রৌদ্রর শহরে রুদ্রাণী পর্বঃ৫৮

0
470

#রৌদ্রর_শহরে_রুদ্রাণী
#পর্বঃ৫৮
#Saiyara_Hossain_Kayanat

“শুভ্রতা তুমি এখানে একা কেন! নিলু কোথায়?”

আরশি নীলার রুমে এসে নীলা আর শুভ্রতাকে না পেয়ে বারান্দায় চলে আসে। শুভ্রতা বারান্দার একপাশে রেলিঙে হাত রেখে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। আরশির কন্ঠস্বর পেয়ে শুভ্রতা ঝট করে পেছন ফিরে তাকায়। হাল্কা হেসে নম্রতার সাথে বলল-

“নীলু আপু ওয়াশরুমে গেছে ড্রেস চেঞ্জ করার জন্য।”

আরশি মুচকি হাসলো। আস্তে আস্তে করে শুভ্রতার পাশে এসে দাঁড়িয়ে ছোট্ট করে ‘অহহ’ বলল। সরু চোখে শুভ্রতাকে মাথা থেকে পা পর্যন্ত খুটেখুটে দেখছে। শুভ্রতা নামটা যেন আজ স্বার্থক হয়েছে। শুভ্র সাদা রঙের গাউন পরেছে শুভ্রতা। শুভ্রতার ধবধবে ফর্সা ত্বকে সাদা রঙের গাউন পরায় শুভ্রতার পরশ যেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আকাশ থেকে সদ্য একটুকরো শুভ্র মেঘ নেমে এসেছে।

“কিছু একটা মিসিং লাগছে।”

আরশির সন্দিহান কন্ঠে শুভ্রতার কপালে চিন্তার ভাজ পরে গেল। শুভ্রতা নিজেকে দেখতে দেখতে চিন্তিত গলায় বলল-

“কি মিসিং লাগছে আশুপি! খারাপ লাগছে আমাকে?”

“তোমার পাশে নীলকে মিসিং লাগছে।”

আরশি কথাটা বলেই ফিক করে হেসে দেয়। শুভ্রতা অপ্রস্তুত হয়ে পরে। ইতস্তত করে বলল-

“আশুপি এই সময় তুমি মজা করছো আমার সাথে! এমনিতেই আমার খুব নার্ভাস লাগছে।”

আরশি শুভ্রতার কাধে হাত রেখে আস্বস্ত করে বলল-

“এনগেজমেন্টই তো হবে এখানে এতো নার্ভাস হওয়ার কিছু নেই।”

“আশু আমারও খুব ভয় লাগছে রে। কেমন যেন অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে মনের মধ্যে।”

নীলা বারান্দায় এসেই জড়ানো কন্ঠে আরশির উদ্দেশ্যে কথা গুলো বলল। আরশি নীলার দিকে চেয়ে একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল-

“তোরা দু’জনে এতটা ভীতু আগে জানতাম না। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আর নার্ভাস হওয়ার ও কোনো দরকার নেই। এখানে সব আমাদের ফ্যামিলির মানুষই থাকবে। আর অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে কারন তোরা ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছিস তাই।”

শুভ্রতা চিন্তিত গলায় বললো-

“আমার এখনো বিশ্বাস হচ্ছে আব্বু আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আশুপি। তুমি আর রৌদ্র ভাইয়া আব্বুকে না বোঝালে হয়তো আব্বু কখনোই আমাদের সম্পর্কটাকে মেনে নিতো না।”

শুভ্রতা আরশিকে জড়িয়ে ধরলো। নীলা হাসি মুখে শুভ্রতা আর আরশির দিকে চেয়ে আছে। বাহির থেকে শুভ্রতার আম্মুর ডাক শুনতে পেয়ে শুভ্রতা আরশিকে ছেড়ে দিয়ে দ্রুত তার আম্মুর কাছে চলে যায়। আরশি আর নীলা বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা কিছুটা সময় পর নিরবতা ভেঙে নির্লিপ্ত কণ্ঠে বলল-

“আশু আমি ঠিক করছি তো বিয়েটা করে?”

