#গল্পের_নাম: পরিশিষ্ট
#লেখিকা: অজান্তা অহি (ছদ্মনাম)
#পর্ব_১২
সকালবেলা রোদেলার ঘুম ভাঙলো অহির ডাকে।চোখ না খুলেই ঘুমজড়ানো কন্ঠে বলল,
—“এত ভোরে জ্বালাস কেন পাখি?”
অহির মুখে হাসি ফুটে উঠলো।রোদেলা আপু তাকে যখন যা মনে চায় তাই বলে ডাকে।কিছুদিন হয়তো পাখি বলে ডাকবে।সে মন খারাপ করে বলল,
—“আপু উঠো তো এখন।তোমার ভোর এখন নেই।দশটা বাজে প্রায়!”
রোদেলা এক লাফে উঠে চিন্তিত গলায় বললো,
—“তোরা কেউ ডাকিস নি কেন রে?আমার কলেজে যেতে হবে তো।প্রথম পিরিয়ডে সি গার্লস সেকশনে আমার ক্লাস!সাদিদ স্যার অনেক স্ট্রং!কেউ দেরিতে গেলে কিভাবে যেন বুঝে যায়।মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করে সবসময়।”
—“কেন?তোমায় কি কোনোদিন বকা দিয়েছে নাকি আপু?”
রোদেলা মাথার চুলগুলো হাত খোঁপা করতে করতে বলল,
—“পাখি রে!গত পরশুদিন আমি ক্লাস নিচ্ছি ছেলেদের।হুট করে রুমে ঢুকে পড়লো।আমি তো ভয়ে শেষ।একদম কাঁপা-কাঁপি অবস্থা।মার্কার নিয়ে বোর্ডে কিছু একটা লিখছিলাম।ভয়ে হাত থেকে মার্কার নিচে পড়ে গেল।শুধু পড়লে তাও হতো।গড়িয়ে ওনার পায়ের কাছে গেল।উনি নিজেই হাত দিয়ে উঠিয়ে আমার সামনে ধরে বললেন,’মিস!একটু সাবধানে সব করবেন।এত ভয় পেলে চলে?’
আমি জড়তা নিয়ে মার্কার হাতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম।কখন উনি রাউন্ড শেষে চলে যাবে!কিন্তু উনি করলো জানিস?”
অহি রোদেলার থেকে মুখ লুকিয়ে হাসছে।হাসি থামিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো,
—“কি করলো আপু?”
—“আরে হিরোদের মতো হেঁটে একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলেন।তারপর আমার দিকে চেয়ে হাসলেন।গালে হাত রেখে বললেন,’মিস রোদেলা, আপনি ক্লাস নিন।দেখি কেমন পড়ান।আমিও করি।কি করাচ্ছেন?ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স?আচ্ছা,করান!’
এদিকে আমার অবস্থা শেষ।মুখ দিয়ে কোনো কথা বের হয় না।ছেলেগুলো ফাজিলের মতো মুখ টিপে হাসছে।স্যারও হাসছে।আমি অনেক কষ্টে মুখ খুললাম।খুলেই মুসিবতে পড়লাম।কিচ্ছু মনে নেই!সেন্টেন্স কাকে বলে সেটাই ভুলে গেছি।বুঝতে পারছিস কি অবস্থা?”
অহি আর নিজেকে ধরে রাখতে পারলো না।হো হো করে হেসে দিল।রোদেলা চোখ পাকিয়ে অহির দিকে তাকালো।অহি হাসতে হাসতেই বলল,
—“স্যরি আপু।তোমার ওই অবস্থা ইমাজিন করে আমান বড্ড হাসি পাচ্ছে।”
—“তুই তাহলে হাসতে থাক।ততক্ষণে আমি রেডি হয়ে কলেজে যাই।”
রোদেলা উঠে দাঁড়ালো।আজ যে হলিডে তা রোদেলা আপুর এখনো খেয়ালে আসেনি সেটা অহি বেশ বুঝতে পারছে।এর আগে এক শুক্রবারে রোদেলা আপুর নাকি কলেজের গেটে তালা দেখে মনে পড়েছে আজ শুক্রবার।আজও যে শুক্রবার সেটা মনে নেই!
