বৈবাহিক চুক্তি পর্ব-১০

0
3557

#বৈবাহিক_চুক্তি
#লিখাঃ Liza Bhuiyan
#পর্বঃ১০

“দ্যা গড অফ কুকারি” রেস্টুরেন্ট এর প্রধান ফটকের বামপাশের একটি টেবিলের সামনে বসে আছে সায়ান, বারবার ঘড়ি দেখা দেখে একটা মেয়ে ওয়েটার এসে জিজ্ঞেস করলো
“স্যার আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? ”

সায়ান জোর পুর্বক হেসে বললো “নো”

“নো একচুয়ালি, ইউ আর কন্টিনিউয়াসলি লুকিং এট দ্যা ডোর এন্ড এরাউন্ড ইউ, আর ইউ লুকিং ফর সামওয়ান? ”

” নো, নট লাইক দেট ”

মেয়েটি ওর কাছ থেকে সরতেই ফোন বের করে সাহিলকে ফোন দিলো ” এই রেস্টুরেন্ট এ ও কাজ করে তাহলে এখনো আসছেনা কেন? হোয়ার ইজ শি ডেম ইট ”

“স্যার আমি কি করে জানবো, আমিতো বাংলাদেশে আছি”
” আমি কিছু জানিনা, আমি ওকে দেখতে চাই রাইট নাউ”
” সাহিল… আমি জানিনা তুমি কি করবে বাট এখুনি খুজে বের করো ও এখনো আসেনি কেন?”
” ইয়েস বস”

দুপুর তিনটা থেকে পাচটা পর্যন্ত দীর্ঘ দুই ঘন্টা ১৫ মিনিট ধরে ও অপেক্ষা করছে, মেয়েটি এত কেয়ারলেস! ওর জন্য ওয়েট করতে করতে দশ কাপ কফি অলরেডি খেয়ে ফেলছে আর কিছু ডিনারের জন্য পেটে ঢুকাতে পারবে কিনা সেই টেনশনে আছে ও আর এদিকে এই মেয়ের কোন খবর নেই! সায়ান জামিল খান রেস্টুরেন্টে একটা মেয়ের জন্য ওয়েট করছে! দাদাজি এই কথা শুনলে হয়তো তৃতীয়বারের মত স্ট্রোক করবে, গড সায়ান কি দিন আসলো তোর!!

” স্যার একচুয়ালি আজ তো সানডে তাই.. ”

আজ সানডে? ওহ ডেম কি করে ভুলে গেলাম আমি ইন্ডিয়ায় সানডে ইজ হলিডে, এই মেয়ের চক্করে কিনা আমার ভুলনেকি বিমারি শুরু হোগাই, ওয়েট…

” রেস্টুরেন্টে কিসের সানডে? এই দিনেই তো ওয়ার্কার্সরা বেশি বিজি থাকে কজ কাস্টোমার বেশি থাকে, সো হোয়াই শি ইজ নট হেয়ার? এত ইরেস্পন্সিবল মেয়েকে রাখলো কে?”

“বাট স্যার মেয়েটা তো আপনার বউ ”

সাহিলের কথাটা শুনেই হালকা কেশে উঠলো ও, থেকে থেকে নিজের ভেতরে থাকা বিজনেসম্যান জেগে উঠে তবে ও হলে কিন্তু এমন ইরেস্পন্সিবল ওয়ার্কারকে না থাক বউটা তো ওরই। আসলে কেউ ঠিকি বলেছে
“পুরুষ মানুষ যতই বাইরে বাঘ হয়ে বেড়াক ঘরে কিন্তু সে ভিজা বিড়াল হয়েই ফিরে আসে ”
কারণ নারিরা এত শক্তিশালী যে পুরুষকে নিজের বাড়ির বাইরে রাত কাটাতে বাধ্য করতে পারে, আর ওরতো রাতবিরাতে ঘরে ফিরার অভ্যাস। না জানি কত রাত বাইরে কাটাতে হতো, নাহ এই অভ্যাস অচিরেই পরিবর্তন করতে হবে।

” স্যার মেম আসলে ছুটিতে আছে একদিনের তার ছেলেকে নিয়ে নাকি ঘুরতে যাবে কোন পার্কে এটাই বললো ম্যানেজার ”
” ছেলে? ”
” ইয়াহ ছেলে যাকে আপনি বাঁচিয়েছিলেন আর ওইযে হসপিটালে ছিলো, ভুলে গেলেন! কিন্তু স্যার আপনি তো মেম এর সাথে ছিলেন না তাহলে কি বেবিটা এডপ্টেড? ”
” ওই বাচ্চার বয়স কত? “কাপা গলায় বললো সায়ান
” স্যার প্রেসক্রিপশনে তো তিন বছর দেখেছিলাম ”

