শুধু_তুই পর্বঃ০৪

#শুধু_তুই
#পর্বঃ০৪
#Rifat_Amin

-আচ্ছা। অতিছিগরই কি দাভাই? (প্রেয়সী)

দুজনের কথোপকথনে ভ্যাবলার মতো তাকিয়ে রইলাম আমি। পিচ্চুটা যে দিনদিন পেকে যাচ্ছে সেটা ধরতে পারছি ভালো করেই। এর কারণটা বোধহয় ঐশী। সারাক্ষণ মোবাইলে প্রেমালাপ করবে আর প্রেয়সী ওর সাথে সাথে থাকবে। এদিকে প্রহরভাইও লজ্জার মাথা খেয়ে পিচ্চুর সামনে কি বলছে! এদিকে মাইনকার চিপায় পরছি আমি। প্রহরভাই প্রেয়সী কাছে ডাকলেন,

– আমাকে তোমার কেমন লাগে সোনা? (প্রহরভাই)

প্রেয়সী ক্ষনকাল মাথা চুলকিয়ে ভেবে বললো,

-চকলেত দিলে বলবো কেমন লাগে৷ নাহলে আর বলবো না। (প্রেয়সী)

প্রেয়সীর কথায় হু হা করে হেসে উঠলেন প্রহরভাই। আমার দিকে দৃষ্টি রেখে বললেন,

-তোরা সব আচ্ছা ধুরন্ধর আছিসরে। ছোটটারেও এমন ঘুষ নেয়া শিখাচ্ছিস। (প্রহরভাই)

প্রহরভাইয়ের রুমের দরজায় হেলান দিয়ে নির্লজ্জের মতো তার কর্মকান্ড দেখছি। অবশ্য তিনিও কম নির্লজ্জ নন। শরীরে একটা গামছা আর তোয়ালে ছাড়া কিছু নেই। অথচ কেমন লজ্জাহীনভাবে পিচ্চুটার সাথে কথা বলছে। এদিকে প্রেয়সী কথার অর্থ বুঝতে না পেরে বললো,

– ওটা ধুলন্তর না হয়ে দুরন্ত হবে দাভাই। দূরন্ত সাইকেল আমি কিনবো। আব্বু কিনে দিবে বলছে। (প্রেয়সী)

প্রহরভাই এতক্ষণ বসেই প্রেয়সীর সাথে কথা বলছিলো। কিন্তু হঠাৎ যখন উঠে দাঁড়ালেন, তখন প্রেয়সী হা করে উপরে তাকালো৷ মনে হলো কোনো টাওয়ারের শীর্ষ দেখার জন্য তাকাচ্ছে। প্রেয়সী প্রহরভাইয়ের হাঁটুর সমান। আর আমি কাঁধ। প্রহরভাই দাঁড়িয়ে প্রেয়সীর উদ্দেশ্যে বললো,

– আমার পড়ার টেবিলের নিচের ড্রয়ারে যতগুলা চকলেট আছে সব তোমার, ঠিক আছে? নিয়ে তারাতারি চলে যাও। বলা তো যায় না। তোমার শাঁকচুন্নি একটা বড় বোন কেরে নিতে পারে সব।

চকলেটের কথা শোনা মাত্র তড়িৎ বেগে ড্রয়ার থেকে দুটো ডেইরী মিল্কের বড় বড় প্যাকেট বের করলো প্রেয়সী। ওর ভেতরে কতগুলা চকলেট আছে ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। শয়তানটা আমাকে একটাও দিবে না। এদিকে চকলেটের প্যাকেট পেয়ে পিচ্চু ভূলে গেলো এই রুমে তাঁর একটা সম্মানিত বড় বোন আছে। চোখের সামনে মহুর্তেই রুম থেকে পালালো প্রেয়সী। একটু বলতেও পারছি না ‘ বোন আমার জন্যও রাখিস ‘। এটা প্রহরভাই শুনলেই পঁচাবে আজীবন।

প্রেয়সী চলে যাবার পরপর মনে হলো আমারো আর এরুমে থেকে লাভ কি? থাকলেই তো বিপদ ক্রমে বাড়বে। আমিও রুম ছেড়ে চলে যাবো এমন সময় প্রহরভাই ঠাস করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘটনার আকষ্মিকতায় ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। এটা কি হলো? চট করে পিছনে ঘুরে বললাম,

– এটা কি করলেন প্রহরভাই? দরজা খুলুন আমি যাবো। (আমি)

