যখন দুজনে একা পর্ব-২৩

0
3100

#যখন_দুজনে_একা

২৩ পর্ব

দরজায় নিঝুম দাঁড়িয়ে!
রুবা নিঝুম কে দেখে হাসলো! নিঝুম গলা নামিয়ে বলল, সরি তোমরা কি ঘুমাচ্ছিলে?
কি বলো সরি আসো ভেতরে বলে রুবা নিঝুম কে ভেতরে টেনে নিল ঘরের ,ফিসফিস করে রুবা ও কথা বলছে।
তোমার ভাইয়ের রাত থেকে খুব জ্বর ! সারাদিন জ্বর তেমন কমেনি এখন ঘুমাচ্ছে!
রুমে ঢুকে নিঝুম চারপাশ টা ভালো করে দেখছে ! মাহি বেডে কাত হয়ে অন্য পাশ ফিরে ঘুমাচ্ছে! পাশে যে রুবা ছিল বালিশ দেখে বোঝাই যাচ্ছে!
আলো জ্বালিয়ে দিলাম না আপু এদিকের এই ল্যাম্প সেইড টা জ্বলুক ওর চোখে আলো পড়বে , রুবা বলল!
ঠিক আছে রুবা তুমি অস্থির হয়ো না । আমি খালাম্মা কে ফোন দিসিলাম তখন খালাম্মা বলল, তাই আসলাম দেখতে!
সোফায় বসে কথা বলছে ওরা দুজন !
ভালো করছো নিঝুম আপু ও যা অস্থির হয়ে যায় অসুস্থ হলে একদম বাচ্চাদের মত করে , তোমরা গল্প করলে খুব ভালো লাগবে ওর !
ওষুধ খেয়েছে , নিঝুম বলল!
হু , কিন্তু খাবার দেখলেই রাগ হচ্ছে!
অসুস্থ থাকলে সব সময় এই কাজ‌ই করে , নিঝুম বলল!
নিঝুম আপু তুমি বসো এখানে আমি ওর জন্য স্যুপ আনি আর তুমি তো রং চা খাও তাই না , রুবা দাঁড়িয়ে বলল?
নিঝুম শুধু মাথা নাড়ল !
রুবা খুব আস্তে দরজা চাপিয়ে বের হয়ে গেল রুম থেকে!
নিঝুম তাকিয়ে আছে মাহির দিকে , খালি গায় কম্ফোটারের নিচে শুয়ে আছে ! ওর ফর্সা পিঠ‌ দেখা যাচ্ছে!
নিঝুম ঘরটা দেখছে ভালো করে ! আগেও ঘরটা সব সময় গোছানো ছিমছাম থাকতো , এখনো ! এখন ঘরে মেয়েলী জিনিস এর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে!
রুবার কাপড় , চিরুনি, চুড়ি ! নতুন মোবাইল এর প্যাকেট দেখা যাচ্ছে , মাহি কি নতুন সেট কিনেছে ?
নিঝুম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে! একবার উঠে গিয়ে বিছানার ওপাশে গিয়ে মাহির মুখটা দেখে এলো!
খুব ইচ্ছে করছে মাহির কপালে আদর করে দিতে ! মনে মনে হাসলো নিঝুম!
মাহি হঠাৎ ওপাশ থেকে এপাশে ফিরলো ! কিন্তু ঘুমিয়েই আছে ওঠে নি !
এবার ওর মুখটা দেখা যাচ্ছে ! নিঝুম সোফা থেকে মাহিকে দেখছে ! ফর্সা মুখে আজ সেইভ করেনি বলে তাই খোঁচাখোঁচা দাড়ি ! কালো ঘন চুল মাথা ভর্তি, এলোমেলো ! কি যে ভালো লাগছে দেখতে ! ওর বুকের ভেতরে হাজার টা ড্রাম বাজছে মনে হলো ! রুবা তুমি এসো না প্লিজ আমি এভাবেই তাকিয়ে থাকি আমার মাহির দিকে !
নিঝুম এর ভাবনায় ছেদ পড়ল মাহির ঘুমের ঘোরের কথায়!
রুবা তুমি উঠে গেলে কেন , আমার পাশে থাকতে বলেছি না , চোখ বন্ধ করেই মাহি বলছে!
নিঝুম হুট করে উঠে মাহির পাশে বিছানায় গিয়ে বসে ওর মাথায় হাত রাখলো !
মাহি চোখ বন্ধ করেই বলছে , তুমি কিন্তু যাবে না রুবা !
নিঝুম ওর চুল বিলি কাটছে ! মনে মনে বলছে ঢং শুরু হয়েছে ব‌উ এর সঙ্গে !
মাহি হঠাৎ চোখ মেলে দেখে ওর উপর ঝুঁকে আছে নিঝুম !
ও এক পলক তাকিয়ে ভাবলো , স্বপ্ন দেখছে চোখ বন্ধ করলো আবার সঙ্গে সঙ্গে চোখ মেলে খুব অবাক হয়ে প্রশ্ন করল , তুই এখানে ?

