জোর দিয়ে বললো , ————–” কিন্তু তুমি খুব অদ্ভুত বাবা ! তোমার বেস্ট ফ্রেন্ড এতো লেখালেখি করে ! বই বেরিয়েছে ওর ! আর সেইসব কিছুই তুমি বলোনি আমাকে ! আজ কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম বলে জানতে পারলাম | ইশ , কি ভাবলো আমার ব্যাপারে কে জানে ! যে পাশাপাশি ফ্ল্যাটে থেকেও বেসিক ইনফরমেশন টুকু জানি না ওর ব্যাপারে !”
এক নিঃশ্বাসে বলে গেলো আন্তরিক কথাগুলো | ওর বাবা সত্যি এবার আকাশ থেকে পড়লো যেন ! চোখ দুটো গোল গোল করেই বললো ,
—————- ” আমি কথায় কথায় অনেকবারই বলেছি মেঘনা লেখে , বই বেরিয়েছে | কিন্তু তোর যদি কাজ ছাড়া অন্য কোনো কথা কানে না ঢোকে তাহলে তো আমার কিছু করার নেই ! তবে তোর হঠাৎ কি হলো ! মেঘনা কি ভাববে এই নিয়ে তোর কবে থেকে এতো ভাবনা শুরু হলো আবার ?”
কথাটার উত্তরে আন্তরিক একটু এলোমেলো হয়েই বলে উঠলো গম্ভীরভাবে , ————- ” কি যে বলো না বাবা ! এমনি জাস্ট বললাম | কথার কথা | আমার কোনো ভাবনায় শুরু হয়নি কাউকে নিয়ে | যাইহোক , আমি ঘরে যাচ্ছি | কিছু মেল্ করতে হবে |”
কথাটা বলেই ও আর দাঁড়ালো না বাবার সামনে | তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলো | সামনে থাকলে আরো কি কি যে প্রশ্ন শুরু করবে কে জানে ! তবে এই মুহূর্তে বাবার ওই প্রশ্নটাকে একেবারে অর্থহীন বলে মনে হলো না যদিও আন্তরিকের ! সত্যি তো , ও কবে থেকে এই পাশের বাড়ির মেয়েটা কি ভাববে , এই নিয়ে ভাবতে শুরু করলো ! কিন্তু আরেকটা কথাও মনে হচ্ছে হঠাৎ আন্তরিকের ! যে মেঘনা তো বাবার সাথে কত সুন্দর সহজভাবে কথা বলে সব সময় | তাহলে ওকে দেখলেই ওরকম মেপে চলে কেন ! নিজে থেকে আলাপ জমানো তো দূরেই থাক ! না কি ভাবে ও যেই সব টপিক নিয়ে কথা বলে , যেমন গল্পের বই , গান , কবিতা , এইসব নিয়ে আন্তরিক কিছু বুঝতে পারবে না , বলতে পারবে না | তাই হয়তো মেপেই চলে | কথাটা ভেবেই আরেকবার নিজের ওপর অবাক হলো আন্তরিক | ও হঠাৎ কেউ কথা বলছে কি বলছে না , সেইসব নিয়ে ভাবতে যাচ্ছে কেন ! ও তো নিজেই বেশিরভাগ সময় লোকজনের সঙ্গে ডিসটেন্স রেখে চলে | কম কথা বলা তো ওর নিজেরই স্বভাব | নেচারটাই ইন্ট্রোভার্ট সেই স্কুল লাইফ থেকে | তাহলে আলাদা করে কারোর সঙ্গে কথা বলা , আলাপ জমানোর কথা ভাবছে কেন !
