বোকা ছেলে পর্ব ৮

0
704

# বোকা ছেলে
# পাঠ ৮
জিম=মিলা ঘরে আয় ( মেয়েটার নাম মিলা)
মিলা=আপু দুলাভাই আসবাব না
জিম=সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, তুই ঘরে যা
মিলা ঘরে চলে গেলো
জিম=ওই তুই এখানে আসছিস কেন
অভি=আব্বা আসতে বল্লা, আর তোমাকে নিয়েযেতে বল্লো
জিম=তুই শুনিস নি আমি আর তোর সংসার করবো না
অভি=সংসার করতে হবে না, আমার পা রাখলেই হবে, অব্বাস হয়ে গেছে বাবা র পা এখন শক্ত লাগে
জিম=তুই এখান থেকে যা, আমি যাবো না
অভি=না গেলে নাইআজ তো রাত হয়ে আসছে আমাকে আজ থাকতে দাও সকালেই চলে যাবো
জিম=না তোর এই বাড়িতে থাকার কোনো অদিকার নাই
বলেই দরজা আটকিয়ে দিলো
অভি=বউমা দরজা টা খোলো আজি থাকবো
কিছু ক্ষন পরে জিমের মা দরজা খুলে দেয়,
মা=আরে বাবা তুমি এখানে, ঘরে আসো
অভি=সালাম দেওয়ার পরে, আপনার মেয়েত কিছু বলবে না
মা=আরে আসোত আমি দেখছি কি হয়েছে
অভি=চুপি চুপি ঘরে যায়, জিমের ঘরে যাওয়ার সাহস পায় না, তাই মা কে বলে মিলার ঘরে যায়
মিলা=আরে দুলাভাই, তা আপনাদের মাঝে কি নিয়ে ঝগড়া হইছে, যে আপু আপনাকে ঘরেই আসতে দিতে চাইছে না
অভি=আমি ত কিছু জানিনা, তবে আসার সময় বলেছে আমার সাথে নাকি সংসার করা যায় না
মিলা=কিছুই হয়নাই তাইলে আপু আপনার উপর এতো রাগ কেনো, কিছু ত একটা হয়েছে
অভি=জানিনা, ত,
আচ্ছা ফ্রেস হয়ে আসেন, আমি বাকিটা দেখছি
অভি ফ্রেস হয়ে আসে, কিছু ক্ষন পরে খেতে ডাকে,
অভিকে মিলা নিছে নিয়ে যায়,
কিছুক্ষন পরে জিম আসলো, এসেই দেখে অভি এখানে
জিম=তুই এখানে কেনো
অভি=নিয়ে আসছে,
জিম=তুই এখনি বের হ, এখান থেকে
সাথেসাথে জিমের বাবা অফিস থেকে আসলো, কি হয়েছে কাকে বের হতে বলছো
অভি=সালাম দিয়ে, কেমন আছেন বাবা, ( অভির বাবা শিখিয়েছে)
বা=সালাম উত্তর দিয়ে,ভালো তোমার কি খবর
জিম=ওকে বের করে দাএ তা না হলে কিন্তু আমি বের হয়ে যাবো
মা=কি হয়েছে, যে এতো রাগ দেখাচ্ছিস ওর উপর
জিম=কিছুই না, ওকে যেতে বলো
মা=আগে বল তোর সমস্যা কি, তারপর ভেবে দেখবো
জিম=রাগের মাথায়, মা ও আমাকে একদিনো, সাথে সাথে মুখে হাত দেয়
মা=কি হলো বল
জিম=ওহ! গড, কিছুই হয়নি
মা=তাহলে তোর সমস্যা কি ওকে এমন করে ওর সাথে কথা বলিস কেনো
বাবা ফ্রেস হয়ে আসলো সবাই একসাথে খেতে বসলো, কিন্তু অভি খাচ্ছে না দেখে সবাই প্রশ্ন সুচুক অভির দিকে তাকালো, কিন্ত জিম ঠিকিই বুজতে পারছে অভি কে খাইয়ে না দিলে খায়না
মিলা=কি হলো দুলাভাই খাচ্ছেন না কেনো, না কি খাইয়ে দিতে হবে, বলেই মুচকি হাসি দিলো
অভি=দিলে ত ভালোই হয়
জিম=ও খাইয়ে দেবে কেন তোমার হাত নেই
মিলা=আচ্ছা দুলাভাই আমিই খাইয়ে দিচ্ছি ( মিলা জানে জিমিই ওকে খাইয়ে দেবে, এটা মিলার চাল ছিলো, ও জানে জিম আর জাই করুক স্বামী র ভাগ কাউকে দেবে না)
জিম=তোর খাইয়ে দিতে হবে না আমিই দিচ্ছি
আর সবাই মিটি মিটি হাসছে
