অন্তরিন প্রণয় পর্ব-১৭

0
878

#অন্তরিন_প্রণয়
#পলি_আনান
#পর্ব_১৭

গুরুগম্ভীর চিন্তিত মুখ নিয়ে ফাতেমার রুমে বসে আছেন বাড়ির সকলেই।ফাতেমার অসুস্থতা আজ আবার বেড়েছে।আফীফ ডাক্তারকে পৌছে দিতে বাড়ি থেকে বেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো।আহনাফ দেওয়ান চিন্তিত মুখ করে বসে আছেন সোফায়।সেহেরিশ মৌকে নিয়ে সবার পেছনে আড়ালে দাঁড়িয়ে আছে জড়োসড়ো হয়ে।আফীফ তার কাজ সেরে রুমে ডুকতেই সেহেরিশের দিকে আড় চোখে তাকালো।সেহেরিশ আফীফের দৃষ্টি বুঝতে পেরে নিজেকে আড়াল করে নেয়।গত কয়েকদিন সেহেরিশ আফীফের থেকে বেশ দূরত্ব নিয়ে চলেছে আগের মতো হুট হাট তর্ক বির্তকে জড়ায়নি।নিজেকে মানিয়ে নিতে সম্পূন্ন চেষ্টা করেছে সে।

– দাদুভাইরে আমার পাশে একটু আয়।তুই আমার মরণ চাস।কোন দিন আমার কোন কথাই রাখস না।যেদিন মরমু সেদিন বুঝবি।

ফাতেমার এমন যুক্তিহীন কথায় রাগ লাগলো আফীফের কিন্তু রাগটা প্রকাশ না করে দ্রুত তার দাদীজানের পাশে বসে যায়।
– এইসব কি কথা দাদী?তোমার কোন কথা আমি না রেখেছি একটু বলবে।
– তুই বিয়ে-শাদী কর।আমি আমার নাতির ঘরে ছেলে-মেয়ে দেখে যেতে চাই।আমার কথা এবার শুন তুই আর কত থাকবি এমন।

ফাতেমার কথা শেষ হতেই সবার আড়ালে আফীফ আড় চোখে একবার সেহেরিশের দিকে তাকালো।বিষটি মারুফার চোখে তৎক্ষনাৎ ধরা পড়ে।সহসা তিনি বুঝে নেন আফীফ খুব করেই সেহেরিশকে চাইছে।
.

খুরশীদ আনওয়ারের রুমে আজ আলোচনায় বসেছেন মারুফা,খুরশীদ এবং ফাহমিদা।মারুফা নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও এই বাড়িতে সেহেরিশের বিয়ে আটকাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
– ভাইজান তোমায় কিছু কথা বলার ছিল।ভাবী জানে আমি ভাবীকে বলেছি।
– কী কথা বল।
– দেওয়ান বাড়ির সদস্যরা চাইবে আফীফের বউ হিসেবে সেহেরিশ এই বাড়িতে আসুক।কিন্তু তুমি কিছুতেই তাদের প্রস্তাবে রাজি হবে না।
– কি বলছিল এইসব?তোর কেন মনে হলো যে তারা আমাদের সেহেরিশকে চাইবে?
– এত প্রশ্ন কেন করছো ভাইজান যেটা বলছি সেটা শুনো।আমরা সেহেরিশকে এই বাড়ির বউ করবো না।কিছুতেই না।
– আফীফ পাত্র হিসেবে যথেষ্ট ভালো।ব্যক্তিগত ভাবে আমি নিজেও ছেলেটাকে পছন্দ করি আমার মেয়ে তার হাতে তুলে দিতে আমি দ্বিধাবোধ করবো কেন?