দশ মিনিটের মাথায় রোদেলা রেডি হয়ে নিচে নামলো।তার পরণে সাদা-কালোর কম্বিনেশনের থি পিস।মাথার চুলগুলো পেছনে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো।সামনে ছোট করে কাটা চুলগুলো ঘাড়ের কাছে ঝুলে আছে।
—“তোরা কোথাও যাবি একত্রে?”
অহি আর রোদ্দুর দুজন দু সোফায় বসে ছিল।দুজনে মুখ তুলে রোদেলার দিকে তাকালো।রোদেলা আবার বলল,
—“দুজন নতুন পোশাক পরে ফিটফাট হয়ে বসে আছিস
ব্যাপার কি?কাজী অফিসে যাওয়ার ধান্দা নাকি?”
রোদ্দুর গম্ভীর হয়ে ফোন চালানোয় মনোযোগ দিল।যেন রোদ আপুর কথা সে শুনতেই পায়নি।তার আর অহির ব্যাপারটা রোদ আপু জানার পর থেকেই রোদ্দুর লজ্জা পায়!
অহি দ্রুত উঠে দাঁড়িয়ে রোদেলার হাত টেনে বলল,
—“আপু,আজ হলিডে।তোমার কলেজ বন্ধ।মাথাতে নেই?”
রোদেলা মনে মনে নিজেকে বকা দিল।একি মন হয়েছে তার?কিছুই মনে থাকে না।এখন নিশ্চিত সবাই তাকে নিয়ে মজা নেবে।
অহি মুচকি হেসে রোদেলার কানের কাছে মুখ নিয়ে আস্তে বলল,
—“কি আপু?কলেজে কি এমন আছে যে শুক্রবারও মাথায় নেই?যাওয়ার জন্য একদম রেডি?”
—“অহি!মার খাবি কিন্তু! ”
রোদেলা লজ্জা মিশ্রিত মুখে নিচের দিকে তাকালো।ঘুরে উপরের দিকে যেতে নিতে অহি আবার টেনে ধরলো।বলল,
—“আপু,আমরা এখন ঘুরতে যাব এবং তুমিও সাথে যাবে।রেডি তো হয়েই আছো।চলো!”
রোদেলা এতক্ষণে যেন বুঝতে পারলো।অহির দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল,
—“তার মানে আমাকে রেডি করার জন্যই তুই সকালবেলা বললি না যে আজ শুক্রবার, তাই তো?তুই তো ভারী দুষ্ট হয়ে গেছিস রে পাখি!”
রোদ্দুর ফোনটা নিজের প্যান্টের পকেটে রেখে উঠে দাঁড়ালো।সে আজ কালো চেক শার্ট পড়েছে।হাতা ফোল্ড করে বলল,
—“রোদ আপু!হাতিরঝিল যাব।হাঁটা ধরো।”
—“সেকি!তুইও যাবি?”
—“ইয়ে মানে,হ্যাঁ আপু।তোমরা দুজন মেয়ে মানুষ।একা ছাড়া যাবে না।সেজন্য আমি যাচ্ছি।”
রোদেলা অহির গাল টেনে রোদ্দুরের দিকে তাকালো।হাসিমুখে বলল,
—“ব্যস!এই একটা কারণ?ভালো তো।চল!”
