তোকে_ঘিরে ❤ পর্ব_৪৫

তোকে_ঘিরে ❤
পর্ব_৪৫
#ফাবিয়াহ্_মমো 🍁

আকাশ পাতাল এক করে তুখোড় বৃষ্টি হচ্ছে দুটো দিন যাবৎ। গত কয়েক বছরে ঢাকাবাসী এমন বর্ষন দেখেছে কিনা সন্দেহ। নানা জায়গায় সাংবাদিকরা প্রতিটি চ্যানেলে ফলাও করে দেখাচ্ছে এমন বৈরী আবহাওয়ার দূর্যোগপূর্ণ খবর। সবাই অবাক, হতবাক কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে বৃষ্টির এমন বিধ্বংসী তান্ডব দেখে। বৃষ্টি যেনো গোগ্রাসে সবাইকে দাপট দেখিয়ে খুন করতে এসেছে। পাহাড়ি এলাকায় জনজীবন প্রায় মূঢ় হয়ে গেছে নিজেদের ভিটেবাড়ির অস্তিত্ব নিয়ে। নিম্নান্ঞ্চলগুলোর অবস্থা আরো করুন। সেই সাথে ঢাকার মধ্যেও হাটু সমান পানি। কালো মেঘের আড়ালে পৈশাচিক গর্জনে ঢেকে আছে তেজস্বী সূর্য। সূর্য্যিমামার দেখা নেই আজ নিয়ে দুদিন হলো। অথচ মনেহচ্ছে কতোদিন যেনো সূর্য দেখেনা মানুষ। কেমন একটা উদাসী, হাহাকার, উৎকন্ঠার অবস্থা। পকেটে হাত গুজিয়ে থাই গ্লাসের জানালা ভেদ করে দৃষ্টি চলে গেছে আকাশের গুমোটভরা দৃশ্যপটে। কালো শার্টটা ভিজে জবজবা হয়ে দেহের ভাঁজে ভাঁজে লেপ্টে ফিটনেসটা চোখ ধাধিয়ে দিচ্ছে। বেহায়া কালো চুলগুলো ফর্সা কপালের উপর সারিবদ্ধ ভাবে ঠাঁই নিয়ে আছে তার। চুলগুলোর শেষপ্রান্ত থেকে পানি টুপ টুপ করে নিচে পরছে। কিছু পানি খোচা খোচা দাড়ির উপর গড়িয়ে পরতেই চোয়ালের কাছ থেকে শার্টে পরছে এখন। লালচে ঠোঁটটা যেনো বৃষ্টির ছোঁয়া পেয়ে আরো কোমল হয়ে লালচে দেখাচ্ছে। শান্ত, মায়াময় ঘন পাপড়িযুক্ত চোখের ভেতরটা একটু পরপর ঝাপসা হয়ে আসছে তার। টলটল নোনা পানিতে বাইরের কালো আকাশটা ঘোলাটে দেখতে দেখতে আবার স্বচ্ছ করে দেখতে পায় সে। কারো বুকফাটা চিৎকারে বুকের ভেতরটা বিষযুক্ত শূল দিয়ে এফোড়ওফোড় করে দিচ্ছে। ফ্লোরে বসে দুহাতে অনবরত পাগলের মতো মেঝে থাপ্পড়ে চলছে কেউ। বৃষ্টির বজ্রগর্জনে আড়াল হতে পারছেনা একঝাঁক কান্নাকাটির আহাজারি। থমথমে প্রাইভেট হাসপাতালটায় স্বজন হারানোর তীব্র দুঃখে কলিজা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সবার। খানখান করে ছিড়ে যাচ্ছে বুকটা। চোখের অঝোর কান্নায় ভেতরের অভিব্যক্তি সবার মতো প্রকাশ করতে না পারলেও নিশ্চুপ হয়ে গেছে ওয়াসিফ পূর্ব। সময় যেনো রহস্য সৃষ্টি করে থমকে গেছে। পূর্ণতা কাঁদতে পারেনা এমন ভঙ্গিতে স্তব্ধ হয়ে বসে আছে সিটে। তার পাশেই রাজিবের মা মাথায় হাত দিয়ে হাউমাউ করে কাঁদছে। পূর্ণতা ও শ্রেয়াকে কখনো আপন সন্তানের চেয়ে কম ভালোবাসেনি রোবেদা। পূর্ণতার বিয়েতে কত উৎফুল্ল মেজাজে খাটাখাটনি করলো, একই রকম মনয়কামনা শ্রেয়ার বিয়ে নিয়েই ছিলো। সেই মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেলো? আজীবনের জন্য সে পাড়ি দিলো নিরুদ্দিষ্ট পথে। আর কখনো শ্রেয়া বলবেনা, আন্টি, আপনি না দেখতে একদম শাবানার মতো! পুরাই নায়িকা!’ কান্না আজ থামছেনা। অকাল মৃত্যুটা সহ্য হচ্ছেনা বুকে। চিৎকার দিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছেন শ্রেয়ার মা। মেয়েকে বুকের মধ্যে আগলে রেখে মানুষ করেছেন। প্রথম সন্তান হিসেবে মা হওয়ার সুখটা আজ কেড়ে নিলো সৃষ্টিকর্তা। শ্রেয়ার মা চিল্লিয়ে কেদেঁও থামতে পারছেন না। কেনো নিষ্ঠুরভাবে চলে গেলো শ্রেয়া? একটাবার ভাবলো না মা কি করে থাকবে? মায়ের বুক খালি করে সন্তান চলে যাওয়াটা কতোটা বেদনাদায়ক, কতটা কষ্টের একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। মৃত্যুর সংবাদ শুনে খোদেজা কতক্ষণ বুক চাপড়ে কেদেঁছেন তা বলা বাহুল্য। পূর্ণতার সাথে একই বিছানায় দুজন বোনের মতো শুয়েছে কতোদিন। পূর্ণতার পাশে শ্রেয়াকেও উনি দ্বিমাত্র মেয়ের মতোই ভালোবেসেছেন। কি হলো হঠাৎ? কেনো শ্রেয়া এরকম একটা পথ বেছে দুনিয়া থেকে বিদায় নিলো? খোদেজা উত্তর পান না। আয়মানের মা নিজেই এখন আবোলতাবোল বলছেন। শ্রেয়ার মাকে বুঝ দিতে গিয়ে নিজেই বেখেয়ালী ভঙ্গিতে কথাবার্তা বলছেন।

