পাগল প্রেমিকা পর্ব-৩৬

0
463

#পাগল_প্রেমিকা
#শারমিন_আক্তার_বর্ষা [লেখনীতে]
#পর্ব_৩৬

মিসেস মনোয়ারা বেগমের রুমে তার নাতি নাতকররা বিছানার সাইডে বসে রয়েছে। বিছানার উপর সোজা হয়ে শুয়ে রয়েছে মনোয়ারা বেগম, কালকের থেকে এখন একটু ভালো। স্টক করার সাথে সাথে মাথায় অনেক ঠান্ডা পানি ঢালা হয়েছিল। তারপরেই নিশ্বাস ফেলেন কিছুক্ষণের মধ্যে এসে ডাক্তার দেখে যান। যাওয়ার আগে বলে যান, ‘ আপনারা খুবই ভালো করেছেন স্টক করার পরে ইচ্ছে মত পানি ঢেলেছেন। এমনকি এর জন্যই উনি মোটামুটি এখন সুস্থ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা স্টক করলে রোগীর মাথায় পানি না দিয়ে হাসপাতালে নিয়ে আসে। এতে রোগীর বাঁচার পার্সেন্ট অনেক কমে যায়। প্রথমেই স্টকের রোগী যে অবস্থাতেই স্টক করুক না কেনো তার মাথায় আগে ইচ্ছে মত পানি ঢালতে হয়। তারপর যখন রোগী সচেতন হয়ে নাড়াচাড়া করে তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এতে করে পেসেন্ট এর বাঁচার আশংকা বৃদ্ধি পায়। এখন আমি আসি পেসেন্ট এর উপর নজর রাখবেন প্রয়োজন মনে করলে হাসপাতালে নিয়ে যাবেন। ‘

বৃষ্টি আসতে আসতে সন্ধ্যা হয় এসে দাদিকে সুস্থই পায়। গলা জড়িয়ে ধরে কান্না করে বসে, বর্ষা রিমা তনিমা শান্ত্বনা দেয়, শান্ত হয়ে দাদির কপালে আলতো চুমু একে দেয়। পুরো রাত সবাই দাদির রুমে শুয়ে বসে কাটিয়ে দেয়। সকাল ভেলা বারবার কলিংবেল চাপছে কেউ বিরক্ত হয়ে। বৃষ্টি, বর্ষা, রিমা রুম থেকে বের হয়ে গেইটের দিকে যাচ্ছে। পেছনে ঘুরে বর্ষা রিমাকে উদ্দেশ্য করে আঙুল নাচিয়ে বলল, ‘ এত সকালে বারবার কলিংবেল বাজিয়ে ডিস্টার্ব করার জন্য যেইহোক আজ নাক ফাটাবো। ‘

বলেই দরজার লক খুলে দরজা টান দিয়ে সামনে তাকিয়ে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না এ কাকে দেখছে, রিমন হাসান এখানে এত সকালে জল্পনা কল্পনা দেখছে ভেবে চোখ দু’টো খিঁচে বন্ধ করে নিয়ে হাত দিয়ে চোখ ঢলতে শুরু করে। আবারও চোখ মেলে তাকিয়ে সামনে রিমনকেই দেখতে পেলো মনে মনে বলল, ‘ এ এত সকালে এখানে কেন আসছে! ‘

রিমন বৃষ্টির দিকে তাকিয়ে মনে মনে বলল, ‘ আমাকে বলে না আসলে এমনই হবে। ‘

বৃষ্টি হতভম্ব হয়ে প্রশ্ন ছুঁড়ে দিলো, ‘ আপনি? ‘
‘হুম দাদুর কথা জানতে পেরেই দেখতে আসলাম। ‘

‘ হুম আসেন! ‘

বলেই বৃষ্টি রিমা বর্ষা যেতে নিলে পেছন থেকে বলে উঠল, ‘আরে বেয়াইন চলে যাচ্ছেন যে, বেয়াই দের দিকে একটু তাকান। ‘

পেছন থেকে চেনা স্বর শুনে আঁতকে উঠল। বর্ষা রিমা পেছনে ঘুরে তাকালো। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে অভ্র পেছনে নিলয়, সাইডে শুভ্র। তিনজনের দিকেই দাঁত কিলবিলিয়ে তাকিয়ে মুখ ভেংচি কেটে চলে গেলো। কিন্তু বৃষ্টির থাকতে হলো সম্মান সহিত জানালো, ‘ আসুন সবাই ভেতরে এসে বসুন। ‘ দাদিকে দেখল, সকালের নাস্তা খেলো।
_____
বাড়িটা এখন মানুষে ভড়ে উঠেছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে, দুই দিন হয়ে গেছে সবাই এসেছে এদিকে দাদিও সুস্থ হয়ে গেছে। কাল সবাইকে ফিরে যেতে হবে তাই সবাই মিলে প্লেন করল বাহিরে একটু ঘুরতে বের হবে।

