সৃজা” পর্ব – ২১

0
1228

#সৃজা
পর্বঃ২১
লেখিকাঃআরুনীয়া চৌধুরী

গ্রামের কাঁচা রাস্তায় যখন গাড়িটা ঢুকলো তখনই এক অন্যরকম অনুভূতি মনে হানা দিলো।একপাশে সৃজার শাশুড়ী ঘুমিয়ে আছে আরেক দিকে টিউলিপ তার গলা জড়িয়ে ঘুমিয়ে আছে।সৃজাই শুধু জেগে আছে।গ্রামের গাছগুলো যেনো সৃজার কত পরিচিত।দূরের ক্ষেতে কৃষক গরু দিয়ে হাল চাষ করছে,কিছু ক্ষেতে আবার ট্রাক্টর দিয়ে জমি চষা হচ্ছে।একই জায়গা অথচ বিস্তর পার্থক্য।

যেমন তার আর সাফওয়ানের মধ্যে কত পার্থক্য।অনেক দিক দিয়ে বিপরীতে তারা।কিন্তু মনটা কাছাকাছি।মনের কথা পাত্তা দিতে ইচ্ছে করে না আর।নিজেকে শক্ত হতে হবে তো।সামনে তো আরো খারাপ কিছু হতে পারে।কিংবা আরো ভালো কিছু।

মাটির নরম গন্ধ সৃজার ঈন্দ্রীয় সজাগ করলো।টিউলিপকে আরেকটু ভালো করে জড়িয়ে ধরে জানালার পাশে বসলো।গ্রামের আকাশটা মেঘলা হয়ে গেলো হুট করে।হয়তো বৃষ্টি হবে।এই তো একটু আগের রোদে কৃষক ঘেমে একাকার হচ্ছিল এখনি আবার বৃষ্টিতে ভিজে ঠান্ডা হয়ে যাবে।

বৃষ্টি নামার আগেই বাড়ির সামনে এসে গাড়ি থামল।সৃজা লক্ষ্য করল গ্রামের সকল বাড়ি থেকে ভিন্ন এটা।পুরোনো প্রাসাদের মতো অনেকটা।দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে রং করা হয়েছে।বাড়ির লনের পাশের রাস্তায় গাড়িটা থামল।গেটের সামনে কিছু মহিলা বেড়িয়ে এসেছে।সামনে যে তিনজন মহিলা দাড়িয়ে তারা সকলেই প্রায় গয়নার দোকান।সৃজা বুঝতে পারছেনা এতো শোকাবহ পরিবেশেও তারা সেজেগুজে দাড়িয়ে আছে কেনো।

ধ্যান ভাঙলো ইমরান চৌধুরীর কথায়।

“সাফিয়া উঠো আমরা চলে এসেছি।”

ড্রাইভার এসে সৃজার পাশের দরজাটা খুলে দিল।অন্য পাশ থেকে সৃজার শাশুড়ী নামলো।টিউলিপকে কোলে নিয়েই বেরোলো।

গেটের সামনে আসতেই সৃজার শাশুড়ীকে ভিতরে ঢুকতে দিলেও সৃজাকে ঢুকতে দিলো না।তাকে বরন করা হবে এখন।এটা এ বাড়ির নিয়ম।নতুন বউ প্রথম বাড়িতে এলে এগুলো মানতেই হবে।সৃজা বুঝতে পারছেনা এরকম শোকাবহ একটা পরিবেশে তারা বধূবরণ নিয়ে পরে আছে কেনো?আর সে তো নতুন বউ না।বিয়ের তো অনেকদিনই হলো।ইমরান চৌধুরী বললেন

“এসব কি হচ্ছে?আমার বৌমাকে এখানে দাড় করিয়ে রেখেছো কেন?আর একন এসব করার প্রয়োজন কি?”

