হাতে_রেখো_হাত (১০

0
132

#হাতে_রেখো_হাত (১০)

শ্বাস নিতে কিছুটা সমস্যা হয় আবরাজের। চিকিৎসা চলছে। বিগত একটা সপ্তাহ সব থেকে বেশি খেয়াল রেখেছে রুস্মি। মেয়েটা সহজ সরল আর শুদ্ধ। সর্বদা সব দিকে খেয়াল তার। ঔষধ গুলো নিয়মের এক সেকেন্ড এদিক সেদিক ঘটে নি। ডাক্তার বলেছেন দ্রুতই সুস্থ হতে পারবে। বিশেষ গ্যাস সম্পর্কে ইতোমধ্যেই আলোড়ন চলছে। চারপাশে খবরটা যেন ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে। অফিসার আবুলের আসার কথা। ভদ্রলোক আসবেন বিধায় নাস্তার আয়োজন করা হচ্ছে। হরেক রকমের স্ন্যাকস। ভদ্রলোক এলেন একটু লেট করে। সন্ধ্যা পেরিয়ে মোটামুটি রাত সাড়ে আটটা বেজে গেছে। সোফায় বসে চা শেষ করে বললেন “তোমার বিগত দিন সম্পর্কে খোঁজ নিতেই একটু লেট হলো। এখন বলো কেমন আছো? ”

“আল্লাহর রহমতে ভালো আছি স্যার।”

“ভালো তো থাকতেই হবে আবরাজ। তুমি জানো দেশের পরিস্থিতি। গার্ডরা পেয়েছে তোমায়। ভাগ্যিস টহল দিচ্ছিল তারা। নতুবা নিশ্চিত ছিল তোমার ধ্বং*স।”

“কিন্তু স্যার, আমি বুঝতে পারছি না। বিষাক্ত গ্যাস কেন ছড়িয়েছে। আর কারাই বা ছড়িয়েছে।”

“ইনভেস্টিগেশন চলছে। আশা রাখা যায় দ্রুতই কিছু বিষয়ে অবগত হওয়া যাবে।”

আবরাজকে চিন্তিত দেখাল। অফিসার আবুল চারপাশে চোখ বুলিয়ে বললেন
“বাড়িটা ভীষণ সুন্দর। তোমার চাচার প্রভাব আর দৌলতের প্রতীক।”

জবাবে আবরাজ হাসল। সত্যি বলতে আনিসুল সাহেব শুরুতে ছিলেন সাধারণ এক কর্মজীবী। শিক্ষিত আর ভদ্রতার মাঝে থাকা প্রলোভনটা হঠাৎ ই উদয় হলো একদিন। ভাইয়ের টাকা মে*রে দিয়ে ব্যবসা শুরু। এভাবেই আজ বাড়ি, গাড়ি, প্রচুর সম্পদ উপার্জন করেছেন। এসব প্রথম দিকে পীড়া দিত খুব। তবে আবরাজের বাবা ছিলেন শান্তিপ্রিয় মানুষ। তিনি ভাইয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না। বরং পরিবারকে নিয়ে ফের শুরু করলেন পথচলা। এসব ভেবে কেবল দীর্ঘশ্বাস ফেলে আবরাজ। খানিক বাদে রেবেকা এসে বলেন ডিনারের কথা। ডিনারে উপস্থিত ছিলেন সবাই। প্রতিটা মানুষের আচারণ ছিল নম্র। অফিসার আবুল কিছুটা স্বস্তি পেলেন এই ভেবে, সব হারিয়ে হলেও আবরাজের একটা পরিবার হয়েছে। নিজের পরিবার।