প্লেন অনুযায়ী সবাই আজ বিকালে বের হবে। সিমসাম সাজের মধ্যেই বের হলো, অভ্র সেধে এসে বর্ষার সাথে কথা বলতে এসেছিল। তবে বর্ষা পাত্তা না দিয়ে বোনদের ভেতরে ঢুকে যায়।
সবাই আশপাশটা দেখছে ঘুরছে। হাঁটতে হাঁটতে এক গ্রামের দিকে চলে আসে। গ্রাম টা ভীষণ সুন্দর একদম একটা পিকচার এর মতো দেখলেই চোখ জুড়িয়ে যায়। বর্ষা আর রিমার অভ্যেস আছে সুন্দর জায়গা দেখলেই সেলফি তোলা। হু ওরা সেটাই করছে বৃষ্টি একা দাঁড়িয়ে আছে। অভ্র, নিলয়, শুভ্র এক চায়ের দোকানে বসে আছে। তনিমা কিছুটা দূরে একা দাঁড়িয়ে ছিল, রিমন তার কাছে গিয়ে বলল, ‘ কেমন আছো! ‘

‘ হুম ভালো! আপনি? ‘
‘ আমিও ভালো! ‘
‘ ধন্যবাদ তোমাকে! ‘
‘ থ্যাংকস কিন্তু কেনো? ‘
‘ তোমার জন্যই আমার আর বৃষ্টির বিয়ে টা সম্পূর্ণ হয়েছে। ‘
‘ ও ব্যাপার না! আমি আমার বোনের খুশি চাই। আমার বোনকে কখনো কষ্ট দিবেন না হুহ তাহলে কিন্তু আমি আপনাকে.. ‘

‘ থাক থাক আর বলতে হবে না। কখনো কষ্ট দেবো না প্রমিজ করলাম। ‘

এরই মধ্যে বৃষ্টি একা একা হাঁটতে শুরু করল। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেলো। রিমন তা লক্ষ্য করে পেছনে গেলো। হুট করে হাত ধরে টান দিলো। নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন ছুড়ল, ‘ ওইদিকে কোথায় যাচ্ছিলে? ‘

দু’বার পলক ফেলে তাকিয়ে বলল, ‘ আমার মনে হলো আমি ওখানে কাউকে দেখেছি! ‘

‘ আচ্ছা চলো তো দেখি তুমি কাকে দেখেছো। ‘

বলে বৃষ্টির হাত ধরে নেয়। জঙ্গলের কিছুটা ভেতরে গেলেও কাউকে দেখতে পেলো না। বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ‘ ওটা তোমার মনের ভুল ছিল। এখন চলো আমরা ফিরে যাই সন্ধ্যে হয়ে আসছে। ‘

পেছনে ঘুরে তাকালে নিজেই পথ হারিয়ে ফেলে। কোন দিক দিয়ে এসেছিল বুঝতেই পারছে না।
রাস্তা হারিয়ে ফেলছে সব দিক জেনো একই লাগছে। কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল সঠিক পথ খুঁজে বের করার জন্য এদিকে সন্ধ্যে গনিয়ে এসেছে আশেপাশে থেকে কুকুরের ডাক ভেসে আসছে এমনও কিছু ডাক আছে যা বলা যাচ্ছে না কিসের ডাক। রিমনের এক হাত খামচে ধরে হাতের সাথে গা লাগিয়ে হাঁটছে বৃষ্টি। আকাশে ঘন কালো মেঘ জমেছে, দেখেই বোঝা যাচ্ছে ঝড় তুফান আসতে চলেছে। এই জঙ্গল থেকে বের হতেই হবে ঝড় আসার আগে, ওইদিকে আকাশের আবহাওয়া খারাপ হতে দেখে বাকিরা যে যেখানে ছিলো সেখান থেকে দৌঁড়ে গাড়ির কাছে চলে গেলো। তবে সবাই থাকলেও রিমন আর বৃষ্টির অনুপস্থিতি কেউ বুঝলো না। ঘন জঙ্গল থেকে বের হতে অনেকটা ধকল করতে হয়েছে রিমনকে। রাস্তা চিনে বের হতে যেয়ে অন্য দিকটায় চলে যায়। অবশেষে জঙ্গলে থেকে বের হতে পারে সামনে তাকাতেই দু’জনে ঢের অবাক হলো ইতস্ততভাবে বলল, ‘ ভূতের মতো দাঁড়িয়ে না থেকে বৃষ্টি নামার আগে চলো যাই। ‘

‘ আমি ভূত ‘ রিমন বলল।

‘ আর নয়তো কি? ‘

দু’জনের ঝগড়া সবে শুরু হয়েছিল এরি মধ্যে বৃষ্টির উদয় হলো। অবাক হয়ে দু’জনের মুখের দিকে তাকিয়ে দৌঁড় দিলো। জিড়িজিড়ি বৃষ্টি তে দু’জনেই কাক ভেজা, কিন্তু আবহাওয়া দেখে পরিস্কার বৃষ্টি জোরে আসবেই। দু’জনে দৌঁড়াতে দৌঁড়াতে কিছুদূর আসতেই থেমে গেলো। নিস্তব্ধতা ছেয়ে আছে পুরো গ্রাম। বৃষ্টি ও জোড়ে পরতে শুরু করল। দু’জনে দৌঁড়ে একটা বাড়ির সামনে পৌঁছে রিমন

চলবে?

[কার্টেসী ছাড়া কপি করা নিষেধ।]

(রিচেইক করা হয়নি ভুলক্রটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্প শেষে ছোট করে মন্তব্য করে যাবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here