মন_তুমি_ছুঁয়ে_দেখো_না পর্ব ১৬

#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ১৬
ভার্সিটির পিছনে রয়েছে একটি ছোটো নদী।সময়টা তখন ঠিক সকাল গড়িয়ে দুপুর নামার পথে। ক্লান্ত সূর্যটা হেলে পড়তে শুরু করেছে পশ্চিমাকাশে। জলে চোখ ফেরালেই তীক্ষ্ণ আলোর ঝলকানির দৃশ্য। আকাশের রক্তিম রঙে নদীর জল যেন রঙিন হয়ে উঠেছে। নদীর বুকে খেলা করছে জোয়ার–ভাটার স্রোত । যে স্রোতের কুল কুল ধ্বনিতে তৈরি হয়েছে ঢেউ। ঢেউয়ের আঘাতে নদীর পাড় উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে সূর্যের চিকচিক আলো যেন ঢেউয়ের সঙ্গে সখ্য গড়ে তুলেছে। ঝিলিমিলি ঢেউ খেলানো সেই সোনারঙের জলে নৌকা ভেসে যাওয়ার দৃশ্য যেন সবাইকে যেন মুগ্ধ করবে সবাইকে।নদীর পাড়ে রয়েছে ঘাসের সমারোহ।সেখানে একটা ভাঙা গাছের অংশ পরে রয়েছে।সেই গাছের অংশেই বসে রয়েছে রুদ্রিক।একটু আগেই রিফাত নামের ছেলেটি অথৈকে এখানে নিয়ে এসে তৎক্ষনাত এখান থেকে প্রস্থান করে।অথৈ কিছু বলারও সুযোগ পায়নি।রুদ্রিক আজ ধূসর রঙের শার্ট গায়ে জড়িয়েছে,তার সাথে কালো ডেনিম প্যান্ট,রুদ্রিকের সিল্কি চুলগুলো বাতাসের দাপটে উড়ছে।ফলে তা এলোমেলো হয়ে আছে।রুদ্রিককে পিছন থেকে দেখতেই ভীষণ আকর্ষনীয় লাগছে অথৈয়ের কাছে।শুকনো ঢোক গিলছে অথৈ।কেমন যেন লাগছে ওর।কেমন একটা ভয়,জড়তা,লজ্জা,সংকোচবোধ কাজ করছে ওর মাঝে।কই আগে তো অথৈয়ের এমন কিছু অনুভব হয়নি।তাহলে আজ কেন ওর এমন লাগছে?ওর ভাবনায় ব্যাঘাত ঘটে রুদ্রিকের গম্ভীর স্বরের কারনে।

‘ এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকার জন্যে কি ডেকেছি আমি?’

রুদ্রিকের এমন কথায় নাক মুখ কোঁচকালো অথৈ।এই লোক ভালো হবার নয়।নিজের এটিটিউট তার সবখানে দেখানো চাই-ই চাই।এদিকে অথৈয়ের নড়চড় না দেখে রুদ্রিক ফের বলল,
‘ কি হলো তোমার?আসছ না কেন?এখন কি আমার কোলে করে এখানে আনতে হবে তোমাকে?অবশ্য এতে আমার কোনো প্রবলেম নেই।তুমি চাইলে আমি তোমায় কোলে নিতেই পারি।’

রুদ্রিকের কথায় অথৈ হতবাক।রুদ্রিক যে ওকে অনায়াসে এসব কথা বলে ফেলবে ভাবতে পারিনি ও।অথৈ আর দেরি করল নাহ।ধীর পায়ে কদম ফেলে রুদ্রিকের কাছে গিয়ে দাঁড়ালো।রুদ্রিকের নজর সোজা নদীর ঢেউ তোলা পানির দিকে।অথৈ চোখ পিটপিট করে তাকাল রুদ্রিকের দিকে।চটপটে কণ্ঠে বলল,
‘ কি শাস্তি দিবেন আমায়?যা করার তাড়াতাড়ি করুন।বাড়ি ফিরতে হবে আমায়।’

রুদ্রিক অথৈয়ের কথায় শান্ত চোখে তাকালো অথৈয়ের দিকে।রুদ্রিকের শীতল দৃষ্টি অথৈয়ের মুখশ্রী পর্যবেক্ষন করছে যেমন।অথৈ নড়েচড়ে উঠল।রুদ্রিকের এহেন শীতলতা ভড়পুর দৃষ্টি অথৈ নিতে পারছে না একদম পারছে নাহ।রুদ্রিক ভরাট গলায় বলে উঠল,
‘ আমার দেওয়া শাস্তির জন্যে তুমি প্রস্তুত?’