আরশি নীলার দিকে চেয়ে শান্ত গলায় বললো-

“অবশ্যই ঠিক করছিস নিলু। নীড় ভাইয়া খুব একজন মানুষ৷ উনি তোর ব্যাপারে সব জেনে শুনেই তোকে ভালোবেসেছে। আর তুই নিজের জীবনে এগিয়ে গেছিস এটাই অনেক বড় প্রাপ্তি নিলু। অনেকেই ভুল মানুষকে ভালোবেসে আঘাত পায়। তুইও পেয়েছিস। তবে বেশিরভাগ মানুষই আঘাত পেয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। যে মানুষটা কখনো তার হবেই না সেই একটা ভুল মানুষের জন্য নিজের জীবনকে অন্ধকারে ঢেলে দেয়। কিন্তু তুই খুব স্ট্রং ছিলি তাই নিজেকে সামলিয়ে নিতে পেরেছিস। নীড় ভাইয়াকে নিজের মনে জায়গা দিতে পেরেছিস। তোরা দুজন একে অপরের জন্য একদম পারফেক্ট।”

নীলা আরশিকে জড়িয়ে ধরে বলল-

“তুই আমার পাশে ছিলি বলেই আমি নিজেকে সামলিয়ে নিতে পেরেছি আশু।”

আরশি হাসলো। নীলার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল-

“দেখলি তো আমি আমার কথা রেখেছি। আমি বলেছিলাম তোর জন্য আদ্রাফ হারামির থেকেও ভালো একটা রাজপুত্র খুঁজে দিব। বিয়ের পর তুই আর নীড় ভাইয়া হবি বেস্ট কাপল। এবার সবাই তোদেরকে দেখবে আর মমতাজের গান গাইবে ‘ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।”

আরশির কথায় নীলা সশব্দে হেসে দেয়। দুজনে এক সাথে তাল মিলিয়ে হাসছে। নীলা আরশিকে ছেড়ে দিয়ে হাসি থামিয়ে বলল-

“হয়েছে চল এবার। আমাকে রেডি হতে হবে।”

নীলা রুমে চলে যেতে নিলেই আরশি নীলার হাত ধরে ফেলে। নীলার দিকে একঝলক তাকালো। নীল রঙের গাউন পরেছে নীলা। এই রঙেটা নির্বানের খুব প্রিয়। হয়তো নির্বানের পছন্দেই এই গাউনটা পরেছে। নীলা জিজ্ঞাসুক দৃষ্টিতে আরশির দিকে চেয়ে আছে। আরশি ঠোঁটের কোণে হাল্কা হাসি রেখে নরম গলায় বলল-

“একটা কথা মনে রাখিস নিলু যেটা অতীত হয়ে যায় সেটা কখনোই ভালোবাসা ছিল না। হয়তো মায়া ছিল। আর না হয় খনিকের মোহ। আমরা অনেক সময় মোহ আর মায়াকেই ভালোবাসা ভেবে ভুল করে ফেলি। ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস নিলু। শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা নির্দিষ্ট মানুষের প্রতি ভালোবাসা আমাদের মনে থেকে যায়। মৃত্যুর কয়েক মুহুর্ত আগেও যে মানুষটা কাছে পাওয়ার তীব্র ইচ্ছে আমাদের মনে জেগে ওঠে সেই একটা মানুষই আসল ভালোবাসার মানুষ। আমি জানি তোর সেই ভালোবাসার মানুষটা আর কেউ না নীড় ভাইয়া।”

নীলা কিছু বলল না। তৃপ্তিদায়ক একটা হাসি দিয়ে আরশির হাত ধরে রুমে চলে আসে। আরশির কথা গুলোর মানে নীলা খুব ভালো করে বুঝে নিয়েছে। আর নীলাও জানে সে নির্বানকে ঠিক কতটা ভালোবাসে। নির্বানকে এক মুহুর্ত না দেখলে তার মনে যে ব্যাকুলতা সৃষ্টি হয় সেটা কখনোই আদ্রাফের জন্য হয়নি। নির্বানের জন্য যে অনুভূতি গুলো নীলা অনুভব করে সেটা আগে কখনো অনুভব করেনি। হয়তো সত্যিকারের ভালোবাসার মানুষের দেখা পেয়েছে তাই এমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হচ্ছে নীলা।