নিঝুম কোন উত্তর দিল না শুধু তাকিয়ে আছে ! মাহি মাথা তুলে বলল, নিঝুম কথা বলছিস না কেন ?
এখানে কি করছিস ?
তোকে দেখতে আসছি , নিঝুম যেভাবে বসে ছিল ঝুঁকে সেভাবেই উত্তর দিল!
বুঝলাম দেখতে আসছিস কিন্তু এভাবে বিছানায় কেন সোফায় গিয়ে বস !
রুবা কোথায় , নিঝুম?
আমি এখানে এভাবে থাকলে কি সমস্যা মাহি ?
এটাও কি আমাকে বলে দিতে হবে , তোর মাথায় বুদ্ধি নেই ?
না তুই বল ,আমি তোর রুমে আগে আসে নাই নিঝুম প্রশ্ন করলো ?
হ্যাঁ আসছিস কিন্তু এভাবে বিছানায় উঠে কেন বসছিস নিঝুম!
আমার শরীর টা ভালো না তোর সাথে এখন তর্ক করতে ইচ্ছা করছে না ওখানে গিয়ে বস প্লিজ!
মাহি কম্ফোটার থেকে বের হতে পারছে না খালি গায় , গেঞ্জি টাও তো দেখছে না আশেপাশে!
নিঝুমের সামনে সে কখনোই খালি গায়ে আসে নি !
নিঝুম প্লিজ যা না ওখানে গিয়ে বস রুবা বা মা আসলে কিন্তু তুই ই অপ্রস্তুত হবি বললাম !
আচ্ছা যাচ্ছি যাচ্ছি বলে নিঝুম হঠাৎ করেই মাহির কপালে ছুঁয়ে দিল হাত !
মাহি মুখ সরিয়ে নিলো , চিৎকার করে উঠল কি হচ্ছে কি নিঝুম!
নিঝুম হেসে উঠে সোফায় গিয়ে বসলো!
মাহির রুবার উপর রাগ উঠছে , কোথায় গিয়ে বসে আছে ?
রুবা কোথায় ?
আমি কিভাবে বলব ?
হেয়ালি করবি না , নিঝুম!
কিচেনে গেছে , নিঝুম বলল!
মাহি উঠে গিয়ে নিজের আলমারি খুলে গেঞ্জি নিয়ে ওয়াস রুমে ঢুকলো!