‘ হ…হ্যাঁ!’ রুদ্রিকের প্রশ্নে থেমে থেমে উত্তর দেয় অথৈ।

রুদ্রিক ঠোঁটের কোণ প্রসারিত করে হাসল।তারপর বলে উঠল,
‘ ঘাসের উপর বসো।’

রুদ্রিকের এই একবাক্যের কথাটা ঠিক ঠাওর করতে পারল না অথৈ। জিজ্ঞাসূচক চোখে তাকিয়ে থেকে বলল,
‘ মানে?ঠিক বুঝলাম নাহ?’
‘ মানে এই ঘাসের উপর বসো।’
‘ কেন?’

‘ এতো প্রশ্ন করো কেন?’ ধমকে উঠল রুদ্রিক।
রুদ্রিকের আকস্মিক ধমকে ঘাবড়ে গেল অথৈ। তড়িঘড়ি করে বসে পরল ঘাসের উপর।অথৈ নিজেও বুঝতে পারল নাহ আশ্চর্য! সে রুদ্রিকের ধমকে ভয় কেন পাচ্ছে?অথৈ তো এতো ভীতু নাহ।তবে আজ কেন ভয় পেল?
অথৈ চুপচাপ ঘাসের উপর বসে ঘাসের পাতাগুলো ছিড়তে লাগল।নিজের উপর নিজেই বিরক্ত সে।এতো কেন নার্ভাস লাগছে ওর? অথৈকে চরম আশ্চর্যের ধাপে পৌছে দিয়ে রুদ্রিক ঠাস করে অথৈয়ের পাশে বসে পরল।তারপর বিনা বাক্যে অথৈয়ের কোলে মাথা রেখে সুয়ে পরল।চোখজোড়া বন্ধ করে আদেশের সুরে বলল,
‘ মাথায় হাত বুলিয়ে দেও।’

অথৈ পুরো হা করে আছে।ওর সাথে ঠিক কি হলো ও বুঝতে বেশ বেগ পেতে হলো ওকে।অথৈয়ের সারা শরীর কাঁপছে।হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিকভাবে।পাথরের মতো জমে গিয়েছে ও যেন।ইহান,প্রিয়ান আর আহিদ বাদে আজ প্রথম কোনো ছেলে ওর এতোটা কাছে এসেছে।অথৈয়ের গলা শুকিয়ে গিয়েছে।অথৈকে চুপ করে বসে থাকতে দেখে রুদ্রিক চোখ বন্ধ থাকা অবস্থাতেই শীতল কণ্ঠ বলল,
‘ কি হলো?এক কথা কতোবার বলব আমি?’

