সবটা অন্যরকম♥ পর্ব-২৫

0
407

সবটা অন্যরকম♥
#পর্ব_২৫
Writer-Afnan Lara
.
আম্মুকে যদি বলছো যে আমি মদ খেয়েছিলাম তাহলে তোমার হাড্ডি গুড়ো করে সেরেলাক বানিয়ে মিনিকে খাওয়াবো
.
দিবা মুখের কাছের চুল গুলোকে কানের কাছে গুঁজে দিয়ে চলে গেলো চুপচাপ
আহনাফ চায়ের কাপটা হাতে নিয়ে আরেক হাতে আইডিকার্ডটা ধরলো
দিবা যদি এ ব্যাপারে জেনে যায় তাহলে মহাবিপদ,,হয়ত মাকে জানাবে না বাট সে আমাকে ব্ল্যাকমেইল করতে পারে,,তার সাথে ঠিক করে কথা বলতে বলবে,এটা করতে বলবে ওটা করতে বলবে,,
বাট আজকের পর থেকে দিবা জানবেও না কোনোদিন,,কারণ এই চাকরিটা আমি ছেড়ে দেবো
মিশকা এভাবে ডিস্টার্ব করলে আমার পক্ষে বারে ডিউটি করা অসম্ভব হয়ে উঠবে
.
দিবা নিজের রুমে ফেরত চলে এসে ভাবলো”আইডিকার্ডে কি এমন আছে যে উনি এত রিয়েক্ট করেন?আমাকে আইডিকার্ডটা একবার দেখতেই হবে”
.
আহনাফ বিছানায় বসে বসে পায়ের জুতাটার ফিতা খুলছে
.
আসবো?
.
মা তুমি,এখন?ঘুমাওনি?
.
পাশের বাসায় গেছিলাম,তোর রুমে আলো জ্বলছিলো বলে এলাম,,ফ্রেশ হসনি এখনও?
.
না এখন ফ্রেশ হবো,,কেন,,কিছু দরকার নাকি?
.
আসলে কদিন বাদেই তো মণিতার বিয়ের অনুষ্ঠান শুরু হবে,,দিবার ভালো জামা নেই পরার,,তোর কাছে টাকা আছে??ওরে দুটো ড্রেস কিনে দেওয়ার?
.
উমমম!!ছিলো,,অগ্রিম নিয়ে নেবো,সমস্যা নাই
.
ভালো দেখে কিনে দিস ওকে,ওর পছন্দে,,তোর পছন্দে কিনিস না যেন,,ওর যেটা ভাল্লাগবে শুধু সেটাই কিনে দিবি,,আমার হাতে টাকা নেই,,তোর বাবার চাকরি নেই,তোকে বলতেও খারাপ লাগে,এক হাতে গোটা সংসার সামলাচ্ছিস,আরিফ টাও চাকরি খুঁজে পায় না,এভাবে একজন একা এত ভার কি করে সামলাবে,এবার দিবার আলাদা খরচ যোগ হলো
.
মা তুমি টেনসন নিও না তো,আমি সব সামলাতে পারবো,যাও ঘুমাও গিয়ে,আমি খাবার খেয়ে শুয়ে পড়বো
.
মা চলে যাওয়ার পর আহনাফ পকেটে হাত ঢুকিয়ে মানিব্যাগ বের করলো,পাঁচশ টাকা আছে সেখানে,এ মাসের এখনও কটা দিন বাকি,,পরের মাসের শুরুতেই বেতন পেয়ে যাব তাহলে আর অগ্রিম নিব না,বেতন পেয়েই ওকে জামা কিনে দিব,বিয়ে তো তার পরেই
.
দিবা ঘুমিয়ে পড়েছে,,আহনাফ নিজে নিজে খেয়ে সেও ঘুমিয়ে পড়লো,,দুজনের আর দেখা হলো না
পরেরদিন আবার সকাল বেলায় দিবা উঠে হাজির রান্নাঘরে নাস্তা বানাবে বলে,আজ সে ঠিক করেছে ভার্সিটিতে যাবে না,পরে ভাবলো আহনাফ রিকশাভাড়া দিলে তার থেকে বাঁচিয়ে একটা টব কিনা যাবে প্লাস্টিকের,,
হুম সেটাই করবো তাহলে
.
আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস,এখনও তো কেউ জানে না আমার….
.
এই মেয়ে!
.