নিঝুম এর খুব মজা লাগছে মাহি কে ভড়কে দিয়ে ! এখন ওয়াস রুম থেকে আসার পর ওকে জড়িয়ে ধরলে তো বেহুঁশ হয়ে যাবে , চিন্তা করেই নিজে নিজেই হাসছে নিঝুম!
রুবা এসে ঘরে ঢুকল , ওর সঙ্গে ফরিদা বুয়া ট্রে তে খাবার নিয়ে হাজির!
সরি নিঝুম আপু তোমাকে একা বসিয়ে রাখলাম !
আরে না আমি ফেসবুকে টাইম পাস করছিলাম, নিঝুম বলল!
ও ওয়াস রুমে ?
নিঝুম বলল, হুঁ !
রুবা বিছানা গোছাতে গোছাতে বলল, তুমি এসে ভালো করছো ওর ভালো লাগবে!
নিঝুম হাসল!
মাহি রুমে ঢুকলো, রুবা কে দেখে বলল কোথায় ছিলে তুমি ?
কিচেনে গেলাম !
বাসায় লোকজন নেই কাজ করার ?
রুবা বলল, নিঝুম আপু আসছে ওর জন্য চা আনতে গেলাম !
তোমার জ্বরের কি অবস্থা ?
ঠিক আছি, মাহি বলল!
মাহি বিছানায় গিয়ে বসলো !
নিঝুম আপু তুমি কিছু নিচ্ছো না কেন , শুরু করো !
আমি শুধু চা খাব রুবা !
মাহির দিকে স্যুপের বাটি দিল রুবা !
আবার স্যুপ ! মাহি বিরক্ত হয়ে বলল!
আমি স্যুপ খাব না অসহ্য লাগছে !
ঠিক আছে কি খাবে এখানে পাস্তা আছে , ফিস চপ আছে , রুবা বলল!
আমি পাস্তা খাই কখনও রুবা ? এটা নিঝুম কে দাও!
আমি খাচ্ছি মাহি !
তাহলে বল কি খাবে , আমি এনে দিচ্ছি রুবা বলল!
নিঝুম বলল, তুই তো দেখি রুবাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছিস মাহি !
মাহি রুবার দিকে তাকালো!
রুবা বলল, না আপু আমি অসুস্থ ছিলাম যখন ও অনেক টেককেয়ার করছে এগুলো ওর সামনে কিছুই না !
নিঝুম বলল, ও তাহলে তো মাহি করতেই পারিস!
আমাকে লেবু চা দিতে বলো রুবা !
রুবা চা আনতে গেল !
রুবা যাওয়ার পর মাহি বলল, নিঝুম তুই এরকম করছিস কেন ?
কি করলাম আবার আমি !
মাহি দীর্ঘ শ্বাস ফেলল ওর দিকে তাকিয়ে!

মাহি আমি তোর সঙ্গে কালকে ঠিক করি নাই ! তুই প্লিজ ক্ষমা করে দে ! আমি নিজেকে কখনো কখনো কন্ট্রোল করতে পারি না ! তারপর এমন কিছু করে ফেলি যা আমার করার কথা না !
আমি বুঝতে পারছি নিঝুম , তবুও বলব প্লিজ কন্ট্রোল ইয়োর সেলফ । প্লিজ!
নিঝুম মাথা নাড়ল !

রুবা চা নিয়ে ঢুকল !
খালামনি আর রিয়া আপু ও আসছে, তোমাকে দেখতে !
বলতে বলতেই রিয়া ঘরে ঢুকলো !
কিরে হিরো জ্বরে নাকি তুই ধরাশায়ী, রিয়া বলল!
ওরে রিয়া আপু, কনগ্রাচুলেশন তোমাকে ফোন দিতাম আমি মাহি বলল!
থেঙ্কস !
তারপর নিঝুম কে বলল, তুই একা চলে আসলি নিয়ে আসবি না আমাদের !
আমি এসে তো গাড়ি পাঠিয়ে দিলাম । তোমাদের আনতে!
সাফিয়া বেগম আর নিঝুমের মা নাহার ঢুকলেন ঘরে!
কি অবস্থা এখন মাহির , মা বলল?
আমি ঠিক আছি মা, তুমি অস্থির হয়ো না !
আমি তো অস্থির হচ্ছি না অস্থির তো সারাদিন তুমি হয়ে ছিলে আর রুবাকে বানিয়েছো বলে হাসলেন সাফিয়া বেগম!
উনার কথায় অন্য রা হেসে দিল!

মাহি সবাই কে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই গল্প কর আমি রুবাকে নিয়ে ডাঃ সুরাইয়া র কাছে যাব এপয়েন্টমেন্ট নেয়া আছে!
মা বলল, তুই পারবি তোর তো শরীর টা ভালো না!
রুবা বলল, আজ থাক প্লিজ!
মা এরকম কত জ্বর নিয়ে হসপিটালে ডিউটি করি ! রুবা তুমি প্লিজ রেডি হ‌ও , মাহি বলল!
নিঝুম বলল, আমি রুবাকে নিয়ে যাই তুই রেস্ট নে মাহি!
এটা নিয়ে আর কোন কথা হবে না আমি আর রুবা যাচ্ছি!

নাহার খালা বলল, বড়পা নিয়ে যাক এপোয়েন্টমেন্ট যেহেতু নেয়া আছে কাজ টা শেষ করে আসুক! আমরা তো আছিই ওরা আসুক !