না , এর ঠিক উত্তর আন্তরিক এই মুহূর্তে খুঁজে পেলো না নিজে | আর বেশি ভাবারও চেষ্টা করলো না | মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আরেকবার ল্যাপটপটা খুলে বসলো তাই | তারপর হারিয়ে গেলো নিজের কাজে |
এইসব এর আরো সাতদিন বাদে আবার মেঘনা আর আন্তরিক মুখোমুখি । সেদিন মেঘনা ওর ছোটবেলার বন্ধু নয়নের সাথে দেখা করার জন্য বেড়িয়েছিল আসলে । নয়নরা প্রায় দু সপ্তাহ বাদে শহরে ফিরলো লম্বা একটা ছুটি কাটিয়ে । ওর বাবা আসলে ঘুরতে খুব ভালোবাসে । এবার ওরা সাউথ ইন্ডিয়া ট্রিপে গেছিল । তাই নয়ন এর বকবক কে কদিন বেশ মিস করেছে মেঘনা । যাইহোক আজ সব সুদে আসলে উসুল করে নেবে । এসবই ভাবছিল আনমনে ফ্ল্যাটের উল্টোদিকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে । কিন্তু হঠাৎ ওর সব ভাবনা থমকে দিয়ে একটা লাল রঙের ইন্ডিকা এসে দাঁড়ালো ওর সামনে । আন্তরিক এর গাড়ি না ! কথাটা মনে আসতেই ড্রাইভিং সিটের কাঁচটা নামিয়ে সেই ছেলেটা ওর সামনে আরেকবার এসে হাজির । মেঘনা এই মুহূর্তে কিছু বলার আগেই আন্তরিক বলে উঠলো ,
————– ” গুড মর্নিং । কোথায় যাচ্ছ এখন ?”
কথাটা শুনে সত্যি এবার মেঘনা অবাক হলো । কারণ বিগত দশ বছরে এরকম গাড়ি নিয়ে , তার আগে স্কুটি নিয়ে , তার আগে সাইকেল নিয়ে অনেকবার আন্তরিক ওর সামনে থেকে রাস্তা দিয়ে গেছে , এসেছে । কিন্তু কোনদিন এইভাবে দাঁড়িয়ে ও কোথায় যাবে , এইসব জিজ্ঞেস করেনি ! এমনকি বেশ কয়েকববার তো বাস স্ট্যান্ডে ওর সঙ্গেই দাঁড়িয়ে থেকেছে ছেলেটা । কিন্তু একটা ভদ্রতার হাসি ছাড়া কোন শব্দ বিশেষ খরচা করেনি আন্তরিক । মনে মনে এইসব কথা ভাবতে ভাবতেই বলে উঠলো মেঘনা ,
————- ” ওই বড়বাজারের কাছে । একটা বন্ধুর বাড়ি যাবো । এনিওয়েজ গুড মর্নিং .. ”
কথাটা শুনে আন্তরিক দু সেকেন্ড ভেবেই বলে উঠলো ,
———– ” তাই ! আমিও তো কলেজ স্ট্রিট যাচ্ছি ।কিছু বই কেনার আছে । তুমিও চলো | বড়বাজারে নামিয়ে দেব | ”
কথাগুলো আন্তরিক এক নিঃশ্বাসে বলে গেলো | মেঘনার সত্যি এই সময় একটু যেন ধাক্কা লাগলো | আন্তরিকের জ্বর টর হলো না কি ! হঠাৎ করে এইরকম লেভেলের ঊর্ধ্যে ভদ্রতা কেন করছে ছেলেটা ! মেলাতে পারছে না ঠিক মেঘনা | কথাগুলো ভেবেই ও কিছু কথা সাজিয়ে বললো ,
—————- ” না না , দরকার নেই | তোমার দেরি হয়ে যাবে কলেজ যেতে ! আমি চলে যাবো বাসে | প্রব্লেম নেই |”
এর উত্তরে আন্তরিক এবার বেশ জোর দেখিয়েই বললো ,
—————– ” দেরি হবে না | আজ ১২টার পর প্র্যাকটিকাল | ইজিলি চলে যাবো | তুমি গাড়িতে ওঠো |”
না , এতো কথা শুনে তো মেঘনা ঠিক কি বলবে বুঝতে পারলো না | তাই চুপচাপ গাড়িতেই উঠে বসলো | এরপর শহর কলকাতার ভিড় রাস্তা পেরিয়ে গাড়িটা আস্তে আস্তে এগিয়ে গেলো বড়বাজারের দিকে | এই সময় মেঘনার ফোনটা হঠাৎ বেজে উঠলো | রিংটোন এ লগ্নজিতার ‘হৃদয়ের রং জানে না’ গানটা | আন্তরিক আনমনে গানটা খেয়াল করলো এই মুহূর্তে | তার মাঝেই মেঘনা ফোনটা ধরে একটু অধৈর্য হয়ে বলে উঠলো ————- ” আরে বাবা দাঁড়া ! আসছি | তুই কোল্ড কফিটা রেডি রাখিস | গিয়ে একেবারে জমিয়ে বসবো | বাই |”
কথাগুলো একসঙ্গে বলে মেঘনা আর কোনো প্রত্তুত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিলো এক সেকেন্ডে | আন্তরিক এবার একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখটা করে বললো ,
—————— ” বেস্ট ফ্রেন্ড ? কি নাম ?”
