বোকা ছেলে পর্ব ১৩

0
836

# বোকা ছেলে
# পাঠ ১৩
{ Happy New Year Post }
জিম ঘুমিয়ে গেলো ঠিকি কিন্তু আজ আর অভির বুকে মাথা রাখলোনা, অভির কষ্ট হবে বলে,প্রতিদিনের মতো আজও অভি আগে উঠে তারপর জিম উঠে রান্না করে সবাই কে খেতে ডাকে, খাবার সময়
জিম=বাবা একটা কথা বলবো
বা=বলো, কি বলবা
জিম=বলছিলাম কি আমাদের আগের বাড়িতে গেলে মনে হয় ভালো হতো
বা=ঠিক বুঝলাম না, আর অভির জন্য ভালো হবে মানে
জিম=অখানে গেলে আগের সব কিছু দেখলে, বা মানুষ দের দেখলে কিছুটা উন্নতি হতে পারে
বা=কথাটা খারাপ বলোনি,
জিম=তাহলে আজিই আমরা রওনা দেই
বা=আজিই
জিম=হুম আজিই,যতো তাড়াতাড়ি যাওয়া যায় তোতই ভালো অভির জন্য
বা=আচ্ছা আমি সব ব্যবস্থা করছি, আজ বিকেলে রওনা দেবো
তারপর সব কিছু গুছিয়ে বিকেল বেলা রওনা দেয়, যেতে সন্ধ্যা হয়ে যায়, অভি নামে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, ওর মনে হয় এই বাড়ি ও আগেও কথায় দেখেছে
অভি=বাবা এটা কাদের বাড়ি,আমার মনে হয় এর আগেও এই বাড়ি আমি দেখেছি
জিম=দেখছেন বাবা আমি বলেছিলাম না ওর কিছু একটা পরিবর্তন হবে
বা=তাই ত দেখছি, বা এটা আমাদের আরেকটা বাড়ি, তোমার পছন্দ হয়নি, অভিকে উদ্দেশ্য করে
বা=ঠিক সেটা না, কিন্ত আমার মনে হচ্ছে এই বাড়িটা আমার খুব চেনা
জিম=এবার বিতরে যাওয়া যাক নাকি সারা রাত এখানেই কাটিয়ে দেবো
বা=ওহ! চল বিতরে চল
তারপর কিছু কাজের লোকনিয়ে বিতরে ডুকে পরে
বাড়ি পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে যায়, তারপর খাবার যা এনেছিলো তাই খেয়ে রাত পার করে দেয়
সকালে উঠে অভির বাবা বাহিরে এসে দেখে অনেক লোক দারিয়ে,
বা=আপ্নারা তা কেমন আছেন
সবাই=ভালো,রাতে দেখলাম ঘরে লাইট জ্বলছে, ভাবলাম চোর আসলো নাকি, তাই লোক নিয়ে সকলে দেখতে আসলাম,আপ্নারা কথায় চলে গিয়েছিলেন আমাদের কিছু না বলে
বা=তারপর তাদের সব খুলে বলে
লোক=আসলে আমাদের ও অনেক ভুল হয়েছে, দোয়া করে ক্ষমা করে দিয়েন
বা=আরে রাখেন ও সব কথা, আসুন সবাই বিতরে আসুন
লোকে=আজ আর না অন্য দিন আসবো
বা=আচ্ছা
জিম আজ অভির আগেই উঠেছে তারপর নাস্তা করার জন্য কিছু রান্না করে,
খাওবার সময়
জিম=বাবা অভি কোন কলেজে পড়তো
বা=,,,,, এই কলেজে, কিন্তু কেনো
জিম=আজ ওকে নিয়ে আমি কলেজে যাব
বা=কেনো
জিম=দেখি অখানে নিয়ে গেলে ওর কিছু মনে পরে কিনা
বা=ওহ! আচ্ছা, আর জাওয়ার সময় গাড়ি নিয়ে যেও
জিম=আচ্ছা
কিছু ক্ষন পরে জিম অভিকে নিয়ে কলেজে চলে যায়
একজন অভি কে দেখে দোরে এসে অভি কে জরিয়ে ধরে
ছেলে=অভি কেমন আছিস
অভি শুধু তাকিয়ে আছে কিছু বলছে না
ছেলে=কিরে কথা বলছিস না কেনো অভাবে কি দেখছিস আমি শাফিন
কিছু ক্ষন পরে পুরো কলেজে ছরিয়ে যায়, এক পর্যায় নিলাও খবর শনে আর দোরে চলে আসে
শা=কিরে তোর কি হইছে, তুই আমাকে চিনতে পারছিস না,