অথৈ একের পর এক শুকনো ঢোক গিলে গলা ভিজানোর চেষ্টা করল।হার্ট এতো জোড়ে জোড়ে বিট করছে যে মনে হয় আশেপাশের মানুষগুলোও শুনতে পাবে।অথৈ কাঁপতে থাকা হাতটা রুদ্রিকের চুলে ছুঁইয়ে দিল।সাথে সাথে আবেশে চোখ বন্ধ করে নিলো অথৈ। ভালোলাগায় মনটা ভড়ে গিয়েছে।অদ্ভুত এক শিহরণ বয়ে গেলো ওর সারাশরীর জুড়ে।পায়ের তলা শিরশির করছে।নাম না জানা অনুভুতির বেড়াজালে বাজেভাবে আটকে যাচ্ছে অথৈ। তলিয়ে যাচ্ছে এক অজানা সমুদ্রে।যেখানে একমাত্র ঠাই যে রুদ্রিক তা বুঝতে মোটেও অসুবিধে হলো না ওর।আচ্ছা বিয়ের বন্ধনটা কি এতোই মজবুত?যে মাত্র কবুল বলার মাধ্যমেই বিপরিত মানুষটার প্রতি অল্প সময়ের ব্যবধানে মায়ায় জড়িয়ে যায়।মানুষটাকে খুব কাছের মনে হয়।একান্ত নিজের ব্যক্তিগত কেউ।যে সবসময় ওর সবটা জুড়ে থাকবে।ওর একমাত্র ভরসাস্থল,শান্তির স্থান,নিরাপদ স্থান।রুদিককেও ওর কাছে ঠিক এমনই লাগছে।অতি কাছের কেউ।যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস,ভরসা করতে পারবে।নিজেকে বিলীন করে দিতে পারবে লোকটার কাছে।এতো অল্প সময়ের ওর মনে এমন অনুভুতি সৃষ্টি হয়ে যাবে তা অথৈ ভাবতেই পারেনি।অথৈ গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল রুদ্রিকের দিকে।মাথা ভর্তি লোকটার সিল্কি চুল, ঘন কালো ভ্রু জোড়া খুব নিখুঁত।বন্ধ করে রাখা চোখদুটোও যেন অসম্ভব সুন্দর লাগছে ওর কাছে।লোকটার চোখের পাপরিগুলো কি সুন্দর ঘনকালো আর লম্বা।ও মেয়ে হয়েও ওর চোখের পাপরিগুলো এতো সুন্দর নাহ।খারা নাকটার ঠিক মাঝ বরাবর একটা তিল আছে রুদ্রিকের।তিলটায় আলতো করে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগলো ওর মনে।অথৈ বিরবির করল,
‘ এই তিলটা এতো সুন্দর কেন?আমার যে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে।’

পরমুহূর্তেই নিজের ভাবনায় নিজেই হতবাক অথৈ। এতোটা নির্লজ্জ চিন্তাভাবনা কিভাবে আসে ওর মাথায়? অথৈয়ের চোখ যায় ওই পুরু ঠোঁটটার দিকে।সিগারেটের আগুনে পুড়ে যাওয়া ওই কালচে ঠোঁটজোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না অথৈ। বেষামাল হয়ে যাচ্ছে ও।এই শক্তপোক্ত দেহির অধিকারি সুদর্শন লোকটা ওর সম্পূর্ণ অস্তিত্বকে এলোমেলো করে দিচ্ছে।নিজেকে সামলানো যেন দায় হয়ে পরেছে।নিজের বেহায়াপনায় অথৈয়ের সারা মুখশ্রী জুড়ে লজ্জার লাল আভা ছেঁয়ে গেল।চোখ বন্ধ করে জোড়ে জোড়ে শ্বাস নিলো অথৈ।নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল।কিন্তু রুদ্রিক তা হতে দিলে তো।

‘ আমি মানুষটা যেখানে সম্পূর্ণ তোমারই।সেখানে আমাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটুকু দমিয়ে রাখার কোনো মানে নেই অথৈ।’

রুদ্রিকের আচমকা বলা এহেন কথায় শ্বাস আটকে গেল অথৈয়ের।লোকটা কি তবে ওর কথা শুনে ফেলেছে?লজ্জায় হাশফাশ করতে লাগল অথৈ। একি সর্বনাষ হয়ে গেল তার।রুদ্রিক অথৈয়ের কোল থেকে মাথা তুলে উঠে বসল।প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করল অথৈয়ের দিকে।অথৈয়ের সারা দেহ শিরশির করছে রুদ্রিকের ওই দৃষ্টির কবলে পরে।এভাবে কেন তাকাচ্ছে লোকটা?লোকটা এমন চাহনী অথৈ সহ্য করতে পারছে না।একদমই পারছে না।ভীতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।তোলপাড় হচ্ছে ওর বক্ষপিঞ্জরের মধ্যে।সেটা কি বুঝতে পারছে না লোকটা। রুদ্রিক কণ্ঠে মাদকতা মিশিয়ে ধীর কণ্ঠে বলে উঠল,
‘ আই এম ইয়্যুরস অথৈ।জাস্ট অনলি ইয়্যুরস।ইউ ক্যান টাচ মি হোয়েনএভার ইউ ওয়ান্ট।ইউ হেভ ফুল রাইটস্।আই এম ইয়্যুর হাজবেন্ট।’

