#মোহঘোর
#পর্বঃ১১
লেখনীতেঃতাজরিয়ান খান তানভি
ঝিনুক বেগমের মাথায় পানি ঢেলে মুছিয়ে দিয়েছে পায়েল। বিছানায় শায়িত তিনি। কাতর, নিরুদ্যম চাহনি। তিনি তার কক্ষেই শুয়ে আছেন।
বসার ঘরে সকলের মস্তিষ্ক উদ্বিগ্ন, উদগ্রীব। পারভেজ মির্জা আড়চোখে চেয়ে সরব গলায় প্রশ্ন ছুড়লেন—
“যদি নুপূর তোমার স্ত্রী হয়ে থাকে তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? আর আজ-ই কেন এখানে এলে?”
এহসাস সরস হাসল। নুপূরের দিকে তাচ্ছিল্য চোখে চেয়ে নিরুদ্বেগ স্বরে বলল—
“নুপূরের মামা বাড়ি চন্দ্রপুরে আমার বাড়ি। আমাদের সেখানেই পরিচয়। শুধু পরিচয় নয়, প্রণয় আর পরিণয়ও। কিন্তু তা কেউ জানত না। আমার কেউ নেই। একটা বেকারিতে কাজ করতাম তখন। নুপূরের কলেজের পাশেই ছিল। একবার আমাকে না জানিয়েই নুপূর ওর নিজের বাড়ি চলে আসে। অনেক খুঁজে আমি ওর ঠিকানা বের করি। সেদিন এক বিয়ের অনুষ্ঠানে আমি ওর সাথে দেখা করতেআসি। কথায় আছে না, “অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়।” আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার শশুড় আব্বা আর শাশুড়ি আম্মা আমাকে দেখে ফেলে। নুপূরের সম্মানের কথা ভেবে আর আবদারে কাউকে কিছুই বলিনি আমি। মেয়ের সাথে অসভ্যতা করার অপরাধে ওর বাবা আমাকে জেলে পাঠিয়ে দেয়। সেখান থেকে তিনমাস পর বেরিয়ে আসি আমি। ঢাকা চলে যাই। একটা চাকুরী নেই। বর্তমানে আমার নিজের একটা বেকারি আছে। একটা ছোট্ট দোকানও আছে। নুপূরকে চালানোর পুরো ক্ষমতা আমার আছে। তাই আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। কিন্তু আমি ভাবিনি, নুপূর এখন অন্য পিঞ্জিরায় আবদ্ধ হওয়ার পায়তারা করছে। আর আপনাদের কথা কী বলব! খোঁজ নিয়েছি আমি। বেশিদিন হয়নি তো এখানে এসেছেন। নাম আর রূপের মোহে একটু খোঁজ-খবরও নেয়ার প্রয়োজনবোধ করলেন না। আর আমার আজকের আসার কারণ, শুধু আপনাদের সত্য দেখানোর জন্য। ভদ্রতার মুখোশে কতটা নোংরা রূপ মানুষের লুকিয়ে থাকে। আমি ইচ্ছে করলেই আরও আগে ঝামেলা করতে পারতাম। তা করলে আপনারা এদের আসল চেহারা জানতেন কী করে!”
এহসাস কথা শেষ করে বুক ফুলিয়ে শ্বাস নিল। ধীরপায়ে নুপূরের সামনে গিয়ে বলল—
“টাকার পাহাড় না থাকলে অফুরন্ত ভালোবাসা ছিল তোমার প্রতি আমার। কিন্তু আমি তো তোমার মোহ ছিলাম। নব্য যুবতীর আসক্তি! তোমার মোহ যে এত তাড়াতাড়ি কেটে যাবে তা আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি আমার মোহঘোর ছিলে না, ভালোবাসা ছিলে। তাই তোমাকে আমি ছাড়তে পারিনি। চলো আমার সাথে।”
এহসাস নুপূরের হাত ধরতেই তা ঝাড়া মেরে সরিয়ে ফেলে নুপূর। ভারী চোখে কটমটিয়ে তাকায়। সজলনেত্রে ঝাপসা লাগছে এহসাসের ভরাট মুখশ্রী। তমালিকা কথা বলতে ভুলে গেছেন। নিজের ভুলে ছেলের সাথে তিনি কী করলেন! ইনজাদ প্রকুপিত দৃষ্টিপাত করল মায়ের দিকে। তমালিকার অশ্রুজল সিক্ত আঁখিদ্বয় ব্যাকুলতায় আচ্ছন্ন।
পারভেজ মির্জা উঠে দাঁড়ালেন। কঠোর চাহনি নিক্ষেপ করলেন জুলহাস খন্দকারের দিকে। কোমল স্বরে বললেন—
“আপনার কিছু বলার আছে খন্দকার সাহেব?”