দিব চমকে পিছন ফিরে তাকালো,আহনাফ জগিংয়ের যাবার জন্য রেডি হয়েছে,,হলুদ রঙের টিশার্ট,তার উপর দিয়ে ব্লু একটা জ্যাকেট পরেছে
আজ কি সূর্য উঠেছে??লোকটা কালো রঙ ছেড়ে নীল ধরলো,,শরীর ঠিক আছে তো?
.
আহনাফ ভ্রু কুঁচকে বললো”আমার জ্যাকেটটা ধুয়ে দিছি আর বাকি যে আরেকটা কালো জ্যাকেট আছে ওটা আয়রন করে রেখে দিছি ভার্সিটিতে যাবার সময় পরবো বলে,তাই আপাতত ব্লু পরেছি,এভাবে তাকিয়ে আমায় মনে করিয়ে দিতে হবে না,,আজ আমার সাথে ভার্সিটিতে যাবা তুমি
.
কেন?আমাকে না বললেন দূরে দূরে থাকতে?ভাড়া দিলেই হয়,আমি একাই যেতে পারবো
.
দরকার নাই,আমার কাছে যে টাকা আছে সেটা অন্য কাজে লাগবে,,শুধু শুধু টাকা খরচ করার দরকার নাই বাইক থাকতে,পিছনের সিট তো খালি পড়েই থাকে
.
কথা শেষ করে আহনাফ পিছনে ঘুরে তাকালো,,মিনি আছে কিনা দেখার জন্য তারপর দরজা খুলে আবারও তাকালো নাহ মিনি নেই,হাঁপ ছেড়ে বেঁচে আহনাফ সামনে তাকাতেই দেখলো মিনি ভালো বিড়ালের মতন সিঁড়িতে বসে ওর দিকেই তাকিয়ে আছে
আহনাফ নিজের কপালে ঠুস করে বাড়ি দিয়ে বললো”এতদিন মেয়েরা পাগল ছিলো আমার জন্য আর এবার বিড়াল পাগল হচ্ছে”
.
আহনাফ সাইড কাটিয়ে হেঁটে চললো এবার,মিনি একা পা দু পা করে আসছে,বেশি জোরে আসছে না আবার যদি আহনাফ কথা শুনায়
আহনাফ জোরে জোরে হাঁটছে যেন মিনি ওকে না দেখতে পায়
জগিং করতে করতে এক সময়ে হাঁপিয়ে গেলো সে তাই একটু থেমে একটা সিটে এসে বসলো,,এখান থেকে মায়ের রুমের বারান্দা দেখা যায় অনেক উপরে
মা বারান্দায় বাবার তোয়ালেটা শুকাতে দিয়ে আহনাফকে দেখে মুচকি হেসে চলে গেলেন,আহনাফ জিরোতে জিরোতে দেখলো মিনি নেই কোথাও,চিন্তা হলো মিনির জন্য কারণ মিনি ওর সাথেই বেরিয়েছিল
আহনাফ উঠে গিয়ে সেদিকে ছুটে গেলো,, পথে পেলো না মিনিকে,এবার চিন্তাটা আরও বেশি হচ্ছে,ভাবতে ভাবতে আহনাফ হাঁচি দিয়ে পিছনে তাকিয়ে দেখলো মিনি ওর পিছনেই ছিলো,মিনি আহনাফের সাথে সাথে নিজেকে খুঁজছিলো আর আহনাফ ভাবলো মিনির কি না কি হয়েছে ওকে দেখছি না কেন কিন্তু মিনি যে ওর পিছনেই ছিল তা ও জানলো না,মিনি ও সাউন্ড না করে পিছু পিছু আসলো
আহনাফ ব্রু কুঁচকে বাসার দিকপ হাঁটা ধরে বললো”আমাকে ভয় দেখিয়ে ভালো লাগলো তোমার??আমি তো ভাবলাম তোমাকে কেউ কিডন্যাপ করেছে তাই ছুটে এলাম বাঁচাতে আর এসে দেখি তোমার এই কান্ড

কোথাই ভাবলাম ভাড়ার টাকা জমিয়ে টব কিনবো তা আর হলো না ধুর ধুর!
.
কিরে ধুর ধুর করছিস কেন?কি লস হলো তোর?
.
না খালামণি,কিছু না,,বসো তো,নাস্তা রেডি এবার শুধু খাবে,খালু আর আরিফ ভাইয়াকে ডাকো,,
.
দিবা কোমড় থেকে ওড়না খুলে গায়ে জড়িয়ে এক এক করে নাস্তার প্লেট টেবিলে রাখছে,আহনাফ বাসায় ঢুকেছে সবে,সাথে মিনিও আছে
রান্নাঘরে থেকে দিবা ওদের একসাথে দেখে মুচকি হাসলো
মা আহনাফকে দেখে দাঁড়াতে বললেন
.