পরদিন সকালের কথা। বাগানে জল দিচ্ছে রুস্মি। পাশে বসে ম্যাগাজিন পড়ে রুবি। মেয়েটার এই কর্ম। ফ্যাশনের প্রতি ঝোঁকটা ও বিশাল। ইতোমধ্যেই স্কুলের প্রোগ্রামে মডেলিং করেছে। লম্বাটে দেহ আর লাবন্যময় ত্বকের অধিকারী হওয়াতে কিছু শো করার ও সুযোগ এসেছিল। তবে না করে দেয়। রুবির মতে এসব ছোট খাটো কাজ সে করবে না। সোজা সাপ্টা টিভি চ্যানেল গুলোর প্রোগ্রামে অংশ নিবে। সেই নিয়েই নানান জল্পনা কল্পনা। রুস্মির পানি দেওয়া শেষ। গাছ গুলো ছাঁটাই করার সময় রাস্তার পাশে ফুলের গাড়ি দেখতে পায়। নানান রকমের ফুলের মাঝেও চোখ আটকে যায় এক কোণে থাকা কিছু সাদা গোলাপের দিকে। এত সুন্দর লাগছিল যে রুস্মি ভুলেই যায় যাওয়ার কথা। যখন খেয়াল হয় ছুটে আসে। ফুল গুলোতে হাতের ছোঁয়া দিতেই মনে আসে আবরাজের কথা। সে বহু আগের কথা। আবরাজ সাদা গোলাপ পছন্দ করত। এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ওদের পরিবারের সকলে। সেখানে একটাই সাদা গোলাপ ছিল। ফেরার পথে ছেলের জন্য তা নিয়ে আসেন চাচিজান। সেই ফুল ভালো লেগে যায় রুস্মির। প্রথম বারের মতো সাদা গোলাপ দেখেছে সে। সেই সাদা গোলাপের মোহে ডুবে যায়। বায়না ধরে নিবে বলে। চাচিজান ঋনাত্মক কোনো প্রতিক্রিয়া করেন নি। আবরাজের প্রিয় ফুল চলে আসে রুস্মির কাছে। প্রচন্ড মন খারাপ হয় আবরাজের। বয়স অল্প। বাচ্চা ছেলে তখন। তবু মায়ের সিদ্ধান্তের উপর টু শব্দ অবধি করে নি। কতটা নম্র আর আনুগত্য ছেলেটা সেদিন ই বুঝে এসেছিল। রুস্মি দেখেছিল ঘরের এক কোণে বসে কাঁদছে আবরাজ। সেদিন খুব খারাপ লাখগেও রুস্মির ছোট মন নিজের ভালো লাগার ফুলটি আবরাজকে দিকে এগিয়ে দিতে পারে নি। স্বার্থপর হয়েছিল সেদিন। সেসব ভেবেই কেঁপে উঠে রুস্মি। ফুল গুলোর দিকে তাকিয়ে ওর মনে হয় শুধু আবরাজের জন্যই সৃষ্টি এই সৌন্দর্য্য।

কপালে হাত রেখে কিছু একটা ভাবছিল আবরাজ। আধশোয়া হয়ে। পেছন থেকে রুস্মির ডাক ভেসে এলো। “আসব?”

অদ্ভুত শুনালো কথাটা! ঘরে আসার জন্য রুস্মি কখনো কি অনুমতি চেয়েছে? কই না তো। আজ কেন চাইছে? নড়েচড়ে উঠে ছেলেটা। কপাল থেকে হাত সরিয়ে বলে
“এসো।”

আশ্চর্যের বিষয়ে হচ্ছে অনুমতি দেওয়ার পূর্বেই এসে গেছে রুস্মি। হয়তো মনোযোগ পাওয়ার বিশেষ কোনো টেকনিক ছিল এটা। আবরাজ ঘাটালো না। খুব সকাল নয় তবে আকাশ কিছুটা মেঘলা। তাই কেমন যেন অনুভব হয়।

“তারপর বলো, কি খবর তোমার?”

“আমার খবর? আমি অসুস্থ নাকি তুমি?”

“অসুস্থ না হলে কি খবর দেওয়া যায় না?”

“সেসব বাদ। অতো গভীর কথা আমি বুঝি না। তুমি বলো, নাস্তায় কি খাবে আজ।”

“রোজ যা খাই। ডাক্তার তো চার্ট করেই দিয়েছেন।”

অসহায় চোখে তাকালো রুস্মি। যা এড়াতে পারে নি আবরাজের চোখ। স্বল্পভাসী অথচ স্পষ্টবাদী মেয়েটা ও যে এমন বিব্রত হতে পারে তা জানা ছিল না। মেয়েটা চটপট কথা বদল করতে চাইল। “মা বলছিল বিকেলে তোমায় নিয়ে ঘুরে আসতে।”

জবাব দিচ্ছে না আবরাজ। রস্মি যে অন্য কিছু বলতে চাইছে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় নি। তবু সে কথা বাড়ালো না। রুস্মি চা দিয়ে চলে যায়। আবরাজ ভাবনায় পরে। মেয়েটার মাথা কি ঠিক আছে?

আবরাজ সম্পর্কে একটা ধারণা জন্ম নিয়েছে রুস্মির মনে। ছেলেটা নিশ্চয়ই কানা। এই যে সকাল সকাল ফুল গুলো রেখে এসেছে। অথচ ছেলেটা এখনো দেখে নি। এখন প্রায় দুপুর। ফুল গুলো নেতিয়ে এসেছে। টেবিল থেকে চটপট তুলে নিতেই আবরাজের কণ্ঠ “ওগুলো নিচ্ছো কেন?”