————————

আজ নীলা-নির্বান আর নীল-শুভ্রতার এনগেজমেন্ট। দুই ভাইবোনের এনগেজমেন্ট আর বিয়ে একসাথেই করার ইচ্ছে ছিল সবার তাই সকল অনুষ্ঠানের আয়োজন নীলদের বাসায় করা হয়েছে। শুভ্রতা আর নির্বানের ফ্যামিলিও এসেছে নীলদের বাসায়। রৌদ্র আর আরশি নিজে শুভ্রতার বাসায় যেয়ে শুভ্রতার বাবাকে নীল আর শুভ্রতার সম্পর্কের কথা বুঝিয়ে বলেছে। প্রথম প্রথম এই প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা নারাজ থাকলেও কিছুদিন বাদেই মেয়ের খুশির কথা চিন্তা করে তাদের সম্পর্কটাকে মেনে নেয়। সবাই হাসিখুশি মনেই মেনে নিয়েছে এদের সম্পর্ক। নীলদের ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এনগেজমেন্ট হবে আর তার দুমাস পরেই বিয়ে হবে। আরশি ছাদের একপাশে দাঁড়িয়ে সবাইকে দেখছে। নীলা আর শুভ্রতা স্টেজের সোফায় বসে অস্বস্তিতে কাচুমাচু করছে। নীল আর নির্বান অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। আরশি নীলাদের দেখছে আর মনে মনে হাসছে। রৌদ্র আরশির পাশে দাঁড়িয়ে আছে। রৌদ্রর দৃষ্টি শুধুমাত্র তার রুদ্রাণীর মাঝেই আটকে আছে। রৌদ্র আর রুদ্রাণী আজ ম্যাচিং করে কালো রঙের ড্রেস পরেছে। রৌদ্র কালো শার্ট আর প্যান্ট পরেছে। আরশি কালো জামদানী শাড়ি পরেছে। পরেছে বললে ভুল হবে। রৌদ্র জোর করেই পরিয়েছে। পেট উঁচু হয়ে যাওয়াতে আরশি কোনো মতেই শাড়ি পরতে রাজি হয়নি। শাড়ি পরলে নাকি তাকে আরও বেশি মোটা মোটা লাগবে। কিন্তু রৌদ্রর জোরাজোরিতে অবশেষে শাড়ি পরেই আসতে বাধ্য হয়েছে।

“রুদ্রাণী তোমাকে আজ অনেক বেশি কিউট লাগছে। ইচ্ছে করছে আবারও তোমাকে নতুন করে বিয়ে করে ফেলি।”

রৌদ্র ঝুঁকে আরশির কানের কাছে এসে ফিসফিস করে কথা গুলো বলল। আরশি তার বড়সড় চোখে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্র মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ালো। আরশি চাপা কন্ঠে বললো-

“আপনি যে দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন সেটা আপনি জানেন রোদ!!”

“তোমাকে ভালোবেসেই তো হয়েছি রুদ্রাণী।”

রৌদ্রর ভ্রুক্ষেপহীন জবাবে আরশি হতাশ নিঃশ্বাস ফেলে। এই লোকটাকে কিছু বলাই বেকার। সে নিজের মতোই যখন তখন এসব কথা বলে আরশিকে লজ্জা ফেলে দেয়।

“তুলতুলের আম্মু কেমন আছো?”

আরশি ঘাড় বাকিয়ে পাশে তাকালো। ধ্রুবকে দেখে সাথে সাথেই আরশি গাল ফুলিয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়। ধ্রুবর কথার কোনো প্রতিত্তোর দিলো না। দু হাত ভাজ করে অন্য দিকে চেয়ে আছে। এই কয়েক মাসে ধ্রুবর সাথে সবার সম্পর্ক যেন খুব গভীর হয়ে উঠেছে। ধ্রুবকে আরশি, নীল ওরা সবাই নিজেদের ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, স্নেহ করে। কিন্তু গত দশদিন ধরে ধ্রুব কারও সাথেই কোনো যোগাযোগ করেনি তাই আরশি রেগে আছে। ধ্রুব চোখের ইশারায় রৌদ্রকে জিজ্ঞেস করলো কি হয়েছে! রৌদ্র ঠোঁট উলটে দু কাধ খানিকটা উঁচু করে। যার মানে সে কিছু জানে না। ধ্রুব আরশির কাছে এসে মলিন মুখে জিজ্ঞেস করল-

“আরশি আপু কি হয়েছে! তুমি কি আমার সাথে কথা বলবে না? রাগ করেছো কোনো কারনে?”