অহি বলল,
—“কারো খাওয়া হয়নি তো।খালামণি বকা দিবে।নাস্তা করে রওনা দিই।”
——————–
ওরা গাড়ি নিয়ে বের হয়নি।দুটো রিকশা করে হাতিরঝিল রওনা দিয়েছে।আগের রিকশায় অহি আর রোদেলা।তার পিছন পিছন রোদ্দুর একা অন্য রিকশায় এসেছে।
দুপুর হয়ে গেছে প্রায়।খাঁ,খাঁ রোদ থাকার কথা।কিন্তু আজ রোদ নেই।আকাশ অনেকটা মেঘলা।তবে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রোদেলা এগিয়ে গিয়ে ব্রিজটাতে দাঁড়াল।ঝিরিঝিরি বাতাস বইছে।তাতে ওড়নার আঁচল উড়ছে।সাথে চুল।রোদেলা চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে জলের দিকে তাকালো।ব্রিজের নিচের জল কালো।তবে দূর্গন্ধ নেই।
অহি, রোদ্দুর এসে রোদেলার পাশে দাঁড়াল।অহির ফোন হাতে কি যেন করছে।হঠাৎ ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল,
—“আপু,ওদিকে চলো তো।বসার মতো জায়গা গুলো আছে না!ওখানে বসবো।”
অহিকে অনুসরণ করে পেছন পেছন দুজন হেঁটে গেল।অহি এগিয়ে গিয়ে বসলো।রোদেলা তার পাশে বসে রোদ্দুরকে বলল,
—“হাতিরঝিলে আজ দিয়ে কতবার আসলি?হাজার বার!নোংরা, দূর্গন্ধযুক্ত কালো পানি ছাড়া দেখার মতো কিছুই নেই।”
রোদ্দুর বলল,
—“আমি কি আসতে চেয়েছি নাকি আপু?অজান্তা জোর করলো!”
অহি রোদ্দুরের কথা কানে না নিয়ে রোদেলার এক হাত চেপে উত্তরের দিকে তাকালো।আঙুল উঁচিয়ে বলল,
—“আপু,ওই দেখো!কি কিউট একটা বাচ্চা মেয়ে।”
অহি জানে তার রোদ আপু বাচ্চাদের জন্য পাগল।যতবার আপুর সাথে বাইরে বের হয়েছে ততবার বাচ্চা দেখলেই হুশ থাকতো না রোদ আপুর।কোলে নিতো।পারমিশন নিয়ে ছবিও তুলতো।
রোদেলার বাচ্চা মেয়েটার দিকে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠলো।উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল,
—“অহি,ও তো ছিনজা!ওকে তো আমি চিনি!”
অহি,রোদ্দুর দুজনে চমকে উঠলো।ততক্ষণে রোদেলা মেয়েটার কাছে গেছে।মেয়েটা ইট, সিমেন্টের তৈরি বসার জায়গা বসে আছে।হাতে একটা চিপসের প্যাকেট।রোদেলা হাত বাড়িয়ে কোলে নিয়ে বলল,
—“ছিনজা বাবু কেমন আছে?”
বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে রোদেলাকে দেখে।ছোট ছোট হাতে রোদেলার গলা জড়িয়ে বলল,
—“আন্টি,আমি ভালো।তুমি কেমন আছো?”
রোদেলা ছিনজার নাক টেনে বলল,
—“এতক্ষণ ভালো ছিলাম না।কিন্তু ছিনজা বাবুকে দেখে ভালো হয়ে গেছি।কিন্তু তুমি একা কেন?দাদু কোথায়?”
—“আজ তো দাদু আসেনি।দাদু বাসায়।আমি আজ পাপার সাথে এসেছি।”
—“তা পাপা কোথায় ছিনজা?”
ছিনজা পেছনে হাত বাড়িয়ে বলল,
—“তোমার পেছনে আন্টি।”
রোদেলা মাথা ঘুরিয়ে যাকে দেখলো সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন।মুখের হাসি উধাও হয়ে গেল নিমেষে।
সে তোতলানো স্বরে বলল,
—“সাদিদ স্যার,আপনি?আসসালামু আলাইকুম।”
সাদিদ ভ্রু কুঁচকে রোদেলার দিকে চেয়ে আছে।যেন হিসেব মেলাচ্ছে।সে এগিয়ে এসে ছিনজার হাত ধরে বলল,
—“মিস রোদেলা জান্নাত।আপনি কি আমার মেয়েকে আগে থেকেই চিনতেন?”