ভরকে যায় রুস্মি। ব্যলকনি থেকে বেরিয়ে আসে আবরাজ। মাথার চুল গুলো আদ্র। সবে গোসল করেছে। লম্বাটে ছেলেটার শরীর থেকে মিষ্টি এক সুবাস নাকে এসে লাগে। সেটা কল্পনা নাকি জানে না রুস্মি। ওর কি হলো কে জানে ধরমরিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। যেন বৃষ্টির পর নেমে আসা রোদ্রের জলক। হুট করে উঠে হুট করেই পালিয়ে যায়।

.

বিকেলে আবরাজ, রুবি আর রুস্মি বের হলো। বাসা থেকে দশ মিনেটের হাঁটা পথ। তারপর ই একটা মাঠ। শহরের এপ্রান্তে এমন একটা জীবন্ত মাঠ সত্যিই অবিশ্বাস্য! কচি কচি ঘাস। এক পাশে কিছু লম্বা লম্বা গাছ। এই ব্যস্ত ধুলোবালি ভরা ইট পাথরের শহরের মাঝে এমন এক স্নিগ্ধ মুগ্ধতা সত্যিই অবিশ্বাস্য ব্যপার। রুবি এসে থেকে ফোনে মগ্ন। এই সুন্দর পরিবেশ ওকে ছুঁতে পারল না! অন্যদিকে রুস্মি মুগ্ধতায় হারিয়ে। উপন্যাস পড়ে পড়ে মনের ভেতর এক নতুন পৃথিবীর উদয় হয়েছিল। যে পৃথিবীটা ব্যস্ত শহরের সাথে ভীষণ অমিল। আজকের এই মুগ্ধতা উপন্যাসের পাতায় বর্ননা করা সুন্দর বিকেলটার মতোই। রুস্মি কিছুটা দূরে এসে দাঁড়িয়েছে। এদিক সেদিক তাকায় আবরাজ। সীরাত ফোন করেছিল। বলল আশেপাশেই আছে। এখনি চলে আসবে। মেয়েটা আসে কিছু সময় বাদেই। গায়ে জগিং স্যুট। ঘামে চুপচুপে শরীর।

“কেমন আছো তুমি?”

“ভালো। জগিং করছিলে?”

“হ্যাঁ। সকাল বিকেল দুই টাইম। না হলে শরীরে জ্যাম ধরে।”

“এত প্রেসার নিও না। হীতে বিপরীত না হয়।”

“কিছু হবে না। তোমায় বলেছিলাম নিয়মিত হাঁটতে। অথচ তুমি ঘরের কোণে বসে থাকলে। ঘরকুনো হলে কিন্তু সুস্থতা আসবে না। এই যে আজ কত সুন্দর আর স্নিগ্ধ লাগছে।”

কথার মাঝে ছেলেটার নিকটে এসে গেছে সীরাত। দূরত্ব খুব ই সামান্য। সীরাতের মুখে একটা মায়া আছে। যে মায়া ভাবাতে বাধ্য করে প্রায়শই। দারুণ কোনো সুন্দরী নয় মেয়েটি।অথচ দেশের প্রতি নিখাদ তার ভালোবাসা। পকেটে রুমাল ছিল। সেটাই এগিয়ে দিল আবরাজ। ঘর্মাক্ত মুখটা মুছে নিয়ে ফেরত দিতে চাইলেই আবরাজ বলে
“রেখে দাও।”

“রুমাল রাখতে নেই। ঝগড়া হওয়ার সম্ভবনা আসে।”

“আমাদের হবে না। নিশ্চিত থাকো।”

কথার পৃষ্ঠে কথা বলে নি সীরাত। বরং চুপটি করে রেখে দিয়েছে। রুস্মি এতক্ষণে ওদের দেখতে পেল। কাছে এলো। কুশলাদি করল।
“স্ট্রিট ফুড খাবে তোমরা?”

“খাওয়া যায়।”

“না, না খাওয়া যাবে না।”

“কেন রুস্মি?”

“ওকে ডাক্তার প্রপার ট্রিটমেন্টে রাখতে বলেছেন। নতুবা সমস্যা হতে পারে।”

হাসল সীরাত। রুস্মির গালে হাত রেখে বলল “বাহ সব দিকে নজর দেখছি।”

রুস্মি কিছু একটা বলেছে। কিন্তু সেটা শুনতে পেল না কেউই। সীরাত আর আবরাজ হেঁটে চলেছে। হাতে কিছু হলুদ গোলাপ। রুস্মির শরীরের প্রতিটা নিউরন যেন নিজেকে বলছে “মানুষটা কবে তোর মনের দখল করে নিল?”

চলবে….
কলমে ~ ফাতেমা তুজ

মাতাল হাওয়া
https://www.facebook.com/100076527090739/posts/189424486951787/?app=fbl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here