মেঘনা এর উত্তরে হেসেই বললো , ————— ” নয়ন | একদম স্কুল লাইফ থেকে বন্ধু | দু সপ্তাহ ছিল না কলকাতায় | সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলো | এখন ফিরে এসে অনেক গল্প জমে গেছে |”
আন্তরিক কথাটা শুনে হাসলো | কিন্তু এরপর ও একটা অন্য প্রশ্ন করে উঠলো হঠাৎ | যেটা শুনে মেঘনার চোখগুলোও গোলগোল হয়ে গেলো বিনা নোটিশে | আন্তরিক বেশ কিউরিয়াস মুখ করেই জিজ্ঞাসা করলো মেঘনাকে , ————- ” আচ্ছা , কি গান ছিল ওটা তোমার রিংটোন এ ? কি হৃদয় না রং কি যেন ? রবীন্দ্রসংগীত ? মিউজিকটা বেশ ভালো |”
কথাটা শুনে মেঘনা এবার বিষুম খেলো হঠাৎ | তারপর একটু নিজেকে সামলে কথা সাজিয়ে বললো , ————– ” কথাটা ‘ওরা হৃদয়ের রং জানে না | ওরা মনের গোপন চেনে না |” আর এটা কোনো রবীন্দ্রসংগীত না | অনুপম রায় এর সুর | লগ্নজিতার গান | খুব ফেমাস | তুমি শোনোনি ? কিন্তু তুমি যে হেডফোন লাগিয়ে কাজ করো অনেক দেখেছি !”
এর উত্তরে আন্তরিক একটু এলোমেলো হয়ে বললো , ———— ” না মানে আমি গানের কথা অতো মন দিয়ে শুনি না | তাই কিছু মনেও থাকে না | তুমি লেখিকা | তোমাকে দেখে মনে হলো তুমি রবীন্দ্রসংগীতই শুনবে নিশ্চয়ই ! তাই বললাম | আর আমি হেডফোনে অনলি ইন্সট্রুমেন্টাল মিউজিকই শুনি | যেটার কোনো কথা নেই | ”
কথাটা শুনে মেঘনা যেন আকাশ থেকে পড়লো ! ও একটু জোরেই বলে উঠলো এবার , ———— ” মানে ! তুমি গানের কথা শোনো না ! কিন্তু এটা কি করে সম্ভব ! লোকজন তো গান শোনেই গানটাকে ফিল করার জন্য | গানের কথাগুলোকে ফিল করার জন্য | গান তো লিরিক্স ছাড়া ইনকমপ্লিট !”