পূর্ণতা লাশঘরে বসে আছে। সাদা কাপড়ে মুখ ঢাকা মেয়েটার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। জীবনে এই প্রথমবার সে মৃত মানুষের শরীর স্পর্শ করতে যেয়ে খুব ভয় পেয়েছে। কি ঠান্ডা! গোলগাল মুখটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পূর্ণতা পাথর বনে গেছে শ্রেয়ার মতো প্রানবন্ত মেয়েটার মৃত্যুতে। বুকে ভারি পাথর জমাট বেধে আছে। পূর্ণতা ডুকরে কেদেঁ দিয়ে চিল্লিয়ে বলে উঠে শ্রেয়ার ঠান্ডা হাত ঝাঁকিয়ে,

– তোকে ক্ষমা করার সুযোগটা দিলি না শ্রেয়া…তুই কেন এই কাজ করলি, আমি কি নিয়ে থাকবো রে দোস্ত? আমার বুকটায় কি যন্ত্রণা দিলি রে…আমি এই কষ্ট কিভাবে সহ্য করবো…শ্রেয়ারে বোন আমার, একটাবার উঠনা? উঠে দেখ, আমি তোর কাছে আছি। আমি তোকে কিচ্ছু বলবো না। পূর্বের সাথে কি করেছিস কিচ্ছু মনে রাখবো না। দোস্ত তুই উঠনা? তোর পা দুটো ধরি…আমি তোর যাওয়া মানতে পারছিনা দোস্ত..