সেজেগুজে আসা বউদের মধ্যে একজন বললো

“ভাইজান আপনি এই মেয়েলি ব্যাপারে কিছু বইলেন না।মায়ের আদেশেই এসব হচ্ছে।মৃত্যু শয্যায় থেকেও নিয়মের হেলা করবেন না।এটা তো আপনি জানেনই।যদি সুস্থ হয়ে জানতে পারেন আপনার কথায় নিয়মের হেরফের হয়েছে তাহলে তুলকালাম হয়ে যাবে।”

ইমরান চৌধুরী অসন্তোষ মুখে বললেন

“ঠিক আছে যা করার করো তারাতারি।আর টিউলিপকে কেউ শুইয়ে দিয়ে আসো।বৌমা ওকে নিয়ে কতক্ষণ দাড়িয়ে থাকবে।”

কথাটা বলতেই কিছু মানুষ দ্রুত টিউলিপকে নিয়ে ভেতরের দিকে হাটা দিলো।সৃজা দাড়িয়ে রইলো।ইমরান চৌধুরী ও ভিতরে গেলেন।সৃজা এখনও দাড়িয়ে আছে।সাফওয়ান আসলে একসাথে বরণ করবে ততক্ষণ তাকে এখানেই থাকতে হবে।এমনিতেই জার্নি করে ক্লান্ত লাগছে তারউপর এসব আর নিতে পারছে না সৃজা।মানুষগুলোর মধ্যে গুঞ্জন হচ্ছে সৃজাকে নিয়ে।একজন মহিলা বললেন

“বাহ!আমাদের সাফীর বউ তো পরীর মতো সুন্দর।”

আরেকজন বললো

“না বুবু, পরীর থেকেও বেশি সুন্দর।কিন্তু এতো শুকনো কেনো।”

তার কথায় বাগড়া দিয়ে একজন বললো
“তো কি তোর মতো মুটি হবে।” উপস্থিত মানুষের মধ্যে হাসির রোল পরে গেলো।

তাদের কথা শুনে বুঝতে পারলাম এই তিনজন সাফওয়ানের মামানি।আর পাশে একজন কাজের লোকের হাতে মিষ্টি ও পানি আরেকজনের হাতে ধান,দূর্বা।সাফওয়ানের কয়েকজন কাজিনের সাথে বাইরের মানুষও আছে।

ভিরের মধ্যে কে একজন বললো”এই নতুন বউকে একটা চেয়ার এনে দে।”

সাথে সাথে একজন একটা চেয়ার এনে দিল বসার জন্য।সৃজা আর অপেক্ষা করল না।বসে রইল।কিছুক্ষণ পরই সাফওয়ানের গাড়িটা এলো।সাফওয়ানের কাজিনদের একজন বললো সানিয়া আপুও এসেছে। বুবু আগে বেরিয়ে আসলো।সাফওয়ান গাড়ি পার্ক করতে গেছে।বুবু আমাকে বাইরে বসা দেখে কিছুটা অবাক হলো।রেগে গিয়ে বললেন

“হোয়াট দ্য হেল,এখানে কি হচ্ছে? বড় মামানি,মেজো মামানি,ছোট মামানি তোমাদের কি কান্ডজ্ঞান নেই?”

“কেনো কি হয়েছে মা?সানিয়া মা তুমি বোধহয় সফর করে ক্লান্ত হয়ে গেছো যাও উপরে যেয়ে জিরিয়ে নাও।”

“আপনারা আমার কথা ভাবছেন অথচ আমার একমাত্র ভাইয়ের বউ আধা ঘন্টা আগে এখানে এসে ভিতরে ঢুকতে পারেনি।সেটা খেয়াল করেন নি?”

সবার মুখটা দেখার মতো হলো।বড় মামানি বুবুকে আবারও একি কথা বলে উপরে পাঠালেন।বললেন

“এখনি সব নিয়ম শেষ করে নতুন বউকে উপরে পাঠাবো।মা তুমি রাগ করো না।সাফী বাবা তো এসে পরেছে।”

অগত্যা সানিয়া রাগে লাল হয়েই উপরে চলে গেলো।সাফওয়ান গাড়ি পার্ক করে এলো।তার মুখটা থমথমে।এখানে কি হচ্ছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই।তাদের বরণ করার নিয়ম শুরু হলো।আমাদের দুজনকে একটা পাথরের সমতল শীলে দাড় করালো।তারপর তেল দূর্বা মাথায় দিয়ে কি যেনো পরল।এরপর মিষ্টিমুখ করে বললো

“এবার বউকে নিয়ে ভিতরে যাও বাবা।” সাফওয়ান সবার সামনেই আমার হাতটা ধরে নিয়ে আসলেন।পেছন থেকে কেউ একজন বললো বউ পাগলা।সত্যিই কি তাই???