লজ্জায় বক্ষ:স্থল কেঁপে যাচ্ছে জুলহাস খন্দকারের। হাতজোড় করে বললেন—
“মাফ করবেন। মেয়েদেরকে হৃদয় উজাড় করা ভালোবাসার এই ফল পাবো তা কখনো ভাবতে পারিনি।”
পারভেজ মির্জা গাঢ় কণ্ঠে বললেন—
“ভালোবাসায় কখনো কখনো প্রয়োজনে লাগাম দিতে হয়। লাগামছাড়া ঘোড়া কখনো তার মালিককে সঠিক পথে নিয়ে যেতে পারে না। তাই তার লাগাম টেনে দিতে হয়।”
ঝরঝর করে কেঁদে ফেললেন জুলহাস খন্দকার। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। তার বুকের কাছে হাত দিয়ে রেখেছে রেহাংশী। এহসাস অনুরক্তির সুরে বলল—
“আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কাউকে অপদস্থ করতে চাইনি আমি। নুপূর আমাদের বিয়ের ব্যাপারটা সামনে আসতে দেইনি বলেই হয়তো আমাদের সম্পর্কটা এখনো টিকে আছে। না হলে তো অনেক আগেই…..। আমি শুধু আমার স্ত্রীকে ফেরত চাই। এতটুকুই।”
জুলহাস খন্দকার মাথা চাপড়ালেন। নুপূর বাবার পায়ে পড়ল। যেন এবারকার মতো তাকে ক্ষমা করে দেয়। না বুঝে সে ভুল করে ফেলেছে। কিন্তু মেয়ের দিকে ফিরেও তাকালেন না তিনি। পারভেজ মির্জা সশব্দে ঘোষণা করলেন—
“বিয়ে তো হবেই। ছেলের বউ না নিয়ে আমি এ বাড়ি থেকে যাচ্ছি না।”
ত্রিমুল হকচকিয়ে বলল—
“কিন্তু দুলাভাই, মেয়ে তো….।”
“অন্যের স্ত্রী কেন আমার পুত্রবধূ হবে?”
“তাহলে?”
সকলের আগ্রহদীপ্ত চাহনি। সকল চোখের তীব্র পিপাসা। উৎকর্ণ হয়ে আছে সবাই। পারভেজ মির্জা দারাজ গলায় বললেন—
“বড়ো বোন ভুল করেছে তো তার মাশুল ছোটো বোনকে দিতে হবে।”
উপস্থিত জনমনে আঁকুপাঁকু শুরু হলো। কথাশূন্য পরিবেশে শুরু হলো গুঞ্জন। ইনজাদ হতভম্ব গলায় বলল—
“এসব তুমি কী বলছ বাবা? ”
“ঠিক-ই বলছি। বিয়ে হবে। আর ছেলের বউ নিয়েই ফিরব আমি।”
ইনজাদ নাক-মুখ কুঁচকে অস্বস্তি নিয়ে বলল—
“এই হয় না বাবা। আমি….।”
ঝট করেই পায়েল বলে উঠে—
“আমি এই বিয়ে করতে পারব না। আমি… আমি অন্য কাউকে ভালোবাসি।”
স্বস্তির শ্বাস ফেললেন পারভেজ মির্জা। কিন্তু সকলের চোখে-মুখে বিতৃষ্ণার সাথে সাথে শ্লেষ দেখা গেল। পায়েল মাথা নত করে আছে। পারভেজ মির্জা আত্মবিশ্বাসী গলায় বললেন—
” তোমাকে শঙ্কিত হতে হবে না। নুপূর যা করেছে তারপর তোমার ওপর আমি এক চিলতে পরিমাণও ভরসা করতে পারি না। আমি রেহাংশীর কথা বলেছি।”
সকলের মাঝে আবারও উত্তেজনা শুরু হলো। রেহাংশীর শরীর হিম হয়ে এলো। সে নিস্তব্ধ, নীরব। তমালিকা চোখ পাকালেন। তাকে ইশারায় শাসালেন তার স্বামী। নুহাশ কিছু বলবে তার আগেই পায়েল বিক্ষিপ্ত গলায় বলল—
“রেহাংশীর বিয়ে তো ঠিক হয়ে আছে! ও কীভাবে বিয়ে করবে?”