একটু থেমে রুদ্রিক ফের বলে,
‘ তোমার যখন ইচ্ছে হবে। তুমি শুধু ছুঁয়ে দিবে আমায়।আর আমি অনুভব করব তোমায়।’

অথৈয়ের মুখশ্রী জুড়ে লজ্জা রক্তিম আভা ছড়িয়ে পরেছে।রুদ্রিকের বলা প্রতিটা বাক্য ওর শ্রবণেন্দ্রিয় ভেদ করে ঠিক হৃৎপিণ্ড বরাবর গিয়ে লাগছে।ঝংকার তুলছে লোকটার বলা প্রতিটা শব্দগুচ্ছ।মনটাকে নতুন অনুভূতিরা আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে নিচ্ছে ওকে।যেখান থেকে অথৈ বোধহয় আর এই ইহজনমে ছাড়া পাবে না।মনের বাগানে ভালোলাগার প্রজিপ্রতিরা এদিক সেদিন ডানা ঝাপ্টে উড়াউড়ি করে বেড়াচ্ছে।যাদের নিয়ন্ত্রণ করা দায় ঠেকেছে অথৈয়ের।তবে কি সে এই সামনে বসা মানুষটার মাঝে নিজেকে হারিয়ে ফেলল?

রুদ্রিক হঠাৎ গভীর কণ্ঠে ডেকে উঠল,
‘ অথৈ?’

‘ জ…জি বলুন।’
অথৈ রুদ্রিকের দিকে তাকালো না।সেই সাধ্য যে এখন ওর মাঝে নেই।

‘ আমি তোমার কে হই অথৈ?’

রুদ্রিক আবেগমিশ্রিত কণ্ঠে কথাটা বলে উঠল।অথৈ রুদ্রিকের প্রশ্নে কি উত্তর দিবে?গলা দিয়ে শব্দ বের হচ্ছে না।মনে হচ্ছে কেউ যেন ওর গলা চেপে ধরে আছে।বহু কষ্টে অথৈ কাঁপা গলায় বলল,
‘ আ…আপনি আমার স্ব..স্বামী।’
‘ মেনে নিয়েছ আমায় নিজের স্বামী হিসেবে?’

অথৈ এইবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল অথৈ।লজ্জাটুকু সরিয়ে রাখল। রুদ্রিকের চোখে চোখ ফেখে অকপটে বলল,
‘ তিন কবুল বলে আপনাকে আমার স্বামীর স্থান দিয়েছি।নিজেকে আপনার নামে করে দিয়েছি।আমার অস্তিত্বকে আপনার করে দিয়েছি।আমার ধ্যান,জ্ঞান,পরিচয় সবটা আপনার মাঝে নিবদ্ধ।সেই সম্পূর্ণ আমিটাকে তিন কবুল বলে আপনাকে দিয়ে দিয়েছি।এতো কিছুর পরেও আপনি এই প্রশ্ন কিভাবে করেন?আপনার কি মনে হয়?আমি কি অবলা মেয়েদের মতো?যে পরিবারের চাপে পরে বিয়ে করে নিবে?এতোদিনে আমাকে দেখে এইটুকু নিশ্চয়ই জেনেছেন যে জাফ্রিন অথৈকে কেউ কখনও জোড় করতে পারবে না।সে যা করুক আর যাই সিদ্ধান্তই নেক না কেন ওটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছেতে হয়।কারো জোড় জবরদস্তি আমার উপর চলে নাহ।’