খুরশীদ আনওয়ারের কথায় ফস করে শ্বাস ছাড়লো মারুফা।উত্তেজিত হয়ে টেবিলের উপর থেকে পানি নিয়ে দ্রুত গিলে বিছানায় বসে যায়।

– দেখো ভাইজান যা বলছি মন দিয়ে শুনো। বিয়ে ছেলে খেলা না।এতে সারাটা জীবন জড়িত।সুবিধা-অসুবিধা,মানানসই অবস্থান প্রয়োজন।তাই তোমার ব্যক্তিগত পছন্দ আর চোখের দেখায় মেয়েটাকে এইভাবে বিয়ে দিতে সম্মোতি জানাবে না আশা করি।
– মারুফা তুই যা বলছিস বুঝিয়ে বল।তোর কথার যুক্তি আমি বুঝতে পারছি না।

– সেহেরিশ আমাদের একমাত্র মেয়ে।তুমি কখনো চাইবে তোমার মেয়েকে বিপদবহুল জায়গায় বিয়ে দিতে?দেখো এটা জমিদার বাড়ি তাদের শত্রুর অভাব নেই।আহনাফ দেওয়ানের পর জমিদারিতে হাত লাগাবে আফীফ দেওয়ান।কিন্তু আফীফের বাবা এইসব জমিদারিতে গা লাগায়নি।আমি যতদূর শুনেছি ঝামেলা বিবাদ তিনি মোটেও পছন্দ করেন না।তিনি শান্তিপ্রিয় মানুষ।বাড়ির ব্যবসায় তিনি ভূমিকা রাখছেন।কিন্তু আফীফ তো শত্রু পক্ষ নিয়ে খেলছে।তার শত্রুর অভাব নেই।মনে আছে ভাইজান আম্মা-আব্বা বলেছিলো।পাশের গ্রামের আহনাফ দেওয়ানের বাবাও কিন্তু তার শত্রুদের হাতে মারা যান।
তাই এই বাড়ির শত্রুর অভাব নেই।সেদিন দেখলে না কুকুরগুলোকে কিভাবে মেরে চলে গেছে।আফীফকে দমন করতে আগে কিন্তু তার দূর্বল জায়গা গুলো খুজবে শত্রুরা।তাই বলি কি যা করবে ভেবে চিন্তে করবে।

মারুফা থামে।তার কথায় সায় দিয়ে মাথা দুলালেন
খুরশীদ।ফাহমিদা এগিয়ে এসে গমগম সুরে বলেন,

– দেখো এত শত কারন দরকার নেই আমি আমার মেয়েকে কিছুতেই এতদূরে বিয়ে দেবো না।আমরা থাকবো দেশের বাইরে আর মেয়ে আমার এখানে পড়ে থাকবে কিছুতেই না।আমার একমাত্র মেয়ে আমার কলিজার টুকরা।তাছাড়া গ্রামের বউদের নিয়মকানুনের কথা তুমি ভালো করেই জানো।এখন হয়তো অতিথি হিসেবে আমার মেয়েটাকে আদর-যত্ন করছে কিন্তু বাড়ির বউ হিসেবে তখন একশ একটা দোষ খুঁজবে বিচারের পর বিচার আসবে।আমার সাদাসিধা মেয়ে পড়াশোনা ছাড়া কোন কিছুতেই মন বসায় নি।তাই তারা প্রস্তাব পাঠালেও তুমি বারণ করবে।প্রয়োজনে মিথ্যা বলবে।তুমি বলে দিও আমার মেয়ের বিয়ে ঠিক।যা বলেছি তাই এই বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি দেবো না।

ফাহমিদার কথায় মাথা নাড়িয়ে ঈষৎ হাসলেন খুরশীদ।
– বেশ তবে তাই হবে। তোমাদের কথার অমান্য আমি কখনো করিনি এখনো করবো না।

.

