বোকা ছেলে পর্ব ১০

0
785

# বোকা ছেলে
# পাঠ ১০
(যারা আগের পর্বগুলো পড়েন নাই তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিবেন। সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন)
জিম=হায় আল্লাহ এখন কি করি
ফ্রেন্ড=দুলাভাইএটা কি বল্লো
অভি=ঠিকি ত বলেছি
জিম=
অভি=আচ্ছা তোমাদের বুজিয়ে বলছি,
ফ্রেন্ড=হুম বলেন
অভি=প্রথমে তোমাকে দিয়েই শুরু করি, আচ্ছা তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে পরিমানের চে বেশি যাকে বলে,
ফ্রেন্ড=কি যে বলেন
অভি=তুমি যেহেতু সুন্দর, সে হিসেবে তোমার মা, বাবাও অনেক সুন্দর,আবার তার বাবা মা সুন্দর না হলে তারা হতো না,আমার কথা বুজতেই পারছো আমি কি বলতে চাইছি
জিম,ফ্রেন্ড=
জিম=আল্লাহ এ যাত্রায় বেচে গেছি, কিন্তু এতো সুন্দর যুক্তি কেমনে দিলো তাও আবার ও, সপ্নেও ভাবিনি, যাক বেচে গেছি এতেই হবে,
তারপর তারা আর কিছু কথা বলে অখান থেকে যে যার মতো চলে যায়
আসার সময়
জিম=আচ্ছা একটা কথা বলি, তুমি ওকে অভাবে বললে কেন, তাও আবার গুষ্টি তুলে
অভি=জানিনা কেমনে কি হলো,ওর কথা শুনে আমার কেমন জেনো লাগলো মনে হলো এর আগেও এই কথা কেউ বলেছে আমাকে, এমন সময় রিক্সার সামনে এক ছেলে এসে অভি ভাই বলে ডাকে,
অভি=তোমাকে ত ঠিক চিনতে পারলাম না,
ছেলে=ভাই তোমার সাথে তখন ওই ব্যাবহার করার জন্য খুব দুঃখিত
অভি=কি বলছো আর কে তুমি
ছেলে=ভাই আমাকে চিনতে পারছো না, আমি নিলার মামাতো ভাই,জানো ভাই নিলা আজো রাতে কাদে তোমার জন্য, হয়তো তখন তোমার ভালোবাসা বুজতে পারেনি,
জিম=আপনি কি সব উল্ট পালটা বলছেন, হুম কে আপনি আর এসবের মানে কি
ছেলে=আপু আমি সত্যি বলছি
জিম=অভি ছেলেটা যা বলছে তা কি ঠিক
অভি=আমার তো কিছুই মনে পরতে ছে না
ছেলে=আচ্ছা ভাই ভালো থাকবেন, আর পারলে আমাকে ক্ষমা করে দিয়েন
ছেলেটা চলে গেলো, আর অভি অবাক হয়ে তাকিয়ে রইলো, ছেলেটা কি বল্লো আর আমি নিলা নামে কাউকে ভালোবাসতাম
মনে মনে
জিম=আচ্ছা চলো, আগে বাসায় জাই
জিম ভাবছে ছেলেটা কি সত্যি বল্লো না মিথ্যা বল্লো, না এই বিষয় বাবার সাথে কথা বলতে হবে, মনে হয় বাবা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, আর অভির এই রকম ছেলে মানুষী করার কি কারন, আমাকে সব জানতে হবে, কিছুক্ষন পরে বাড়িতে পোছায়,
জিম=মা আজ কেই আমরা বাড়ি যাবো
মা=কেনো রে আর কিছুদিন থাক
জিম=না মা আমার আজিই জেতে হবে
মিলা=কেনোরে আপু আজি জাবি কেন
জিম=দরকার আছে, কিছু ক্ষন পরে অভি আর জিম বেড়িয়ে পরে, কিছু ক্ষন পর বাসায়
আসে,
অভির বাবা,মা তোমরা এসে পরেছো
জিম=জ্বি বাবা, কেমন আছেন
বা=আলহামদুলিল্লাহ, তুমি মা
জিম=আমিও ভালো আছি
বা=আচ্ছা যাও ফ্রেস হয়ে আসো একসাথে খাবার খাবো
জিম=আচ্ছা বাবা
রাতে জিম বাবার রুমে যায়
জিম=বাবা আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন
বা=এমন মনে হলো কেন
জিম=তারপর সব বলে
বা=একটা নিশ্বাস নিয়ে, হুম তুমি যা শুনছো তা সবি সত্যি, হ্যা আমার ছেলে একটু মাস্তানি টাইপের ছিলো