ঠান্ডা দেহের উপর ঝাঁপিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে পূর্ণতা। পুরো লাশঘরের চারদিকে কান্নার তীব্রতা মুখরিত হচ্ছে। আজ দেয়ালগুলো সাক্ষী কোনো আপন মানুষের মৃত্যুতে কেউ রক্তের সম্পর্ক ছাড়া কাঁদছে। গলা ফাটিয়ে চিৎকার করে সদ্য লাশকে আকড়ে ধরে কাঁদছে। শৈশবের সেই অবুঝ বয়স থেকে একসঙ্গে বেড়ে উঠা মেয়েটার মৃত্যু বুকের ভেতর সবকিছু চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে। পূর্ণতার অবস্থা বেগতিক দেখে অনেকটা শঙ্কিত মুখেই একটা ওয়ার্ড বয় খোদেজার কাছে খবর পাঠায়। খোদেজা এতোক্ষন চৈতন্যশূন্য অবস্থায় কাঁদছিলো পূর্ণতার কথা খেয়াল হতেই তাড়াতাড়ি কান্না মুছে পূর্বকে খুঁজতে থাকে। ছেলেটা গেলো কই? ডাক্তারের কাছ থেকে নিউজটা পেয়ে কোথায় উধাও হলো? খোদেজা কান্নার ভিড়টা পেরিয়ে লম্বা পথটা একটু হেটে ঠিক ডানদিকে তাকাতেই জানালার দিকে দৃষ্টি আটকায়। পকেটে হাত গুজে জানালার বাইরে দৃষ্টি রেখে স্ট্রিট দাড়িয়ে আছে পূর্ব। খোদেজা এগিয়ে এসে পেছন থেকে পূর্বের কাধে হাত রাখে। পূর্ব চকিত দৃষ্টিতে সঙ্গে সঙ্গে পিছু তাকাতেই প্রস্তুত ভঙ্গিতে বলে উঠে,

– মা কিছু প্রয়োজন?

এই প্রথম খুব মুগ্ধ নয়নে পূর্বকে দেখছে খোদেজা। ছেলেটার ফর্সা মুখের সুন্দর দুটো চোখ খুব মনোযোগ দিয়ে দেখছে। কেমন গভীর একটা চাহনি! সেই চাহনিতে তাকিয়ে থাকলে কেউ ওর দৃষ্টি থেকে চোখ ফেরাতে পারবেনা। মুখটায় কি অদ্ভুত নিষ্পাপের অদ্ভুত ছোঁয়া! সারারাত না ঘুমিয়ে বেকায়দায় খাটনি করার ফলে চোখদুটো এখন প্রচুর ক্লান্ত দেখাচ্ছে।। বৃষ্টির মধ্যেও নানা কাজে বেরুতে একচুল ভাবেনি। খোদেজাকে এমন চুপচাপ দেখে নিরবতার জালটা ছেদ করলো পূর্ব,

– মা কিছু বলবেন? কোনো প্রয়োজন?

খোদেজা শান্ত ভঙ্গিতে পূর্বের কপালের চুলগুলো আঙুলে ঝেড়ে দিলো। ঝাটের ফলে বিন্দু বিন্দু পানির জন্য পূর্ব চোখ বন্ধ করতেই খোদেজা বললো,

