নতুন তুই আমি পর্ব-৬৯

0
1517

#নতুন_তুই_আমি
💜💜
Writer:-Nargis Sultana Ripa
!
পর্ব:-৬৯
!
সবার ডিনার শেষ।
তামান্না সন্ধ্যার পর থেকে কাউকে স্নেকস ছাড়া আর কিছু খেতে দেয় নি। একদম বারোটার পর ডিনার করালো। সিয়াম তামান্না টা কে তো একটু খাইয়ে দিতে পারতো! কিন্তু তা না। সেটা সে করে নি। তামন্নাও কিছু বলে নি। সবকিছু বলে বলে কেনো করাতে হবে!
এবার সিয়ামের গিফ্ট খোলার পালা। খাওয়ার আগেই খোলতে চেয়েছিলো সে কিন্তু তামান্না বারণ করেছে। সিয়াম গিফ্টের বক্স টা দেখে হা!
এতো বড় বক্সে কি আছে!
ভাইরাল হওয়া সেই বাইক ভিডিও’ মতো বাইক গিফ্ট করলো না তো?
কিন্তু সিয়াম কথাটা বলা মাত্রই তামান্না রাগান্বিত হয়ে বললো, “ভাইরাল হওয়া জিনিস আমি দিই না। আর আই ডোন্ট লাইক বাইক। এবার তাড়াতাড়ি খোলো প্লিজ।”

সিয়াম বক্স টা খোললো। অবাক হয়ে তাকালো তামান্নার দিকে। এটা! এটা কোথায় পেলো সে?
সিয়াম তামান্নার হাত ধরলো। বললো, “আমি চাই……”
“কিন্তু এই গি…..”
“এই গিটার টা আমি স্টোর থেকে পেয়েছি।”
সিয়াম অবাক হয়ে বললো,
“কিন্তু এটা তো আমি ফেলে দিয়েছিলাম।”
রাইয়ান উত্তর দিলো, “কিন্তু খালামনি রাস্তার নর্দমাতে খোঁজতে গিয়ে এক টুকাইয়ের হাতে পায় তারপর আবার কিনে আনে।”
“মানে?”
তামান্না মুচকি হেসে বললো,
“তখন তো অণুপমার শোকে পাগল হয়ে গিয়েছিলে। নিজের প্রিয় গান টাও ছেড়ে দিলে আর গিটার টারও নর্দমায়!”
রাইয়ান সিয়ামের পাশে সরে এসে দাঁড়াতে চাইলো। আকাশ হাত ধরে আটকিয়ে বললো, “ওদিকে যাওয়া কি আছে? ওখানে তোমার ভাইয়া,ভাবী আছে। যা বলার এখান থেকেই বলো না।”
রাইয়ান চোখ রাঙিয়ে তাকালো আকাশের দিকে। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তাই আগের জায়গাতে দাড়িয়েই কথা বললো,
“ভাইয়া! ভাবী তোমার জন্য নতুন গিটার কিনতে চেয়েছিলো। কিন্তু কেনো জানি সারা বাড়ি খোঁজেছে। তারপর স্টোর রোমেই এটা পেয়ে যায়।”
সিয়াম একবার গিটার তো আরেক বার তামান্নার দিকে তাকাচ্ছে। একটা মেয়ের জন্য আজ কয়টা বছর সে গলায় সুর তুলে না। কত হাজার দিন হয় সে গিটারে হাত দেয় নি। আজ অন্য এক মেয়ে এসে আবার সেই সুর তুলে দিতে চায়!
সিয়াম মুচকি হাসলো। একটা মিথ্যা মৌহে পড়েছিলো সে। যেটা তামান্না এসে কাটিয়ে দিয়েছে। ভালোবাসার সুর তো আগেই বাজিয়ে ফেলেছে এখন আবার গলার সুরও ফিরিয়ে আনতে চাইছে মেয়েটা।

তামান্না বললো,
“আমার আবদার রাখতে হবে কিন্তু! তোমার সেই পুরনো প্রেমিকার কষ্ট ধরে বসে থাকলে তো চলবে না।”
সিয়াম আর কোনো দিকে খেয়াল করলো না। আচমকা তামান্নাকে নিজের বুকে চেপে ধরলো। তামান্না তো অবাক! করছে কি এই লোক! সবার সামনে এভাবে জড়িয়ে ধরলো!
সবার হাসাছে, প্রভা তো ভিডিও করা শুরু করছে। ছবি তুলছে সবাই সিয়ামের পাগলামী। তামান্না তো লজ্জায় কুকড়ে যাচ্ছে। কি হচ্ছে কি এটা সবার সামনে।
ধাক্কা দিয়ে সরিয়েও তো দিয়ে পারছে না। এতো শক্ত করে চেপে ধরেছে!

অবশেষ আরো বেশ কয়েক মিনিট পর সিয়াম তামান্নাকে ছাড়লো। লজ্জায় গাল দুটো একদম লাল হয়ে গেছে মেয়েটার। মুখ তুলে তাকাতে পর্যন্ত কারও দিকে। আর কারো না ভাবলো! এট লিস্ট নিজের ছোট বোনটার কথা তো ভাবতে পারতো সিয়াম। কি এটা লজ্জা!

তামান্না লজ্জায় কথা বলতে পারলো না। তার মনের অব্যক্ত গান শোনার ইচ্ছা টা সিয়াম অনুধাবন করতে পেরেছে। আজ কত বছর গান গাওয়া হয় না। কে জানে গলার কি অবস্থা।
তবুও সিয়াম গিটারে সুর তুললো। গান ধরলো শুধু তামান্নার জন্য।

“কার পায়ে নুপুর বাজে
বিরহী এ মনের কোণে;
কে ভাসায়? কে ডুবায়?
দিনরাত প্রতিক্ষণে।
নিজের সাথে লোকচুরি সবই শূণ্য মনে হয়।
কারে খোঁজে দিশেহারা;
এ তো প্রেম ছাড়া কিছু নয়……
আগুণ ঝড়া ফ্লাগুন কাটে জীবন কাটে; জীবনের
বাঁকে বাঁকে-
অশান্ত এই মন জানি না যে কার খোঁজে।।
নিজের সাথে লোকচুরি সবই শূণ্য মনে হয়।
তারে খোজে দিশেহারা এ তো প্রেম ছাড়া কিছু নয়।
দূর সে সদূর পাড়ে,
ভালোবাসে উ্কি মারে।
অতৃপ্ত এই মন শুধু তোমার খোঁজে।
নিজের সাথে লোকচুরি……
………..
কার পায়ে নুপুর বাজে বিরহী এ মনের কোণে ;
কে ভাসায়? কে ডুবায়? দিনরাত প্রতিক্ষণে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here