রোদেলা ছিনজাকে কোল থেকে নামিয়ে দিল।আশপাশে মাথা ঘুরিয়ে অহি আর রোদ্দুরকে খুঁজলো।এরা দুটো আবার কোথায় গেল?তাকে এমন বিপদের মাঝে ফেলে?ছিনজা তাহলে সাদিদ স্যারের মেয়ে?
রোদেলা ধপ করে বসার জায়গাটে বসে পড়লো।সে যতই চাচ্ছে সাদিদ নামক মানুষটার থেকে দূরে থাকতে,ততই পরিস্থিতি ঠেলে তাকে সামনে এনে দিচ্ছে।আজ হলিডের দিনেও এমন দেখা হওয়ার কি খুব দরকার ছিল?
সাদিদ ছিনজাকে মাঝে রেখে রোদেলার পাশে বসে পড়লো।রোদেলার দিকে চেয়ে বলল,
—“মিস রোদেলা, আমি কিছু জিগ্যেস করেছি।”
—“আসলে,আ-আমার ছিনজার সাথে পরিচয়ের বেশিদিন হয়নি।এক মাসের মতো হবে হয়তো।সেদিন বাচ্চাদের পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম।ছিনজা োর দাদুর সাথে খেলেছিল।আমার আবার বাচ্চা খুবই পছন্দ।ছিনজাকে দেখে ভালো লাগল,সেজন্য এগিয়ে গিয়ে ওকে কোলে নিলাম,কথা বললাম।চকলেটও দিলাম।আপনার বাবার সাথে গল্প টল্প করে চলে আসলাম।মাঝে আর দেখা হয়নি।আজ দেখা হলো!আপনার বাবা কেমন আছে স্যার?উনি অনেক ভালো মানুষ।”
—“বাবা,ভালো।”
কেউ আর কোনো উত্তর কথা বললো না।হঠাৎ করেই রোদেলার দু চো বিস্ফারিত হয়ে গেল।সেদিন তো সাদিদ স্যারের বাবা বলেছিল যে ছিনজার মা নেই।ছিনজার জন্মের সময়ই ক্রিটিক্যাল কন্ডিশনে মারা গেছে।তার মানে সাদিদ স্যার এখন একা ছিনজাকে বড় করছে?
রোদেলার মাথা ঘুরছে।সে উঠে দাঁড়িয়ে বলল,
—“স্যার,আমি আসছি।”
সামনের এগুনোর আগেই ছিনজা চিপস খাওয়া বাদ রেখে বলল,
—“আন্টি তুমি যাবে না।আজ সারাদিন আমার সাথে থাকবে।”
রোদেলা একি মুসিবতে পড়লো!সে ছিনজার দিকে চেয়ে বলল,
—“এমন করে না ছিনজা বাবু।সবাই পঁচা বলবে তো।তুমি না গুড গার্ল?আমি অন্য দিন সারাদিন তোমার সাথে কাটাব।আজ যাই?”
ছিনজা তার ওড়নার এক কোণা চেপে ধরে নাকি সুরে বলল,
—“আমি কিন্তু কেঁদে দিবো।আন্টি,তুমি আজ আমার সাথে ঘুরবে।”
সাদিদ মেয়ের মাথার চুল গুলো এলোমেলো করে মুচকি হাসলো। রোদেলার দিকে চেয়ে বলল,
—“থেকে যান মিস রোদেলা।আজ আমরা তিনজন ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো একত্রে।”
রোদেলা অসহায় দৃষ্টি নিয়ে বসে পড়লো ছিনজার পাশে।
———————
—“রোদ্দুর ভাই, ফেরীতে উঠবো।”
—“কেন?”