কথাটার উত্তরে আন্তরিক একটু আস্তে গলায় বললো , ———— ” আমি অতো ফিল করার জন্য গান শুনি না | ইন্সট্রুমেন্টাল মিউজিক শুনলে আমি একটা অন্য জোন এ চলে যাই | খুব ভালো কনসেনট্রেট করতে পারি যে কোনো কাজে ! তাই শুনি | তুমি চাইলে তোমাকেও হোয়াটস এপ এ লিংক পাঠাতে পারি | শুনে দেখো , ভালো লাগবে |”
না , এর আর কোনো প্রত্যুত্তর খুঁজে পায়নি এরপর মেঘনা | আসলে কিছু কিছু সময় মানুষ বাকরুদ্ধ হয়ে যায় | আন্তরিক সেরকম একটা ছেলে | সবার থেকে একটু না , অনেক বেশি আলাদা | তবে ছেলেটাকে এইভাবে জেনে খারাপ লাগছে না মেঘনার ! বরং ইন্টারেষ্টিং লাগছে | মানে মনে হচ্ছে , যে এতো গুলো বছর ওর সামনে থেকেও অচেনা ছিল , সে আস্তে আস্তে চেনা হচ্ছে | তাই মেঘনা আলতো হেসে উত্তর দিলো , —————- ” হ্যাঁ , নিশ্চয়ই পাঠিয়ো | শুনবো | আর তোমাকেও একদিন আমি এই গানটার মানে ঠিক বুঝিয়ে ছাড়বো | সেদিন তুমিও ফিল করবে |”
কথাগুলো বলতে বলতেই ওরা দুজনেই বোঝেনি সেদিন ঠিক কখন ভিড় রাস্তা কাটিয়ে , জ্যাম , ট্র্যাফিক পেড়িয়ে ওরা বড়বাজারে এসে পৌঁছেছিল ! যাইহোক , আন্তরিক মেঘনাকে একেবারে নয়নদের বাড়ির সামনেই ছেড়ে দিয়েছিলো | ব্যাপারটা নয়ন ব্যালকনিতে বসে বসে খেয়াল করেছিল | আর কি ! মেঘনা ওর সামনে আসতেই তারপর কিরকম এবিপি আনন্দের রিপোর্টারের মতন ঝাঁপিয়ে পড়েছিল ওর ওপর | বেশ কিছু লাইন সাজিয়ে বলেছিলো ,
————— ” কে রে ছেলেটা ? দেখে তো বেশ হাইফাই মনে হলো ! চোখে আবার চশমাও আছে | তুই বলতিস না ,তোর ইন্টেলেকচুয়াল দেখতে ছেলে পছন্দ ! তাহলে কি এ ই সে ? আমার হবু জামাইবাবু ? এই দু সপ্তাহের মধ্যে তুই প্রেমও করে ফেললি আর আমাকে বলিও না !”
কথাগুলো শুনে মেঘনা একটা বড়ো দীর্ঘ্যশ্বাস ফেলে বলেছিলো একটু ক্লান্ত স্বরে ,
—————- ” হয়েছে ? শেষ ? হ্যাঁ রে তুই ক্লান্ত হোস না ভেবে ভেবে ? মানে রাইটার তো আমি ! কিন্তু মনে মনে গল্প বানাস তুই ! আর শোন , ও হলো আন্তরিক | প্রফেসর | আমাদের পাশের ফ্ল্যাটে থাকে | অনেক বছর হলো | ওর বাবার কথা তো আগেই শুনেছিস সমরজেঠু | তো কদিন আগে সমরজেঠুর শরীরটা খারাপ হয়েছিল বলে আমি ডাক্তার ডেকেছিলাম | দেখাশুনো করেছিলাম | সেই থেকেই আমার সাথে একটু ভদ্রতা করে হাই হ্যালোর বেশি কথা বলে | আর আজ কলেজ স্ট্রিট আসছিলো , আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখে লিফ্ট দিলো , এই যা | এর মধ্যে কোনো লাভ স্টোরি , কমেডি স্টোরি , ট্র্যাজিক স্টোরি , কিছু নেই | ঠিক আছে ?”
