মনের মানুষ❤️পর্ব-১১

0
717

#মনের_মানুষ ❤️
#একাদশ_পর্ব❤️
#কলমে_সাঁঝবাতি 🌸

প্রযুক্তিগত কারণে আজ আমরা অনেক উন্নত…তাই হয়তো ফোন থেকে অবাঞ্চিত বস্তু খুব সহজেই ডিলিট বটন প্রেস করে মুছে দিতে পারি।আচ্ছা জীবনে যদি এরকম একটা ডিলিট বটন থাকতো তাহলে কেমন হতো?সমস্ত অপ্রত্যাশিত এবং অবাঞ্চিত অনুভূতিগুলো যদি ডিলিট বটনের মাধ্যমে মুছে দেওয়া যেতো তাহলে কতো ভালো হতো…..অন্তত তিক্ত স্মৃতিগুলো তো মনে থাকতো না।কিন্তু এটা তো হয় না…..অতীতের সমস্ত ঘটনাই সারাজীবন মনের মধ্যে বিদ্যমান থাকে,হাজার চেষ্টা করলেও সেসব ভোলা যায় না।

হসপিটালের বেডে হেলান দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে ছিলো আহেলি…..আজ কতগুলো দিন পর সে সুস্থ্য হয়েছে তা জানে না,তবে জ্ঞান ফেরার পরের মুহূর্তে বাবা-মায়ের শুকিয়ে যাওয়া চিন্তাগ্রস্ত মুখটা দেখে আহেলির নিজের ওপর রাগ হয়েছিলো…..আর যার জন্য আহেলি এতো বড়ো সিদ্ধান্ত নিলো সেই মানুষটা?সেকি একবারের জন্যেও এসেছিলো?

ওয়ার্ডে পাশাপাশি আরো কয়েকটা বেডে আরো কয়েকজন রোগী আছে…তাদের দিকে তাকিয়ে ছোট্ট নিশ্বাস ফেললো।কাল ওকে ডিসচার্জ করা হবে….আজকের দিনটাই হসপিটালে থাকতে হবে।একটু আগেই ওর বাবা মা এসে দেখা করে গেছে।ভিসিটিং আওয়ার্স শেষ হতে এখানে আর কারোর থাকার অনুমতি নেই।এমনটাই নিয়ম এই নার্সিং-হোমের।আহেলি একেবারে চুপ করে গেছে….এখনো অব্দি কাউকে কিছু জানায়নি।এমনকি বিকালে অনুও আর সপ্তক এসে জোর করার পরেও ওর মুখ থেকে কথা বের করতে পারে নি।কাঁচের জানলার ওপারে রাতের কলকাতাকে দেখে আহেলির ঠোঁটের কোনে তাচ্ছিলের হাসি ফুটে উঠলো।
🌸🌸

আহেলির বেডের পাশে অনেকক্ষণ আগেই ডিনার রেখে গেছে যদিও আহেলি এখনো অব্দি এক টুকরো খাওয়ার মুখে দেয়নি।একজন নার্স এসে ওর সামনে দাঁড়িয়ে বিরক্তিমাখা গলায় বললো,,,,

“এইই তুমি খাওনি কেনো?কোনো সমস্যা আছে?”

নার্সের প্রশ্নে আহেলি মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলো।

“তাহলে?চুপচাপ বসে আছো কেনো?একটু পরেই ওষুধগুলো দিতে হবে নাকি….না খেলে আমি ওষুধ দেবো কেমন করে?”

“আমার খেতে ভালোলাগছে না।”

“তা লাগবে কেনো?বাবা মাকে কষ্ট দিতে তো খুবই ভালোলাগে…..যত্তসব ন্যাকামো।”

নার্সের কথায় আহেলি মুখ তুলে তাকাতেই উনি বললেন,,,,

“তুমি জানো তোমার অবস্থা কিরকম হয়েছিলো?যখন তোমায় আনা হয় তখন তোমার অবস্থা কতটা খারাপ ছিলো?তোমার শরীর থেকে যা রক্ত বেরিয়েছিলো তাতে তোমায় তো বাঁচানো যেতো না।হসপিটালেও তো ব্লাড ছিলো না…..তোমার বাবা কোথা থেকে খুঁজে ঠিকই জোগাড় করলেন।তুমি তোমার বাবা-মায়ের কথা নাই ভাবতে পারো কিন্তু তারা ঠিকই ভাবে।কি পাও এসব করে?”

