রৌদ্রর শহরে রুদ্রাণী পর্বঃ৫০

0
493

#রৌদ্রর_শহরে_রুদ্রাণী
#পর্বঃ৫০
#Saiyara_Hossain_Kayanat

“কিসের ঔষধের কথা বলছেন আপনারা?”

রৌদ্র আরশিকে দেখে স্তব্ধ হয়ে হয়েছে। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রৌদ্র মা কিছুটা ইতস্ততবোধ করছে। আরশি রান্নাঘরে ভিতরে এসে রৌদ্র সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল-

“কেউ কি অসুস্থ রোদ? কার ওষুধের কথা বললেন আপনি এই মাত্র!”

আরশির কথায় রৌদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরশি রৌদ্র কথা বেশি কিছু শুনতে পায়নি। আরশি ফ্যালফ্যাল করে রৌদ্র দিকে তাকিয়ে তার প্রশ্নের প্রতিত্তোরের অপেক্ষা করছে। রৌদ্র নিজেকে সামলিয়ে নিয়ে ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলল-

“কারও কিছু হয়নি। এমনি মা’কে কিছু ভিটামিনের ঔষধ খাওয়ার কথা বলেছি।”

রৌদ্র কথার সাথে সাথেই রৌদ্র মা আরশির দিকে এগিয়ে এসে বলল-

“হ্যাঁ আমি বুড়ো হয়ে যাচ্ছি তো তাই আমাকে নিয়ে রৌদ্রর চিন্তা বেড়ে যাচ্ছে।”

আরশি তাদের দিকে কিছুক্ষন ভ্রু কুচকে তাকিয়ে থেকে ভ্রুক্ষেপহীন ভাবে বলল-

“এসব কি বলছো মামুনি! তোমাকে তো এখনো যুবতী মেয়েদের মতোই দেখা যায়। তবে আমার মাঝে মাঝে মনে হয় তোমার ছেলেই বুড়ো হয়ে গেছে।”

রৌদ্রর মা আরশির কথায় হেসে ওঠে। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আরশির দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল-

“আমাকে বুড়ো মনে হয় আপনার কাছে?”

আরশি হাসি দিয়ে সম্মতিসূচক মাথা নাড়ালো। সাথে সাথেই রৌদ্রর মা আর আরশি সশব্দে হেসে দেয়। রৌদ্র গম্ভীর গলায় বলল-

“আপনি এখানে এসেছেন কেন? আমি তো আপনাকে বারান্দায় থাকতে বলেছিলাম মিসেস আরু।”

আরশি কোনো কথা বলল না। রৌদ্রর মা’র কানের কাছে এসে ফিসফিস করে বলল-

“তোমার ছেলে এমন গোমড়ামুখো কেন গো মামুনি? তুমি কি ওনাকে ছোট বেলা তিতা করলা খাইয়েছিলে না-কি!!”

“মধু খাইয়েছিলাম কিন্তু লাভ হয়নি। একদম বাপের মতো হয়েছে তাই এই অবস্থা।”

রৌদ্রর মা’র কথা শুনে আরশি ফিক করে হেসে দেয়। রৌদ্র তাদের দু’জনের দিকে সরু চোখে তাকিয়ে বলল-

“কানে কানে কথা বললে এমনভাবে বলবে যেন পাশের জন শুনতে না পায়। আমি আব্বুর মতো হয়েছি কি-না সেটা কাল সকালেই আব্বুকে জিজ্ঞেস করে নিবো ঠিক আছে মা!! আর মিসেস আরু আপনাকে তো আমি পরে দেখে নিবো।”

রৌদ্র গজগজ করে কথা গুলো বলেই হনহনিয়ে চলে গেল। রৌদ্রর মা আর আরশি একে অপরের দিকে কিছুক্ষন অসহায় মুখে তাকিয়ে থেকে হুট করেই হেসে দেয়। রৌদ্রর মা হাসি থামিয়ে বললেন-

“এখন রুমে যা না হলে রৌদ্র আরও রেগে যাবে।”

আরশি মাথা নাড়িয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজার কাছে এসে বড় করে এক শ্বাস টেনে বুকে সাহস জুগিয়ে রুমের ভিতর প্রবেশ করলো। পুরো রুমে চোখ বুলিয়ে রৌদ্রকে দেখতে না পেয়ে আরশি বারান্দায় চলে যায়। রৌদ্র এক হাতে কফির মগ নিয়ে রেলিঙের উপর হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছে। পাশের টি টেবিলের উপর একটা কফির মগ রাখা। আরশি হাসি দিয়ে রৌদ্র পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল-

“কি করছেন ডক্টর?”