আরশি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ধ্রুবর দিকে। অভিমানী কন্ঠে বলল-

“গত দশদিন কোথায় ছিলি? একবারও তো দেখা করতে আসলি না। আর ফোনটাও তো অফ ছিল তোর। আমার কথা তোর মনে আছে বলে তো আমার মনে হয় না।”

ধ্রুব চুপসে গেল। কি উত্তর দিবে সেটা নিয়েই চিন্তা ভাবনা করছে মনে মনে। কিছুটা সময় চুপ থেকে একটা কৃত্রিম হাসি দিয়ে বলল-

“দাদু অসুস্থ ছিল তাই আম্মুকে নিয়ে গ্রামে গিয়েছিলাম। কাল রাতেই ঢাকা এসেছি। আর তখনই নীল ভাইয়া ফোন করে বলল আজ না-কি তাদের এনগেজমেন্ট। তাই তোমাকে সারপ্রাইজ দিতে না বলেই চলে আসলাম।”

আরশি চিন্তিত গলায় জিজ্ঞেস করল-

“এখন সব ঠিক আছে তো!”

“হ্যাঁ ঠিক আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না।”

হঠাৎই রৌদ্র ছাদের দরজার দিকে তাকিয়ে বলল-

“কাসফিয়া আর আদ্রাফ এসে পড়েছে আরু।”

আরশি দ্রুত ছাদের দরজার দিকে তাকালো। আদ্রাফ কাসফিয়াকে ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। কাসফিয়ার পেট এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এই ছোট্ট বেবিটা তাদের কোলে জায়গা নিয়ে নিবে। এই অবস্থায় কাসফিয়াকে আসতে সবাই না করেছিল। কিন্তু কাসফিয়ার জেদের কাছে সবাই হার মেনে নেয়। সে কিছুতেই তার বন্ধুদের এনগেজমেন্টের অনুষ্ঠান মিস করতে চায় না। কাসফিয়া আস্তে আস্তে হেঁটে আরশির পাশে এসে দাঁড়ালো। রৌদ্র আর ধ্রুবর সাথে কুশল বিনিময় করার পর কাসফিয়া উৎসুক কন্ঠে আরশিকে জিজ্ঞেস করল-

“কিরে কি অবস্থা এদিকের? নিলু আর শুভ্রতা এভাবে চুপসে আছে কেন?”

কাসফিয়ার প্রশ্নে আরশি আর রৌদ্র হেসে দেয়। আরশি হাসতে হাসতে বলল-

“আর বলিস না ওরা দু’জন না-কি খুব নার্ভাস ফিল করছে। তুই-ই বল এনগেজমেন্টের সময় কেউ ভয় পায়? নিলু ভীতু সেটা না-হয় জানতাম এখন নিলুর সাথে সাথে আরেকটা ভীতু মেয়ে জুটেছে।”

আরশির কথায় সবাই ঝংকার তুলে হেসে ওঠে। সবাই ছাদে চলে আসার কিছুটা সময়ের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়। রিং পরানো সম্পূর্ণ হওয়ার কিছুটা সময় পর অনুষ্ঠানের মাঝে হঠাৎই ধ্রুব দৌড়ে ছাদ থেকে চলে গেল। বুকের বা পাশে হাত রেখে বড় বড় করে শ্বাস ফেলতে ফেলতে নিচে চলে যাচ্ছে ধ্রুব। ধ্রুবর এভাবে চলে যাওয়া সবার চোখ এড়িয়ে গেলেও রৌদ্রর চোখে তা এড়ালো না। বেশকিছু দিন থেকেই হুটহাট করে ধ্রুবর গায়েব হয়ে যাওয়া নিয়ে রৌদ্রর মনে কিছুটা খটকা লাগছিল। ধ্রুবকে এভাবে যেতে দেখে আজ যেন কৌতূহলের পরিমান আরও বেড়ে যায়। রৌদ্র ভ্রু কুচকে ছাদের দরজার দিকে তাকিয়ে আছে।

“কি হলো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন?”

আরশির প্রশ্নে রৌদ্র নিজেকে সামলিয়ে নিয়ে হাল্কা হেসে বলল-

“কিছু না। চলো নীলদের ওদিকটায় যাই।”

রৌদ্র আরশির হাত ধরে নীলদের দিকে এগিয়ে গেল। আরশি নীলের পিঠে একটা চাপড় মেরে বলল-

“তোরা জমজ তাই তোদের বিয়ের সব অনুষ্ঠানও একসাথেই করবো। সময়ও বাঁচলো আর টাকাও কম খরচ হবে। ভালো না আমার আইডিয়াটা!”