—“আজব?ফেরীতে মানুষ কেন উঠে?পানি দেখব।”
রোদ্দুর কপাল কুঁচকে অহির দিকে তাকালো।এই মেয়েকে সাথে নিয়ে একা কোথাও যাওয়া যাবে না।তাকে পাগল করে দেবে।সে শক্ত কন্ঠে বলল,
—“পানি জীবনে দেখিসনি অজান্তা?পানি দেখার কি আছে?”
—“দেখেছি।কিন্তু এমন কালো কুচকুচে, দূর্গন্ধযুক্ত পানি দেখিনি।আজ সেটা দেখবো।”
—“তো এখান থেকেই দেখ না।ফেরীতে উঠতে হবে কেন?”
—“আমি সাঁতার জানি না বলে এতদিন উঠিনি।কিন্তু আজ উঠবো।আজ আপনি পাশে থাকবেন যে!”
রোদ্দুর হাঁটতে হাঁটতে বলল,
—“অজান্তা!আমিও সাঁতার জানি না।আয় উঠতে হবে না।রোদ আপুকে খুঁজতে হবে।তুই আমার বোনটাকে কার সাথে না কার সাথে পাঠালি কে জানে!আমার বোনের কিছু হলে তোকে কিন্তু কামড়ে খেয়ে ফেলবো অজান্তা!”
—“কাকে কামড়াবেন?”
বয়স্ক পুরুয়ালী কন্ঠ শুনে ঘাড় ঘুড়িয়ে রোদ্দুর তাকিয়ে দেখে অহি পেছনে নেই।এক বাদামওয়ালা তার কামড়ানো প্রসঙ্গে খুব কৌতূহল দেখাচ্ছে।
মানুষটার সামনের দুটো দাঁত পড়ে গেছে।কিন্তু দেখে মনে হচ্ছে তার দাঁত পড়ার বয়স এখনো হয়নি।সে ফাঁকা দাঁতের পাটি বের করে আবার বলল,
—“কাকে কামড়াবেন ভাইসাহেব?আশপাশে তো কাউকে দেখি না।”
—“আপনাকে কামড়াব।খুশি?”
—“এইডা কি কন ভাই সাহেব? তার চেয়ে বরং আমি বিশ ট্যাকার বাদাম দেই।হেই বাদাম কামড়ান।”
রোদ্দুর কিছু বলল না।সে চেয়ে আছে কাউন্টারের দিকে।অহি ফেরীতে উঠার জন্য টিকেট কাটছে।রোদ্দুরের মাথায় রক্ত উঠে গেল।মেয়ে এত পেকে গেছে?
অহি টিকেট দুটো হাতে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসছে।তার গায়ে নীল রঙের পর্যন্ত গাউন।মাথায় নীল হিজাব পেঁচানো।গায়ের ফিনফিনে নীল ওড়নার দুপাশ বাতাসে পাল তোলা নৌকার মতো উড়ছে।টানা টানা চোখ দুটো অনবরত হেসে যাচ্ছে।দূর থেকেই ঠোঁটের উপর বাদামি তিলটা উঁকি দিচ্ছে।রোদ্দুরের চোয়াল শিথিল হয়ে আসলো।বুকে তীব্র ব্যথা শুরু হলো।ভালোবাসার ব্যথা!এই মেয়েকে সে কিভাবে আঘাত করবে?প্রতিনিয়ত সে নিজেই তো ‘অজান্তা’ নামক রমণীতে খুন হচ্ছে!
অহি এগিয়ে এসে রোদ্দুরের হাত চেপে বলল,
—“রোদ্দুর ভাই, টিকেট কিনেছি।”
(চলবে)
২০১৯ সালে চারজন বান্ধবী মিলে প্রথম হাতিরঝিল গিয়েছিলাম।ভেবেছিলাম ইয়া বড় বড় হাতি দেখবো।কিন্তু আশাহত হয়েছি।😒