খাবার শেষ হলে, অভি আমি ঘুমাবো কার শাথে
(পরবর্তী পর্ব পেতে ফলয়িন করুন প্লিজ)
মিলা=কেনো দুলাভাই আমি আর আপনি ঘুমাবো
জিম=মানে, তুই ওর সাথে ঘুমাবি কেনো
মিলা=তাহলে ভাই কার সাথে ঘুমাবে, আর খালি কোনো রুম নেই, আর তোর সাথে ত ঝগড়া লেগেছে তাহলে ভাই কই ঘুমাবো
মা=মিলা তোর মুখে কি কিছুই আটকে না
জিম=বেহায়া মেয়ে কথাকার
(আসলে মিলা ওর বোন কে ভালো করেই চেনে তাই অভি কে সব আগে থেকে শিখিয়ে রেখেছে কি কি বলবে আর কখন)
মিলা=তাহলে ভাই কথায় ঘুমাবে
জিম=সেটা তোকে না ভাবলেও চলবে
বা=মিলার মা চলো এখানে মনে হয় আমাদের থাকা ঠিক হবে না
মা=হুম চলো
তারপর তারা চলে গেলো
মিলা=চলেন ভাই
অভি=আমার পা রাখতে পারবে ত,
মিলা=এইটা কোনো ব্যাপার হলো,
জিম=তুই আর একটাও কথা বলবিনা যা এখান থেকে
মিলা=ভাই ভেবে দেখেন আমি কিন্তু আপনার সব ইচ্ছা পুরন করবো
জিম=তুই মার না খেলে আর এখান থেকে যাবি না, তাই ত
অভি=থাক কিছুই করতে হবে না, আমি ভেবে দেখেছি
জিম=কি ভেবেছো
অভি=আমি মিলার সাথেই ঘুমাবো, ও আমার সব ইচ্ছে পুরন করবে
মিলা=
জিম=এবার ঠেলা সামলা
মিলা=মনে কি কথা ছিলো আর ভাই এসব কি বলছে
জিম=যাবি এখান থেকে
তারপর মিলা এক প্রকার দৌরে চলে গেলো
জিম=চল রুমে
অভি=আমিতো
জিম=চুপ
অভি=হুম
অভি কে নিয়ে রুমে গেলো
মিলা যা বিছানায় যা,আজ তোর খবর আছে
অভি=হুম
জিম=দরজা আটকে দিয়ে চলে আসলো, আর মনে মনে বলছে আজ ওর কাজ টা না হয় আমিই করবো
অভি=এই আপনি শারি খুলছেন কেনো
জিম=ত কি হইছে
অভি=আপনার লজ্জা করে না
জিম=চুপ একদম চুপ, আর এটা আমার রুম যা ইচ্ছে তাই করবো, তুই চুপ চাপ দেখে যাবি
অভি=হুম
তারপর জিম অভির শরিলের অপর একটু ঝুকে পড়লো, আলতো করে অভির গালে হাত বুলাতে লাগলো
অভি=খিল খিল করে হেসে দিলো
জিম=ওই তুই হাসছিস কেন
অভি=ত কি করবো আমার ত শুরশুরি লাগে
জিম=তরে ত আমি
অভি=
জিম=মনে মনে আজ আর ছাড়ছি না এতো সহজে
অভি=এই আপনি আমার শার্ট খুলছেন কেন
জিম=
অভি=
জিম শার্ট খুলে ওর অপর পুরো ভরটা দিয়ে দিলো, অভি শুধু তাকিয়ে আছে কিছু বলতে পারছে না
এমন সময় জিম অভির গলার কাছে ঠোট নিয়ে গেলো, আলতো করে চুমু দিলো
অভি একটু কেপে উঠলো জিমের ঠোটের স্পর্শ পেয়ে, এদিকে জিম এটা খিয়াল করে আনন্দে পুরাই শেষ, যাক অবোশেষ মনে হয় কাজ হচ্ছে
জিম আবার অভির গলায় তার নোখের আলতা স্পর্শ দিতে লাগলো, আর অভি প্রতিবার কেপে উঠতেছে, জিম এটা খিয়াল করে আরো বেশি করে করতে লাগলো
এদিকে অভি কেমন জেনো অন্য রকম ফিল করছে, সে কোন এক অদৃশ্য মায়া ঝালে আটকে যাচ্ছে, অভি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিম কে শক্ত করে জরিয়ে ধরলো, আর জিম বিজয়ের হাসি দিলো
এমন সময়
—– চলবে ——
(যারা আগের পর্বগুলো পড়েন নাই তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিবেন। সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here