#নাটাই_ঘুড়ি
।।২৮।।
রূম্পা তাকিয়ে আছে উৎসুক চোখে। “কী, বলেন, বলেন, পারবেন না?”
“ইয়ে মানে রূম্পা, এত অস্থিরতার কী আছে? আমাকে আমার ব্যাপারটা আমার মত করে হ্যাণ্ডল করতে দাও না!”
রূম্পা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, ‘আমাকে আপনার বিয়ে করতে হবে না ইমরুল ভাই। যা বোঝার বোঝা হয়ে গেছে আমার।“
ইমরুল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই রূম্পা বাধা দিয়ে বলে উঠল, “আমি কিছু মনে করি নাই, ইমরুল ভাই। অসুবিধা নাই কোনো। এই রূম্পা কারো দয়ার ধার ধারে না। আপনার আসলে দরকার একটা খুঁটি, ভেসে ভেসে বেড়াচ্ছেন, ভাবছিলেন তিথির চেয়ে আমি রূম্পা আপনার জন্য ভালো খুঁটি হতে পারব! আমার এর মধ্যেই একটা সংসার ভাঙছে, আমি কারো অভিশাপ নিয়ে নতুন সংসার শুরু করব না!”
রূম্পা উঠে চলেই যাচ্ছিল, খপ করে ওর হাত ধরে ফেলল ইমরুল। ওকে টেনে বসিয়ে দিল বিছানায় নিজের সামনে।
তারপর ফোন বের করে ডায়াল করল তিথির নাম্বারে। সুইচড অফ বলছে।
হেসে ফেলল রূম্পা। “থাক, আর পাগলামি করতে হবে না!”
“না তুমি ঠিকই বলেছ, তোমার জায়গায় আমি হলেও এমনই বলতাম! এত দ্বিধা নিয়ে নতুন সম্পর্ক শুরু করা যায় না। আমি বলে দিচ্ছি তিথিকে!”
কিন্তু কয়েক বার চেষ্টার পরও তিথির নাম্বার বন্ধই পাওয়া গেল। এক পর্যায়ে রূম্পা বলল, “থাক, একবারে কাল সকালে চেষ্টা করবেন! বন্ধ ফোনে বার বার ফোন করে লাভ কী? কিন্তু, আমার আফসোস অন্য জায়গায়!”
“কী?”
“শালার কপাল! এই জীবনে আমাকে কেউ আই লাভ ইউ বলল না। নাকি, ওই সব শুধু সিনেমাতেই বলে?”
হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছিল রূম্পা, ইমরুল পিছু ডাকল তাকে।
“কী বলছেন?”
ইমরুল গলা পরিষ্কার করে বলল, “আই লাভ ইউ!”
খিল খিল করে হাসিতে ভেঙে পড়ল রূম্পা। “আপনাকে কি সব আমার শিখিয়ে দিতে হবে? কখন আই লাভ ইউ বলবেন, কখন কী করবেন?”
“সে রকমই তো মনে হচ্ছে!”
রূম্পা বেরিয়ে যাওয়ার পরেও অনেক ক্ষণ ঘুম এল না ইমরুলের। কালকে কেমন করে এই কথাটা সে বলবে তিথিকে?
————————————————————————–
পরদিন সকাল থেকেই রুম্পার মধ্যে অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করছিল শম্পা, কেমন উড়ু উড়ু ভাব। হাঁটা চলা করছে না তো যেন উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মত।
এক ফাঁকে শম্পা জিজ্ঞেস করল, “তোর ব্যাপার কী রে?”
“আছে একটা ব্যাপার, বলব আপা তোকে!”
গোসলে যাওয়ার আগে একটা লাল জামদানি শাড়ি বের করল রূম্পা। আজকে লাল শাড়ি পরবে সে।
অনেক অনেক দিন পর! শাড়িটা নতুনই আছে, পরা হয়নি একবারও।
বেলা প্রায় এগারোটা বাজে। বাসার বাইরে একটা রিকশা এসে থেমেছে।
আজকে ইমরুল ডে অফ নিয়েছে ইচ্ছে করেই, মাত্রই বিছানা ছেড়ে বেরিয়েছে সে। রিকশা থেকে একটা মেয়ে নেমে এসে বাসার সামনে দাঁড়ানো রুম্পাকেই জিজ্ঞেস করল, “আপু, এটা কি ১৯/২?”
রূম্পা তখন ময়লার গাড়িতে ময়লা দিয়েছে মাত্রই। উত্তরে বলল, “হ্যাঁ, কাকে চাচ্ছেন?”
(পরের পর্ব পরশু দিন ইন শা আল্লাহ্)