অত্যন্ত সাহসের সাথে কথাগুলো পর পর বলে ফেলল অথৈ।রুদ্রিকের ওই প্রশ্নটায় কেন যেন খুব রাগ হয়েছে অথৈয়ের।অথৈ নদীর পানির দিকে তাকিয়ে জোড়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল।যতোই রেগে যাক। রুদ্রিক ওর স্বামী।আর স্বামীর সাথে বেয়াদবি অথৈ করবে না।ও দেখে এসেছে ওর মা ওর বাবাকে ঠিক কতোটা সম্মান করে।আর ওর বাবা ওর মাকে ঠিক এই কারনেই এতোটা ভালোবাসে আর সম্মানও করে।অথৈয়ের বোঝার বয়স হতে ওর বাবা মাকে কোনোদিন ঝগড়া করতে দেখেনি।এখন তাদের থেকে আড়ালে যদি করেও থাকে তবে সেটা খুব সাময়িক।কারন অথৈয়ের বাবা আর মা দুজন দুজনের সাথে একমুহূর্তও কথা না বলে থাকতে পারবে না।তাই অথৈ নিজেও চায় ও সম্পূর্ণ ওর মায়ের মতো হতে।নিজের স্বামীকে ওর সবটা দিয়ে ভালোবাসতে।সবথেকে বেশি যেটা সেটা হলো ও সম্মান করবে।আর বিপরীত মানুষটাও যেন ঠিক ওর বাবার মতো যেন হয়।ওর বাবা যেমন ওর মাকে ভালোবাসে, সম্মান করে।ওর স্বামীও যেন ঠিক একইভাবে ওকে ভালোবাসায় মুরিয়ে রাখে,সবসময় সম্মান দেয় যেন।আর রুদ্রিকের মাঝে সেই সত্তাটুকু খুব করে খুঁজে পায় অথৈ।
নিজের অনুভূতিগুলোকে সামলাতে পারছে না অথৈ।তাই চট করে উঠে দাঁড়ালো।দৃষ্টি এদিকসেদিক ছড়িয়ে বলে,
‘ অনেক দেরি হয়ে গিয়েছে।মা চিন্তা করবে আমার জন্যে।আমি এখন যেতে পারি।’

রুদ্রিকও উঠে দাঁড়ালো।প্যান্টের পকেটে হাত রেখে টান টান হয়ে বলে,
‘ হুঁ! তবে আমি পৌছে দিব।’

কোনোপ্রকার নাকচ করল না অথৈ। রুদ্রিকের কথাই মেনে নিল।ঘাড় কাত করে সম্মতি জানিয়ে বলে,
‘ জি চলুন তাহলে।’

রুদ্রিককে না করার কোনো কারন নেই।এমন না যে ও একা যেতে পারে না।অথৈ সবই পারে।তবে যেখানে ওর স্বামী চাইছে ওকে নিজে পৌছে দিবে।সেখানে দ্বিমত করার কোনো স্পেসিফিক কারন নেই।আর ওকে নিরাপদে রাখা রুদ্রিকের দ্বায়িত্ব।তাই রুদ্রিকের দ্বায়িত্ব রুদ্রিককে পালন করতে দিল অথৈ।এদিকে অথৈয়ের এক একটা কথায় আর কান্ডে রুদ্রিকের মনে যে কি তোলপাড় সৃষ্টি হচ্ছে সেটা ও কাউকে বলে বোঝাতে পারবে না।মেয়েটা এতো বুদ্ধিমতি।সব কিছু ইজিলি হ্যান্ডেল করে নেয়।এইজন্যেই তো এই মেয়েটাকে এতো ভালোবাসে রুদ্রিক।আজ আবারও অথৈয়ের এই চমৎকার ব্যক্তিত্বের প্রেমে পরল রুদ্রিক।রুদ্রিক যে ঠিক কতোবার ওর সামনে দাঁড়ানো ওর অর্ধাঙ্গিনীফ উপর প্রেমে পরেছে সেটা গুনে শেষ করা যাবে না।রুদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।সে একটা হাত অথৈয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে,
‘ অনুমতি আছে?’