– যাবি মানে? এক্ষুনি না বললি চকলেট খেতে ইচ্ছে করছে। আমি তো তোর ভালোর জন্যই দরজা বন্ধ করলাম। এখন চকলেট দিতে পারবো আর পিচ্চুও ভাগ বসাবে না। (প্রহর)

প্রহরভাইয়ের নেশাতুর চোখদুটোর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম,

– আমি কখন বললাম চকলেট খাবো। ক.কি বলছেন প্রহরভাই? (আমি)

-কিছুনা। দরজা খুলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আয় এক্ষুনি। আমি চেন্জ করে আসি। যদি পালানোর চেষ্টা করেছিস। তাহলে কয়টা থাপ্পড় গালে পড়বে মনে মনে ম্যাথ করে রাখ। লাগলে ক্যালকুলেটর ব্যাবহার করতে পারিস। মাইন্ড করবো না। (প্রহর)

প্রহরভাইয়ের কথা শেষ হওয়ামাত্র রুম থেকে খুব তারাতারি বেড়িয়ে পড়লাম। বলা তো যায়না, শয়তানের মত যখন তখন চেন্জ হয়। ডাইনিংয়ে এসে দেখি আচারের বয়াম পাশে রেখে চকলেট সাবার করছে প্রেয়সী। আন্টি বলছেন,

– এগুলা পরে খাইয়ো আম্মু। আমাকে দাও, রাখি। খাওয়ার পর নিয়ে যাইয়ো ঠিক আছে? (আন্টি)

প্রেয়সী একবার আন্টি আর আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললেন, আচ্ছা। এতক্ষণ আমাকে লক্ষ্য করেনি আন্টি। আমাকে দেখে আন্টি বললেন,

-এতক্ষণ সময় লাগে বাথরুমে মা। চা তো ঠান্ডা হয়ে গেলো আম্মু। (আন্টি)

আন্টির কথায় লজ্জায় মাথা কাটা গেলো আমার। কি ভূল করে প্রেয়সীকে বাথরুমের কথা বলছিলাম ধুর। এদিকে প্রেয়সী আন্টির কথা শোনামাত্র চটপট বললো,

– না না আন্টি। আপু তো এতক্ষণ দাভাইয়ের রুমে ছিলো। বললাম না চকলেটগুলা দাভাই দিয়েছে। (প্রেয়সী)

নায়ায়ায়ায়ায়া। ওরে ঘরের শত্রু বিবিশন। তুই এটা কি করলি? বলার আগে তোর বোনের যে ক্ষুদ্র মানসম্মান ছিলো সেটা বুড়িগঙ্গার জলে ধুয়ে ফেরত দিলি। লজ্জায়, লজ্জায় লজ্জাস্কোয়ার, কিউব হয়ে গেলাম আমি। হে আল্লাহ, মাটি খুঁড়ে নিচে ঢুকে যাবো আমি। তুমি ব্যাবস্থা করে দাও। মনে মনে হাজার গালি দিলেও বাস্তবে ভ্যাবলা মার্কা হাসি দিলাম আন্টির সামনে। তা ছাড়া আর কি করার। মানসম্মান কি আর আছে? হঠাৎ মনে পড়লো প্রহরভাই তো আমাকে বিরিয়ানি আনতে বলছিলো। বাহ! দারুণ আইডিয়া পেয়ে গেলাম। সহাস্য কন্ঠে বললাম,

-একটু আগে প্রহরভাই ডাকছিলো তাই গিয়েছিলাম আন্টি। তিনিও বিরিয়ানি খেতে চাইছে। আমাকে বললো নিয়ে আসতে। (আমি)

-কিহহ! বাবু দিনদিন বেয়াদব হয়ে যাচ্ছে। এভাবে কেউ বাড়ির মেহমানকে কাজের আদেশ করে। (আন্টি)

-না না। সমস্যা নেই।
বলেই সামনে থেকে একটা বিরিয়ানির প্লেট হাতে নিয়ে প্রহরভাইয়ের রুমে ঢুকে পরলাম। রুমে ঢুকেই আরেকদফা হা হয়ে গেলাম। হোয়াট এ লুকিং ম্যান! প্রহরভাইয়ের বউ অনেক লাকি যে এত হ্যান্ডসাম একটা বর পাবে। আবার মায়াও হচ্ছে, না জানি কত প্যারায় রাখবে ভাই। আহারে!
একটা সাদা শার্টের উপর পিংক ব্লেজার পরছে শুধু। চুলগুলো এলোমেলা কিন্তু মনে হচ্ছে এই চুল ঠিক করলেই তাকে লাগবে একদম ক্ষ্যাত। তাতেই এত হ্যান্ডসাম লুক কই থেকে আসে বুঝিনা। আমাকে তাকিয়ে থাকতে দেখে প্রহরভাই ছাদের দিকে দৃষ্টি রেখে বললেন,