“বৃষ্টিবিলাস করছি।”

রৌদ্র ত্যাড়া কথায় আরশির ভ্রু বাঁকিয়ে তার দিকে তাকালো। সন্দিহান কন্ঠে বললো-

“কিন্তু বৃষ্টি তো হচ্ছে না।”

“মনে মনে বৃষ্টিবিলাস করছি।”

রৌদ্র শক্ত গলায় উত্তর দিল। আরশি অসহায় কন্ঠে বললো-

“আপনি রেগে আছেন আমার উপর? আমি তো মজা করছিলাম রোদ।”

রৌদ্র মগের বাকিটুকু কফি বারান্দায় দিয়ে নিচে ফেলে দেয়। টেবিলের উপর মগটা রেখে দিয়ে আরশির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আরশির দিকে এগিয়ে আসতে আসতে গম্ভীর্যতার সাথে জিজ্ঞেস করল-

“আমি বুড়ো হয়ে গেছি?”

আরশি কিছুটা পেছনে গিয়ে একটা শুকনো ঢোক গিলে। দ্রুত ডানে বামে মাথা নাড়িয়ে না জানালো। রৌদ্র আবারও জিজ্ঞেস করল-

“আমি গোমড়ামুখো? আমাকে ছোট বেলা তিতা করলা খেয়ে বড় করেছে?”

আরশি আবার মাথা নাড়িয়ে না জানালো। রৌদ্র এবার ধমকের স্বরে বলল-

“এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? তখন তো খুব বক বক করছিলেন আম্মুর সামনে। মাথা না নাড়িয়ে মুখ দিয়ে উত্তর দিন।”

আরশি খানিকটা সময় চুপ থেকে কিছু একটা ভেবে আচমকাই রৌদ্র ডান গালে টুপ করে কিস করে বসে৷ রৌদ্র হতভম্ব হয়ে ডান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো বিস্ময়ে গোলাকার ধরন করেছে। আরশি বিশ্বজয়ী একটা হাসি দিয়ে চেয়ারে বসে পরে। কফির মগ তুলে এক চুমুক খেয়ে গলা খেকরিয়ে বলল-

“রোদ আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন?”

আরশির কথায় রৌদ্রর ঘোর কাটে। বিস্ফোরিত চোখে আরশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল-

“তুমি আমাকে নিজের ইচ্ছায় কিস করলে রুদ্রাণী! দু’বছরে এই প্রথম তুমি নিজের ইচ্ছায় কোনো দ্বিধাবোধ, লজ্জা, অস্বস্তি ছাড়াই আমাকে কিস করলে?”

আরশি কিছু বলল না। ঠোঁটে এক একটা রহস্যময় হাসি ফুটে উঠেছে আরশির। চুপচাপ কফি খেতে লাগলো। রৌদ আরশির পাশে চেয়ার টেনে বসে কিছুটা উত্তেজিত হয়ে বলল-

“কি হলো এমন অদ্ভুত রকমের আচরণ করছো কেন হঠাৎ করে! কি হয়েছে তোমার?”

আরশি এবার খিলখিল করে হেসে দেয়। কফি মগ রেখে দিয়ে বলল-

“আপনার কাছ থেকেই এসব শিখেছি। আমি রেগে গেলেও আপনি হুটহাট এমন অদ্ভুত আচরণ করেন। তখন আমারও একই অবস্থা হয়। তাই আপনার আইডিয়া আপনার উপরেই কাজে লাগাম।”

রৌদ্র চোখ দুটো ছোট ছোট করে আরশির দিকে তাকালো। সন্দিহান কন্ঠে বলল-

“দিন দিন খুব বেশি চালাক হয়ে যাচ্ছো তুমি। আমাকে কপি করা শুরু করেছো!”

আরশি চেয়ারে হেলান দিয়ে গম্ভীর গলায় বলল-

“ডক্টর রোদের বউ হয়ে চালাক না হলে কি চলে না-কি!”

