বোকা ছেলে পর্ব ৯

0
662

# বোকা ছেলে
# পাঠ 9
(যারা আগের পর্বগুলো পড়েন নাই তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিবেন। সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন)
এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ আসলো, এখন আবার কে আসলো, এদের মনে হয় আমাকে জ্বলানো ছাড়া কোনো কাজ নেই,মাত্র একটু,সব শেষ করে দিলো, বিরক্তি ভাব নিয়ে, কে
এখনো অভি জিম কে জরিয়ে ধরে রয়েছে
অপাশ থেকে আমি তোর মা, একটু বাহিরে আয় ত
জিম=ছাড় এখন মা ডাকছে
অভি=না আমি ছাড়বো না, আগে বুজিনি এতো মজা জরিয়ে ধরলে
জিম=পরে আরো মজা দেবো নি, এখন ছার
অভি=আচ্ছা
জিম কাপড় পরে বাহিরে চলে আসে
জিম=ডাকার আর সময় পাইলা না
মা=কেনোরে কি করছিলি,এখন ত মাত্র ৯:৫০ বাজে( ফ্রেন্ড লি হলে যা হয়)
জিম=বাজে কথা বন্ধ করতো, কি জন্য ডাকছ সেটা বলো
মা=আসলে হইছে কি, তোর শশুর ফোন করেছিলো
জিম=কি বল্লো
মা=তোমার সাথে কথা বলতে চেয়েছে
জিম=ঠিক আছে আমি দেখছি
ফোন দেওয়ার পর
জিম=সালাম দিয়ে, জ্বি বাবা কেমন আছেন
বা=সালামের জবাব নিয়ে,ভালো, তুমি কেমন আছো
জিম=জ্বি বাবা ভালো
বা=অভি কি এখন তোমাদের বাসায় আছে
জিম=জ্বি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কিছুদিন থেকেই জাবো
বা=আচ্ছা মা, তোমাদের ছাড়া বাড়িটা শূন্য লাগছে
জিম=আচ্ছা বাবা,এখন রাখি বাবা
বা=আচ্ছা মা
তারপর জিম ঘরে চলে গেলো আর মনে মনে বলছে, সালার বুড়ার ফোন করার টাইম পাইলো না
আর অন্যদিকে অভির বাবা চিন্তায় পড়ে গেলো, ছেলে এমন কি করলো যে বউ মা এতো মিষ্টি মিষ্টি কথা বল্লো, আর এখানেও আসবে
জিম ঘরে গিয়ে দেখে অভি ঘুমিয়ে পড়েছে
জিম পারেও বটে এখনি ঘুমিয়ে পড়লো
তারপর জিমও ঘুমিয়ে পড়লো, আগের মতো করে
সকালে
আজ জিম অবাক হয়ে গেলো কারন অভি আজ জিম কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে,
জিম এই আনন্দ রাখবে কই সেটাই খুঁজে পাচ্ছে না
জিম=অভি এই অভি
অভি=ঘুম ঘুম চোখেব,হুম বলেন
জিম=উঠো, আর ফ্রেস হয়ে আসো আমি চা দিচ্ছি
অভি=ফ্রেস হয়ে রুমে বসে রাতের কথা মনে করছে তখন আমার কি হয়েছিলো, আর আমি, লজ্জা কি লজ্জা, আমি এই কাজ করলাম আর ভাবতে পারছি না
এমন সময় জিম রুমে প্রবেশ করলো
জিম=কি ভাবছো
অভি=কিছু না, আচ্চা রাতে কি কিছু হয়েছিলো আমার
জিম=তোমার আবার কি হবে
অভি=যাহ বাবা তাও ভালো শপ্নে দেখেছিলাম
জিম=শপ্ন কিসের শপ্ন
অভি=বলা যাবে না, আমার লজ্জা করে,
জিম=বলতে হবে না, চা খেয়ে নিচে আসো
অভি=আচ্ছা, আপনি জান আমি আসছি
তারপর জিম চলে গেলো আর ভাবছে কি অদ্ভুত ছেলে রাতের কথা শপ্ন মনে করে উড়িয়ে দিলো
চা খেয়ে অভি নিছে আসলো, সবাই অভির জন্য অপেক্ষা করতেছিল
মিলা=দুলাভাই রাত টা কেমন কাটলো
জিম=সেটা তকে বলতে হবে
