মিঃ নিরামিষ😒😂পর্ব-১৭

0
1362

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_17
নিশান আর রুপ সবাইকে টেনে উঠানে নিয়ে আসলো,,
তুলির চোখ বাঁধা হলো সবার আগে,,
তুলি গিয়ে নানুকে ধরলো
তুলি-না এটা তো মে বি নানু,
নিবিড় দূরে দাঁড়িয়ে আছে
রুপ নিবিড়কে এক ধাক্কা দিয়ে তুলির সামনে ফেললো
তুলি-ধরসি,,এটা স্যার
মা-এই তো ধরে ফেলসে😍😍
এবার নিবিড়ের চোখ বেঁধে দিলো নিশান
নিবিড় চাচিরে ধরে বললো তুলি,সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে
তুলি -আস্ত বলদ😒
নিবিড়-আমি কইসিলাম খেলমু না😒
মা-হইসে অনেক হইসে,এবার সবাই খেতে চলো
খাওয়া দাওয়া শেষ সবাই যে যার রুমে চলে গেলো
তুলি গালে হাত দিয়ে খাটে বসে আছে
নিবিড়-কি হইসে আবার?
তুলি-কোলবালিশ দেয়নি
নিবিড়-তো?
তুলি-তো মানে?মাঝকানে কোলবালিশ না দিলে আপনি তো আমার গায়ে চলে আসবেন
নিবিড়-আসবো না,নিশ্চিন্তে ঘুমাও
তুলি-আপনাকে আমি বিশ্বাস করি না
নিবিড়-তাহলে মাটিতে শোও,একদম এসির মত লাগবে
তুলি-আপনি শোন
নিবিড়-কেন?আমার তো কোনো সমস্যা হচ্ছে না
তুলি মুখ ঘুরিয়ে খাটের এক কোণে শুয়ে পড়লো
রাত ১২:৪৫ বাজে
তুলি-এই এই
নিবিড়-একি তুলি,এত রাতে,কি হইসে?
তুলি-বাথরুমে যাব
নিবিড়-যাও
তুলি নিবিড়ের নাক বরাবর এক ঘুষি বসিয়ে দিলো
নিবিড়-আহ,নাক গেসে আমার,তুমি একটা ডাইনি,নিবিড় উঠে বসলো
তুলি-এত রাতে আমি একা বের হবো?বাথরুম যে এক কি.মি দূরে জানেন না??
নিবিড়-ওহ হুম,ঠিক আছে চলো
নিবিড় আর তুলি বের হলো,,
উঠান দিয়ে যাওয়ার সময় গাছের একটা বড় পাতা উপর থেকে তুলির ঘাড়ে এসে পড়লো
তুলি এক চিৎকার দিয়ে নিবিড়ের গলা জড়িয়ে ওর কোলে উঠে পড়লো
নিবিড়-আরে আস্তে,এত জোরে চিৎকার দাও কেন
তুলি-একটা পাতা পড়ছে আমার ঘাড়ে,আমি ভাবসি কি না কি
নিবিড়-তাই আমার কোলে উঠে গেসো?
তুলি-ওহ,খেয়াল করিনি কই উঠেছি,নামান
নিবিড় তুলিকে নামিয়ে দিলো,,দুজনে রুমে আসার পর এবার শুরু হলো কম্বল নিয়ে টানাটানি,,নানুরা যে কম্বল দিসে তা অনায়াসে দুজনে গায়ে দিতে পারবে,কিন্তু সমস্যা হলো তুলি আর নিবিড় খাটের মাঝ বরাবর ফাঁক করে শুয়েছে,,যার কারনে দুজনেই শীত খাচ্ছে
নিবিড়-তুমি একটু কাছে এসে শোও
তুলি-impossible
নিবিড়-তোমার এই জেদের কারনে আমার ও শীত খেতে হচ্ছে
তুলি-ঠিক আছে,একটু আসতেছি
কোনোরকম করে দুজনে শুয়ে পড়লো
ভোর ৪টায় প্রতিদিনের মত নিবিড় উঠে গেলো,চোখ খুলে দেখলো তুলি নিবিড়ের শার্টের বোতাম শক্ত করে ধরে ওকে জড়িয়ে ঘুমাচ্ছে,নিবিড় কিছুক্ষন তাকিয়ে থেকে ওকে আস্তে করে সরিয়ে দিয়ে উঠে গেলো খাট থেকে,নানুরা সবাই উঠে গেসে,নাস্তা বানানো শুরু করবে এখন,এখানে সবাই তাড়াতাড়ি নাস্তা করে
তুলি ঘুমের ঘোরে ঢলে ঢলে পড়তেছে
অনেক কষ্টে বসে আছে খাটের পায়া ধরে
নিবিড়-চা খাবে?
