বসন্তের_ফুল শেষ পর্ব

0
3941

ফাল্গুন মাসের ফাল্গুনী দখিনা বাতাসে প্রেমার চুল এলোমেলো করে দিচ্ছে।গভীরভাবে শ্বাস টানলো প্রেমা।
পাশেই দাঁড়িয়ে আছে তার প্রিয়তম। যার এক পশলা স্পর্শে হাজারো বছর বাঁচার মাধ্যম খোঁজে পায় সে। কড়া মিষ্টি ঘ্রাণ প্রেমার নাকের সংস্পর্শে আসে।ঠোঁটে হাসি এসে ঠেকলো প্রেমার। এই মিষ্টি ঘ্রাণ অভ্রের শরীর থেকেই পায় সে।উন্মাদ করে দেয় তাকে।
যেনো অন্য ভুবনে বাস করছে সে।
নাক টেনে ঘ্রাণটা নিজের মধ্যে লুফে নিলো।

কোমড়ে আলতো স্পর্শ পেয়ে বাঁ দিকে চোখ রাখলো প্রেমা। অভ্রের টকটকে লাল অধরজোড়া চোখের সামনে ভেসে উঠলো।
প্রেমা চোখ না সরিয়ে ভাবলো,
–‘এ ঠোঁটে শুধু হাসি মানায়,ভীষণভাবে মানায়।

অভ্র প্রেমার থেকে চোখ সরিয়ে চুলের দিকে চোখ রাখলো। বাতাসে এলোমেলো হয়ে গিয়েছে। উরনাটাও বাতাসের তালে তাল মিলিয়ে উড়ছে। মৃদু হেসে আঙুল দ্বারা আলতো ভাবে প্রেমার গাল স্পর্শ করে।
সঙ্গে সঙ্গে প্রেমা কেঁপে উঠলো।
অভ্র রসিকতাপূর্ণ স্বরে বলে উঠলো,
— ‘ আমার স্পর্শে এখনো কাঁপো, ইট’স নট ফের প্রেমা।’

প্রেমা হাসলো, বলার মতো কোন ভাষা নেই তার।সে বুঝাতে পারবে না অভ্রের স্পর্শ, কোন সাধারণ স্পর্শ নয়। এই স্পর্শ পুরো শরীর শিহরিত করে মগজে গিয়ে বিঁধে।
কী ভয়ংকর!

— ‘ ডিয়ার!

— ‘ হুহ’

— ‘ চলো বিয়ে করে ফেলি, অপেক্ষা আমার দ্বারা অসম্ভব। ‘

— ‘এতো তাড়াতাড়ি, আমার আরো কিছুদিন সিঙ্গেল থাকতে ইচ্ছে করে।তবে এই সিঙ্গেল সেই সিঙ্গেল নয়। ‘

— ‘তাহলে? কেমন সিঙ্গেল?

প্রেমা হেসে উত্তরে বলল,
— এই সিঙ্গেল হলো তোমার সাথে আমার অনুভুতিপূর্ণ মুহুর্ত কাটানোর।’

অভ্র ঠোঁট বাঁকিয়ে হাসলো,
এরপর বলল,

–‘ ঠিক আছে তাহলে চলো?’

প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো,

— ‘কোথায়?’

অভ্র প্রেমাকে টেনে নিজের সাথে মিশিয়ে বলল,
— ‘অনুভূতিপূর্ণ মুহুর্ত কাটানোর জন্য।ট্রাস্ট মি ইয়্যূ ফিল ব্যাটার।’

অভ্রের কথার অর্থ প্রথমে বুঝেনি প্রেমা।হঠাৎ বুঝতে পেরে চেঁচিয়ে বলল, ‘অভ্র’

ছিঁটকে দূরে সরল প্রেমা। প্রেমার আচরণে অভ্র হাসতে শুরু করে দেয়। এ মেয়েকে যাই বলবে তাই বিশ্বাস করবে।

অভ্র হাসতে হাসতে বলল,

— ‘আমার কী দোষ? তুমিই তো..

প্রেমা আর শুনতে পারছেনা।প্রতিবার নিজের কথায় নিজেই ফেঁসে যায় সে। অভ্র আস্ত একটা শয়তানের হাড্ডি।
একটু দূরে চলে আসে প্রেমা। অভ্রও এক দৌড়ে এসে প্রেমাকে পেঁছন থেকে জড়িয়ে ধরল।

— প্রেমা?

— ‘হুম’

— “মাঝে মাঝে তোমাকে এতো সুইট লাগে,ইচ্ছে করে..

–‘ প্লিজ আর না,তোমার লাগাম ছাড়া গালে, লাগাম লাগাও দয়া করে..

এরপর শুধু হাসির শব্দই কানে আসে প্রেমার।প্রেমাও নিঃশব্দে হাসলো। অভ্রের কাছ থেকে সে অন্য এক দুনিয়ার হদিস পেয়েছে। ইচ্ছে করে তার যুগ-যুগান্তর দু’জনে মিলে সে দুনিয়ায় বাস করবে।ছোট্ট সংসার পাতাবে।অভ্রের রসিকতা-মিশ্রিত হাসি,কথা বার্তা সব নিয়েই বাঁচবে। দুজনেই….

#প্রেমাভ্র🌺
#বসন্তের_ফুল
#তারিন_জান্নাত

কেমন হয়েছে জানান।😒 Tarin Jannat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here