#বসন্তের_ফুল🌺🌺
#তারিন_জান্নাত
#পার্ট০২
গ্রামের রাস্তায় ঢোকে আবারো হেঁটে বাড়ি যাচ্ছে প্রেমা!এ মুহুর্তে মেজাজ ভীষণ গরম প্রেমার। একে তো বাড়ি থেকে ছাতা আনতে ভুলে যাওয়ার ফলে রোদের মধ্যে হেঁটে বাড়ি যেতে হচ্ছে তার উপর আজকের ভার্সিটিতে আরিয়ান স্যারের প্রেমার হাত ধরাটা।
রাগে মাথা ফেটে যাচ্ছিলো।শিক্ষক হয়েছে শিক্ষকের মতো না থেকে স্টোডেন্টকে প্রপোজ করে কোন আক্কেলে।এতোদিন চুপ ছিলো আজ তো হাত ধরে ফেলেছে। রাগ সংযত করতে না পেরে প্রেমার তার স্যারের মুখে পানি ছুঁড়ে মেরে চলে এসেছে।
–“”ভাই ফুলভাবি তো এখনো আসেনি?””(নিরাজ)
–“”আসবে!!”
–“”ওহ” (সাহিল)
—“”ভাই একটা কথা বলি”(সাহিল)
–“হুম”
–আপনি যে নতুন গাড়ি নিয়েছেন বাসায় জানে??(সাহিল)
–“নাহ”
–“তাহলে যখন জানবে তখন কী করবেন?” আর গাড়ি নেওয়ার কারনটা কী??”
— জানলে জানবে তাতে আমার ভয় নেই।আর গাড়ি নেওয়ার কারন আমি রিক্স নিতে চাই না।গতবার কী হয়েছে মনে নেই??
মনে পড়তেই তাঁরা তিনজনেই হেসে উঠে।
-“ভাই আপনি গাড়ি চালানো শিখলেন কিভাবে”?
–গাড়ি চালানো শিখা এতো কঠিন না,,এই নাও এই ছাতাটা নিয়ে উনাকে দিয়ে এসো। আমি এখানেই আছি।
–জ্বি আচ্ছা ভাইয়া।(সাহিল)
তারপর দুজনে ছাতা নিয়ে প্রেমার জন্য অপেক্ষা করতে লাগে ব্রিজের কিছু দূরে দাড়িয়ে।
–
–
প্রেমার হাঁটতে হাঁটতে একটা ছোট ব্রিজের কাছে চলে আসে। প্রতিদিনের মতো আজো রাফিন দাড়িয়ে আছে। প্রেমা চুপচাপ রাফিনকে ক্রস করতেই রাফিন গেয়ে উঠে…
–“প্রেমি ও প্রেমি দেখা দাও তুমি!!” হেই প্রেমিকা কোথায় গিয়েছিলে??(প্রেমাকে উদ্দ্যশ্যে করে)
আজকে যে রাফিনের কপালে শনি আছে সেটা একটু দূর থেকে সাহিল আর নিরাজ দেখে বুঝতে পারলো।
আচমকা রাফিন প্রেমার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁত খেলিয়ে হাসি দিতে লাগলো।যা প্রেমার রাগকে আরো দ্বিগুন করে তুলে।
ঝড়ের গতীতে রাফিনের হাত ঘুড়িয়ে পেছনের সাইডের জোরে একটা লাত্তি মারে প্রেমা। হুড়মুরিয়ে মাটিতে পরে যায়। পাশ থেকে সাহিল বলে উঠে..
–“ওয়াহহ!!কিয়া সিন হে””
সাথে সাথে প্রেমার তাদের দিকে তাকাল রাগ নিয়ে।সাহিল ভয়ে ছাতাটা নিরাজকে দিয়ে পালিয়ে যায়।নিরাজ ভয়ে ভয়ে প্রেমার দিকে এগিয়ে যায়।
–“”প্রেমাপু!! এই ছাতাটা নেন এখানে অনেক রোদ মাথা ঘুরবে।””
প্রেমা ছাতাটা নিয়ে হনহন করে পা চালিয়ে চলে যায়!এরপর রাফিনও আস্তে আস্তে উঠে চলে যায়।
–
–
সাহিলের দৌড়ানি দেখে গাড়িতে বসে অচেনা ছেলেটি হাসতে হাসতে ঘড়াঘড়ি খেতে লাগলো।
নিরাজ গিয়ে গাড়িতে বসে…
–“ভাই আপনি হাসছেন?? প্রেমাপুর রাগ উঠলে তো সবাইরে ধুলায় দেয় আমিও খায়ছি তাই আপুকে কিছু বলি না। ”
–গুড কিছু বলতে হবে না।শুধু উনার দিকে খেয়াল রাখলেই হবে।আমি তো আর সবসময় তোমাদের গ্রামে আসতে পারবো না এখন। স্টাডি আছে…
-ভাই প্রেমাপুরে খুব ভালোবাসেন তাই না??