– পূর্ণতার দিকে একটু খেয়াল দেওয়া দরকার।

পূর্ব ঝট করে চোখ খুলতেই কিছু মনে হওয়ার স্থিতিতে অস্থির হয়ে বললো,

– ও কোথায়? আপনাদের সাথে না?
– না। শ্রেয়ার কাছে।

কথাটুকু শুনেই দৌড় লাগালো লাশঘরের দিকে। খোদেজার ততক্ষণে চুলের বাড়তি পানি ঝাড়া শেষ। পূর্বের দৌড়ের দিকে খোদেজা স্থির দৃষ্টিতে তাকিয়ে আরো একবার আচঁলে চোখ মুছলো। পূর্ব একছুটে দৌড়ে এসে লাশঘরের দরজার মুখে হাপাতে হাপাতে দেখে পূর্ণতার বেহাল অবস্থা! পূর্ব ওই অবস্থাতেই পূর্ণতার কাছ থেকে শ্রেয়াকে ছাড়িয়ে নিতেও প্রচুর বেগ খাটালো। পূর্ণতার হাত ধরে সেখান থেকে টেনে একটা খালি কেবিনে নিয়ে এলো।দরজাটা লক করে তাড়াহুড়ো ভঙ্গিতে পূর্ণতার মাথার পেছন থেকে নিকাবের বাধন খুলতেই একটানে নিকাব খুলে আনলো পূর্ব। কান্নায় পূর্ণতার সারা মুখ লাল হয়ে নাক ফুলে আছে। চোখের পাতা এমনভাবে ফুলেছে ও ঠিক করে বুজতেও পারছেনা। পূর্ব ওকে বেডে বসিয়ে পাশে নিজেও বসে পরলো। পূর্ণতাকে নিজের দিকে ঘুরিয়ে পকেট থেকে রুমাল নিয়ে চোখ মুছে দিতেই শান্ত গলায় বললো,

– এভাবে কাঁদলে বাকিদের সামলাবে কিভাবে? আন্টিরা কিভাবে কান্নাকাটি করছেন দেখেছো? এখন তুমিও যদি ভেঙ্গে পরো উনাদের কে দেখবে?

পূর্ণতা আবারও ঠোঁটে উল্টে কান্নাজড়িত কন্ঠে বলে উঠলো,
– ও আমাকে ছেড়ে গেলো কেন? আমি কি ওকে ক্ষমা করতাম না? বলো না? আমি কি দোষ করেছি ওর কাছে? ও কেনো চলে গেলো?

পূর্ণতার প্রশ্নচিহ্নে উত্তর খুজে পায় না পূর্ব। নিজেকে অনেক ছোট লাগছে ওর। শ্রেয়াকে বাঁচানোর জন্য সবকিছু করেও মেয়েটার ভাগ্য ওকে বাঁচতে দিলো না। চোখ বন্ধ করে মুখ সিলিংয়ের দিকে করে জোরে নিশ্বাস ছাড়ছে সে। চোখের দুকোনা থেকে শিশির ফোটার মতো অশ্রু গড়াচ্ছে গাল বেয়ে। মৃত্যুটা কেন হলো? ভুলের শাস্তি কি মৃত্যু হলেই পাওয়া হয়ে যায়?ভাগ্য এতোটা নিষ্ঠুর না হলে পারতো না? পূর্ণতা কান্নার চোটে ধপ করে পূর্বের কাধে কপাল ঠেকিয়ে দিলো। কি বলে পূর্ণতাকে বোঝাবে শব্দ মিলাতে পারছেনা পূর্ব। আজ শব্দ ভান্ডারের অর্থতত্বের অক্ষরগুলোও ভুলে গেছে পূর্ব। বদ্ধ চোখের কোনা দিয়ে থেমে থেমে বারিধারা হচ্ছে তার। পূর্ণতার ঘাড়ের উপর হাতটা রেখে জড়িয়ে ধরার চেষ্টা করতে চাইলো কিন্তু বিক্ষিপ্ত মনটা আজ পূর্ণতার কান্না সহন করতে পারছেনা।

.

