#শেষটা_সুন্দর
#পর্ব৫
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
এক সপ্তাহ পর,
কিরে রেহান আজকে না মুগ্ধতার বার্থডে , তুই ওরে সারপ্রাইজ দিবি না ?
দোস্ত , একটা কথা বলি ?
বল । কিন্তু কাহিনী কি রে ? তুই আমার সাথে এত নরম সুরে কথা বলতেসিস !
আসলে না একটা মিস্টেক হয়ে গেছে ।
কি হইছে?
মুগ্ধতার বার্থডে সামনের মাসে ।
মানে ? তুই যে বলি আজকে।
হ বলছিলাম , ঐটা ভুল ইনফরমেশন ছিলো।
তোকে কে বলছে ওর বার্থডে সামনের মাসে?
ও নিজেই বলছে।
এর আগেরটা কে বলছিলো ?
ঐটা ওর বার্থ সার্টিফিকেট এ ছিলো।
ওঃ আহাম্মক।
এই আমারে আহাম্মক কবি না।
কমু তোর কি?
কিছু না।
কাজের কথা শুন , নেক্সট উইকে নবীন বরণ হবে।
ও তাই নাকি !
হুমম।
আরে এটা তো খুব ভালো কথা ।
হ ।
টিচার বলছে আমাদের ক্লাস থেকে দুইজনকে উপস্থাপনা করতে আর ডুয়েট গানে পারফর্ম করতে।
আমি বলি কি , তুই মুগ্ধতাকে ম্যানেজ কর। ওর সাথেই তোকে পারফর্ম করতে হবে। এট এনি কস্ট।
আইডিয়াটা খুব ভালো । কিন্তু ও কি রাজি হবে?
হতেই হবে।
আচ্ছা ট্রাই করবো।
আচ্ছা ওরে চকলেট আর নোট দিছিলি আজকে ?
না দিব চল।
কোথায় যাবো ?
লাইব্রেরিতে।
ওঃ চল।
আমি আজকেও একটা চকলেট আর একটা নোট ডেস্কে রেখে দিলাম , যেখানে মুগ্ধতা রেগুলার বসে।
ঐদিকে,
আজকে লাইব্রেরি তে ঢোকার সময় রেহান আর রোহানকে ঢুকতে দেখলাম। ওরা আমার বেশ সামনে ছিলো তাই আর ডাকিনি।কিন্তু আমি দেখলাম রেহান আমার ডেস্কে কিছু একটা রাখছে। আরে ও তো চকলেট রাখলো।তার মানে ওই নোটস আর চকলেট এতদিন রেহানই দিতো।আর আমি টেরও পাইনি। কিন্তু আমি কি করবো এখন ? আমার হাততো বাধা। আমি নিজের ফিলিংস বা ওর ফিলিংস গুলোকে দাম দিতে পারবো না। কি করবো আমি ?
আরে মুগ্ধ!
হুম কে?
আমি রেহান।
ও তুমি।
কিছু কি ভাবছো তুমি ?
না তো ।
তোমাকে কিছু বলার ছিলো ।
বলে ফেলো।
আসলে নবীন বরণ এর ব্যাপারে।
ওহ। আমিতো ডুয়েট সং আর আঙ্কারিং করতে চাই বাট..
বাট কি?
পার্টনার পাচ্ছি না।
তোমার কি পার্টনার দরকার ?
ইয়াহ।
আমি আছি তো।
তুমি আমার সাথে ডুয়েট করবে?
হুম কেন নয় ?
তাহলে নাম লিখাতে হবে টিচার এর কাছে।
ওসব তুমি আমার উপর ছেড়ে দাও ।
ওকে মাই ফ্রেন্ড ।
হা হা চলো।
কোথায়?
কেন ক্যান্টিন এ।
না আমি একটু পরে আসবো ।
আচ্ছা থাক তুমি , আমি আসি।
বায়।
বায়।
রেহান এর সাথে না যাওয়ার কারণ একটাই , ওর লেখা নোটটা পরব।আমি ওর দেয়া নোট আর চকলেট এর খোসা সব রেখে দিয়েছি , কেন জানি ভালো লাগে ওগুলো।কাগজটা খুললাম আজ তাতে লেখা ছিল ,
তোমার জন্য রইলো আমার সপ্নে ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম
তোমার জন্য রইলো আমার চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা ।
রোহান কাজ হয়ে গেছে।
কি হইসে ?
মুগ্ধতা নিজেই আমার সাথে পারফর্ম করতে চাইছে।
ওয়াও দ্যাটস গ্রেট ।
অল দি বেস্ট ।
হুমম।
#চলবে
[রি চেইক হয়নি।ভুলত্রুটি মাফ করবেন]