মিলা=কি দুলাভাই বলবে একটু
অভি=জানো রাতে কি হয়েছে আমি না
অভি=জানো কালকে কি হয়েছে,আমি ত
বা=বাবা আমরা এখানে আছি কিন্তু
মিলা=তোমরা আছো ত কি হইছে,তোমরাও
ত, থাক আর না বললাম
মা=আল্লাহ গো আমি এগুলা কি জন্ম দিয়েছি, মুখে দেখি কিছুই আটকায় না
জিম=, অভির দিকে তাকালো
অভি=এমন করে তাকিয়ে আছো কেনোআমার ত ভয় করে
জিম=চুপ খেতে বসো একটাও কথা না
অভি=আচ্ছা
মিলা=ভাই কি আপু কে দেখে ভয় পান
জিম=সেটা তোর না জানলেও চলবে
বা=তোরা কি শুরু করলি, একটু শান্তি মতো খেয়ে দে
জিম=তোমার মেয়েই ত, বেহায়া একটা
মা=আচ্ছা এবার খেতে বস
তারপর সবাই খেয়ে নিলো
অভি=বাহিরের দিকে যেতে নিলে,
জিম=কথায় যাও এখন
অভি=বাড়িতে যাই
মিলা,মা,বাবা
জিম=বাড়িতে যাও মানে
অভি=তুমিই না বল্লা এখানে থাকতে দেবে না,কাল বললাম না, রাত টুক থেকে যাবো
মিলা,মা,বা,
জিম=আমি যেতে বলছি দেখেই যেতে হবে
অভি=এটা তোমাদের বাড়ি, তুমি না থাকতে দিলে কেমনে থাকবো
মা,বা,মিলা=
জিম=এখন যদি রুমে না যাস ত তোর পা ভেঙে ফেলবো
অভি=আচ্ছা
জিম=আচ্ছা মানে যাবি কিনা তাই বল
অভি=যাইতেছি ত, যেটাই করি না কেনো দোষ ধরবেই মনে মনে
কিছু ক্ষন পরে অভি রুমে চলে গেলো
তারপর জিমও রুমে এলো
জিম=তুমি কি পাগল, কথায় কি বলতে হয় জানোনা
অভি=কথা বলতে আবার জায়গা লাগে না কি
জিম=চুপ একদম চুপ
অভি=
জিম=রেডি হও আজ তোমাকে আমার ফ্রেন্ড দের সাথে দেখা করিয়ে দেবো
অভি=হুম, জানে কিছু বলে লাভ নেই
কিছু ক্ষন পরে তারা চলে আসলো, জিমের ফ্রেন্ড ৪ জন এসেছিলো
জিম=কিরে কেমন আছিস তোরা
ফ্রেন্ড =ভালোই ত আছি, তুই ত আমাদের ভুলেই গেছিস
জিম=কি যে বলিস তোরা আমি না বরঞ্চ তোরাই ভুলে গেছিস
ফ্রেন্ড =কে কাকে ভুলে গেছে তা ত দেখতেই পাচ্ছি
জিম=আচ্ছা বাদ দে, এই হলো তোদের দুলাভাই
ফ্রেন্ড=হাই,দুলাভাই কেমন আছেন
অভি=আলহামদুলিল্লাহ, তোমরা
ফ্রেন্ড=জ্বি আমরাও ভালো আছি
ফ্রেন্ড=এমন স্বামী কারো কপালে এতো সহজে জটে না, কি ভালো ব্যাবহার
জিম=মনে মনে হুম এরকম স্বামী সবার কপালে হয়না, বেছে বেছে আমার কপালেই জুটেছে, ভাগ্যিস আসার সময় শিখিয়ে নিয়ে আসছিলাম, তা না হলে ত আজ কি যে হতো
ফ্রেন্ড=কি ভাবিস এতো
জিম=কিছু না,
ফ্রেন্ড=আচ্ছা দুলাভাই এর নাম কি, এখনো জানা হলো না
অভি=আমার নাম মোঃ অভি ইসলাম,তোমাদের নামও ত জানা হলো না
ফ্রেন্ড=অনেক সুন্দর নাম,তারপর একে একে সবার পরিচয় দিলো
অভি=ধন্যবাদ
ফ্রেন্ড=আপ্নাকেও
অভি=হুম
ফ্রেন্ড রা অভির ব্যাবহার দেখে মুগ্ধ হচ্ছে এমন সময় এক ফ্রেন্ড বলে উউঠলো
ভাই কিন্তু অনেক স্মার্ট
অভি=তুমি স্মার্ট, তোমার মা স্মার্ট, তোমার বাবা স্মার্ট, তোমার চৌদ্দ গুষ্টি স্মার্ট
ফ্রেন্ড =
জিম=
—– চলবে ——

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here