কপালে হাত ঠেকিয়ে বসে আছে আফীফ।তার পাশে একের পর এক গুনগান শুনিয়ে যাচ্ছেন সেজুঁতি।কিন্তু আফীফ সেদিকে কোন পাত্তাই দিচ্ছেন না।মায়ের উপর রাগ দেখাতে না পেরে চুপচাপ সবটা শ্রবণ করছে সে।

– দেখ বাবা আর কত দিন এইভাবে চলবে?তোর দাদীজান যে আজ রেগে গেলো সেই খবর কি আছে তোর?তোর তাকিয়া যখন দেশে এসেছে তুই সবটা মিটমাট করে বিয়ের প্রস্তাব দে।তোকে কিচ্ছু করতে হবে না তোর আব্বা আর দাদাজান মিলে সবটা সামলে নেবে।
– এত কথা কিসের।তাকিয়ার এখনো পড়াশোনা শেষ হয়নি তার বাবা মা এখন তার বিয়ে দেবেন না।সব কিছু ভেবে প্রস্তাব দেওয়া উচিত আমাদের।
– পড়াশোনা শেষ হয়নি তো কি হয়েছে বিয়ের পর পড়বে এতটা চাপ নেওয়ার কিছুই নেই।
– আমি এই দেশে আর তোমার ছেলের বউ ওই দেশে থাকবে?এইসব ধ্যান ধারনা নিয়ে তুমি চলো।দেখো মা বিয়ের সাব্জেক্ট পরে। এখন দাদীজানের সুস্থতা কামনা করো।

আফীফের গুরুগম্ভীর প্রত্যুত্তরে থামলো সেজুঁতি।কিন্তু মনের মাঝে এখনো খচখচ করছে।যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা পড়িয়ে দায়মুক্ত হতে চান তিনি।আহনাফ দেওয়ানকে রুমে প্রবেশ করতে দেখে তড়িৎ গতিতে উঠে দাঁড়ান সেজুঁতি।

– বাবা কিছু বলবেন?
– আফীফের সঙ্গে কথা ছিল।তুমি যাওয়ার দরকার নেই এখানেই থাকো।

আহনাফ দেওয়ানের সম্মোতিতে সরে দাঁড়ালেন সেজুঁতি।আফীফ এখনো একই ভাবেই বসে আছে।তার পিঠ চাপড়ে আহনাফ দেওয়ান হাস্যোদ্দীপক হয়ে বলেন,

– ব্যাটা বিয়ে করবি কবে?এত নাটক করছিস কেন?মেয়ে মানুষের অভাব তোর জন্য নেই আমি জানি। কিন্তু মনের মানুষের অভাব ছিল তা এতদিন বুঝেছিলাম তবে এখন কেন বিয়ে করতে রাজি হচ্ছিস না?সেহেরিশ তো দেশেই ফিরেছে।
– সেহেরিশ তো আর আমাকে বিয়ে কর‍তে দেশে ফিরে আসে নি।তার এখনো পড়া বাকি।আঙ্কেল আন্টি যে কিছুতেই তার বিয়ের মত দিবেন না আমি জানি।
– এত চিন্তা করছিস কেন?তোর দাদাজান আছে না। তারা রাজি না হলে তুলে এনে বাপ মেয়েকে বিয়ের আসরে বসাবো।দেখি বিয়ে কি করে না হয়।
– দাদাজান বিয়ে আমি জোর জবরদস্তির করে কর‍তে পারবো না।দুজনের এটলিস্ট মনের মিলটা থাকা প্রয়োজন।
– তুই ঠিক বলেছিস।তবে এটা আমি ভালো করেই জানি যে আফীফ আট বছর একটি মেয়ের আশায় থাকতে পারে সেই মেয়েকে আফীফ বউ না বানিয়ে ছাড়বে না।যাই হোক আমি চাইছি তোর বাবা আর আমি তাদের কাছে প্রস্তাবটা পেশ কর‍তে।
– এখন না দাদাজান আমি…