“ঠিক হয়েছে শুধু। তোমার বোনের মতো বিয়ে করে বসেনি আর তোমার মতো কারো সাথে সম্পর্কেও জড়ায়নি।”
পায়েল অপমানিতবোধ করল। সে নীরব হতেই সপ্রতিভ হলো নুহাশ। ভারী গলায় বলল—
“এইটা কী ধরনের ন্যায়! এক বোনের সাথে বিয়ে ভেঙেছে বলে অন্য বোনকে বিয়ে করতে হবে?”
পারভেজ মির্জা রাগান্বিত গলায় বললেন—
“এখানে এখন আর কেউ একটা কথাও বলবে না। আমি বলব তার উত্তর দেবেন খন্দকার সাহেব।”
জুলহাস খন্দকার হতপ্রায়! দুই মেয়ের কর্মকাণ্ডে বিপর্যস্ত তিনি। ইনজাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রেহাংশীর দিকে। তার মনের গহন অন্ধকারে প্রদীপ জ্বলেছে। নুহাশের মাথা ফেটে যাচ্ছে তীব্র আক্রোশে। রেহাংশীর বিয়ে! এ কিছুতেই হতে পারে না। এতকাছে এসে সে তার তরী হারাতে পারে না।
পারভেজ মির্জা প্রশস্ত গলায় বললেন—
“আপনার সামনে দুটো অপশন। এক. রেহাংশীর সাথে ইনজাদের বিয়ে। এই বিয়ে নাহলে আমি আপনার নামে মানহানির মামলা করব। রতনকে নিয়ে ভাবার কিছু নেই। ইনজাদের মামা সুপ্রিম কোটের অ্যাডভোকেট। আইন বিষয়ক সকল সাহায্য আপনারা পাবেন। দুই. নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। রেহাংশীর জন্য কে উত্তম। ইনজাদ না রতন? আমরা বিয়ের আসরে অপেক্ষা করছি। আপনি দ্রুত সিদ্ধান্ত নিন।”
সকলের মাঝে নীরবতা বিরাজ করলেও ফুঁসে যাচ্ছে নুহাশ। পারভেজ মির্জা একটু এগিয়ে গিয়ে রেহাংশীর মাথায় হাত রাখলেন। রেহাংশী ভেজা চোখে সংকোচ নিয়ে তাকাল। তিনি অমায়িক হেসে বললেন—
“আমার ছেলে নিজের মা-কে আমার চেয়ে বেশি সম্মান করে। তাই মায়ের কথা ফেলতে পারেনি। কিন্তু ভালোবাসার দিক থেকে আমি তমালিকার চেয়ে এগিয়ে। আমার ওপর ভরসা রাখতে পারো। বাকিটা তোমার ইচ্ছে। ”
পারভেজ মির্জা নিজের পরিবার-সহ বেরিয়ে এলেন। অদূরে বসে আছে ইনজাদ। তার দিকে চেয়ে আছেন পারভেজ মির্জা। বাবা-ছেলের এই নীরব আঁতাত ঠিক বুঝে উঠতে পারছেন না ত্রিমুল। কৌতূহল নিয়ে প্রশ্ন করেন—
“ইনজাদ তো নুপূরকে পছন্দ করে। এখন কী….।”
“ইনজাদ রেহাংশীকে পছন্দ করে। শুধু মায়ের কাতরভরা আবদার রাখতে গিয়ে নিজেকে মনের কথা শোনা বন্ধ করে দিয়েছে আমার ছেলে। আমার ছেলে অপদার্থ নয়। কারো ওপর কর্তৃত্ব দেখানোর পূর্বে তার ওপর অধিকার আদায় করে নিতে হয়। আমি আমার ছেলেকে সেই অধিকার আদায় করে দেবো। একবার চেয়ে দেখ ওর দিকে। কী অবস্থা করেছে নিজের! তবুও মায়ের দেওয়া কথা রাখতে একটা শব্দও করেনি। ”
ত্রিমুলের প্যাচানো মস্তিষ্ক কিছু একটা আঁচ তো করতে পেরেছিল, কিন্তু তা বুঝতে সক্ষম হয়নি। নিজের চতুর বুদ্ধির ওপর ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে তার!