আরশি কথাটা বলেই হেসে দেয়। রৌদ্রও তার সাথে তাল মিলিয়ে হেসে যাচ্ছে। এভাবেই এক সাথে বসে অন্ধকার বিলাস করছে রৌদ্র আর তার রুদ্রাণী। রৌদ্র মুগ্ধ নয়নে তার রুদ্রাণীর হাসি মুখ উপভোগ করছে। এ যেন কোনো অন্ধকার বিলাস নয় ভালোবাসাময় এক রঙিন মুহুর্ত।

——————————

“ঈদ মোবারক আদ্রাফ। কেমন আছিস?”

ফোনের অপরপ্রান্ত থেকে আদ্রাফ বলল-

“ঈদ মোবারক আশু। আমরা ভালো আছি তোরা সবাই কেমন আছিস? আর ছুটি কেমন কাটাচ্ছিস তোরা সবাই?”

আরশি একটা মলিন হাসি দিয়ে বলল-

“এই তো ভালোই তবে তোরা থাকলে আরও বেশি মজা হতো।”

“ধুর গাধী আমাদের নিয়ে মন খারাপ করিস না। তোরা আসলে অন্য একদিন সবাই দেখা করবো। এই নে কাসফির সাথে কথা বল।”

আদ্রাফ কাসফিয়ার কাছে ফোন দিতেই কাসফিয়া মুচকি হেসে বলল-

“ঈদ মোবারক আশু। ঈদের অনেক অনেক শুভেচ্ছা।”

“হুম তোকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কি অবস্থা তোর?”

কাসফিয়া ছোট্ট করে উত্তর দিল-

“ভালো।”

আরশি কিছুক্ষণ চুপ থেকে উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করল-

“আমাদের পুচকির কি অবস্থা? কতটুকু বড় হয়েছে? এখন কি নড়াচড়া করে? আচ্ছা তুই না হয় তোর একটা ছবি তুলে দে দেখি তুই কতটা মোটা হয়েছিস, তোর পেট বড় হয়েছে কি-না!”

আরশির এতগুলো প্রশ্নের জবাবে কাসফিয়া সহজ গলায় বলল-

“আশু মাত্র চার মাসে এতো কিছু বোঝা যায় না।”

আরশি হতাশ হলো। জোড়ালো শ্বাস ফেলে বলল-

“ওহ”

কাসফিয়া আর কোনো কথা বাড়ালো না। ব্যস্ততার তাড়া দেখিয়ে বলল-

“আশু এখন রাখছি একটু কাজ আছে। দুলাভাই আর বাকি সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিস।”

আরশির কথার কোনো অপেক্ষা না করেই কাসফিয়া ফোন কেটে দিল। আরশি ফোনটা কানের কাছ থেকে সামনে এনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আরশি জানে কাসফিয়া মিথ্যা বাহানা দেখিয়েই ফোন কেটে দিয়েছে। আচমকাই রৌদ্র বারান্দায় এসে আরশিকে জড়িয়ে ধরলো। আরশি হকচকিয়ে উঠলো। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল-

“কি হলো হঠাৎ করে এসে জড়িয়ে ধরলেন কেন?”

রৌদ্র কিছু বলল না। আগের থেকেও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল আরশিকে। আরশি রৌদ্র পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন-

“মসজিদ থেকে কখন এসেছেন?”

রৌদ্র শান্ত গলায় বললো-

“কিছুক্ষন আগেই এসেছি যখন ফোনে কথা বলছিলে।”

আরশির আর বুঝতে বাকি রইলো না রৌদ্র কেন তাকে এভাবে জড়িয়ে ধরেছে। আরশি হাল্কা হাসি দিয়ে বলল-

“আমি ঠিক আছি রোদ। ছাড়ুন এখন।”

রৌদ্র আরশিকে ছেড়ে দিল। আরশি রৌদ্রর দিকে তাকালো। রৌদ্রর ফর্সা ত্বকে নীল পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে। বাদামী বর্ণের চোখ গুলোতে এক আকাশ সমান ভালোবাসা প্রকাশ পাচ্ছে। রৌদ্র দু হাত ভাজ করে শান্ত গলায় বলল-

“বিকেলে আমরা সবাই ঘুরতে যাবো রেডি থেকো।”

