হৃদমোহিনী পর্ব ৩৪

0
2337

হৃদমোহিনী
পর্ব ৩৪
মিশু মনি
.
৪৮
জানালায় ঠকঠক শব্দ শুনে মিশু জানালা থেকে পর্দা সরাতেই দেখতে পেলো তন্ময় দাঁড়িয়ে আছে। মেজাজ বিগড়ে গেলো মিশুর। নিজেকে সামলে নিয়ে বললো, ‘চলে যাও এখান থেকে। দয়া করে আর কক্ষনো এসোনা।’

তন্ময় হাত জোর করে অনুরোধ করলো একটু কথা বলার সুযোগ দেয়ার জন্য। মিশু কিছুতেই ওর কথা শুনতে চাইলো না। জানালায় পর্দা টেনে নিয়ে শুয়ে পড়লো। মিনিট দশেক পর কৌতুহল বশত পর্দাটা সরাতেই কাঁচের ভেতর দিয়ে দেখতে পেলো তন্ময় এখনো দাঁড়িয়ে আছে। বুকটা ব্যথা করছে মিশুর। তন্ময়কে কিছু কথা স্পষ্ট করে জানিয়ে দেয়া দরকার। কথাগুলো না বললে সে এখানেই দাঁড়িয়ে থাকবে। আর কিছু কথা তন্ময়কে বলাটাও উচিৎ।

অনেক কিছু ভেবে বিছানা ছেড়ে উঠে পড়লো ও। জানালা খুলে তন্ময়ের দিকে তাকালো। মিশুকে জানালা খুলতে দেখে তন্ময় চমকে উঠলো। পিছন ফিরতেই মিশু ওকে বললো, ‘তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমি বাইরে গেলে আর কেউ দেখে ফেললে বাজে ব্যাপার হয়ে যাবে। গ্রামের লোকজন অনেক খারাপ ভাববে। আমি দরজা খুলে দিচ্ছি, ভেতরে এসে সোজা ছাদে চলে যাবা। আমি আসছি।’
– ‘আচ্ছা মিশু।’
– ‘বাড়াবাড়ি করার চেষ্টা করবে না একদম। কথা বলা শেষ হলে চলে যাবে।’
– ‘আচ্ছা ঠিকাছে।’

মিশু মেইন দরজা খুলে তন্ময়কে ভেতরে আসতে বললো। তন্ময় ভেতরে প্রবেশ করে সোজা ছাদে চলে গেলো। মিশু গায়ে একটা চাঁদর জড়িয়ে ধীরে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। তন্ময় মিশুকে দেখে নিজেকে সামলাতে পারলো না। দ্রুত রীতিমত ছুটে এসে জড়িয়ে ধরলো মিশুকে। হতবাক হয়ে গেলো মিশু। এটা ও কিছুতেই আশা করেনি। তন্ময়ের বুকের সাথে মাথাটা ঠেকতেই অস্থির লাগতে শুরু করলো। এরকম করলে তো দূর্বল হয়ে পড়বে ও। তারচেয়ে যে কথাগুলো বলতে এসেছে সেগুলো বলা উচিৎ।

মিশু নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতেই তন্ময় আরো জোরে বুকে চেপে ধরলো। মিশুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতে আর বোধহয় কিছুই অবশিষ্ট নেই। তন্ময়কে এখনি চলে যেতে বলতে হবে। তন্ময় মিশুকে বুক থেকে সরিয়ে দাড় করিয়ে দুহাতে ওর মুখটা ধরে ফেললো। মিশু সমানে চেষ্টা করলো তন্ময়ের হাত সরানোর কিন্তু পারছে না। গলা দিয়ে শব্দও বের হচ্ছেনা। চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। তন্ময় মিশুর চোখ মুছে দিয়ে বললো, ‘কাঁদবে না তুমি আর।’

মিশু অনেক চেষ্টা করছে নিজেকে শক্ত করার কিন্তু পারছে না। ক্রমাগত দূর্বল হয়ে পড়ছে। মনেমনে ভাবলো, এটা অন্যায় হচ্ছে। আমি মেঘালয়কে ঠকাতে পারবো না। আমাকে শক্ত হতেই হবে। অনেক কষ্টে বললো, ‘একটু ছাড়ো তো। আমি এখুনি আসছি।’