কি মা?
.
শোন,, এদিকে আয় বস,,দিবাকে যে জামা কিনে দিতে বলেছিলাম তোকে?? কিনতে হবে না আর
.
আহনাফ কপালের ঘাম মুছতে মুছতে চেয়ার টেনে বসে বললো”কেন?”
.
কাল তোর বাবা মানিক ভাইয়ার সাথে কার্ড ছাপাতে গেছিলো না??তো ফেরার পথে উনি বললোন মণিতার শ্বশুর বাড়ি থেকে ওর জন্য অনেক শাড়ী আর জামা পাঠিয়েছে অগ্রিম,,তোর ফুফু চায় দিবার জন্য কিছু পাঠাতে,আসলে মেয়েটা অসহায় শুনার পর থেকে উনি বেকুল হয়ে গেছেন ওর মুখে হাসি ফোটাতে,তো জামা শাড়ী আদনান দিয়ে যাবে আজ বিকালে,আদনানের অফিস তো এখানেই,যাওয়ার পথে দিয়ে যাবে বললো
.
ওহহ,,
.
দিবা ও এসে চেয়ার টেনে বসলো,,বাবা এসে বসতেই বললেন”মানিক আর আদনান পাগল প্রায়,এত এত কাজ সব একা দুজনে সামলাচ্ছে,,আদনানের চাচা হলো একজন তার হলো তিনটা মেয়ে,,হেল্পিং হ্যান্ড হিসেবে কেউ নাই,,ওর ফুফু ও একজন তার হলো একটা মাত্র ছেলে,তাও সে তার অফিসে গিয়ে বাসায় ফেরে রাত দশটায়,আদনানের উপর তাই বেশি প্রেসার পড়ছে”
.
হুম বাবা,,কি আর করবো,আমাদের বাসা দূরে তা নাহলে সব কাজ আমরাই করে দিতে পারতাম
.
মা আরিফের দিকে তাকিয়ে বললেন”আরিফ তুই এক কাজ কর,কদিনের জন্য তোর ফুফুর বাসায় চলে যা তাহলে আদনানকে এভাবে ছুটতে হবে না,আহনাফ তো যেতে পারবে না ওর ডিউটির জন্য”
.
ঠিক আছে মা,,আজকে আদনান ভাইয়ার সাথে যাব একসাথে
.
তাহলে তো ভালো হয়,ভালো বুদ্ধি দিলে তুমি,,
.
আহনাফ উঠে চলে গেলো রেডি হতে ভার্সিটি যাবে বলে
দিবাও জলদি তৈরি হতে গেলো
সে রেডি হয়ে বের হতেই দেখলো আহনাফ ওর আগেই চলে গেছে তাই দিবা ছুটে গেলো বাসার নিচে
নিচে নামতেই আহনাফ ওর হাতে আগের মতন পঞ্চাশ টাকার নোট ধরিয়ে দিয়ে বললো রিকশা নিয়ে যেতে
.
সেকি!!আপনি না বললেন আপনার কাছে ভাড়া নাই,যা আছে অন্য কাজে লাগাবেন,বাইকে যাওয়াই ভালো,তাহলে?
.
হুম,বাট যেই কাজে টাকাটা লাগতো সেই কাজ হয়ে গেছে সো আর লাগবে না,তাই এখন এই কাজে ব্যয় করছি,তোমার সাথে একাাথে বসে যাওয়ার মুড নাই আমার
.
দিবা রোডটার দিকে এক নজর তাকালো,সাথে সাথে সেদিনের ঐ ছেলেটার কথা মনে পড়লো ওর
আহনাফ বাইক স্টার্ট দিচ্ছে
.
একটু দাঁড়ান না
.
কি আবার?
.
ঐ যে ঐ ছেলেটা আছে না?
.
কোন ছেলেটা?
.
ইমরান না কি যেন নাম
.
কি করেছে ও?আবার ডিস্টার্ব করেছে?
.
হুম,যাওয়ার সময় ডিস্টার্ব করে,আমাকে প্লিস বাইকেই দিয়ে আসুন,এই যে আমি ওড়না পেঁচিয়ে ঠিকঠাক করে পরেছি
.
আহনাফ সামনের দিকে মুখ করে বললো”রিকশা নিয়ে আসো,বাই”
.
চলে গেলো সে,দিবা অসহায়ের মতন তাকিয়ে ওর চলে যাওয়া দেখছে
লোকটা এত স্বার্থপর!!আমাকে এভাবে একা রেখে চলে গেলো?