– আমি জানি আমি সুন্দর। তাই বলে সবাইকে তাকিয়ে থাকতে হয় কেনো বুঝিনা। বিয়ে করে নিলেই তো পারে। মাথামোটা (প্রহর)

আমি কথাটা শোনা মাত্রই তড়িৎবেগে চোখ সড়িয়ে বিরিয়ানির প্লেটটা টেবিলে রাখলাম। ঝাঁঝালো কন্ঠে বললাম,

– আমি মোটেও আপনার দিকে তাকাইনি প্রহরভাই। (আমি)

– “ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি। ” ব্যাপারটা এমন হয়ে গেলো না? (প্রহর)

উফফফ ধরা খেয়ে গেলাম। এই মানুষটার সামনে কথা বলার আগে একশোবার ভাবতে হয়। নাহলে পরে পস্তাতে হয়। এখানে আর থাকাই যাবে না। ধুর। প্রহরভাইকে হতাশ কন্ঠে বললাম,

– আমি তাহলে যাই প্রহর ভাই। আশা করি আর দরকার পরবে না। (আমি)

– যাচ্ছিস মানে? চকলেট নিবি না? (প্রহর)

– না ভাইয়া। আপনি আপনার চকলেট রাখেন। (আমি)

প্রহরভাই ড্রেসিংটেবিলের ড্রয়ার থেকে কিসের জানি একটা প্যাকেট বের করলেন। দেখে তো মনে হচ্ছেনা সেগুলা চকলেট হবে। সেটা খুলে একটা লাল ওড়না বের করলেন। ওড়নাটা দেখেই পছন্দ হয়ে গেলো আমার। উফফ! কি সুন্দর। এটা কি উনার জিএফের জন্য নাকি? আজ তো চকলেট ডে। চকলেট ডে তে কেউ ওড়না গিফট করে? প্রহরভাই সামনে এসে ওড়নাটা আমার মাথায় দিয়ে বললেন,

– কেমন হয়েছে দেখতো। জীবনে প্রথম মেয়েদের কিছু কিনলাম। কষ্টরে! (প্রহর)

আমার হিংসাত্মক সত্বাটা জেগে উঠলো আস্তে আস্তে। শালা তুই ওড়না কিনছিস তোর গার্লফ্রেন্ডের জন্য। আমাকে দেখাচ্ছিস কেন? মনটায় খারাপ হয়ে গেলো। আমি বললাম,

– আমি গেলাম প্রহরভাই। হুদায় ডাকলেন আমায়। (আমি)

– তোর মাথায় ওড়না দেয়ার কারণ হচ্ছে দেখলাম তোকে কেমন দেখা যায় ওড়না মাথায় দিলে। বউ বউ লাগে কিনা। এখন তো দেখছি সত্যি সত্যি বউ লাগে। তাহলে তো আঙ্কেলকে বলে তোর বিয়ের ব্যাবস্থা করা দরকার। (প্রহর)

হঠাৎ কি হলো জানি না। মনটা প্রচুর খারাপ হলো। কান্না পাবার উপক্রম। আমার এমন করুণ অবস্থা দেখে প্রহরভাই আরো কাছে আসলেন। আমি সামান্য একটু পিছুতেই দেয়ালে পিঠ ঠেকে গেলো। উফফ!কি যন্ত্রণা। প্রহরভাইয়ের সামনে কান্না করা যাবে না। যাবে না মানে যাবে না। নাহলে ছিঁচকাঁদুনে বলে খ্যাঁপাবে। প্রহরভাই ওড়নাটা ভালোভাবে মাথায় দিয়ে বললেন,

-পছন্দ হয়েছে? (প্রহর)

আমি স্বল্পস্বরে বললাম,

-হু, মানে না। আপনার জিএফকে সুন্দর মানাবে।

– তোর জন্য এনেছিলাম। নিবি না?