আফীফের কথা শেষ হওয়ার আগেই তেলেবেগুনে জ্বলে উঠলেন সেজুঁতি।
– দেখলেন আব্বা দেখলেন এই ছেলে কি চাইছে আমি কিছুই বুঝিনা।
– আহ আম্মা আমাকে একটু সময় দাও।
– বেশ দাদু ভাই তোমাকে সময় দিলাম তার আগেই আমি যেন পজিটিভ নিউজ পাই।
– ইনশাআল্লাহ দাদাজান।

.
পুকুর পাড়ে বসে জুহির সাথে কল আড্ডায় মেতে আছে তিন বন্ধু তাদের টপিক আজ বাঙালী সাজ।গ্রাম্য ছবির ফটোগ্রাফি শেষে এবার তুন্দ্রের মাথায় বুদ্ধি এসেছে গ্রামবাংলার বউ সাজে সেহেরিশকে দিয়ে ফটোশ্যুট করাবে কিন্তু এইসব কিছুতে ফেসাদে পড়েছে সে।এদিকে জুহি তাদের সবার সঙ্গে ভিডিও কলে তর্ক বির্তকে লেগে আছে।

– দেখ সেহেরিশ শাড়ি,চুড়ি,কাজল পড়লে তোকে সুন্দর লাগবে এত নাক উচু করছিস কেন?
– নারে জুহি শাড়ির সাথে লম্বা চুল মানানসই। আর কাজলতো আমি জ্ঞান হওয়ার পর কখনো লাগাই নি।শাড়ি পড়তে অসহ্য লাগে আমি পারবো না তুই তুন্দ্রকে বল এইসব টপিক যেন বাদ দেয়।

সেহেরিশের তিক্ত মুখের কথায় রাগ লাগলো তুন্দ্রের।গলায় ঝুলে থাকা ক্যামরাটা রাগ দেখিয়ে ছুড়ে মারলো কেইনের দিকে।হনহন করে পুকুর পাড় ছেড়ে উঠে গিয়ে বাড়ির ভেতরে ডুকে যায়।কেইন আহাম্মক বনে তাকিয়ে আছে সেহেরিশের দিকে।
– এই সেহেরিশ তুন্দ্র তো ক্ষেপেছে।
– ধর তুই জুহির সাথে কথা বলা আমি ওর রাগ ভাঙাই।

সেহেরিশ এক ছুটে তুন্দ্রের পেছনে দৌড় লাগায়।দোতলায় উঠার জন্য পা বাড়াতেই পেছন থেকে তুন্দ্রের জ্যাকেট টেনে ধরে সেহেরিশ।
– প্লিজ তুন্দ্র আমি ফটোশ্যুট করবো।তুই যেভাবে বলবি সেই ভাবেই সাজবো রাগিস না তুই।
– ছাড় আমায় সেহেরিশ তোকে আমার কথা শুনতে হবে না।
– না না না শুনবো আমি প্লিজ তুই রাগ করিস না।আমি চন্দনা আন্টির কাছে এখনি যাবো তিনি আমায় সাজিয়ে দেবেন।প্রয়োজনে যা যা লাগবে বাজার থেকে নিয়ে আসবে তবুও রাগ করিস না। আমি জানি তুই রাগলে সহজে থামবি না।

তুন্দ্র সেহেরিশের কথা কানে নিলো না বরং সেহেরিশকে ছাড়িয়ে উপরে উঠতে চাইলো।তুন্দ্রের কান্ডে বেশ রাগ লাগলো সেহেরিশের। রাগ ভাঙাতে এসে উল্টো নিজেই রেগে গেলো সেহেরিশ যার দরুনে তুন্দ্রের হাত ছোড়াছুড়ি দেখে বাম হাতে কামড় বসায় সে।
– আহহ সেহেরিশ কি করছিস কি তুই?
– যা করছি বেশ করছি এতবার বলার পরেও কেন আমার কথা শুনছিস না?
– তাই বলে কামড়াবি?
– হ্যা কামড়াবো।এবার বল রাগ থেমেছে?
– বিকেলে রেডি থাকিস।