সবাইকে দুঃখ দিয়ে না ফেরার দেশে চলে গেছে শ্রেয়া। ডাক্তার ওর বাঁচার ফিফটি পার্শেন্ট চান্সকে যখন টুয়েন্টি পাশেন্ট বললো তখনই ওর পালস রেট ড্রপ হতে শুরু করলো। এর মধ্যে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় একবার চোখ খুলেছিলো শ্রেয়া। ওই কক্ষে ওই মূহুর্তে ওই বিরল দৃশ্য দেখে ডাক্তার চমকে উঠলেও কারিস্মা ভেবে ডাক্তার নিজেকে আশ্বস্ত করে সবাইকে সেটা জানাতেই খুশিতে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে হাসি ফুটে উঠলো সবার। পূর্ণতা অনেক জোরাজুরি করে, অনেক মিনতি করতে থাকে কক্ষে একবার দেখা করার জন্য। ডাক্তার ওকে বারন করলে পূর্ব পেছন থেকে ইশারা দেয় ওকে যাওয়ার অনুমতি দেয়ার জন্য। পূর্ণতা রুমে ঢুকলে শ্রেয়া মৃদ্যু শব্দে চোখ খুলে তাকায়। পূর্ণতাকে দেখতেই চোখে বর্ষনের অশ্রু জমা হয় ওর। ঠোট কামড়ে পূর্ণতা সুক্ষ্ম হাসি ফুটিয়ে ওর কাছে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসে। ওমনেই শ্রেয়ার চোখ থেকে জমাটপূর্ণ মেঘগুলো পানি ছেড়ে দেয়। পূর্ণতা হিচড়ে কান্না আড়াল করতে মাথা নুয়ে ফেলে। শ্রেয়া হাত নাড়াচাড়া করতে চাইলে পূর্ণতা সাথেসাথে ডানেবামে মাথা নাড়িয়ে বাধা দেয়। শ্রেয়ার গাল থেকে তখন মোটা মোটা অশ্রুগুলো পরছিলো, অক্সিজেন মাস্কের আড়ালে ঠোঁটজোড়া কিছু বলার জন্য কাঁপাচ্ছিলো। কিন্তু কিছুইতেই কোনো শব্দ ভেদ করে বলতে পারছিলো না। বলতে না পারার দুঃখে চোখ কুচকে নিঃশব্দে পানি ফেললো শ্রেয়া। পূর্ণতা নাক টেনে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দেয়। ফিসফিসিয়ে বলে উঠে,

– আমরা আবার সানি মামার ফুচকা খাবো দোস্ত। ট্রিটটা আমি দিবো। একটু সুস্থ হয়ে যা?

শ্রেয়া নিরব চাহনিতে চোখের অশ্রু অনবরত ফেলতে থাকে। কত চেষ্টা করলো একটু কথা বলার জন্য, কত হাসফাস করলো একটা শব্দ উচ্চারণ করতে, কিন্তু ব্যর্থ হয়ে গেলো শ্রেয়া। পূর্ণতা বেরিয়ে আসার ঠিক দুইঘন্টা পর কক্ষ থেকে বেরিয়ে নার্স চেচিয়ে ডাক্তারকে ডাকলো,

– সাইফুল স্যার! জলদি আসুন! স্যার, স্যার রোগীর বডি ঠান্ডা হয়ে যাচ্ছে! পালস রেট একদম লো!

ওই কথা শুনে আবারও কাল এসে ভর করে সবার মুখগ্লানিতে। ডাক্তার ঠিক পনের মিনিট পর মুখের মাস্ক খুলে বির্মষ ভঙ্গিতে মাথা নুয়ে জানায় মানুষটা পৃথিবী থেকে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে। সে আর নেই। কেউ বিশ্বাস করতে পারলো না! একটু আগেই তো শ্রেয়ার সাথে কথা বলে আসলো! একটা সুস্থ মানুষ কিভাবে মরে গেলো? কেউ বিশ্বাস না করতে পারলেও পূর্ব ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিলো। করিডোরের শেষ কোণাটায় গিয়ে জানালার কাছে দাড়িয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। কাগজটার উপরে সুন্দর করে লিখা – ‘If i die then please read.’