সায়ান স্বস্তির নিঃশ্বাস ফেললো, নাহ বাচ্চাটি এডোপ্টেড না কি সেটা জানা নেই তবে বাচ্চাটি অন্যকারো নয়, কারণ রুশানিকে ফলো করার আজ পঞ্চম দিন কিন্তু তার সাথে কোন ছেলেকে দেখেনি সে। আর যদি কেউ থেকেও থাকে তাহলে তাকে সরে যেতে হবে নাহয় নিজে মেরে ফেলবে তাকে। ওর বউ শুধু ওর যার এক চিমটি ভাগ ও কাউকে দিবে না, কাউকে না। রুশিতে এতটাই মগ্ন ছিলো যে বাচ্চাটিকে দেখেও দেখে নি ও, ওর দৃষ্টি সর্বদা ওতেই ছিলো যে অন্যসব খেয়ালই করেনি।
তাহলে বাচ্চাটি কি ওর?যদি হয়ে থাকে তাহলে ও নিজেকে কি বলে মনে করবে এই মুহুর্তে?
সুখি মানুষ! যার কিনা বউ বাচ্চা নিয়ে একটা সুন্দর ফ্যামিলি আছে।নাকি সবচেয়ে অভাগা! যে এই মুহুর্তে জানতে পারলো তার তিনবছরের একটা বেবি আছে।ও তাকে জন্মাতে দেখেনি, বড় হতে দেখেনি নাহ এখন পর্যন্ত সরাসরি দেখেছে। রুশিকে দেখার জন্য যতটা না ডেস্পারেট তার থেকে বেশি ওর ছোট্ট বাচ্চাটাকে দেখতে ডেস্পারেট ও। কার মত দেখতে হয়েছে ওর ছেলে? ওর মত নাকি ছোট্ট বউটার মত!

” সাহিল গিভ মি দ্যা পার্কস এড্রেস, আর হ্যা রুশানি এই চারবছর কি করেছে না করেছে আই ওয়ান্ট এভরি পিস অব ইনফরমেশন, কালকের মধ্যে চাই ”

“ইয়েস বস, হয়ে যাবে”

🌸🌸🌸

সাহিলের দেয়া পার্ক এড্রেসে এসে বেঞ্চে বসে আছে ও, চারপাশে অনেক মানুষ সাদা-কালো, বাদামির মিশ্রণে যাদের মিউলেটো বলে, এশিয়া মহাদেশের হয়তো প্রাচীন ভারতীয় উপমহাদেশীয় মানুষগুলো মিশ্র প্রকৃতির, তাদের মাঝে সকল দেশের ছোঁয়া পাওয়া যায় যেন আস্ত পৃথিবীটা এখানে বসবাস করে। অনেকগুলো বাচ্চা এখানে খেলা করছে, সবাই পাচের নিচে আর তারপাশে তাদের বাবা মা বসে আছে। চারপাশে তাকাতেই আমগাছের নিচে বসে থাকা ছোট্ট বাচ্চাটির দিকে নজর পড়লো ওর, কোন একদিকে স্থির হয়ে তাকিয়ে আছে গম্ভীরভাবে, দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখে একটা লোক তার ছেলেকে নিয়ে খেলছে।ছেলেটিকে দেখে নিজের সন্তানের কথা মনে পড়লো সায়ানের, তার ছেলেটিও কি এভাবে অন্যবাবা সন্তানের দিকে তাকিয়ে থাকে?ওর খুব কষ্ট হলো এটা ভেবে, এতোগুলা বছর বাবা ছাড়া কি করে কাটিয়েছে ও। বাচ্চাটির দিকে এগিয়ে গিয়ে পাশে বসে পড়লো ও,

” নামকি তোমার বাবু?”

