#রোমান্টিক_বুড়ো_বর
#পর্ব_৩
#মোহাম্মদ_আবদুল্লাহ
,
,
ঘরে ঢুকেই দেখলাম আব্বু সোফায় বসে পত্রিকা পড়ছে , আব্বু আমার দিকে তাকিয়ে–
,
আব্বু:কিরে তুলিমনি জামাই কয়,?
,
(আব্বুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা রান্না ঘরে চলে গেলাম ,
জানি আম্মু এখন রান্না ঘরেই থাকবে,
আর এটাও জানি এখন আব্বু খুব কষ্ট পেয়েছে আমার আচরনে,
পেলে পাক কষ্ট ,
আমাকে কষ্ট দেওয়ার সময় কি আব্বু একবারও চিন্তা করেছে যে আমি কতো কষ্ট পাবো
,
আমি: আম্মু-ও-ও -আম্মু-
,
আম্মু: আরে আমার তুলি মনি এসে গেছে , কেমন আছিস লক্ষি মা আমার।
,
আমি: যেমন তোমরা রেখেছো , তেমনি আছি
,
আম্মু:এখনোও আমাদের উপর রাগ করে আছিস মা,তা জামাই কোথায়
,
আমি: বাহ আসতে না আসতেই জামাইর খবর নেওয়া হচ্ছে খুব ,
তুমিও আমাকে ভালবাস না আব্বুর মতো 😢😢
,
আম্মু:কি সব বলে আমার পাগলি মেয়েটা,
তুই আমাদের একমাত্র মেয়ে আমাদের চোখের মনি।
আর দেখ মা জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো খোদার হাতে,
মানুষের কোনো সাধ্য নেই তা পরিবর্তন করার।
আর মেয়ে মানুষ এর বিয়ে বার বার নয় একবারি হয় ,
তাই পারভেজ এর সাথে তুই যতো নিজেকে মানিয়ে নিতে পারবি ততোই তোর মঙ্গল ।
আর ছেলেটাও এতিম আমরা না ভালোবাসলে কে ভালোবাসবে শুনি?
,
আমি: হয়েছে হয়েছে যাও ভালোবাসো গিয়ে তোমাদের বুড়ো জামাই কে
,
আম্মু: ছিঃ এসব বলতে নেই পাগলি মেয়ে,
তা এই ট্রেটা একটু নিয়ে বসার ঘরে যা তো ,
জামাই কখন থেকে বসে আছে ।
,
আমি; আমি পারবো না, তোমাদের জামাই তোমরাই আপ্পায়ন করো গিয়ে।
,
আম্মু:লক্ষি মা নিয়ে আয় ,আমি সাথে কয়টা নিয়ে যাব বল
,
আমি:আসছি আসছি😡
,
আম্মু: পাগলি একটা😊
,
(বসার রুমে গিয়ে মাথাটা আবার গরম হয়ে গেলো ,
কি মজা করে গল্প করছে বুড়োটা😠 আব্বুর সাথে। আম্মু কে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিলো)
পারভেজ: আসসালামুয়ালাইকুম আম্মি, কেমন আছেন?
,
আম্মু: ওয়ালাইকুম আসসালাম,আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা , তুমি কেমন আছো।
,
পারভেজ: আছি আপনাদের দোয়ায় ভালো,
,
আম্মু;কিরে তুলি মা, ট্রেটা রাখ জামাইর সামনে,আর জামাই খাও তো তুমি।
,
আমি;(রাগে 😠আমার মাথা ফেটে যাচ্ছে,
আমার চেয়ে এই বুড়োর প্রতি বাবা মায়ের ভালোবাসা,💕 বেশি তাই ট্রে টা রেখে চলে আসতেই মায়ের প্রশ্ন–
,
আম্মু:কিরে কোথায় যাচ্ছিস তুলিমনি ,
,
আমি:আমার ক্লান্ত লাগছে তাই ঘরে গিয়ে বিশ্রাম নেবে,
,
আব্বু আম্মু: জামাই কে নিয়ে একবারে যাস
,
আমি: পারবো না আমি , তোমাদের জামাইকে তোমরাই নিয়ে যেও(এই বলে চলে আসলাম আমার ঘরে)
,
,
,
আব্বু:বাবা পারভেজ, আমার মেয়ের আচরনে তুমি কষ্ট পেও না বাবা ।
ও একদমি আমার মতো বাইরে রাগি হলেও ভিতরে অনেক ভালো।
,
পারভেজ:না আব্বু রাগ করবো কেনো ও এখনোও বাচ্চা মেয়ে।
,
আম্মু:তা বাবা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও
,
পারভেজ: আচ্ছা আম্মু।
,
,
এইদিকে আমি রুমে এসে মুখ ঘোমরা করে বসে আছি,
আর আমার বুড়ো বরটা মাএ আমার ঘরে এসে ঢুকেছে,
,,
,
,
পারভেজ:মন খারাপ নাকি শরীর খারাপ,🤔
,
আমি:যাই খারাপ হোক তাতে আপনার কি হে😒
,
পারভেজ: আমার কি মানে, আমার সামনে একটা ছোট বেবির মন খারাপ করে বসে আছে ,
আর আমি চুপ করে তা দেখবো তা কি হয়।
,
আমি: ওই আপনি কাকে বেবি বললেন ,
আমার বয়স কতো জানেন ১৯ বছর আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি।বুঝলেন😏
,
পারভেজ:তাই নাকি, আমি তো মনে করেছি তুমি ক্লাস সিক্সে😉 পড়ো ,হা হা হা হা🤣🤣
,
আমি:এই একদম হাসবেন না কিন্তু বুড়ো বর একটা।
আর আমাকে কোন এংগেল দিয়ে সিক্সে পড়া মেয়ে মনে হয়।
,
পারভেজ: তাহলে আমাকে তোমার কোন এংগেল দিয়ে বুড়ো মনে হয়।
,
আমি: আপনার বয়সের দিক দিয়ে , আপনি বুড়ো🤣🤣
,
পারভেজ:তাহলে তোমার আচরনের দিক দিয়ে ক্লাস সিক্সের পড়ুয়া মেয়ে মনে হয় ,
আর তোমার ধারনা আছে আমার অফিসের মেয়েরা আমার জন্য পাগল😏😏
,
আমি: হা হা হা হা হা🗣️🗣️ , আপনার মতো বুড়োর জন্য পাগল,
তাহলে শুনে রাখুন আমার ভার্সিটিতে সব ছেলেরা আমার জন্য পাগল (চুলে একটা ঝাপটা দিয়ে বললাম)
,
পারভেজ : হাস্যকর কথা হলেও বিশ্বাস করলাম (মুখ চেপে হেসে☺️)
,
আমি: হাস্যকর মানে,আর আপনি–(কিছু বলার আগেই বুড়ো বর টা ওয়াশ রুমে চলে গেলো,
রাগে😠 ইচ্ছা করছে উনার সব জামা কেটে ফেলি কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই
,
আমার বুড়ো বরটা ব্যাগে লক করে রেখেছে।
তাই ঘাপটি মেরে বসে থাকা ছাড়া উপায় নেই।
,
চলবে_
আমার আগের গল্পটা তেমন ফুটিয়ে তুলতে পারে নি। ব্যস্থতার কারনে।আশা করি ওই আক্ষেপটা এই গল্পের মধ্যে পূরন করে দিতে পারবো।গল্পটা কেমন লেগেছে তা আপনার মূল্যবান মতামতটা দিয়ে জানিয়ে দিবেন।ধন্যবাদ🥰