কাগজটা খুললো পূর্ব। পড়তে লাগলো হাতের লেখাগুলো,

আমার সুন্দর জীবনে কত মধুর স্মৃতি করেছি। কিছু সম্পর্ক আমার জন্য এতোটাই খাটি ছিলো সেগুলো আমি বুঝতে পারিনি। আমি নিজের সুন্দর পরিপাটি দুনিয়াটা নিজের হাতে খুন করেছি। আমার আর বাঁচার ইচ্ছে হয়না। কোন্ বিবেকে আমি জঘন্য একটা কাজ করেছিলাম সেটার উত্তর আমি জানিনা। আজ বড্ড কষ্ট হচ্ছে আমার। রাতগুলোতে এখন বালিশ ভাজিয়ে কাঁদি। ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা দেয়াল ধরে মাথা নুয়ে কাঁদি। এতোটা কষ্ট আমি কখনো পাইনি। মানুষ ভুল করলে মাফ চাওয়া লাগে। আমি কোন্ মুখে মাফ চাইবো? মাফ চাওয়ার যোগ্যতাটাও আমি রাখিনি। আমি কখনো এমন তো হতে চাইনি। কখনো ওই অশ্লীল মনোভাবের মেয়েও ছিলাম না কিন্তু সেদিন কি যে হয়েছিলো, ওয়াসিফ পূর্বকে দেখে আমি সবকিছু ভুলে যাই। বেপরোয়া হয়ে ওয়াসিফ পূর্বকে চোখে চোখে রাখতে থাকি। ওর নামটা যতো সুন্দর মানুষটা দেখতেও সৌন্দর্যের মনোরমে ভরপুর। আমার না ওকে পুরো নামে ডাকতে ভালো লাগে। “ও য়া সি ফ পূ র্ব “! একসময় পূর্ণতার পাগলাটে ব্যবহারে খুব চটে যেতাম। রাগারাগী করতাম প্রচুর। ‘কি আছে ওই ছেলের মধ্যে? মধু আছে?’ এভাবেও বলেছি কিন্তু সামনাসামনি যখন ওই মুখটা প্রথম দেখেছি আমার বুকের ভেতরটা অদ্ভুত ভাবে ধুকধুক করছিলো। শান্ত চোখে কি হিংস্র চাহনি! আর চোখগুলো তো সর্বনাশ! মানুষটা রাজনীতি করে শুনলে সবাই চকিতে তাকিয়ে থাকবে। কারন, ওমন সুর্দশন ছেলেদের আমরা এসির নিচে বাবার বিজনেস করতে দেখি নয়তো দামী গাড়ি নিয়ে পাব-ক্লাবে আওয়ারা করতে দেখি। এই ছেলে ছিলো পুরোই ভিন্ন! পূর্ণতার উপর এটা নিয়ে খুব হিংসা হতে লাগলো। আমি কখনো এতোটা কেয়ার কাউকে করতে দেখতাম না। ওয়াসিফ পূর্ব যত দূরেই থাকুক পূর্ণতার খেয়াল রাখতে ভুলতো না। এমনো দিন গিয়েছে ওয়াসিফ পূর্ব দলের মিটিংয়ে ব্যস্ত