” আমি কোন বাবু নই, অলরেডি থ্রি ইয়ারস ওল্ড। আর মাম্মা বলেছে অচেনা কাউকে নাম বলতে না” গম্ভীর চেহারা নিয়ে বললো বাচ্চাটি, সায়ান মনে মনে ভাবছে বাচ্চাটিতো ওর থেকেও এক লেভেল উপরে, এত ম্যাচিউরড বাচ্চা ও কখনো দেখেনি।

” ওকে বলবো না বাবু, আমি তোমার অপরিচিত তাইতো? তাহলে চেনা হলে তো বলবে তাইনা? ওকে মাই নেম ইজ সায়ান জামিল খান আর তোমার? ” হাত বাড়িয়ে

” নিজের নাম বললেই চেনা হয়ে যায়না, তবে আপনাকে দেখে জেন্টলম্যান মনে তাই বলছি, মাই নেম ইজ রুহান ওকে ” হাত মিলিয়ে হ্যান্ডশেক করে।

” বাহ তুমি খুব স্পষ্ট কথা বলতে পারো এতটুকু বয়সেই ”
” কারণ আমি বড় হয়ে গিয়েছি, আচ্ছা আপনিও তো ফর্সা দেখতে আপনাকে কেউ ইংরেজের বাচ্চা বলে না”

সায়ান ভ্রু কুচকে তাকালো, এই শব্দটা তার কাছে সবচেয়ে বিরক্তিকর শব্দ। ছোটবেলায় স্কুলে থাকতে প্রায় শুনতে হতো এটা এমনকি ওর তখনকার বেস্ট ফ্রেন্ড তো ওকে প্রায় চেতাতো এটা বলে, এখন যে কোথায় আছে কে জানে। তবে জেনে ভালো লাগলো ও একা নয় আরেকজনকেও এটা বলে।

” বলতো তবে এখন বলে না ”
” তারমানে বড় হলে আর বলে না তাইতো ”
” আচ্ছা তুমি কার সাথে এসেছে এখানে?”
” মাম্মা আর মাসির সাথে ”
” বাবা আসে নি?মিস করছো তাকে?”
” নাহ, রুহানের বাবাই তো নেই, কখনো আসে না দেখা করতে তাই রুহান রাগ করেছে বাবাইয়ের উপর, রুহান হেটস বাবাই ”

“রুহান কার সাথে কথা বলছো তুমি? তোমার মাম্মা অচেনা কারো সাথে কথা বলতে হয়না? মাম্মাতো খাবার কিনতে গিয়েছে তাই বলে তুমি অন্যদের সাথে কথা বলবে”

রুহান আর সায়ান দুজনই পেছনে তাকিয়ে বাইশ – তেইশ বছরের মেয়ে দেখতে পেলো, সায়ান কথা বলতে বলতে রুহানকে কোলে বসিয়ে ছিলো তাই রুহান কোল থেকেই তাকিয়েছে, মেয়েটির দিকে তাকিয়ে সায়ান চিন্তায় পড়ে গেলো কোথায় যেন দেখেছে তাকে কিন্তু মনে পড়ছে না

” ইটস ওকে মেম, আমি জাস্ট কথা বলছিলাম”

“আপনি কথা বলছেন তা আমিও দেখছি কিন্তু সবাইতো আর আপনি হবেন না তাইনা, আমাদের তো সচেতন থাকতে হবে ”

” জি আমি আপনার কন্সার্ন বুঝতে পারছি ”

তখনি পেছন থেকে নারি কন্ঠ ভেসে উঠলো,হাতে আইস্ক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে রুশি, ঠোটের কোনে মুচকি হাসি।
“রুহান… সুজি”

রুশিকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলো সায়ান,ওর কোলের বাচ্চাটি ওর নিজের সন্তান, ওর ছেলে রুহান…
সায়ানের কোল থেকে রুশির কোলে ঝাঁপিয়ে পড়লো রুহান।
“মাম্মা,তুমি কোথায় ছিলে এতক্ষণ? ”
” আইস্ক্রিম কিনছিলাম বেবি, নেও এটা তোমার জন্য ইউর ফেভারিট স্ট্রভেরি ফ্লেভার ”

সায়ান রুশির কোলে দিয়ে সেখান থেকে চলে আসে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, অজানা গন্তব্যে হাটছে ও। এতোগুলা কো ইন্সিডেন্স, সবথেকে বড় কথা ওর ছেলে ওকে দেখতে পারে না, ছোট্ট শিশুটার মনে বাবার জন্য এতটা আক্ষেপ, ওকি জানে ওর মাকে কতদিন যাবত খুজে বেড়াচ্ছে ও, যদি আগে পেয়ে যেত তাহলে ওর ছেলে ওকে বলতো যে ” রুহান হেটস বাবাই “,
“আম স্যরি বাবা, আমি ভালো বাবা হতে পারিনি না ভালো স্বামী।তবে এরপর থেকে বাবা তার বেস্ট ট্রাই করবে দুটোয় হওয়ার, আই প্রমিস ইউ ”

#চলবে

( জানিনা কি লিখছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here