তুলি-কেন আপনি খাচ্ছেন নাকি
নিবিড়-হুম,মা বানিয়ে দিসে,,আরও এক কাপ হবে, খাবা?
তুলি-ওকে আনেন
নিবিড়-😒
তুলি-বুঝছি,আমি যাচ্ছি😒
তুলি গিয়ে চায়ের কাপ হাতে নিলো
চাচি-জামাই বউ দুইটার স্বভাব এক
মা-অনেকটা মিল দুজনের আবার অনেক দিক দিয়ে মিল নেই,
তুলি চায়ের কাপ নিয়ে চলে আসলো
নিবিড়-তোমার জন্য ভালো করে কাল ঘুমাতে পারিনি
তুলি-আমার দোষ?অন্য কোনো ছেলে হলে গোটা কম্বল দিয়ে দিতো
নিবিড়-ইস রে,তুমি আমাকে নিরামিষ বলসো না,নিরামিষ ছেলেরা এমন দরদি হয় না
তুলি-হ্যাঁ অনেক কিপটা হয়,আমার change করতে হবে,বাইরে যান,আমি দরজা লাগাবো,এবার আর ভিতরে ঢুকতে পারবেন না
নিবিড় চলে গেলো,তারপর তুলি change করে হালকা নীল রঙের একটা শাড়ী পরে বেরিয়ে আসলো
নিবিড় একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলো,সে চায় না তুলির দিকে তাকিয়ে কোনো রকম নেশাতে আবদ্ধ হতে
রুপ-দেখ নিশান,, নিবিড় কেমন বেকুবের মত মাথা নিচু করে আছে,বউ সেজে এসেছে কোথায় হা করে তাকিয়ে থাকবে তা না
নিশান-তোর বাচ্চা হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ
নিবিড়-তোদের আর কাজ নেই??😒
তুলি নিবিড়ের দিকে না তাকিয়েই রান্নাঘরে চলে গেলো,,
তুলি সবার সাথে একটু কাজে হাত লাগিয়ে ১০টার দিকে বের হলো রান্নাঘর থেকে
চারিদিক তাকিয়ে নিবিড়কে খুঁজলো
ছোট চাচি-তোমার স্বামী তো ঘুরতে গেসে নিশান রুপকে নিয়ে
তুলি লজ্জা পেয়ে রুমে চলে গেলো,,খাটে নিবিড়ের গায়ের শার্টটা পড়ে আছে,,
তুলি কি মনে করে শার্টটা হাতে নিয়ে দেখতে লাগলো,,তারপর গুছাতে গিয়ে দেখলো ইয়া বড় ২টা চুল শার্টের বোতামে আটকে আছে
তুলি-এত বড় চুল তো আমার,উনার শার্টে আসলো কোথা থেকে,নিশ্চয় রাতে আমার গায়ে লেগে শুয়েছে,আজ আসুক,,হাঁড় একটাও আস্ত রাখবো না
নিবিড় দুপুরের দিকে আসলো,রুমে ঢুকতেই তুলি ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলো
নিবিড়-কি হইসে?
তুলি কোমড়ে শাড়ীর আঁচল গুজে নিয়ে এগিয়ে গেলো
নিবিড়-কি করসি আবার
তুলি-আমার মাথার চুল আপনার শার্টের বোতামে আটকে আছে কেন?
নিবিড়-কেন আবার
তুলি-চুপ,কেন আটকেছে,মানেটা আমি বলতেছি,কাল রাতে আপনি আমার গায়ে লেগে ঘুমিয়েছেন নিশ্চয়
নিবিড়-একদমই না
তুলি-চুপ,আমি কথা বলার সময় কথা বলবেন না একদম
নিবিড়-আমার কথাটা তো শুনবা
তুলি-না,আপনি ইচ্ছা করে এমন করসেন আমি জানি,এখনই গিয়ে যেখান থেকে পারেন কোলবালিশ arrange করবেন,আজ রাতে আমি নাহলে মাটিতে শুবো,,আমার কাছে আসার চেষ্টা দেখাই দিব
নিবিড় তুলির কোমড় টেনে ধরলো
তুলি কিছুটা ভীত হয়ে গেলো
নিবিড়-আমার এত শখ নেই এসবের,কেন নেই তার কারন তুমি জানো ভালো করে,
কাল রাতে তুমি নিজেই আমার বুকে এসে ঘুমিয়েছিলে,আমি সরিয়ে দিসি তোমাকে
তুলি-মিথ্যা কম বলেন
নিবিড়-বিশ্বাস না করলে নাই
নিবিড় তুলিকে ছেড়ে দিয়ে চলে গেলো
চলবে ♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here