পুনম পর্বঃ১২

0
1521

#পুনম
#আয়েশা_সিদ্দিকা
পর্বঃ১২

— ভাই,ক্যান আই স্লিপ উইথ ইউ?

তানভীর খুবই স্নেহ নিয়ে তাকায় তার আদরের ছোট ভাইয়ের দিকে।যে এই মুহুর্তে স্লিপিং স্যুট পড়ে হাতে বালিশ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তার কাছে অনুমতি চাইছে। হালকা অ্যাশ রঙের স্লিপিং স্যুট, কোকড়ানো চুলগুলো যা কপালে এলোমেলো ভাবে ছড়িয়ে আছে,নাকের ডগায় সবসময়ের মত চশমা যা ফর্সা গোলাকৃতি চেহারায় আদুরে ভাব ফুটিয়ে তুলেছে।অসম্ভব মেধাবী তার ভাইটা। এই মুহুর্তে তানভীরের কাছে তারুণকে সেই ছোট্টবেলার তারুণ মনে হচ্ছে, যে একা ঘুমাতে ভয় পেতো আর মাঝরাতে এসে তার দরজায় নক করে এভাবেই বলতো, ভাই ক্যান আই স্লিপ উইথ ইউ? আর তানভীরের সেই একই জবাব,
—হোয়াই নট….
তারুণ বালিশ নিয়ে বিছানায় ভাইয়ের পাশে শুয়ে পড়ে।তানভীর মুচকি হেসে দেয়,তারুণ কখনোই অন্যের বালিশে শুতে পারে না।একবার তো ট্যুরেও এই ছেলে মাথার বালিশ নিয়ে গেছে…. তা নিয়ে সবাই হাসাহাসি করলে তারুণ পুরাই নির্বিকার ছিলো….
—-ভাই তোমার বিরক্ত লাগে না?
—-কোন বিষয়ে?
—-ওই যে রুমের বাহিরের আজব চিড়িয়াটাকে।
—-হা হা হা… না বিরক্ত লাগে না, বরং এখন না দেখলেই বিরক্ত লাগে।
—-ব্যাখ্যা করো ভাই…..
—-শোন এটা খুবই সিম্পল বিষয়।অভ্যাস হয়ে গেছে তাই।প্রথম প্রথম বিরক্ত লাগতো,একটা ছেলে অলটাইম আমায় ফলো করছে, আমার সাথে সাথে থাকছে তখন ভালো লাগতো না কিন্তু এখন ও না থাকলেই বরং হাসফাঁস লাগে। আর রাজু খুবিই ভালো ছেলে তারুণ।
—- বুঝলাম ভাই….তারপরও বিষয়টা আমার ভালো লাগে না।
—-বিষয় টা নয়, তোমার রাজুকে পছন্দ নয় তা বলতে পারো।তারুণ ইউ নো… ভাই অলওয়েস লাভ ইউ…..
তারুণের চোখ ভিজে আসে, সে তার ভাইকে খুবই ভালোবাসে।সে তার ভাইয়ের জন্য সব করতে পারে…..
তারুণ তানভীর উভয়ই খাটে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে…দু ভাই পাশাপাশি শুয়ে থাকলেও দুজনের মনের অবস্থা এখন পুরাই ভিন্ন…..
—-ভাই তুমি বাবাকে কেন পছন্দ করো না?
—কারণ সে মানুষের দূর্বলতায় আঘাত করে.…..
—ভাই বাবা তোমাকে খুব ভালোবাসে….
—-ভালোবাসা কি তা হায়দার হোসেন জানে না তারুণ।এসব বিষয় তোমার জানার দরকারও নেই।তুমি কম বুঝবে তত তোমার জন্য ভালো…তবে তোমার বড় ভাই হিসেবে এতটুকু বলতে পারি, কখনো কারো কাছে নিজের দূর্বলতা প্রকাশ করবে না।
—-ভাই, বাবা বুবুকে মেনে নেয়নি তাই কি তুমি তাকে ভালোবাসো না…..বুবুকে কেন তুমি সব থেকে বেশি ভালোবাসো? তার কারণেই যত কষ্ট আমাদের….
—-তারুণ তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? বাবা কে নাকি আমাকে?
তারুণ জবাব দেয় না….তানভীর উত্তরের আশাও করে না।সে তার ভাইকে ঘুমিয়ে পড়তে বলে পাশ ফিরে চোখ বুজে।
তারুণ মনে মনে বলে ওঠে, ভাই আমি বাবাকে সবচেয় বেশি ভালোবাসি কিন্তু তোমাকেও ভালোবাসি তার সমান..
—-বাই দা ওয়ে ভাই,মেয়েটা কিন্তু শুধুই বন্ধু আমার, নাথিং ইলস….
তানভীর চোখ বুজেই বলে ওঠে,
—আমি কি জানতে চেয়েছি তারুণ?
—কিন্তু ভাই আমি বলতে চেয়েছি…..