কিন্তু কানে ব্লুটুথ লাগিয়ে পূর্ণতার প্যাচাল ঘন্টার পর ঘন্টা শুনছে। যতো মানসিক কষ্টেই পূর্ণতা থাকুক, ওয়াসিফ পূর্ব কোত্থেকে উদয় হয়ে পূর্ণতার কাছে চলে আসতো সেটা আজো অজানা। সেদিন মাথা নষ্ট হয়ে গিয়েছিলো আমার। আমি পূর্বের সাথে ঠিক যা করতে চাইছিলাম তা ভাবলে আমাকে প্রস্টিটিউট বলতে কেউ পিছপা হবেনা। কিন্তু এদিকেও ওয়াসিফ পূর্ব চুপ থাকলো। আমার ব্যাপারে কারো সাথে এমনকি পূর্ণতার সাথেও কিছু বলেনি। মা আমার এই ঘটনা শুনলে দা এনে গলা কেটে দিতো, অথচ ওরা দুজনই চুপচাপ সব ভুলে গেলো। কি করে নিজের অসভ্য চেহারাটা সামনে নিয়ে মাফ চাইতাম? আমি আয়মানকে খুব কষ্ট দিয়ে কথা বলেছি। ওকে একসময় আমার সহ্য হতো না। ষষ্ঠইন্দ্রিয় দ্বারা ঠিকই বুঝতাম আয়মান আমাকে পছন্দ করে। কিন্তু রাজিবের মতো ওমন নোংরা পছন্দ না। আমি না আয়মানকে অজান্তেই দুঃখ দিয়ে ফেলেছি। আমার এখন হাসি পায়। প্রচুর হাসি পায় কেনো আয়মানের মতো বন্ধুকে হারালাম? মানুষ হীরা খুজতে যেয়ে কোহিনূর হারিয়ে ফেলে। আমি তো সবচেয়ে দামী জিনিসকে পা দিয়ে লাত্থি মেরেছি। আমি আয়মানকে হারিয়ে ফেলেছি। রুদ্ধকর জীবনটায় কি নিয়ে বাঁচতাম? অনুশোচনার তীব্র ঝড়ে আমি মাটিতে মিশে গিয়েছি। দিনের পর দিন ক্যালেন্ডার উল্টাতাম আর ভাবতাম আজই পূর্ণতার পা ধরে ক্ষমা চেয়ে আসবো। আয়মানের পাশে বসে বলবো, ইবলিশ? আমাকে একটা শেষ সুযোগ দে? আমি তোকে ওয়াদা দিচ্ছি কখনো কোনো ভুল করবো না। আমি আয়মান ইবলিশকে মুখোমুখি করার জন্য সাহসও জুটিয়েছিলাম কিন্তু ইবলিশটা আমার সাথে যোগাযোগ চ্ছিন্ন করে দিয়েছে। তবে আমি একটা জিনিসের জন্য ঠিকই বন্দোবস্ত করে সাহস জুটিয়েছি। সেটা হলো মরার জন্য। মরতে কিন্তু অনেক সাহস লাগে। ট্রেনের নিচে যেয়ে মরতে চেয়েছি, পারিনি। ছাদেও উঠেছি কিন্তু পারিনি। শেষে চোখ বন্ধ করে হাতটা ছুড়ি দিয়ে একদম কেটে ফেললাম।