কথাগুলো এক নিঃশ্বাসে বলে মেঘনা এবার দম নিলো | কিন্তু তখন নয়ন আর একটা প্রশ্ন করে উঠলো মাথা খাটিয়ে ,
————— ” কি বলিস ! লিফ্ট দিয়েছে নিজে থেকে ! এটা ডিরেক্ট লাইন | ছেলেটা সিওর তোকে পছন্দ করে | আর আমি যা দেখলাম , দেখতেও তো বেশ ভালো | যে কারোর দেখলে ক্রাশ হয়ে যাবে | তুই এরকম সিরিয়াস না থেকে প্রেমে পরে যা | বুঝলি |”
কথাটা শুনে মেঘনা এবার চোখটা বড়ো বড়ো করেই বললো , ————- ” প্রেম ! তুই পাগল হয়েছিস ! এই ছেলের সাথে ! পুরো অপোজিট আমার থেকে ! আমি উত্তরে গেলে আন্তরিক যাবে দক্ষিণে | ওয়ার্কোহলিক , ইন্ট্রোভার্ট , আর ইভেন গানের কথা শোনে না | অনলি মিউজিক শোনে | গানের কথা ফিল করতে পারে না না কি ! ভাবতে পারছিস তুই ?
শোন , আমার মতন ইমাজিনেটিভ , ভাব রাজ্যে বিচরণ করা একটা মেয়েকে কোনোভাবেই আন্তরিকের পছন্দ হওয়ার নয় | আর সেরকম আমারও | এতো রিয়ালিস্টিক , কাজপাগল ছেলেকে যত ভালোই দেখতে হোক রে , আমি প্রেমে পড়তে পারবো না কখনো | তাই এই টপিকটা এখানেই বন্ধ হলে ভালো হয় | কোল্ড কফিটা দে , নইলে তোর এই ভাট বকা শুনে এমনিতেই মাথাটা গরম হয়ে গেছে |”
শেষ কথাগুলো বেশ অর্ডারের সুরে বললো মেঘনা | এর উত্তরে নয়ন উঠে দাঁড়িয়ে মিনমিন করে আস্তে গলায় বললো ,
————– ” গরিবের কথা বাঁশি হলে ফলে | দেখবি , এই প্রফেসরই তোর কপালে নাচছে | আর অপোজিট এট্রাক্টস বলে একটা কথাও আছে কিন্তু ডিকশনারিতে | ব্যাপারটা না তোদের ক্ষেত্রে সত্যি হয়ে যায় ! ”
কথাটার উত্তরে এবার মেঘনা নিজের ধৈর্য হারিয়ে একটু চেঁচিয়েই বললো , ———– ” তুই যাবি কোল্ড কফি আনতে ? না কি আমি যাবো ?”
না , আর নয়ন কথা বাড়ালো না এরপর এই টপিক নিয়ে | নইলে শনি নাচবে ওর কপালে | তাই তাড়াতাড়ি মেঘনার সামনে থেকে সরে গেলো কিছুক্ষণের জন্য কোল্ড কফি আনার অজুহাতে | তবে মেঘনা এরপর একলা ঘরে দু সেকেন্ড থমকে গেলো নয়নের ওই শেষ কথাটা ভেবে | অপোজিট এট্রাক্টস ! অনেক সিনেমায় ,উপন্যাসে দেখেছে যদিও এটা ! তবে বাস্তবে থোড়িই না হয় ! বাস্তবে তো প্রেম তার সাথেই হয় , যার সাথে মনের মিল থাকে , ভালো লাগাগুলো মিলে যায় একে অন্যের | তা না , কি সব অদ্ভুত থিওরি ! কথাটা ভেবেই ও আর ভাবনাটাকে বাড়ালো না নিজের | থামিয়ে দিলো মাঝরাস্তায় জোর করে | কারণ বেশি ভাবা মানেই বেশি জরিয়ে পরা | আর একটা অসম্ভব গল্পের মধ্যে নিজেকে জরাবেই বা কেন ও ! যেখানে উল্টোদিকের লোকটা ভীষণ দূরের , একেবারে অচেনা |
প্রথম পর্বের লিঙ্ক
https://m.facebook.com/story.php?story_fbid=858182432985128&id=100063801366063&mibextid=Nif5oz
পরবর্তী পর্ব পোস্ট হবে কাল। আমার লেখা ইবুকগুলি সংগ্রহ করার জন্য মেসেজ করতে পারেন আমার হোয়াটস অ্যাপ নাম্বার 089103 33272 তে। বইগুলির পিডিএফ এর মূল্য ৫০ থেকে ১০০ টাক089103 33272গুলিতে আছে উপন্যাস এবং গল্প।