দুপুরের পরেই সেহেরিশ নিজের অনিচ্ছা স্বত্তেও টুকটুকে লাল শাড়ি।হাত ভর্তি চুড়ি চোখে কাজল পায়ে পায়েল,আলতা, টিপ,চুলে গাজরা পড়ে তৈরি হয়ে নেয়।চন্দনার সাহায্য পুরো সাজটাই শেষ করে সে।

সেহেরিশ নিজের রুমে বসে আবারো সবটা সাজ দেখছি তখনি তার রুমে প্রবেশ করে কেইন, তুন্দ্র, মুনিফ।
– এটা কে রে? আমাদের সেহেরিশ তো নয়।এটাতো হুরপরী।
কেইনের কথায় কিঞ্চিৎ হাসে সেহেরিশ।তুন্দ্র, কেইন সেহেরিশকে নিয়ে কথায় ব্যস্ত থাকলেও মুনিফ দুচোখ ভরে দেখছে তাকে।আজ যেন মেয়েটার মাঝে অন্য রকম সৌন্দর্য ভর করেছে।একদম নব বধূ!

– সেহেরিশ তুই ছাদে আয় আমরা বরং যাই।
তুন্দ্র সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে সেহেরিশ তার সব কিছু ঠিক ঠাক করে দরজা বাইরে থেকে বন্ধ করে ছাদের উদ্দেশ্য বেরিয়ে যায়।কিছু দূর যাওয়ার পর তার হাতে টান পড়তেই অন্ধকার একটি রুমে ছিটকে পড়ে।

– কে কে ওখানে?
– তোমার হবু বর!

গুরুগম্ভীর কারো কন্ঠে শিউরে উঠে সেহেরিশ।এই কন্ঠের মালিক কে সে চেনে।খুব ভালো করেই চেনে।এটা তো আফীফ।
– আপনি এমন করলেন কেন?আমাকে এই অন্ধকার রুমে আনার মানে টা কী?
– খুব সোজা এই রুমের বাইরে যেতে পারবে না ঠিক ততক্ষণ যতক্ষন তোমার এই সাজ পোশাকে থাকবে।
– আরে আজব আমার ইচ্ছা আমি সেজেছি আপনার জ্বলছে কেন?আমি কিন্তু চিৎকার করবো।
– সমস্যা নেই রুম সাউন্ড প্রুফ।
সেহেরিশ বিরক্ত হয়ে যায়।অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজা খুলতে গিয়ে থমকে যায়।আফীফ তার দুই হাত আকড়ে ধরে নিয়েছে।

– এইসব কেন করছেন আফীফ দেওয়ান।
সেহেরিশের দাতে দাত চেপে কথায় হালকা করে তার মুখে ফু দিলো আফীফ।
– এই সাজে তোমায় কেমন লাগছে যানো?না তোমার জেনে কাজ নেই।
– আপনি পাগল হয়ে গেছেন যেতে দিন আমাকে।

সেহেরিশ আফীফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আফীফ আবারো সেহেরিশকে আকড়ে ধরে।
– ছুটাছুটি একদম করবেনা বলে দিচ্ছি।
সেহেরিশ শুনলো না বরং আফীফের হাতে কামড় বসিয়ে তাকে থু থু ছুড়ে মারে।আফীফের বেশ রাগলো।অন্ধকারেও সেহেরিশের অবস্থান বুঝতে পেরে এক পা দু পা তার দিকে এগিয়ে আসতে আসতে দাঁতে দাঁত চেপে বললো,

– অতীতের অব্যক্ত প্রণয় তবে আবার শুরু হোক!

#চলবে….
বিঃদ্রঃ গল্পের প্রথম পর্ব থেকে অতীত শুরু হয়েছিল।কাল বর্তমান থেকে শুরু করা হবে।
❌কার্টেসী ছাড়া কপি করা নিষেধ❌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here