কি হতো আমায় বাইকে উঠালে?আজ আবার ঐ ছেলেটা ডিস্টার্ব করতে আসলে কি করবো আমি
.
দিবা ঢোক গিলে হাঁটা শুরু করলো,আগের মতন এখনও কোনো রিকশা পাচ্ছে না সে,,যেটার ভয় পাচ্ছিলো দিবা সেটাই হলো ঐ ছেলেটা আজও এসে হাজির
.
ঐ গোলাপি কই যাও,আজ তোমাকে আমি লিফট দিয়েই ছাড়বো
.
দিবা চোখ মুখ খিঁচিয়ে হাত মুঠো করে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে,,
ছেলেটা বাইকের স্পীড আরেকটু বাড়িয়ে দিবার সামনে এসে ওর পথ আটকালো,
দিবা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে
ইমরান থুতনিতে হাত বুলাতে বুলাতে বললো”আমার বাইক কি তোমার পছন্দ না?”
.
আমার তোরে পছন্দ না!
.
আহনাফের কথা শুনে ইমরান পিছনে তাকালো,আহনাফ তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে
ইমরান জলদি করে তার বাইক স্টার্ট করতে যেতেই আহনাফ ওর পিছনের সিটে এসে বসলো ওর গলা চেপে ধরে তারপর বললো”চল আজ লং ড্রাইভে যাই,,শীতলক্ষা নাকি বুড়িগঙ্গা,কোনটাতে গেলে তোরে ভালো চুবাইতে পারবো তুই ডিসাইড কর তো”
.
ইমরান ঢোক গিলে চুপ করে আছে
দিবা মুচকি হেসে তাকিয়ে আহনাফকে দেখছে শুধু
আহনাফ ইমরানের গলা আরও জোরে চেপে ধরে ফিসফিস করে বললো”সেদিনের ওয়ার্নিং এ ভয় লাগে নাই??দু চার ঘা দিতে হবে তাহলে??”
.
সরি ভাইয়া,আর এমন করবো না আমি
দিবা আপু!!মাফ করে দিন আমাকে,
.
আহনাফ গলা ছেড়ে দিয়ে বাইক থেকে নেমে দেখলো দিবা খুশিতে আটখানা তা দেখে দুষ্টুমি করে আহনাফ বললো”এরে দেখে তোর আপু মনে হয়?এরে তো খালার মতন লাগে,ডাকলে খালা ডাকবি,তাহলে একদম পারফেক্ট হবে,বুঝলা ইমরান?
.
ইমরান বাইক নিয়ে পালিয়েছে ততক্ষণে
দিবা আহনাফের সামনে এস বললো”আমাকে খালার মতন লাগে?”
.
হুম,,দিবা খালা,,আমার মৌসুমী খালামণির মেয়ে দিবা খালা
.
একদম খালা ডাকবেন না,আপনাকে তো চাচা জেঠার মতন লাগে
.
আমাকে কেমন লাগে সেটা তো আসতে যাইতে মেয়েদের চাহনি দেখেই বুঝা যায়
.
হু,,চলুন যাই আমার দেরি হচ্ছে ক্লাসে
.
জ্বী না,তোমার পথের কাঁটা রিমোভ করছি আর কোনো পথের কাঁটা নাই,সো! তুমি রিকশাতেই যাবা
তোমায় আমি বাইকে বসাবো না
ঐ মামা যাবেন,??
.
আহনাফ রিকশা থামিয়ে বললো”নাও উঠো”
.
দিবা রেগে মেগে উঠেও গেলো কারণ তাছাড়া উপায় নাই,এমনিতেও দেরি হচ্ছে
আহনাফ দিবাকে উঠিয়ে দিয়ে নিজের বাইক নিয়ে ভার্সিটিতে আসলো,,তখনই জিসান ছুটে এসে বললো মিশকা নাকি ওকে খুঁজে যাচ্ছে
আহনাফ জিসানের হাত ধরে বললো”ভাই প্লিস আমারে বাঁচা,,তুই যা করার কর তাও এর থেকে আমারে বাঁচা প্লিস”
.
ওকে আমি দেখছি,কিন্তু তুই তো বলছিলি মিশকাকে কিসব বুঝিয়ে ম্যাটার ক্লোজ করছস তাহলে এখন আবার সে পাগল হচ্ছে কেন?
.
আমার বানানো কাহিনী বিশ্বাস করলো না,কি করবো?
.
তুই আমার উপর ছেড়ে দে,দেখিস এবার বিশ্বাস করবেই করবে
চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here