আরশি মুচকি হেসে সম্মতিসূচক মাথা নাড়লো।

————————

বিকেলে সবাই একসাথে নদীর পাড়ে ঘুরতে বেড়িয়েছে। নীল কিছুটা দূরে ফোনে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। নির্বান বার বার নীলার সাথে কথা বলার সুযোগ খুঁজছে। কিন্তু নীলা আরশির সাথে হেসে হেসে কথা বলছে আর সামনে সামনে হাঁটছে। নির্বান রৌদ্র দিকে অসহায় মুখে তাকাতেই রৌদ্র চোখের ইশারায় নির্বানকে আস্বস্ত করে। দ্রুত পায়ে হেঁটে আরশির কাছে এসে হাত ধরে নীলার উদ্দেশ্যে বলল-

“শালিকা আমি আমার ভালোবাসার বউকে কিছুক্ষনের জন্য ধার নিচ্ছি।”

নীলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রৌদ্র আরশির হাত ধরে দূরে নিয়ে যাচ্ছে। নির্বান রৌদ্রর উদ্দেশ্যে কিছুটা চেচিয়ে বলল-

“ভাই পাশের বারান্দাকে দেখে রেখো।”

রৌদ্র মুচকি হাসে। আরশি ভ্রু কুচকে ফেলে রৌদ্রর এমন কাজে। নীলাও হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। নির্বান নীলার পাশে এসে শান্ত গলায় বলল-

“তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে নীলা।”

নীলা নির্বানের দিকে না তাকিয়েই বলল-

“হুম বলুন শুনছি।”

নির্বান ছোট্ট করে শ্বাস ফেলে। নীলার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে শীতল কন্ঠে বলল-

“প্রায় দু’বছর হয়েছে গেছে আমি তোমার পেছনে লেগে আছি, তোমাকে রাজি করানোর চেষ্টা করছি। আমি জানি কেন তুমি রাজি হতে চাইছো না। কেন তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো ভালোবাসা থেকে।”

নির্বানের কথায় নীলা চমকে তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো।

“ক্রাশ ভাবিদের বাসায় প্রথম যেদিন গিয়েছিলাম তখনই আমি তোমার চোখে আদ্রাফের জন্য ভালোবাসা দেখেছি। ভালোবাসা না পাওয়ার কষ্ট দেখেছি তোমার ওই সিক্ত চোখে। তখনই আমি ভেবে নিয়েছিলাম আমি তোমাকে যে করেই হোক নিজের করে ছাড়বো। একটা মেয়ে যে কিনা একজনকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না বরং কষ্ট পেয়েও এতোটা গভীরভাবে সেই মানুষটাকে ভালোবেসে গেছে। সেই মেয়েটাকে যদি একটু ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি তাহলে নিশ্চয়ই তার দ্বিগুণ ভালোবাসা আমাকে ফিরিয়ে দিবে তাই না!! আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার মন গলাতে পারিনি। তাই আজ সরাসরি বলতে বাধ্য হলাম। আজ শেষ বারের মতো বলছি। আজ যদি রাজি না হও তাহলে আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না।”

নির্বান একনাগাড়ে কথা গুলো বলেই বড় করে একটা শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করল-

“আমি তোমাকে ভালোবাসি নীলাদ্রি ওরফে নীলা। প্রচন্ডরকম ভালোবাসি তোমাকে। একবার আমার হাত ধরে দেখো কখনো ছাড়বো না। একবার বিশ্বাস করে দেখো কথা৷ দিচ্ছি কখনো তোমার বিশ্বাসের অমর্যাদা করবো না। সারাজীবন ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমাকে।”

নীলা কিছু বলল না। নির্বানের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। বড়বড় মায়াবী চোখগুলোতে প্রচুর ভয়। কোনো মূল্যবান কিছু হারিয়ে ফেলার ভয় আঁকড়ে ধরেছে নির্বানকে। নীলা তৎক্ষনাৎ নির্বানের দিক থেকে দৃষ্টি সরিয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। কপালে বিরক্তির ভাজ পরেছে নীলার।

চলবে…

[আসসালামু আলাইকুম, গল্পের ৫০ পর্ব পূর্ণ হওয়ার উপলক্ষে আজকে সবাই এই গল্প নিয়ে আর আপনাদের লেখিকাকে নিয়ে দু এক লাইনে কিছু লিখে যাবেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশে থাকার জন্য ধন্যবাদ আর এক আকাশ সমপরিমাণ ভালোবাসা।❤️❤️]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here