অথৈ এই কথায় ওর দিকে তাকালে রুদ্রিক চোখের ইশারায় ওর হাত দেখায়।মানে হাত ধরার অনুমতি চাইছে রুদ্রিক।অথৈ হাসল।ওই হাসিতে যেন রুদ্রিকের হৃৎপিণ্ড এফো’ড়-ওফো’ড় হয়ে গেল।কারো হাসিটাও বুঝি এতো মারাত্মক হয়?মানুষকে বেষামাল করে দিতে পারে মুহূর্তেই।
অথৈ নিজের হাতটা রুদ্রিকের হাতের মাঝে দিয়ে তা আঁকড়ে ধরল।লজ্জা লাগছে ওর।মাথা নিচু করে নিলো অথৈ। বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল,
‘ অধিকার আছে আপনার।’

রুদ্রিকের মনপ্রাণ জুড়িয়ে গেল অথৈয়ের এই একবাক্যে।অতি যত্নে অথৈয়ের নরম তুলতুলে হাতটা ওর শক্তপোক্ত হাতের মাঝে আবদ্ধ করে নিয়ে হাটতে শুরু করল।অথৈ রুদ্রিকের পায়ে পা মিলিয়ে হাটছে।বেশ ভালো লাগছে ওর। ভার্সিটি পুরো খালি হয়ে গিয়েছে।শুধু তিন চারজন ছেলে আছে।রুদ্রিক অথৈকে নিয়ে ওর বাইকের সামনে আসল।রুদ্রিক অথৈকে ছেড়ে দিয়ে ওর বাইকে উঠে বসল।বাইল স্টার্ট দিয়ে বলে উঠল,
‘ উঠো পরো।’

অথৈ বাইকে উঠে বসল।তারপর এক হাত রাখল রুদ্রিকের কাধে।রুদ্রিক মুঁচকি হাসল।তারপর শা করে বাইক চালিয়ে চলল।পথের মধ্যে কেউ কারো সাথে কথা বলল না।শুধু দুজন দুজম খুব করে একান্তে মনের মাঝে অনুভব করে গেল।অথৈদের বাড়ির সামনে বাইক থামতেই অথৈ বাইক থেকে নেমে দাঁড়াল।বাইকে বসা রুদ্রিকের উদ্দেশ্যে কোমল স্বরে বলে,
‘ বাড়িতে আসুন।এভাবে শশুড়বাড়ির সামনে থেকে চলে যাবেন। বিষয়টা খারাপ দেখায়।’

রুদ্রিক বাঁকা হেসে অথৈয়ের কথার জবাব দেয়,
‘ যেদিন বউকে নিজের বাড়ি তুলব।এরপরেই নিজের শশুড়বাড়ি আসব।’
‘ ভেবে বলছেন তো?এসব ব্যাপারে কিন্তু একদম গ্যারান্টি দেওয়া যায় না।’

এইবার যেন থেনে গেল রুদ্রিক।আসলেই তো যদি অথৈ রুদ্রিককে ভালোবেসে ফেলে।তাহলে কিভাবে নিজেকে আটকাবে রুদ্রিক? তখন যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড কঠিন হয়ে পরবে।এখনই তো মন চায় মেয়েটাকে চব্বিশ ঘন্টা কলি’জার ভীতর ঢুকিয়ে রাখতে।আর যখন অথৈ ওকে পূর্ণ অধিকার দিবে।ওর ভালোবাসায় ধরা দিবে তখন যে নিজেকে সামলাতে পারবে রুদ্রিক।এলোমেলো।ভাবনা নিয়ে রুদ্রিক বলল,
‘ শুধু এটুকু শুনে রাখ যেদিন তোমার মনের ঘরে প্রবেশ করতে পারব।সেদিনই এই বাড়িতে আসব।এই কথার খেলাফ রুদ্রিক কোনোদিন করবে না।’
‘ আচ্ছা?’
‘ হ্যাঁ! এখন যাও বাড়িতে।’

অথৈ মুচঁকি হাসি রুদ্রিককে উপহার দিয়ে বাড়ির ভীতরে চলে গেল।ওকে ঠিকঠাকমতো পৌছাতে দেখে তবেই রুদ্রিক বাইক স্টার্ট করে ওর গন্তব্যের উদ্দেশ্যে চলল।

#চলবে___________

ভুলত্রুটি ক্ষমা করবেন।কেমন হয়েছে জানাবেন।সবার সুন্দর সুন্দর মন্তব্য চাই।আজ অনেক বড়ো পর্ব দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here