,
,
,
ফুঁসলে উঠে রেহাংশীকে শাসিয়ে উঠে নুহাশ। খরখরে গলায় বলল—
“তুই আমাকে এভাবে ধোঁকা দিতে পারিস না।”
বদ্ধ কক্ষে রেহাংশীর হৃদয় কেঁপে ওঠল। ভয়চকিত গলায় বলল—
“পায়েল আপু তোমাকে ভালোবাসে নুহাশ ভাইয়া।”
নুহাশ অনুপলেই হিসহিসিয়ে বলল—
“আর আমি তোকে।”
“কিন্তু আমি ইনজাদকে ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি।”
ধীরে ধীরে শরীরের ভর ছেড়ে দিয়ে নিচে বসে পড়ে রেহাংশী। জলার্দ্র চোখ অবনত করে জমাট গলায় বলল—
“ফুফু আমাকে কখনো মেনে নেবে না। দাদি কখনো আমার মা-কে মেনে নেয়নি। আমি তোমাকে নিয়ে কখনো এসব ভাবিনি। প্লিজ নুহাশ ভাইয়া, তুমি পায়েল আপুকে বিয়ে করে নাও। আমাকে মুক্তি দাও। এই পারিবারিক মোহঘোর থেকে আমাকে মুক্তি দাও।”
নুহাশ থরথরিয়ে যাচ্ছে। নিজের রাগ নিংড়াতে দেয়ালে সজোরে পাঞ্চ করে বলল—
“আমি তোকে ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না।”
নুহাশ বের হতেই ডুঁকরে উঠে রেহাংশী। সে চায় না তার মায়ের মতো হোক তার জীবন।
,
,
,
কোনো ধরনের ঝামেলা ছাড়াই মিটে যায় ইনজাদ আর রেহাংশীর বিয়ে। রতন আর তার বাবা জরুরি কাজে শহরে গিয়েছে।
শেরওয়ানি বদলে একটা টিশার্ট পরেছে ইনজাদ। বুকের অভ্যন্তরে জনান্তিকে পুষে রাখা খুব যতনে তার প্রেমানুভূতির পূর্ণতা ঘটেছে। চোখের তারায় জলপ্লাবনের ধারা জাজ্বল্যমান। তা চুইয়ে পড়ছে নেত্রচ্ছদ দিয়ে। একটু আগে যা হয়েছে তা নিয়ে চিন্তিত নয় ইনজাদ। তার মানসপটে বারবার ভেসে উঠছে রেহাংশীর রোদনভরা দুই আঁখি। মেয়েটা শেষবার যেদিন তার সামনে এসেছিল সেদিনও কেঁদেছিল।বাইরের শোরগোলে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসে ইনজাদ। তাকে দেখেই মামা-মামিসহ, বাবার মুখে অমাবস্যা ছেয়ে যায়। ইনজাদ কঠিন স্বরে বলল—
“রেহাংশী কোথায়?”
ত্রিমুল কণ্ঠ খাদে নামিয়ে বলল—
“আপা, কী শুরু করেছিস বল তো! এমন করিস না। যা হওয়ার হয়ে গেছে।”
ইনজাদ ধারলো চোখে চেয়ে ফের প্রশ্ন করল—
“রেহাংশী কোথায় মামা?”
পেছন থেকে ত্রিনা পটপট করে বলল—
“ফুফু আম্মু রেহাংশীকে ঘরে ঢুকতে দিচ্ছে না। ওকে বাইরে দাড় করিয়ে রেখেছে।”
তেরছা চোখে তাকাল ইনজাদ। খিটখিটে মেজাজে বলল—
“এসবের মানে কী আম্মা? ওকে ঘরে ঢুকতে দিচ্ছেন না কেন?”
তমালিকা হাঁফ ছাড়া গলায় বললেন—
“ওই মেয়ে এই ঘরে আসবে না। ”
“কেন আসবে না?”
