- # বোকা ছেলে
# পাঠ ১৪
অভি=আচ্ছা ওই মেয়েটা আমাকে অভাবে ধরলো কেনো
জিম=আমি ত জানি না
অভি=আমার যে তখন কি লজ্জা লাগছিলো তোমাকে বলে বুজাতে পারবোনা
জিম=তাই!
অভি=আচ্ছা ওই মেয়ে কি আমাকে চেনে
জিম=কি জানি, আর যেভাবে কান্না করলো মনে হয় তোমাকে অনেক আগে থেকেই চেনে
অভি=আমারো কেমন কেমন জানি লাগলো মনে হলো এই মেয়েকে এর আগেও কথায় দেখেছি
জিম=ও তাই, তা কতো দিনের সম্পর্ক তোমাদের
অভি=কিজে বলোনা আমি ত ভালো করে চিনিই না
জিম=আচ্ছা এখন বাসায় চলো, তারপর কথা হবে
কিছু ক্ষন পরে বাসায় চলে আসে
জিম=বাবা নিলার সাথে দেখা হয়েছিলো
বা=কি ওই মাইয়ার সাথে দেখা হয়েছিলো
জিম=বাবা আমার যতো দূর মনে হয় এখানে নিলার কোনো দোষ নাই, ও কিছুই জানতো না, এই ব্যাপারে ও দেশের বাহিরে ছিলো, ওকে যা করতে বলেছে ও তাই করেছে, এখন ত মেয়েটা অভি কে ছাড়া কিছুই বোঝে না, আজও অনেক কান্না করে চলে গেলো, ও হয়তো অভি কে ওর থেকেও বেশি ভালোবেসেছে,
বা=আমি এ বিষয়ে কথা বলতে চাইনা
অভি=আচ্ছা তোমরা কি নাম বললে নিলা, এই নিলা কে, নিলা নাম মনে হয় আমার খুব চেনা, কে এই মেয়ে
বা=কেউ নাই, এই নাম এর মেয়ে আমার অফিসে কাজ করে
অভি=ওহ!
জিম যে করেই হোক তোমাদের দুজন কে আমি মিল করিয়ে দেবো মনে মনে
রাতে
জিম=আমাকে কতোটুক ভালোবাসো
অভি=আমার বাবা যতো টুক ভালোবাসে তার চে একটু কম
জিম=আমি যদি তোমাকে রেখে চলে যাই, তাহলে কি আমাকে মিস করবা
অভি=না আমি তোমাকে যেতে দেবো নাব,তাহলে আমার পা রাখবে কে😰
জিম=আচ্ছা যতোদিন আছি আমি তোমার পা রাখবো, কেমন
অভি=কথায় যাবা তুমি
জিম=অজানা কোনো দেশে
অভি=দরকার নেই, আমি তোমাকে যেতে দেবোনা
জিম=আচ্ছা একটা কথা বলো, আজ যে মেয়ে তোমাকে ধরে কান্না করলো, তুমি যদি তাকে পাও আমার পরিবর্তে তাহলে আমাকে ভুলে যাবে
অভি=কি যে বলোনা, ওই মাইয়ার ত শরম বলতে কিছুই নেই, দেখছো কতো লোকের সামনে আমাকে জড়িয়ে ধরলো
জিম=আচ্ছা এখন ঘুমাও কাল আবার জাবো অখানে
অভি=আচ্ছা,এদিকে আসো একটু
জিম=কেনো
অভি=আরে আসোনা
জিম আসার সাথে সাথে অভি জিমের কপালে চুমু দিলো
জিম=😱
অভি=আব্বায় কইলো তাই দিলাম😂
জিম=কিইই😡
অভি=আমার দোষ নাই, আমি না করেছিলাম কিন্তু আব্বা বল্লো আমি তোমাকে চুমু দেলি তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না, তাই দিলাম
অভি=আর কিছু বলেনি😰
অভি=আর কি বলবে😒
জম=শুধু কপালেই চুমু দিতে বলেছে,
অভি=আব্বু ত তাই বল্লো
জিম=আচ্ছা ঘুমাও😰
অভি=আচ্ছা😂
তারপর আগের নিয়মে ঘুমিয়ে যায়
সকালে জিম উঠে রান্না করে খাবার খেয়ে ফ্রেস হয়ে অভি কে নিয়ে কলেজে চলে আসে,( অভির বাবাকে জিম সব বলে রেখেছে)