তন্ময় মিশুকে ছেড়ে দেয়ার পর এক দৌড়ে মিশু নিচে চলে গেলো। বাথরুমে গিয়ে চোখ দুটো বন্ধ করে মনেমনে মেঘালয়ের কথা মনে করার চেষ্টা করলো। মেঘালয় মিশুকে শিখিয়েছে কিভাবে আত্মসম্মান বজায় রাখতে হয়। দূর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। জোরে জোরে কয়েকবার নিশ্বাস নিয়ে চোখেমুখে পানি ছিটিয়ে দিলো। তারপর ছোটবোন মিতুকে ডেকে বললো ছাদের দরজার কাছে থাকতে যাতে তন্ময় উলটা পালটা কিছু করার চেষ্টা করলে মিতু এগিয়ে আসতে পারে। মিতুকে পাঠিয়ে দিয়ে মিশু চলে গেলো রান্নাঘরে। ওর চেহারায় যেন আগুন ঝরছে। বটিটা হাতে নিয়ে অগ্নিমুর্তি ধারণ করে ছাদে চলে এলো।

বটি হাতে মিশুকে দেখে তন্ময় অবাক হয়ে বললো, ‘একি! এটা কেন?’
– ‘আর একবার আমাকে টাচ করলে খুনোখুনি হয়ে যাবে। এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন তোমার মুখোমুখি হতে পারবো। কয়েকটা কথা তোমাকে বলা দরকার।’

তন্ময় বিস্ময়ে কিছুই বলতে পারলো না। কয়েকদিন আগে যে মিশুর সাথে দেখা হয়েছে, একটু আগে যে মিশুকে জড়িয়ে ধরেছে, সেই মিশুর সাথে এই মিশুর আকাশ পাতাল পার্থক্য। এই অগ্নিমুর্তি ধারণ করা কিভাবে সম্ভব! তাও আবার বটি হাতে! অদ্ভুত লাগছে।গলার স্বরেও দৃঢ়তা যেন হঠাৎ করেই মিশুর বয়স অনেক বেড়ে গেছে। এটা সত্যিই মিশু তো?

মিশু বললো, ‘আমাকে যে অপমান তুমি করেছো তার ক্ষমা হয়, কিন্তু তোমার জন্য আমার সম্মান যেভাবে নষ্ট হতে যাচ্ছিলো আর আমি যে পরিমাণ মানসিক যন্ত্রণা ভোগ করেছি তার জন্য তোমার ক্ষমা হয়না।’

তন্ময় অবাক হয়ে বললো, ‘কি হয়েছে বলোতো? তোমাকে ফিরিয়ে দিয়েছি বলে আমি অনুতপ্ত। কিন্তু তার জন্য এভাবে কেন বলছো? আমি তোমাকে অপমান করেছি মানছি কিন্তু তোমার সম্মান কেন নষ্ট হবে?’

মিশু রেগে বললো, ‘জানো না? অন্তত আমার সাথে এরকম ন্যাকামি কোরোনা।’
– ‘মিশু প্লিজ বলো কি হয়েছে? আন্টিও বললো তোমার আর তাদের সম্মানের কথা। এলাকার লোকরা কি জানে তুমি আমার কাছে গিয়েছিলে? ঠিক কি হয়েছিলো?’
– ‘এলাকায় তো রীতিমত প্রলয় ঘটে গেছে। আর আমার জীবনে? তোলপাড়।’
– ‘মানে! খুলে বলবে প্লিজ?’
– ‘তুমি কি সত্যিই কিছু জানোনা? তুমি সেদিন আমাকে রাস্তায় ফেলে যাওয়ার পর আমার সাথে কি কি ঘটে গেছে জানোনা তুমি?’

তন্ময় অবাক হয়ে বললো, ‘না তো। সেটাই তো জানতে চাইছি। বলবে প্লিজ? আমিতো তোমাকে রেখে সোজা আমার এক বন্ধুর বাসায় চলে যাই। পরেরদিন ফোন আসে আব্বু আম্মু হসপিটালে। আর তারপর বাসায় যাই ওদের লাশ নিয়ে। এই কয়েকটা দিন আমি অনুতপ্ত হতে হতে শেষ হয়ে গেছি মিশু।’

মিশুর এবার অবাক হওয়ার পালা। একটু থমকে গিয়ে বললো, ‘তারমানে তুমি জানোনা?’
তন্ময় একটু এগিয়ে এসে বললো, ‘জানিনা। বলো কি হয়েছে?’