একপর্যায় কলেজের সবাই চলে আসে স্যার সহ, কারন অভি সবার প্রিয় ছিলো সবাই তাকে চিনতো,
জিম শাফিন কে আস্তে করে ডেকে এক পাশে নিয়ে অভির ব্যাপারে সব বলে, এখন ওর কি অবস্থা, শা=আসলে ওর সাথেন্যা হয়েছে খুব খারাপ হয়েছে
জিম অভির কাছে এসে দেখে এক মেয়ে অভি কে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, আর বলছে আমাকে প্লিজ মাফ করে দাও, আমি না জেনে এসব করেছি,আমি সত্যি ই তোমাকে খুব ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিয়োনা প্লিজ, ( নিলা আর এই কলেজ ছাড়েনি কারন তার আসা ছিলো একদিন অভি ঠিক এখানে আসবে)
জিম=এই মেয়ে কি করছো এসব, দেখোনা এখানে কোত ছাত্র,ছাত্রী, স্যা আছে আর তুমি ওকে জড়িয়ে ধরেছো তুমি কে,
নিলা=ও আমার হবু বর তোমার কোনো সমস্যা
জিম=কয়কি মাইয়া,তাইলে আমি কই থেকে আসলাম
নিলা=মানে, আর কে আপনি
জিম=আমি ওর স্ত্রী
নিলা=কিইঅভি বিয়ে করেছে
জিম=ত আমাকে দেখে তোমার কি মনে হয় আমি ওর মা
নিলা=অভি তুমি কথা বলছো না কেনো, তুমি একবার বলো এই মেয়ে তোমার কেউ না, আমি তোমার ভালোবাসা, আমার সাথেই তুমি সংসার করবে, বলো অভি
এই সব দেখে সকল ছাত্র ছাত্রীর চোখে পানি পড়েছে, স্যার পর্যন্ত বাদ রইলো না,জিমও বুঝতে পারলো আসলে কতোটা ভালোবাসলে এমন আচরণ করে, জিমও এক প্রকার কেদে দিয়েছে
অভি=আপু তুমি কাদছো কেনো
নিলা=ওসহায় দৃষ্টি তে, তাকিয়ে রইলো আপু, এখন আমাকে চিনছো না, হুম এখন ত আর আমাকে প্রয়জন নেই, এই বলে কেঁদে কেঁদে সেখান থেকে দোরে চলে যায়
স্যা=অভি কেমন আছো
অভি=জি আংকেল আলহামদুলিল্লাহ,আপনি
ছাত্র,ছাত্রী, স্যা=আংকেল
অভি=আপনি ত আমার থেকে বড় আংকেল বলবো না কি বলবো, আজিব
জিম=আসলে স্যার ওর আগের কিছু মনে নেই, তারপর স্যার সহ সবাইকে সব কথা খুলে বলে, সবাই
জিম=স্যার একটা কথা রাখবেন
স্যা=বলো কি বলবা,
জিম=আগামীকাল থেকে এই কলেজে ভর্তি হতে চাই,
স্যা=কিন্তু গ্যাপ দিয়ে
জিম=সেটা আমি ঠিক করে নেবো,আর আমরা মুলত পরিক্ষা দেওয়ার ইচ্ছায় ভর্তি হচ্ছি না
স্যা=তাহলে
জিম=স্যার কে আড়ালে নিয়ে সব বলতে থাকে
স্যা=কিন্তু তুমি ত ওর স্ত্রী, তোমার কি হবে
জিম=স্যার ওর সৃতি ফেরানো খুব প্রয়োজন, পরের টা পরে দেখা যাবে, আর আমার ভালোবাসা সত্যি হলে আমার কাছে আসবে না হলে নিলার কাছে
স্যা=ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে কলেজে আসছো
জিম=জ্বি স্যার
তারপর আরো কিছু কথা বলে সেখান থেকে চলে আসে,
জিম=অভি চলো বাসায় কাল থেকে ক্লাস করবে,
জিমের এখন একটাই চিন্তা অভির সৃতি ফিরলে কি আমাকে আগের মতো ভালোবাসবে নাকি দূরে সরিয়ে দেবে এই বলে আমি তোমাকে চিনিনা
—– চলবে ——
(যারা আগের পর্বগুলো পড়েন নাই তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিবেন। সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here