সাফওয়ান আমাকে নিয়ে সরাসরি নানুর রুমে এলো।নানুর চারপাশে কতজন মুরুব্বি বসে আছে।রুমে ঢুকে সবার উদ্দেশ্যে সালাম দিলাম।সকলেই সালামের উত্তর দিলেন।

আম্মা নানুর একহাত ধরে বসে চোখের জল ফেলছেন।সাফওয়ান আমাকে নিয়ে তার কাছাকাছি বসলো।আম্মা আমাদের দেখলেন তারপর বললেন

“মা দেখ তোমার সাফী এসেছে ওর বউকে নিয়ে।”

নানু পিটপিট করে তার চোখ খুললেন।এত ফর্সা শরীরে চোখগুলো খরগোশের চোখের মতো মনে হচ্ছে।পাপড়িগুলো সাদা,ভিতরটা হালকা লাল।আমার কিছুটা ভয় লাগল।কেনো জানিনা সাফওয়ানের হাতটা দুই হাত দিয়ে শক্ত করে ধরলাম।তিনি আমাকে ইশারায় কাছে ডাকছেন।আমি গিয়ে পাশে বসলাম।আস্তে আস্তে কিছু বলছেন কিন্তু আমি কিছু বুঝতে পারছিনা।দেখে মনে হচ্ছে চোয়ালের অধিকাংশ দাতই পরে গেছে।ডাক্তার পাশেই ছিলেন।উনি পালস চেক করলেন।বললেন

“চিন্তা করার কিছু নেই।এ যাত্রায় রক্ষা।তবে সাবধানে থাকতে হবে।মাথার চোটটা গুরুতর।তবে ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে।”

সবাই যেনো হাফ ছেড়ে বাচল।নানুমনি বাথরুমে পরে গিয়ে মাথায় চোট পেয়েছিল।তখন নাকি অবস্থা অনেক খারাপ ছিল।ডাক্তার বললো

“এখন ওনার ঘরে শুধু প্রয়োজনীয় একজনকে রেখে সবাই বাইরে যান।ওনার রেষ্টের প্রয়োজন।”

সাফওয়ান নানুমনির হাতটা ধরে চুমু দিলো।তারপর বললো

“তুমি সুস্থ হয়ে যাও নানীজান।তোমার সাফী তোমার কাছে এসেছে।দেখ তোমার নাতবউ সৃজাও এসেছে।তুমি আনন্দ করবেনা?তোমাকে বিছানায় ভালো লাগে না নানীজান।”

কতক্ষণ নীরব থাকার পর সাফওয়ান উঠল।সবাই একে একে চলে গেছে।বুবু দূরে দাড়িয়ে ছিল তার চোখেও জল দেখতে পেলাম।আমাকে নিয়ে সাফওয়ান বেরিয়ে এল।

দোতলার নানুমনির রুমের বিপরীত দিকের কর্ণারের একটা রুমে সাফওয়ান আর আমাকে থাকতে দিয়েছে।এখানে এক রুমেি থাকতে হবে আমাদের।তাদের তো আর বলা যায় না “আমার স্বামীকে আমি শাস্তি দিয়েছি তাই এখন আমি অন্য রুমে থাকবো।আমাকে আরেকটা রুম দিন।”

এ রুমে বেলকনি নেই।সাফওয়ান ওয়াশরুমে।আমার লাগেজটা এ রুমে নেই।কাকে বলবো দিয়ে যাওয়ার কথা।কাউকে তো চিনিও না।একটু বাইরে গিয়ে আবার চলে আসলাম।একটু পর একজন মেয়ে আসলো হাতের ট্রেতে শরবতের দুটি গ্লাস।পড়নে লাল টকটকে থ্রি পিছ।মাথায় দুই পাশে দুইটা বিনুনি।পাশের টেবিলের উপর ট্রেটা রেখে আঙ্গুলে ওরনার প্রান্ত পেচাতে পেচাতে সৃজাকে বললো

“বড় আপা কইছে আপনার কোনো প্রয়োজন লাগলে আমারে কইতে।” বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড় দিল।আবার মিনিটের মধ্যেই দৌড়ে ভিতরে ঢুকলো বললো