মিশু একহাতে নিজের কপালে হাত রেখে একটা ঢোক গিললো। তন্ময়ের তেমন দোষ দেয়া যায়না। জীবন এ কেমন খেলা খেললো ওর সাথে? মাত্র কয়েকদিনের ব্যবধানে এতকিছু ঘটে গেলো! মেঘালয় জীবনে না আসলে আজকে তন্ময় নতুন করে বাঁচতে শিখতো। কিন্তু যে মেঘালয় মিশুকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তাকে ছেড়ে আসা কিছুতেই সম্ভব না। সেটা করতে মিশুর বিবেকে বাঁধবে। কোথ থেকে কি যে হয়ে গেলো।
তন্ময় উন্মুখ হয়ে চেয়ে আছে মিশুর দিকে। জানতে চাইলো কি ঘটেছে মিশুর সাথে।

মিশু বলতে আরম্ভ করলো, ‘তুমি আমাকে ফেলে চলে যাওয়ার পর আমি হঠাৎ বড় ধরণের ধাক্কা খেয়ে যাই। বারবার ফোন দিচ্ছিলাম কিন্তু বন্ধ পাচ্ছিলাম। অনেক স্বপ্ন নিয়ে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম, সব স্বপ্ন এভাবে তুচ্ছ হয়ে যাবে ভাবিনি। তুমি আমাকে ঠকাবে সেটা বিশ্বাস করা শক্ত ছিলো আমার জন্য। আমি অসংখ্যবার ফোন দিই কিন্তু ব্লাকলিস্টে রেখে দিয়েছিলে। কখনো ব্লাকলিস্ট, কখনো বন্ধ। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো। বাধ্য হয়েই তোমার বাসার এড্রেস অনুযায়ী চলে যাই। তুমি জানোনা এসব?’

তন্ময় অবাক হয়ে শুনছিলো। এবার বললো, ‘আমি সত্যি জানিনা তুমি আমার বাসায় গিয়েছিলে। আমি তোমার নাম্বার ব্লাকলিস্টে রেখে আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। আমি ভেবেছিলাম তুমি বাসায় চলে এসেছো।’

মিশু বললো, ‘আমি বাসায় আসিনি। এক পা তোলার মত শক্তি আমার ছিলোনা। যে মেয়েটা কেবলমাত্র তোমার ভরসাতেই এতদূর থেকে ঢাকায় গিয়েছে তাকে ফেলে তুমি চলে গেলে। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিলো। কথা বলার শক্তিটাও পাচ্ছিলাম না। শুধু বারবার ফোন দিচ্ছিলাম তোমার নাম্বারে। তোমাকে না পেয়ে তোমার বাসায় চলে যাই। তারপর..’

মিশু থেমে গেলো। তন্ময় কৌতুহলী চোখে তাকিয়ে আছে। তারপর কি হলো?

মিশু আবারো বলতে শুরু করলো, ‘আমি দারোয়ানকে তোমার কথা বলার পর উনি তোমাকে ডাকতে চলে গেলো। এরপর একটা ছেলে এসে বললো, ‘তন্ময় রুমে আছে। আসেন আমার সাথে। ছেলেটার নাম ছিলো সম্ভবত সেলিম। তোমার ফ্রেন্ড।’

তন্ময় চেঁচিয়ে উঠে বললো, ‘সেলিম! ও আমার ফ্রেন্ড না। ও তো আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড। আমাদের ফ্ল্যাটের বড় ভাইয়ের কাছে আসতো মাঝেমাঝে। ড্রিংকস করতে আর মাঝেমাঝে মেয়ে নিয়ে আসতো। ও তোমাকে রুমে ডেকে নিয়ে গেছে আমার কথা বলে? ও মাই গড, আমি আবার সেদিন বড় ভাইকে কল দিয়ে বলেছিলাম তোমাকে রংপুর পাঠিয়ে দিয়েছি। ব্রেকাপ করছি আর আমি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। এইজন্যই ওরা সুযোগটাকে কাজে লাগিয়েছে। তারপর কি হলো?’