*******************************
রাতের সময়ে এখন তিনটা দশ বাজে।সুমনের হাতে জলন্ত সিগারেট। রাস্তায় পায়চারি করছে আর সিগারেট ফুঁকছে সুমন। পকেটে একটাই সিগারেট ছিল…সেহরির সময় এখন কিছু খাওয়া দরকার।কিন্তু কি খাবে? পকেটে যে টাকা আছে তা দিয়ে শুধু সিগারেটেই সেবন করা যাবে। এই ব্যাপারটা খুব ইউনিক হবে,সেহরিতে সিগারেট দিয়ে কেউ রোজা রেখেছে কিনা সন্দেহ আছে।সুমন তাদের বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করছে এসব। বাসায় বাজার বলতে কিছুই নেই।থাকবে কি করে? ভাইজান আর ভাবি নেই তাই বাসার বাজার সদায়ও সব বন্ধ। কি আজব ব্যাপার! ছোটবেলায় সুমন খাবার নিয়ে কত বায়না করতো।এটা খাবেনা তো ওটা খাবে।তখন মা বিরক্ত হয়ে বলতো,যখন আমি থাকবোনা দেখবো তখন কাকে এত জ্বালাস?
সুমন আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ে, বিড়বিড় করে বলে ওঠে, মা তুমি কি দেখতে পাচ্ছো তোমার ছেলে এখন আর কোন বায়না করে না।সে এখন নিজে জ্বলতে শিখে গেছে মা।…তুমি কি দেখতে পাচ্ছো মা?…..
ঠিক ওই মুহুর্তে সুমনে ফোনে টেক্সট আসে।কেউ একহাজার টাকা পাঠিয়েছে তাকে।সুমনের কপালে চিন্তার ভাজ পড়ে। কে দিতে পারে এই টাকা? পাবনী নাকি পুনম?
সুমন ভাবাভাবি বন্ধ করে হাটা শুরু করে,টাকা উঠিয়ে তাকে রাস্তার মোড়ে একটা হোটেল আছে সেখান থেকে ভাত খেতে হবে। তারপর সোজা বাস ধরে ঢাকা…. অনেক দিন হলো পুনমদের ফুল গাছগুলো দেখা হয় না,সাথে ফুল গাছের মালিনীকে না হয় এক নজর দেখা হবে…… তাতে কি খুব বেশি ক্ষতি হবে………?

*****************************

সেহরিতে খেতে বসেছে পুনম।ডানপাশে বাবা আর বাম পাশে সেজ আপা বসেছে।আর অপর পাশে লাবণ্য, মা,বড় আপা আর মরিচা বসেছে।রান্নার আইটেম হলো কলমি শাক ভাজি, ডাল চচ্চরি আর বেগুন ভাজি।চিংড়ি মাছ অবশ্য ভুনা করা হয়েছিল দুলাভাইদের জন্য আর বাচ্চারা ও মেজ আপার জন্য। বাড়ির জামাইকে কি এসব শাকপাতা দিয়ে খেতে দেওয়া যায়….
পুনম কলমি শাক ভাতে মেখে কাচা মরিচে কামড় বসায়।তার কাছে খারাপ লাগে না।পরিবারের সবাই একসাথে বসে পান্তা ভাত খেলেও শান্তি! পুনম খেয়াল করে বড় আপা নাক মুখ কুঁচকে খাবার খাচ্ছে, তারমানে এসব খাবার খেতে কষ্ট হচ্ছে বড় আপার।কিন্তু পুনমই বা কি করবে।পুনম মরিচাকে ইশারা করে উঠতে বলে, মরিচা দৌড়ে রান্নাঘরে চলে যায়,আবার সাথে সাথেই ফিরে আসে একটা বাটি নিয়ে।পুনম অবাক হতে গিয়েও অবাক হয় না। এই মরিচা সকল কাজ করে দৌড়ের উপর!যেন এখনই না করলে কেউ ওর গর্দন নিয়ে যাবে…..
পুনম বাটিতে অল্প একটু চিংড়ি মাছ আলাদা করে রেখেছিল সেই মাছ পুনম বাবা আর মায়ের প্লেটে তুলে দেয়।নিয়াজ উদ্দিনের চোখ ভিজে ওঠে। এই মেয়েটা তাদের এত খেয়াল কেন রাখে…..
পাবনী মাথা নত করে খেয়ে যাচ্ছে। বরাবরের মত শান্ত চুপচাপ। একটা মানুষ এতটা অভিযোগ বিহীন হয় কিভাবে?
মা বাবর উদ্দেশ্যে বলে ওঠে, কাল একবার একটু গরুর কলিজা আনতে পারবে।মেয়েটা সন্তানসম্ভবা, ওকে তো আর এসব খাবার দিতে পারি না।
নিয়াজ উদ্দিনের রাগ লাগে কিন্তু কিছু বলে না।
পুনম জবাব দেয়, মা তোমার জামইকে বলো কাজ করে তার বউয়ের আবদার গোচাতে…..
নিয়াজ উদ্দিন গোপন দীর্ঘশ্বাস ছাড়ে। কেউ না জানুক সে জানে কাল তার বাজার করার আগে পুনম কলিজা নিয়ে বাসায় আসবে।সে মুখে যাই বলুক তার কাছে তার পরিবার আগে…দায়িত্ব আগে।
পুনম বাবার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা কাল সুমন ভাই আসতেছে।
বড় আপার কপাল কুঁচকে রেখে বলে ওটা, কই আমি তো জানি না কিছু।
—মনে হয় বড় আপা তোমাকে বলার প্রয়োজন বোধ করে নি।
পুনম সুমনের নম্বরে টেক্সট পাঠায়, কিছু জরুরী কাগজপত্র নিয়ে আসতে বলে সাথে….
****************★*******

ফজরের নামাজ পড়ে ওঠে দেখে পুনম, তার মোবাইলে তানভীর কল দিচ্ছে।সে রিসিভ করে সালাম দেয়।
তানভীর জানতে চায়,
—–পুনমি যদি কোন দূর্বলতা কারো জীবনে পথের কাঁটা হয় তখন তার কি করা উচিত?
পুনম মৃদু হেসে জবাব দেয়,
—-মিঃ তানভীর দূর্বলতাকে ভালোবাসতে শিখুন, দেখবেন তখন তা আপনার কাছে আর দূর্বলতা না হয়ে শক্তি হয়ে ফিরে আসবে…..

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here