“তুই কেন বুঝতে পারছিস না। ওই মেয়ে নিজের…।”
“ব্যস আম্মা। অনেক বলেছেন আপনি। আর একটা কথাও বলবেন না।”
ইনজাদ ঘরের দরজা খুলতে গেলে বাঁধা দিতে উদ্যত হয় তমালিকা। তাকে ধরে রেখেছেন ত্রিমুল। ছেলেকে বকে যাচ্ছেন। যেন কোনো অবস্থাতেই রেহাংশীকে ঘরে না ঢুকায়। দরজা খুলে বাইরে এসে দাঁড়ায় ইনজাদ। ঝলমলে মরিচ বাতির চোরা চোরা আলোতে বাড়ির সামনে ছোট্ট দাওয়ায় বসে আছে রেহাংশী। ইনজাদ ছোট্ট করে ডাকল—
“রেহাংশী!”
দরদ মাখা সেই আওয়াজে পেছন ফিরে সে। ধীরেসুস্থে উঠে দাঁড়ায়। আলো ঝলমলে পরিবেশে এক অন্যরকম আলো দেখল ইনজাদ। অধর বিস্তৃত করে নির্লিপ্ত হাসল। রেহাংশী নিথর চোখে চেয়ে আছে। কোনো প্রাণ নেই তাতে। ইনজাদ কাছে এসে আলতো করে রেহাংশীর হাত ধরল। মোলায়েম স্বরে বলল—
“এসো।”
রেহাংশীকে নিয়ে ঘরে ঢুকতেই চেঁচাতে লাগলেন তমালিকা। সে কিছুতেই এই বিয়ে মানতে চাইছেন না। স্বামীর কারণে তখন নিজেকে অনেক কষ্ট দমিয়েছেন তিনি। ইনজাদ আলতো চোখে চেয়ে ত্রিনাকে বলল—
“ওকে আমার ঘরে নিয়ে যা।”
ত্রিনা মুচকি হাসে। তার ঠোঁটে খেলছে দুষ্টমিষ্ট হাসি। রেহাংশীকে ইনজাদের কক্ষে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় সে। ইনজাদ ক্ষুব্ধ গলায় বলল—
“কী শুরু করেছেন আপনি?”
তমালিকা শ্বাস নিলেন। কণ্ঠে প্রাণ এনে বললেন—
“তুই কেন বুঝতে পারছিস না। ওই মেয়ে যেখানে যাবে সব শেষ করে দেবে। যে মেয়ে নিজের মা…।”
“চুপ করুন আম্মা। আর ওই মেয়ে,ওই মেয়ে কাকে বলছেন? এখন আর রেহাংশী শুধু ওই বাড়ির মেয়ে নয় আমার স্ত্রী। আর কী শেষ হওয়ার কথা বলছেন! শেষ তো আপনি করেছেন। আপনাদের বাঁচিয়েছে রেহাংশী। নাহলে যে দাগ আপনাদের ছেলের গায়ে লাগত তা মুছত কে? ও তো দয়া করেছে আপনাদের ওপর। করুণা করে আপনাদের ছেলেকে বিয়ে করে তার মান-ইজ্জত বাঁচিয়েছে। নাহলে ভাবুন আপনার ছেলের হবু বউ আগে থেকেই বিবাহিত। ব্যাপারটা দারুন না আম্মা!”
“তুই আমাকে কথা শোনাচ্ছিস?”
“সত্য দেখাচ্ছি আম্মা। আমি আপনাকে কখনো বলিনি আমি নুপূরকে পছন্দ করি। বলব কী করে! আমি তো নিজেই কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু আপনি কী করলেন, বিয়ে ঠিক করে ফেললেন আমার। তাদের কথা দিয়ে ফেললেন। বাধ্য করলেন আমাকে। ওকে ফাইন। সব তো আপনার ইচ্ছেতেই হচ্ছিল। তাহলে ধোঁকা কেন হলো আমাদের সাথে? আবার সেই দোষ আপনি রেহাংশীর কাঁধে তুলে দিচ্ছেন? সেদিন আংটির জন্যও আপনারা তাই করতেন। সবকিছুর মধ্য ওকেই কেন টেনে নিয়ে আসেন? আমার ভাবতে অবাক লাগছে আম্মা, আপনি সত্যিই আমার সেই আম্মা তো যাকে আমি চিনতাম। কী করে বদলে গেলেন আপনি?”
ছেলের কথায় অশ্রুকণা ছলকে উঠল তমালিকার। তার চোখ ঝাপসা হয়ে আসছে। জ্ঞান হারাচ্ছেন তিনি।
চলবে,,,