মিশু কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে রইলো নিশ্চুপ হয়ে। ব্যাপারটা এরকম সেটা মিশুও জানতো না। আজ সব পরিষ্কার হয়ে গেলো। ডুকরে কান্না করতে ইচ্ছে করছে ওর। তন্ময় এগিয়ে এসে জানতে চাইলো, ‘তারপর কি হলো? ওরা তোমার সাথে বাজে আচরণ করেনি তো? ওরা তো ড্রাগস নেয়। তোমাকে খারাপ কিছু বলেছে?’

মিশুর গলা বন্ধ হয়ে গেছে। সে রাতের ভয়ংকর কথাগুলো মনে করতে গেলে পাগল হয়ে যাবে ও। চোখ বেয়ে জল পড়তে লাগলো টপটপ করে। তন্ময় বারবার জানতে চাইলো ওরা খারাপ কিছু বলেছে কিনা?

মিশু বললো, ‘শুধু কি বলা? সেলিম নামের ছেলেটাকে কে যেন নাম ধরে ডাকছিলো তখন ওর নামটা শুনতে পাই। আমি ভাবছিলাম এ নামে তোমার তো কোনো ফ্রেন্ড নেই। সেই মুহুর্তে ও বলল তুমি ছাদে আছো সে গিয়ে রুমে পাঠিয়ে দিবে। এরপর রুমে এক বিশালদেহী ভয়ংকর লোককে ঢুকিয়ে দেয়। লোকটার হিংস্র থাবা আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছিলো। ধর্ষণের পর কেন কোনো মেয়ে মারা যায় সেদিনই বুঝতে পেরেছি। ওই লোকটা আমার উপর হিংস্র পশুর মত আক্রমণ করেছিলো……..’

আর বলতে পারলো না, ডুকরে কেঁদে উঠলো মিশু। তন্ময় ধপ করে বসে পড়লো। মিশুর সাথে এরকম বাজে কিছু ঘটবে এটা ও ভাবতেও পারেনি। মিশু যে ওর বাসায় চলে যাবে এটাও কল্পনা করেনি। ওই ছেলেগুলোর জন্য বহুবার ফ্ল্যাট বদলাতে চেয়েছিলো কিন্তু সুযোগ হয়ে উঠেনি। আজ ওরাই মিশুর সাথে এরকম কিছু করবে তন্ময় দুঃস্বপ্নেও ভাবেনি। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে।

মিশু চোখ মুছে বললো, ‘আমার কোনো ক্ষতি হয়নি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই মুহুর্তে কোথ থেকে আমার শক্তি এলো জানিনা, আমি ওই লোকটার লিঙ্গ বরাবর জোরে লাত্থি বসিয়ে দিই। তারপর ছুটে পালিয়ে আসি। এরপরের অধ্যায় আরো অকল্পনীয়। যেটা তুমি আমি কেউ কখনো কল্পনাও করিনি।’

তন্ময় মাথায় হাত দিয়ে বসে আছে। চোখ দিয়ে পানি পড়ছে ওর। কথা বলার মত অবস্থা নেই। নিজেকে আজ সত্যিই খুব অপরাধী মনে হচ্ছে।