কিছু ক্ষন পরে কলেজে চলে আসে
জিমের শাফিনের সাথে কথা হয়েছে,তারপর শাফিন ওদের দুজন কে ক্লাসে নিয়ে যায়
অভি=আমরা এখানে কেনো
জিম=আজ থেকে আমরা লেখাপড়া করবো বুজলা
অহ!, তাহলে আমাদের বই কথায়
জিম=আজ আমরা এইই ফ্রেন্ডের সাহায্য নিবো কাল বই কিনে ক্লাস করবো
কিছুক্ষন পরে কলেজের মাঠে কয়েকটা প্রাবেট কার এসে থামলো
নিলা=চলো তোমার সাথে আব্বু কথা বলবে
অভি=আমি কথায় জাবো
নিলা=চলো বাবা তোমাকে ডেকেছে
অভি=আমাকে, কিন্তু কেনো
নিলা=সেটা গেলেই বুঝতে পারবে
অভি=না আমি জাবো না
জিম=চলো আমি সাথে যাচ্ছি
অভি=চলো
কিছু ক্ষন পরে সবাই মাঠে গেলো
নিলা,বা=কেমন আছো বাবা
অভি=এই লোক আমাকে বাবা বলছে কেনো😱,আংকেল আপনি আমাকে বাবা বলছেন কেনো
নিলা ভা=এতো কথা না বলে ওকে তুলে নিয়ে যাই তাহলেই ত হবে
অভি=আমাকে কথায় নিয়ে যাবেন ভাই
ভা=তোর সাথে নিলার বিয়ে দেবো
বাবা=চুপ করতো তোর জন্যই আজ এই অবস্থা
জিম সব কথা শুনছে কিছু বলছে না
বা=বাবা আমি অদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি অদের মাফ করে দাও
অভি=আবারো বাবা😡
বা=আচ্ছা সরি, অদের তুমি ক্ষমা করে দাও
অভি=জিমের কানে কানে,দেখছো কি বোকা আমি কিছু করলাম না, আর আমার কাছে মাফ চাচ্ছে,
জিম=অদের মাফ করে দাও, আর কিছু বলতে হবে না
অভি=আচ্ছা মাফ করে দিলাম,
নিলা=অভিকে জড়িয়ে দোরে, আমি জানতাম তুমি আমার উপগত রাগ করে থাকতে পারবে না
অভি=ছাড়েন ত, আমার শুরশুরি লাগে,আর এতো লোকের সামনে জড়িয়ে ধরেন কেনো, আমি ত আপনাকে চিনিই না
নিলা=তারমানে তুমি আমাকে ক্ষমা করোনি,
অভি=আপনাদের চিনিই না, তাহলে ক্ষমা করবো কিসের জন্য
ভা=দেখ তোর জন্য এটাই ভালো হবে, আমার বোন কে মেনে নে,না হলে আগের মতো আবার দেবো
অভি=কি করবেন
ভা=তোকে পড়ে দেখে নেবো, এই বলে চলে যায় সেখান থেকে
নিলা=অভি আমি না জেনে এসব করেছি প্লিজ ক্ষমা করে দাও আর আমাকে গ্রহণ করো, আমি তোমাকে ছাড়া বাচতে পারবোনা,কেদে কেঁদে
অভি=আমাকে ছাড়া বাছবেন না এটা সম্ভব না কি, পাগল কথাকার
নিলা=তুমি আজ যতোই ড্রামা করার করে নাও আমি তোমাকেই বিয়ে করবো, আর যে বাধা দেবে সে সোঝা উপরে পাঠিয়ে দেবো, জিম কে উদ্দেশ্য করে বল্লো
বলেই সেখান থেকে চলে গেলো
বা=বাবা আমার একটা মাত্র মেয়ে ওকে তুমি কষ্ট দিয়োনা, আমি তোমার হাতে ধরে বলছি,প্লিজ আমার মেয়েকে ক্ষমা করে দাও
জিম=ওকে বলে কোনো লাভ হবেনা, তারপর সব ঘটনা খুলে বলে
তারপর আর কিছু না বলে চলে যায় সেখান থেকে