বা=হ্যা এটা ঠিক যে আমার ছেলে একটু মাস্তান টাইপের ছিলো কিন্তু বিশ্বাস করো আমার ছেলে কনো খারাপ কাজ করেনি ,
জিম=বাবা আমাকে সব খুলে বলো না প্লিজ,
বাবা=হুম, আমার ছেলে,,,,,,,, কলেজে পড়তো ওখানেই আমাদের নিজেস্ব বাড়ি ছিলো, প্রথম যেদিন কলেজে জায়, হঠাত দেখতে পায় কয়েক জন মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, অভি=কনো কথা না বলে অদের মাড়তে থাকে, সবাই মিলেও ওর সাথে পারে নি, পারবে কি করে ওকে ত আমি সব রকমের ক্যারাটি শিখিয়েছি, নিজেকে বাচানোর জন্য, যাওয়ার আগে ছেলে গুলো বলে গেছিলো তকে পরে দেখে নিবো, সবাই যার যার মতো চলে যায়,মেয়েটি এসে
মেয়ে=আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা
অভি=দরকার নেই, আর অন্য কেউ থাকলেউ আমি একি কাজ করতাম, আচ্ছা আপনি কথায় জাচ্ছেন
জিম=,,,,,,,,,কলেজে
অভি=আমিও ত অখানেও পড়ি
মেয়ে=তাই,আচ্ছা আপনার নাম কি
অভি=অভি ইসলাম,তোমার
মেয়ে=মিলা,আচ্ছাআজ থেকে আমরা ফ্রেন্ড
অভি=হুম
তারপর কলেজে চলে আসে,
ক্লাস করা শেষ হলে অভি যখন বাহিরে বড় বাই অভি কে ডাক দেয়,
ভা=ওই তুই ওকে মেড়ে ছিস কেনো
অভি=ও রাস্তায় একটা মেয়েকে ডিস্টার্ব করছিলো তাই মেরেছি
ভা=তোর কি, ও কি তোর জিফ না কি
অভি=না
ভা=তাইলে তোর সমস্যা কি
অভি=আমার সামনে কাওকে বিরক্ত করলে বা খারাপ কাজ করলে আমি তাকে এতো সহজে ছেরে দেই না,
ভা=তাই দেখি তুই কি করতে পারিস
এমন সময় পাশে দিয়ে একটা মেয়ে যাচ্ছিলো বড় ভাই মেয়েটার ওড়না টান দিয়ে তার হাতে নিয়ে আসে, আর বলে দেখি তুই কি করে বাঁচাস এই মেয়েকে
অভি=ভালোমতো বলছি ওকে ওর ওড়না ওকে দিয়ে দাও তা না হলে কিন্তু আমার চেয়ে খারপ কেউ হবে না,
ভর বাই,কি করবি তুই চেনস আমাকে আমি কে
বলার সাথে সাথে ঠাস ঠাস ওই তুই যেই হোস তাতে আমার কি তকে ভালোমতো বলেছিলাম না, ওর ওড়না ওকে ফিরিয়ে দে, মেয়েদের সন্মান দিতে শিখিস নি, তুই বল এখন আমাকে কি করবি তার আগে দেখ তোর কি অবস্থা হয়,এই বলে ছেলেটা কে মাড়তে শুরু করে, এক সময় ছেলেটা জ্ঞান হারায়, এভাবেই চলছিলো অভির জীবন কাওকে পরোয়া করতো না, আর কেউ অভির সাথে লড়তেও সাহস পেতো না, এমন কোনো দিন নেই যে অভি মারামারি করতোনা, একদিন তার মা তাকে ডেকে কাছে আনে, তখন হয়তো অভীর অনেক শত্রু হয়ে গিয়েছিলো
মা=বাবা একটা কথা রাখবি
অভি=এভাবে বলছো কেনো, তুমি যা বলবা তাই হবে
মা=কসম খা আগে
অভি=আচ্ছা খেলাম বলো কি বলবা
মা=আজ কের পড় থেকে আর কোনোদিক মারামারি করবি না, এটা আমার কসম
অভি=কিন্তু মা আমি ত
মা=আমি আর কিছুই শুনতে চাই না,
অভি=আচ্ছা মা তুমি যা বলবা তাই হবে
তারপর থেকে আর মারামারি করতো না, কেউ গায়ে যদি অভিকে চড়ওও মারতো তাও কিছু না বলে সেখান থেকে চলে আসতো, আর বাসায় এসে কান্না করতো, আর অভি বলতো তুমি মা এটা কেমন কসম দিলে যে এখন মার খেতে হচ্ছে আমাকে,
এভাবে বলার কারন, অভির মা তার কিছু দিন পড়ে মারা যায়
—– চলবে ——

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here