মিশু বললো, ‘আমার পিরিয়ড চলছিলো। পাগলের মত ছুটতে ছুটতে এসে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার সাথে কি কি ঘটেছে আমার স্পষ্ট মনে নেই। এরপরের ঘটনাগুলো আবছা মনে আছে। চোখ মেলে দেখি আমার সামনে অনেকগুলো ছেলেমেয়ের মুখ উপুড় হয়ে আছে। সবচেয়ে সুন্দর মেয়েটা আমাকে তুলে ধীরেধীরে রাস্তার পাশে এনে বসায়। আর সবচেয়ে সুন্দর দেখতে ছেলেটা সবার সামনে আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। পাগলের মত ছুটেছিলাম বলে পিরিয়ডের ব্লাড পা, জামা পাজামায় মাখামাখি হয়ে গিয়েছিলো। সেই অবস্থায়ই ওই মানুষটা আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। ওর বোন অর্থাৎ সেই সুন্দর মেয়েটা আমার প্যাড বদলে দেয়। আমিতো ভেবেছিলাম মানুষ রূপী কোনো ফেরেশতা। নয়তো যেখানে ছেলেরা মেয়েদের এসব নিয়ে হাসাহাসি করে সেখানে ওরা কত ভালো সবাই! সেই সুন্দর মানুষটা আমাকে খাবার খাওয়ায়, আমার হাত পা মালিশ করে দেয়। আমাকে নিয়ে হসপিটালে যায়, সেখান থেকে আবার কমলাপুর রেইলওয়ে স্টেশনে এনে কোলে করে ট্রেনে তোলে। আমার একদমই হুশ ছিলোনা। একটু পরপর শুধু চোখ মেলে টের পাচ্ছিলাম এরকম কিছু ঘটছে। ওষুধ খাওয়ার পরপরই সেই মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পারিয়ে দেয়। আমার ঘুম ভাঙে ট্রেনে, তখনো সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো। এত সুন্দর কোনো মানুষ কিভাবে হতে পারে! আমি এখনো ভেবেই পাইনা।’

তন্ময় অবাক হয়ে শুনছিলো। এবার বললো, ‘ওই মানুষটা সত্যিই দেবদূত হয়ে এসেছিলো। এমন মানুষও আছে আমার জানা ছিলোনা। তাকে হাজারো স্যালুট। এই সুন্দর মানুষটা আর ওই মেয়েটার সাথে আমার পরিচয় করিয়ে দিতে পারবা? ওদের সালাম জানাতে চাই আমি। আমার মিশুকে বাঁচিয়েছে ওরা।’

মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো, ‘এই সুন্দর মানুষটা হচ্ছে এখন আমার স্বামী মেঘালয় আহমেদ আর সেই মেয়েটা আমার ননদ মৌনি।’

তন্ময় আঁৎকে উঠে বললো, ‘কিহ! আন্টি যা বলেছে সেটাই তাহলে ঠিক? মানুষটা তোমাকে একেবারে বিয়ে করে নিলো?’

মিশু মাথা ঝাঁকিয়ে বললো, ‘বিয়েটাও একটা গল্প ছিলো। মানুষটা যেমন ভালো তেমনি অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি আকর্ষণীয়। সে আমাকে কখনোই বিয়ে করতে চায়নি আর আমিও চাইনি। এমনকি দুই পরিবারের কেউই চায়নি। প্রকৃতি চেয়েছিলো তাই এক্সিডেন্টলি বিয়েটা হয়ে গেছে। আমি চেয়েছিলাম ওনাকে ছেড়ে দিতে। কিন্তু উনি বলেছিলেন, বিয়েটা যখন হয়েই গেছে তখন দায় এড়ানোর কোনো মানেই হয়না।’

তন্ময় বললো, ‘কি বলছো এসব? মাত্র কয়েকদিনের মধ্যেই এতকিছু হয়ে গেলো! কিন্তু শুধু দায়বদ্ধতা থেকেই কি আজীবন থাকা যায়? তুমিও মেনে নিলে?’

মিশু গর্বের সাথে বললো, ‘মেঘালয়কে দেখলে দেখতেই ইচ্ছে করে, কথা বললে ওর কথাই শুনতে ইচ্ছে করে, যার স্পর্শ পেয়ে পাগল হয়ে গেছি আমি। ওই মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, ইনফ্যাক্ট পাগলের মতই ভালোবাসতে চাই। আল্লাহ তাকে আমার চরম বিপদের মুহুর্তে পাঠিয়েছে, যেভাবেই হোক আমাদের জুটি বেঁধে দিয়েছেন। সেই সৌভাগ্যকে আমি আর পায়ে ঠেলে দিতে পারবো না। একটা কথা কি জানো তন্ময়? স্মার্টনেস শুধুমাত্র আউটলুক দিয়ে হয়না, স্মার্টনেসের নতুন সংজ্ঞা আমি জেনেছি আমার মেঘালয় আর মৌনি আপুর কাছ থেকে। তোমার দেয়া আঘাতটা আমি ভূলেই গিয়েছিলাম। তুমি এসে আর দয়া করে আমার জীবনটাকে শেষ করে দিওনা। দোহাই লাগে, তুমি চলে যাও। আর কোনোদিনো যোগাযোগ করার চেষ্টাও কোরোনা।’

