বোকা ছেলে পর্ব ৪

0
791

# বোকা ছেলে
# পাঠ ৪
অভির বাবা খিয়াল করলো জিম অদের কাহিনী দেখতেছে,
অভি বা=বাবা এবারের মতো মাফ করে দাও আর কখনো এই কাজ করবো না
অভি=না তোর মাফ নেই,
বা=প্লিজ বাবা আর হবেনা বলে দিলাম
অভি=মাফ করতে পারি তবে একটা শর্ত আছে
বা=আচ্ছা বলো আমি সব শর্তে রাজি আছি
অভি =আজ থেকে আমি তোর সাথে ঘুমাবো
কথাটা শুনে জিম অভির সামনে এলো, রাগি লুকে তাকিয়ে আছে
অভি=বাবার পিছনে যেয়ে বাবা আমার ভয় করছে, একে জেতে বলো না,
জিম=আমাকে ভয় পাও তাই না, দ্বারাও তোমাকে ভয় কাকে বলে দেখাচ্ছি, এই বলে জিম অভির কলার ধরে রুমে নিয়ে গেলো আর দরজা লাগিয়ে দিলো
অভি ত ভয়ে পা কাপানো শুরু করছে, অপরের দিকে তাকাতেই পারছেনা ভয়ে,
জিম=আজ থেকে কার সাথে ঘুমাবে, দাতে দাত চেপে,
অভি=ধরে গিয়ে জিমের পা জরিয়ে ধরে কেঁদে দিয়েছে, আর বলছে আমি আজ থেকে তোমার সাথেই ঘুমাবো আমাকে কিছু করো না
জিম= ভাবছে এই ছেলে তার বাবা কে একটুও ভয় পায় না, আর আমাকে দেখে এতো ভয় পায় কেন,আজ থেকে আমি যা বলবো তাই করবা ঠিক আছে
অভি=ঠিক আছে তাই করবো
জিম=ঠিক আছে এবার উঠো,আর বাহিরে হিয়ে তোমার বাবার কাছে ক্ষমা চাও
(পরবর্তী পর্ব পেতে ফলয়িন করুন প্লিজ)
অভি=বের হয়েই তার বাবার কাছে গিয়ে বলতে শুরু করে তোর জন্য আজ আমার এই অবস্থা তকে আমি পরে দেখে নেবো,
জিম=ক্ষমা চেয়েছো
অভি=হুম
বাবা=চলো এখন সবাই খাবে
( এখানে জিমের বিয়ে হয়েছে ঠিকি কিন্তু তাকে যে আবার তার বাড়ি যেতে হবে এই টুকু লিখলাম না ধরে নেন জিম আর তার বাবার বাড়ি যায়নি)
তারপর সবাই খেতে বসলো
কিন্তু অভি গিয়ে তার বাবার কাছে বসলো
এটা দেখে জিম বল্লো
জিম=তুমি অখানে বসলা কেনো
অভি=আমি ত এখানেই বসবো
জিম=না তুমি আমার সাথে বসবা
বা =আসলে মা হয়েছে কি ও এখন নিজের হাত দিয়ে খাবার খায় না, আমিই ওকে খাইয়ে দেই
( এখানে অভির আম্মু অনেক আগেই মারা গেছে)
জিম একবার অভির দিকে তাকালো, তারপর বল্লো আমিও তোমার হাতে খাবো
অভি=ওই আব্বা একদম ওকে খাইয়ে দিবি না তুই শুধু আমাকে খাইয়ে দিবি
জিম=কি বললি
অভি=কি বললাম আমি আমার বাবার হাতে খাবো তুমি তোমার বাবার হাতে খাবে যাও
জিম=এটাও আমার বাবা, আরেক বার বলতো এই কথা
অভি=করুন দৃষ্টিতে তাকালো তার বাবার দিকে
বাবা=আজ থেকে জিমও ত আমার মেয়ে তাইলে ত আমি ওকে ও খাইয়ে দেবো
জিম=হুম ঠিক বলেছো আব্বু, আমিই আজ আগে খাবো
অভি=চলে যেতে নিলে, জিম বলে
জিম=আরেক পা সামনে দিয়ে দেখ তোর পা আমি কি করি
অভি=ভয় পেয়ে, কি কি কিই করবেন
জিম=তোর পা বারি দিয়ে পা গুর গুর করে দেবো
অভি=চুপ করে বসে পড়লো
কিছু ক্ষন পরে খাবার শেষ করলো
তারপর জিম অভি কে নিয়ে রুমে গেলো,
জিম=আচ্ছা তুমি কি কিছুই বজোনা, না কি আমার সাথে নাটক করছো
অভি=নাটক হ্যা নাটক আমি টিবিতে দেখি, ওই নাটক
জিম=কিই আমি এইটা বুজাতে চাইছি
অভ=আবার মাথা নিছু করে দাঁড়িয়ে রইলো
জিম=আচ্ছা এখন যাও, আমি এখন একটু একা থাকতে চাই
জিম বাহির হয়ে গেলো
কিছু ক্ষন পরে অভি এসে বল্লো
আমি গসল করবো
জিম, ত যাও করো
অভি=বাবা বল্লো তোমাকে গসল করিয়ে দিতে
জিম=কিইই এখন আমাকে গসোল করিয়ে দিতে হবে তোমাকে
next
≠পরবর্তী গল্প পেতে ফলয়িন করে রাখতে পারেন অথবা ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়ে ইনবক্সে ছোট একটা ম্যাসেজ দিবেন প্লিজ নাহলে একসেপ্ট হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here