আরশির আইডিয়া শুনে সবাই এক দফা হেসে নেয়। নীল সন্দিহান কন্ঠে বলল-

“যতসব উদ্ভট আইডিয়া শুধু তোর মাথাতেই আছে। দেখিস তোর এই কিপ্টামিতে রৌদ্রর ভাই অল্প কিছুদিনের মাঝেই বড়লোক হয়ে যাবে।”

নীলের কথায় সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আজ সকলের মুখেই হাসি লেগে আছে। একে অপরের খুশিতে মেতে উঠেছে তাদের সবার মন।

দু’মাস পর..

চোখের পলকেই পাড় হয়ে গেল দু মাস। নীলদের বিয়ের দিন চলে এসেছে। আজকেও সবাই এক হয়েছে। সবার মুখেই হাসি লেগে আছে। তবে আজ খুশির পরিমাণ আগের থেকেও দ্বিগুণ বেড়েছে। বিয়ের অনুষ্ঠান হলেও সবাই একটা নতুন প্রানকে নিয়েই ব্যস্ত হয়ে পরেছে। সেই নতুন প্রানটা হলো কাসফিয়া আর আদ্রাফের ভালোবাসার সন্তান। নীলদের এনগেজমেন্টের কিছুদিন পরেই কাসফিয়ার কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে সন্তান আসে। সাদাফ। সাদাফ দেখতে একদম আদ্রাফের মতোই দেখতে হয়েছে। ছোট বাচ্চা হলেও কান্নাকাটি একদমই কম করে। হয়তো গম্ভীর প্রকৃতির হবে ছেলেটা। কাসফিয়া বিয়ে বাড়িতে সাদাফকে নিয়ে আসার পর থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে কাড়াকাড়ি। নীল আর নীলা নিজেদের বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সাদাফকে নিয়েই ব্যস্ত হয়ে পরেছে। তবে আরশি নীল আর নীলা কাউকেই পাত্তা দিচ্ছে না। সাদাফ আসার পর থেকেই আরশি সাদাফকে কোলে নিয়ে বিছানায় পা তুলে আরাম করে বসে আছে। রৌদ্র দূর থেকে তাদের বাচ্চামো দেখছে আর মিটমিটিয়ে হাসছে। বাচ্চাটাকে কাছে পেয়ে যেন সবাই ছোট বাচ্চা হয়ে গেছে।

“নীল দূরে যা তো। কাড়াকাড়ি করিস না সাদাফকে নিয়ে। তুই শেরওয়ানি পরে আছিস। এখন সাদাফকে কোলে নিলে ও ব্যথা পাবে।”

আরশি শক্ত গলায় নীলকে কথটা বলল। নীল আরশির পাশে বসে বলল-

“তাহলে আমি শেরওয়ানি খুলে ফেলি! তখন দিবি তো!”

“অবশ্যই দিবো। তবে সাদাফকে না তোর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পর দিবো। যা সর এখান থেকে। কিছুক্ষণ পর তোদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে তোরা গিয়ে রেডি হ। আর নিলু তুইও যা গিয়ে তোর সাজ কমপ্লিট কর।”

আরশির ধমক শুনে নীল আর নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে। রুম থেকে চলে যাওয়ার আগে নীল আরশির দিকে চেয়ে বলল-

“তুলতুল হলে ওকে একেবারের জন্য আমরা নিয়ে আসবো। তখন তুই তুলতুলকে ভাগেও পাবি না মনে রাখিস হারামি।”

নীল ভেংচি কেটে চলে যায় রুম থেকে। ধ্রুব এসেছে আরশির কাছে। সাদাফকে কোলে নিতে চাইলে আরশি হাসি মুখেই ধ্রুবর কোলে সাদাফকে দিয়ে দেয়। ছেলেটা দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে। চোখের নিচে কালি পরে গেছে। খানিকটা শুকিয়েও গেছে। রৌদ্র অনেকবার জিজ্ঞেস করেছিল তার চিকিৎসা ঠিকঠাক মতো শেষ হয়েছিল কি-না। ধ্রুব প্রতিবারই হাসি মুখে বলেছে সে একদম ঠিক আছে। আরশিও এখন হুটহাট করেই অসুস্থ হয়ে পরে। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পরে যায়। দাঁড়িয়ে থাকার শক্তিও পায় না। কিন্তু রৌদ্রকে তেমন কিছু বলে না৷ এসব স্বাভাবিক মনে করেই অবহেলা করছে আরশি।

চলবে….

[রিচেক করা হয়নি। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের পর্বটা একটু অগোছালো হয়েছে দুঃখিত]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here