তারপরের দিন অভি আর জিম কলেজে যাচ্ছিলো এমন সময় কয়েকটা ছেলে এসে অভি কে তুলে নিয়ে যায়, সাথে জিম কেউ
অভি চোখ খুলে দেখে তাদের একটা ঘরে আটকিয়ে রেখেছে
অভি=আমি এখানে কি করে আসলাম
জিম=আমাদের কিটনাপ করা হয়েছে
অভি=কিন্তু কেনো,
নিলা=কারন আজ তোমার সাথে আমার বিয়ে, ঘরে প্রবেশ করতে করতে
অভি=আপনি কি চান বলেন ত, আমি আপনাকে চিনিই না, আর আমার আব্বা বলছে মানুষ একটাই বিয়া করে, তাই আমি আর বিয়া করতে পারবো না,আমাকে বাবার কাছে যেতে দিন
নিলা=আজ আর জাওয়া নাই, আমাকে তোমার বিয়ে করতেই হবে
অভি=আমি মরে গেলেও বিয়ে করবো না
জিম=নিলা তুমি কিন্তু ভুল করছো
নিলার ভাই=ভুল করছে না কি করছে সেটা জানার দরকার নেই, ঘরে প্রবেশ করতে করতে
জিম=আপ্নারা সবাই ভুল করছেন, ও অভি কিন্তু আবার না
নিল=কি বলতে চাইছো
ভা=আগে বিয়ে হয়ে জাক তারপর সব কথা শুনবো
অভি=না আমি বিয়ে করবো না
ভা=নিলা একটু বাহিরে যা আমি দেখছি
নিলা=ভাই তুই কিন্তু ওকে মাড়িস না
ভা=আচ্ছা তুই যা
নিলা বাহিরে যাওয়ার পরে
ভা=দেখছিস এটা কি
অভি=আমাকে মারলেও আমি বিয়ে করবো না
ভা=আচ্ছ দেখি কতোক্ষন থাকতে পারিস, এই বলে শরিলে আঘাত করতে গেলে অভি সামনে মাথা দেয় আর গিয়ে মাথায় আঘাত পায়, আর সাথে সাথে অখানেই অজ্ঞান হয়ে যায় আর সাথে সাথে জিম চিৎকার দিয়ে দেয় অভি বলে, চিৎকার শুনে নিলা দৌরে চলে আসে
নিলা=কি হয়েছে অভির, ভাই তুই ওকে মাড়লি কেনো আমি না করেছিলাম না তকে, কান্না করতে করতে
ভাই=বিশ্বাস কর আমি করতে চাইনি, আমি ত শুধু ভয় দেখিয়ে ছিলাম ওকে কি থেকে কি হয়ে গেলো
নিলা=তুই আর একটাও কথা বলবি না,
জিম=এখন কথা বলার সময় না ওকে নিয়ে হসপিটালে জেতে হবে
তারপর ওদের সাহায্য তে হস্পিটালে নিয়ে আসে
জিম ফোন করে অভির বাবা কে আসতে বলে, ঠিকানা দিয়ে দেয়
অভিকে ডাক্তার আইসিও তে নিয়ে জায়
অভির বাবা এসে দেখে নিলা এখানে আছে
বা=তুমি এখানে, আর বিয়ের সাঝে, তুমি কি আমার ছেলের এই অবস্থা করছো,
নিলা=মাথা নিচু করে দাঁড়িয়ে আছে,কিছু বলছে না
বা=মা আমার ছেলে এখন কেমন আছে
জিম=আমি ঠিক জানিনা, ডাক্তার আসলেই জানা যাবে
কিছুক্ষন পরে ডাক্তার বের হলো
বা=আমার ছেলের কি অবস্থা ডাক্তার সাহেব
ডাক্তা=এখন ভালো, আপনাদের জন্য ভালো খবর আছে
তাহলে কি অভির সৃতি ফিরে এসেছে মনে মনে
বা=কি খবর
ডাক্তার=আপনার ছেলের সৃতি ফিরে এসেছে ( ডাক্তার জানার কারন এর আগের বার এই ডাক্তারে কাছে নিয়ে এসেছিলো)
কথাটা শুনে নিলা কিছু টা অবাক হলো
জিমের মুখটা মলিন হলো এইই ভেবে যে এখন অভির সামনে কি করে যাবে, আর অভি কি আমাকে মেনে নেবে আমি ওর স্ত্রী
—–চলবে—-