পূর্ব এমন ভাবে নিশ্বাস ছাড়লো যেনো আটকে থাকা নিশ্বাস সে মাত্র ছাড়তে সক্ষম হলো। কাগজটার মাঝে আর কোনো লেখা নেই, ফাঁকা। শেষে ত্যাড়াবাকা করে লেখা, আমাকে ক্ষমা দিও সবাই।

.

সময় একটা বিশ। ভারি বর্ষনে কিছু রাস্তায় হাটুর উপরে পানি পৌঁছে গেছে। গাড়ি চলাচল একদম নেই বলে শ্রেয়ার জানাজা ওদের বাড়িতে করা সম্ভব হয়নি। জোহরের নামাজ শেষে সাদা টুপি মাথায় দিয়ে পূর্বের সাথে অন্য পুরুষরাও বেরিয়ে এলো মসজিদ থেকে। এল এল হাসপাতাল থেকে পূর্বের বাড়ি কাছে বলে শ্রেয়াকে সেখানেই গোসল দিয়ে গোরস্থানে যাওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছে। ঝুম বৃষ্টির মধ্যে ওয়াসিফ ভিলার বাড়ির লন সাইডে গোসল শেষ শ্রেয়ার। সবাই বৃষ্টির মধ্যে খাটিয়া ঘিরে জমায়েত হয়ে আছে লনসাইডে। আশেপাশের যতো মানুষ ছিলো পূর্বের আত্মীয় মারা গেছে শুনে বৃষ্টির মধ্যেই জানাজা পরতে এসেছে। ভিড়টাও দেখার মতো, একদম রাস্তা পযর্ন্ত গিজগিজ করছে। পূর্ব সবকিছু ঠিকঠাক দেখে শ্রেয়ার লাশের খাটিয়ে কাধে তোলার জন্য হাত দিলো। প্রথম সারিতেই পূর্ব ও শ্রেয়ার বাবা খাটিয়ার বাঁশ ধরলো। এরপর রাজিব, আয়মান ও পূর্ণতার বাবা-সহ কিছু ছেলেরাও ধরে যাত্রা শুরু করলো। পূর্বের চোখের অবস্থা আজ বৃষ্টির পানির আলিঙ্গনে বুঝতে পারা কঠিন। শ্রেয়াকে বোনের মতোই ভালোবাসতো পূর্ব। মেয়েটা অনুতপ্তে আজ দুনিয়া ছেড়ে দিলো সেটা নিয়ে নিজেকেই এখন চরম অপরাধী মনেহচ্ছে ওর। যদি একবার শ্রেয়ার সাথে কথা বলতো? এতোগুলো দিন ওর সাথে না পূর্ণতা যোগাযোগ রেখেছে, না আয়মান। ধুকে ধুকে মরেছে মেয়েটা। যদি অলৌকিকভাবে সবাই মাফটা করে দিতো? তাহলে শ্রেয়া কি নতুনভাবে নিজের ভুল শুধরে বাঁচতো না? পূর্বের মনেহচ্ছে এতো ভারি ওজন বোধহয় ওর শরীর সইবেনা। অথচ এর চেয়েও ভারি ওজন সে একাই বহন করার সার্মথ্য রাখে। গোরস্থানে পৌঁছে খাটিয়াটা কর্দমাক্ত মাটিতে রেখে উর্পযুক্ত জায়গাটার দিকে খেয়াল করে তাকাতেই আশ্চর্য হয়ে গেল! আয়মান লাঙল নিয়ে মাটি খুড়ছে। বৃষ্টিতে সাদা শার্টটা ভিজে শরীর পরিদৃষ্ট, মাথায় সাদা টুপি, হাতাগুলো কনুইয়ের মধ্যে গুটানো। আয়মান গর্ত খুড়ার কাজ শেষ করে পূর্বের সাথে খাটিয়া নামাতেও সাহায্য করলো। নির্বাক লাগছে আয়মানকে। যেনো কিছুই হয়নি। সামান্য কাজ করতে এসেছে। অতঃপর মুষলধারে বৃষ্টির মধ্যেই দাফন কার্য সম্পন্ন করে সবাই যার যার অবস্থানে চলে গেলো। পূর্ব তার বাবাকে আদেশ দিলো সবাইকে এখান থেকে নিয়ে বাসায় যেতে। কিছুক্ষণের মধ্যে জনমানবশূন্য হয়ে পরলো গোরস্থান। কিন্তু সদ্য কবর দেয়া জায়গাটার কাছে হাটু ভেঙ্গে মাটিতে বসা অবস্থায় দেখা গেলো আয়মানকে। হাতদুটো উঁচু হয়ে থাকা নতুন কবরটার উপর রাখা। বৃষ্টির দাপট থাকা সত্ত্বেও পূর্ব যেনো বুঝতে পারলো পৃথিবীর বুক থেকে কেউ চলে গেলেও মন থেকে যেতে পারলো না আর। পূর্ব আকাশের দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে ফেললো। চোখের ভেতর শ্রেয়ার শেষ লেখাগুলো যেন এখনো ভাসছে। কিছু লেখা ছিলো আয়মানকে নিয়ে,

‘ প্রিয় আয়মান,

আমার মৃত্যুর খবর পেলে,

আমার কথাগুলো ভুলে যেও,

যা বেঁচে আছে তোমার মনের মাঝে

সব ভুলে নতুন করে শুরু করো ‘

– ‘ চলবে ‘

#FABIYAH_MOMO

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here