মেঘালয়ের কথা বলতে বলতে মিশুর চোখেমুখে এক ধরণের প্রসন্নতা ফুটে উঠেছিলো। তন্ময় মুগ্ধ হয়ে দেখছিলো শুধু। মিশু সুখী হলে আর বাঁধা দিতে চায়না ও। মেয়েটা অনেক ঝড় সামলে উঠেছে, আর কোনো ঝড় যেন না আসে। তন্ময় মিশুর পায়ে হাত রেখে বললো, ‘মাফ করে দিও আমাকে।’

মিশু দ্রুত পা সরিয়ে নিয়ে বললো, ‘কি করছো? প্লিজ এরকম কোরোনা।’
– ‘আমি আর কক্ষনো আসবো না, যোগাযোগ ও করবো না। তুমি সুখী হও সেটাই আমাকে সুখ দেবে। আমি নাহয় দূর থেকেই আমার পাপের প্রায়শ্চিত্ত করবো।’

মিশু বললো, ‘তন্ময়, কেউ ভালোবাসলে তাকে অপমান করতে হয়না। আমি শর্ট, আমি গাইয়া এসব বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো। আমি গ্রামে জন্মেছি এটা কোনো অপরাধ হতে পারেনা। আর আমার উচ্চতা আল্লাহ আমাকে দিয়েছেন। জন্মের উপর কারো হাত থাকেনা। জানো মেঘালয় কি বলে? ওর হাইট প্রায় ছয় ফুট। অথচ ও আমাকে বলে, ‘মিশু তুমি আমার কাছে একটা ফুটফুটে পুতুলের মত। যাকে কোলে বসিয়ে আদর করা যায়। খাটো মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরলে অনেক আরাম লাগে।’ আর আমি আন স্মার্ট বলে ও আমাকে ছেড়ে যায়নি বরং আমাকে শিখিয়েছে স্মার্টনেস কি? জানো মেঘালয় একজন সত্যিকার মানুষ। আমি খুব ভাগ্য করে ওকে পেয়েছি।’

তন্ময়ের আর বলার মত কিছু নেই। মিশুকে ফিরিয়ে দেয়াটা জীবনের সবচেয়ে বড় ভূল ছিলো সেটা স্বীকার করে সেখান থেকে চলে গেলো। হাত থেকে বটিটা ফেলে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেললো মিশু। আজ সমস্ত কনফিউশন, সমস্ত রাগ অভিমানের অবসান ঘটেছে। তন্ময়কে যা যা বলতে চেয়েছিলো সব বলতে পেরেছে। আর মেঘালয়কে নিয়ে থাকা সমস্ত কনফিউশনও দূর হয়ে গেছে। এখন তো ইচ্ছে করছে বিয়ের দিনটা যেন দ্রুত এগিয়ে আসে। মেঘালয়কে দেখতে বড্ড ইচ্ছে করছে। ছাদে দাঁড়িয়ে প্রাণভরে নিশ্বাস নিতে লাগলো মিশু। তন্ময় রাস্তায় এসে একবার ছাদের দিকে তাকাতেই মিশু হাত নেড়ে বিদায় দিলো। তন্ময়ও হাসিমুখে বিদায় জানিয়ে চলে গেলো। উফফ কি যে শান্তি লাগছে! অনেক দিন পর খুব শান্তি লাগছে মিশুর। আকাশের দিকে তাকিয়ে বললো, ‘মিস ইউ মেঘালয়। দশদিন ফোন দিতে বারণ করেছি কিন্তু আমি নিজেই তো দশদিন থাকতে পারবো না। রিয়েলি মিস ইউ। বড্ড সুখ সুখ লাগছে আমার। এই সুখের সময়ে যদি সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে পেতাম, ইস যদি সম্ভব হতো! হুট করে চলে আসতে যদি, আমার মত খুশি আর কেউ হতো না। আসবে মেঘমনি? তোমার মিশুর কাছে?

চলবে…

পোস্ট টাইম: রাত ২.৪০
১৯ ফেব্রুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here