–“ভালোবাসি কী না জানি না।কিন্তু আমার উনাকেই চাই যেকোন মূল্যে।উনার সবকিছুর উপরে…(বলতে গিয়েও থেমে যায়) তুমি ছোট মানুষ এতো জেনে লাভ নেয়।
–আচ্ছা ভাইয়া আপনি বাড়ি যান।আমিও বাসায় যায়।(বলেই গাড়ি থেকে নেমে চলে যায়)
।
।
।
।
মানুষের এমন বাজে স্বভাব কখনো পরিবর্তন হবে না।নিজেদের চরকায় তেল তো দিবেই না কিন্তু অন্যের চরকায় তেল দেওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত!!
এসব মনে মনে প্রেমার দাদি ভেবে যাচ্ছিলো!!
সকালের মহিলা দুটো প্রেমার বাড়িতে এসেছে
প্রেমার নামে নালিশ দিতে।
–খালাম্মা আন্নি কহেন তো মাইয়ার এমন বিয়াদবি
কেডায় হজম করবো??(মহিলা)
–আমার নাতনি কী করেছে??
–“কিয়া করে নাই হেইডা কন খালম্মা।
আমাগো দুজনরে গোবরের পানি দিয়া
গোসল করাইছে হেতি!!”(২য় মহিলা)
–“আচ্ছা কাজ করছে আমার নাতনি!!
গুত যব!!”(প্রেমার দাদি)
পাশ থেকে প্রেমার ভাবি বলে উঠে..
–“গুড জব হবে দাদি গুত যব না।” (নাতাশা)
–“হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আমার নাতনি
তোমাদের উপর গোবর ছুড়ে মেরে গোবরিং-বাথ করাইছে তাইতো??””(দাদি)
প্রেমার দাদির কথা শুনে নাতাশার মাথায় হাত!!
–“হ আরো গাল ভাইঙা ভাইঙা হাসছিলো”।
তখনি মহিলাটির ছেলে এসে বলতে লাগে….
–দাদিজান আম্মায় মিছা কথা কচ্ছে।
প্রেমাপুরে আম্মায় আর চাচি কইছে তিনটা জ্যান্ত
জামাই ঘিলে খাইয়া ভেরসিটি যাইতাছে তখনি
দুইটা ভাইয়া আইসা আম্মা-চাচিগোর মুখে গোবর ছুইরা মারছে,,প্রেমাপু কিচ্ছু করে নাই।
এবার মহিলাটি নিজের ছেলের দিকে রাগী চোখ নিয়ে তাকাল। প্রেমার দাদি রওসন বেগম এতক্ষন কিছু
না বললেও এবার আর না বলে থাকতে পারলো না।
কারন ওরা প্রেমার উপর মিথ্যে অপবাদ দিতে এসে ছিলো এবং……..
–“তোরা আমার নাতনিকে এমনটা বললি কোন সাহসে।”(প্রচন্ড রেগে) আমার নাতনি জামাই ঘিলে
খায়ছে মানে?? বিয়ে তো হয়নি জামাই হইবো কেমনে?
বিয়ের আগেই তো তাদের উপর গজব
পরে এসপিডেন্ট”(এক্সিডেন্ট) হয়।
তারপর মরছে।আমার নাতনির কী
দোষ!!””
এরপর শুরু হয় প্রেমার দাদির গালি মহিলাগুলো অপমান পেয়ে রাগ আর ক্ষোভ নিয়ে প্রেমাদের বাড়ি
ত্যাগ করে।
মহিলাগুলো যাওয়ার পরপরেই প্রেমা বাড়িতে প্রবেশ করে প্রচন্ড রেগে।নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়।
🌺(চলবে)🌺
Tarin Jannat