মহুর্তেই আমার মন সচল হওয়া শুরু করলো। ভূলে গেলাম মন খারাপের সব মহুর্ত। ওড়নাটার দিকে তাকালাম। সত্যিই খুব সুন্দর। লজ্জায় প্রহরভাইয়ের দিকে তাকানোর সাহস পেলাম না। প্রহরভাই পকেট থেকে একটা ডেইরী মিল্ক বের করে বললেন,

– তোর বোনতো সব চকলেট নিয়ে গেলো। এখন এই একটার অর্ধেক তোর, অর্ধেক আমার। আমি আবার নারী পুরুষের ভেদাভেদ দেখি না। আজকে কি ডে জানিস?

আমি মহুর্তেই সহাস্য কন্ঠে বললাম,

– চকলেট ডে ভাইয়া।
– বাহ সব খবর রাখিস দেখছি। আন্টিকে বলে দিতে হবে তার মেয়ে পেকে গেছে। বিয়ে দিয়ে দাও।

আমি হতাশ দৃষ্টিতে চাইলাম।

———–🌥️

আপনার সাহস তো কম না, নির্লজ্জের মতো আমার পিছু পিছু ঘুরছেন। কাহিনীটা কি বলুন তো? বেশী বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশে দেবো!’

ঘটনার আকষ্মিকতায় থতমত খেয়ে গেলো প্রেম৷ একটা জরুরী কাজের জন্য সে বাইকে না উঠে হেঁটে যাচ্ছিলো। কিন্তু সে কি করে বুঝবে সামনের হেঁটে যাওয়া মেয়েটিই হসপিটালের সেই ঝগড়াটে। প্রেম হুডির পকেটে হাত ঢুকিয়ে বললো,

– দেখুন। আমি মোটেও ছ্যাঁচড়া ছেলেদের দলে পরি না যে লো ক্লাস মেন্টালিটির মেয়েদের পিছু ঘুরবো। সামনে আমার একটু দরকার ছিলো তাই যাচ্ছিলাম। নিজেকে কি ইন্ডিয়ান হিরোইন দীপিকা মনে হয়?

মেয়েটাও সামান্য তেড়ে এসে বললো,

-আপনি একটু বেশী বেশীই করছেন। শুরুতে আমার ভাইকে মারলেন৷ এখন আবার আমাকে মারার জন্য পিছু পিছু ঘুরছেন তাইনা? তা হবেনা মি.প্রেম। (মেয়েটি)

– প্রেমের পর খান টাইটেল এড করুন। রাস্তাটা আপনার না, আমারো না। আর আপনার ভাইকে রাস্তাঘাটে মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখান। নাহলে আমার মতো অন্য ভদ্র ছেলেদের হাতেও মার খেতো হবে। অতঃপর একটু থেমে আবার বললো, বাই দ্য ওয়ে, আপনার কি কথায় কথায় “বেশী বাড়াবাড়ি করবেন না” বলার রোগ আছে নাকি?

প্রেমের এমন পিন্চমার্কা কথায় মেয়েটা কিংকর্তব্যবিমুঢ় হয়ে গেলো। সে কোনটা ছেড়ে কোনটার উত্তর দিবে ভেবে পেলো না। মেয়েটা বললো,

– এখন কি আপনার কাছে আমার ভাই মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় শিখতে আসবে ? নিজের বয়সটা বার্থ সার্টিফিকেটে আরেকবার চোখ বুলিয়ে নিয়েন। (মেয়েটি)

– আচ্ছা দেখে নিবো। আল্লাহ হাফেজ। (প্রেম)
-আরে যাচ্ছেন কোথায়? আগে আমাকে সরি বলে যান। (মেয়েটা)
-কাকে সরি বলতে বলছেন আপনি? প্রেম খানকে! হাহাহা (প্রেম)

তাঁদের কথোপকথনের মাঝেই একটা প্রাইভেট কার বোধহয় ইচ্ছাকৃতভাবে হালকা ব্রেক কষিয়েও প্রেমকে ধাক্কা মেরে ছুটে পালিয়ে যায়। হঠাৎ কি থেকে কি হয়েগেলো বুঝে উঠতে পারলো না মেয়েটি। ধুসর পিচঢালা পথের একপাশটা সামান্য রক্তে গাঢ় কালো হয়ে গেলো মহুর্তেই। আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ফোবিয়া থাকায় সেও ঢলে পরলো সেখানেই..

আগাম একটা করে বেশি পর্ব পড়তে চাইলে আমাকে ফ্লো করুন ✊🖐️

চলবে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here