সবাই রুম থেকে বের হয়ে গেল !
রুবা মাহিকে বলল, তোমার কি হয়েছে হঠাৎ এমন রেগে আছো কেন?
রেগে নেই তো !
ও আমার মনে হলো তুমি রেগে আছো!
রেডি হ‌ও রুবা ম্যাম আবার টাইমলী চেম্বার থেকে বের হয়ে যায়!
তোমার ড্রেস বের করে দিব ?
তুমি রেডি হ‌ও আমার টা আমি নিচ্ছি , মাহি বলল?

রুবা আর মাহি রেডি হয়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল!
সবাই ওখানেই বসে আছে !
সাফিয়া বেগম বললেন, মাহি বাবা তোর খারাপ লাগছে না তো !
মা আমি ঠিক আছি । দেখো এখন জ্বর নেই!
মাহি তুমি কিন্তু ড্রাইভ করবে না ড্রাইভার কে নিয়ে যাও , বাবা প্লিজ!
মা প্লিজ তুমি না কি ভাবো আমাকে , আমি এতটা উইক হাসলো মাহি !
রিয়া বলল, মাহি খালাম্মা ঠিক বলছে !
আপু তুমিও !
রুবা শ্বাশুড়ি র কাছে গিয়ে বলল, মা আসছি !
সাফিয়া বেগম ওর মাথায় হাত দিয়ে বলল, সাবধানে যাও মা !

ওরা বের হয়ে গেল !
রিয়া বলল, খালাম্মা দুটো কে মাসাআল্লাহ এক সঙ্গে খুব সুন্দর লাগে!
আপনি ঠিক ডিসিশন নিসেন।
সাফিয়া বেগম বললেন, অনেকে প্রশ্ন করবে মাহির ঘাড়ে আমি রুবাকে চাপিয়ে দিয়েছি । কিন্তু আমি জানি রুবা কি জিনিস। ও আমার শিহাবের জীবন টা তার ভালোবাসা দিয়ে সুন্দর করে রেখেছিল আমি জানি মাহির জীবনটাও সে আনন্দে ভরিয়ে রাখবে!
তোমরা শুধু দোয়া কর!
নিঝুম দীর্ঘ শ্বাস ফেলল!
আমি পোর্চের উপর বসলাম আপু , বলে নিঝুম উঠে গেল!

মাহি ড্রাইভ করছে রুবা পাশে বসে আছে !
রুবা বলল, আমরা আশরাফ কে নিয়ে আসলেই পারতাম!
তুমিও মা র মত কথা বলছো ! আরে সেই পনের বছর বয়স থেকে গাড়ি চালাই আজ সামান্য জ্বরে ড্রাইভার নিয়ে বের হতে হবে আমাকে !
আর আমার খাবাপ লাগলে তুমি তো আছোই তুমি ড্রাইভ করবে!
ঠিক আছে বলো কিন্তু খারাপ লাগলে , রুবা বলল!
মাহি হাসলো!

ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে মাহি বলল, চলো কোথাও বসি কফি খাই ! এই প্রথম তোমাকে নিয়ে বের হলাম !
রুবা বলল, বাসায় গেস্ট আছে আজ থাক !
মাহি বলল খালামনিরা তো সব সময়ই আসছে । চলো তো !

ওরা দ্য কফি বীন এন্ড টি লীফে গিয়ে বসলো ! রুবা বলল , তোমার শরীর খারাপ লাগছে না তো ?
বারবার এই কথা বলছো কেন , রুবা আই এম ফাইন!

ওরা শুধু কফি খেয়ে ই উঠে পড়ল , কফি খাওয়ার পর মাহির গা গুলাচ্ছে রুবা কে কিছু বলল না। বলল শুধু চলো বাসায় যাই !
ওরা কফি শপ থেকে বের হয়ে আসলো! মাহি বলল, তুমি ড্রাইভ করো রুবা বলে চাবি রুবাকে দিল !
ওর আসলেই খারাপ লাগছে মনে হয় জ্বর আসছে আবার!

রুবা ড্রাইভ করছে । মাহি মিউজিক অন করলো!
মোবাইল এ নিঝুমের মেসেজ দেখল,
“তাড়াতাড়ি আয় মিস করছি তোকে ”
মাহি দীর্ঘ শ্বাস ফেলল !

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here