“আপনারে তো আমার নামি কই নাই।তাইলে ডাক দিবেন কি কইয়া।আমার নাম তুলি।তু কইলেই আমি হাজির।”

সৃজা ভেবেচিন্তে বললো

“তো তুলি আপাতত আমার লাগেজটা এ রুমে দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।”

“এইডা কইতে আমি এখনি নিয়া আসতাছি।”বলেই আবার দৌড় দিল।

মাথার চুলগুলো খুলে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনি করছি এমন সময় সাফওয়ান বের হলো।এই লোক এখানে এসেও শুধু তোয়ালে পরে বেরিয়েছে।কোনো লজ্জা নেই।এটা কি শহর যে সবাই নক করে ভিতরে ঢুকবে।অসহ্য!!

সৃজার পেছনে এসে দাড়ালো সাফওয়ান।চুলগুলো পেছনের দিকে ঠেলছে।সৃজা আড়চোখে আয়নাতে তাকালো।এক মুহূর্ত অপেক্ষা না করে দরজাটা লাগিয়ে দিল সৃজা।সাফওয়ান অবাক হলো না কারণ সে জানে সৃজা কেন এমন করল।দরজার সামনে দাড়িয়েই বললো

” যান চেঞ্জ করে আসুন।এটা কি শহর নাকি যে যখন তখন এভাবে বেরোবেন।যান বলছি।”সাফওয়ান কিছুক্ষণ তাকিয়ে রইলো সৃজার দিকে।সৃজার দৃষ্টি এদিক ওদিক ঘুরছে।সাফওয়ান এক পা এক পা করে বাইরে থেকে আওয়াজ এলো”ম্যাডাম আপনার লাকেজ নিয়া আইছি।দরজা খোলেন।”

সাফওয়ান অগত্যা উল্টো ঘুরে জামা কাপর নিয়ে ওয়াশরুমে ঢুকলো।সৃজা দরজা খুলে দিলো।লাগেজটা নিয়ে তুলিকে বিদায় দিল।মেয়েটা বেশি কথা বলে।সাফওয়ান একটা ব্লুু কালার পোলো শার্ট আর জিন্স পরে বের হলো।আমাকে বললো

“যাও ফ্রেশ হয়ে নাও।নিশ্চয়ই ক্লান্ত।শাওয়ার নিয়ে ঘুম দিবে।আমি একটু বাইরে যাবো।”

…………….

“আর হ্যা তার আগে খেয়ে নিবে।আমি বলে যাচ্ছি খাবার পাঠাতে।” বলে দ্রুত পায়ে চলে গেল।

সৃজার ইচ্ছে করল একবার জানতে কোথায় যাচ্ছে কিন্তু পরক্ষণে থমতমে মুখে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো।এখানে থাকাকালীন শাড়ি পরতে হবে।

গোসল করে এসে ভেজা তোয়ালেটা মাথায় রেখেই সৃজা ঘুমিয়ে পরলো।তার প্রচন্ড ঘুম পেয়েছে।টেবিলের উপর খাবার রাখা তাও খেয়াল করেনি।

“আমার দেখার রেখা তোমাতে সীমাবদ্ধ
আমার জানার জ্ঞান তোমাতেই সমাপ্ত”
সৃজার ঘুমন্ত মুখের উপর ঝুকে কেউ এই কথাগুলো বলছে।সৃজা অবচেতন মনে বুঝতে পারলেও লোকটিকে অচেতন মনেই জড়িয়ে ধরে আরো গভীর ঘুমে তলিয়ে গেলো।

সাফওয়ান রুমে ঢুকে খাবারের প্লেটটা দেখে রেগে গিয়ে সৃজাকে কিছু বলতে চাইলেও বলতে পারেনি।সৃজার দিকে তাকিয়েই মনটা নরম হয়ে গেলো।চুলের তোয়ালেটা ধীরে ধীরে খুলে দিল।সৃজার পাশে শুয়ে কতক্ষণ ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইলো।সাফওয়ানের মনে হচ্ছে প্রেয়সীর ঘুমন্ত মুখটা দেখে তার মনটা কবিত্বময় হয়ে যাচ্ছে।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here