আহেলি মাথা নামিয়ে নিতেই আবারো নার্সটি বলে উঠলো,,,
“নিজের জন্য না হোক তোমার বাবা মায়ের জন্য সুস্থ্য হও…..এই পাঁচদিন ধরে ওনাদের যা অবস্থা করেছো তাতে যে ওনারা ঠিক আছেন এই অনেক।”

প্রতুত্তরে আহেলি কিছু বললো না।চুপচাপ খেতে শুরু করলো…..নার্সের দেওয়া ওষুধগুলো খেয়ে আবারো চুপচাপ শুয়ে পরলো আহেলি।শরীরটা ভীষণ দুর্বল…..কিন্তু কোনোভাবে ঘুমও আসছে না।

“ঠিকঠাক সময়ে মেডিসিনগুলো নিতে হবে….নাহলে সুস্থ্য হবে কিকরে?এখন সব নিয়ম না মানলে তো অপারেশনের সময় সমস্যা হবে,আর তখন কিছু উল্টোপাল্টা হলেই তো আবার আমাদের পিটতে আসবে।তারচেয়ে ভালো নিজে নিজের খেয়াল রাখো।”

চেনা একটা গলা পেয়েই উঠে বসলো আহেলি….এদিক ওদিকে তাকাতেই একটা বেডে গিয়ে ওর চোখের চঞ্চল দৃষ্টি শান্ত হলো।এটা কি ঠিক দেখছে আহেলি?হ্যাঁ…..ঠিকই দেখছে।ফর্সা রোগা ছেলেটা,গালে হালকা দাঁড়ির ছোঁয়া….এলোমেলো হয়ে থাকা মাথার চুল,পরনে ডিপ নেভি ব্লু শার্ট তার ওপরে এপ্রোন,গলায় ঝোলানো স্টেথোস্কোপ…..প্রান্তিক!ডক্টর প্রান্তিক।

আহেলির ভাবনার মাঝেই প্রান্তিক ওর সামনে দিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিলো তখনই আহেলি নিজে থেকে বললো,,,,
প্রান্তিক।

আহেলির গলার শব্দে থমকে দাঁড়ালো প্রান্তিক…..কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আহেলির দিকে ফিরলো।প্রান্তিকের দিকে তাকিয়ে আহেলি ম্লান হেসে বললো,,,,

আপনি এই নার্সিংহোমে চাকরি করেন?

হুমম।

ওহ!

আহেলি আর কোনো কথা বলতে পারলো না।কারন প্রান্তিকের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া এলো না……আহেলি আবারো হালকা হেসে বেডে হেলান দিলো।প্রান্তিক হাতের থাকা ফাইলটা দেখতে দেখতে বেরিয়ে গেলো ওয়ার্ড থেকে।প্রান্তিক চলে যাওয়ার সাথে সাথে আবারো দরজার দিকে তাকালো আহেলি…..প্রান্তিকের থেকে এমন ব্যবহার আশা করেনি আহেলি।অন্তত দুটো কথা বলতে পারতো।

পরেরদিন সকাল হতেই আহেলি উসখুস করছিলো বাড়ি যাওয়ার জন্য…..কথা ছিলো সকাল এগারোটায় ডিসচার্জ করা হবে কিন্তু কোনো কারণবশত সেটা বিকেল চারটেয় পিছিয়ে দেওয়া হলো।আহেলির বাবা-মা কে ফোনে সবটা জানিয়ে দিয়ে বলা হলো বিকেলে আসতে।

খবরটা নার্সের থেকে জেনে আহেলি একটু আশাহত হলো….মা আর বাবার সাথে টুকটাক কথা বলে ফোনটা রেখে আহেলি অপেক্ষা করতে লাগলো বিকেল হওয়ার।বেলা সাড়ে এগারোটার সময় প্রান্তিক এলো ওয়ার্ডে…..কয়েকজন পেশেন্টকে চেক করে বেরিয়ে যাওয়ার সময় তাকালো আহেলির বেডের দিকে।মেয়েটা চুপচাপ বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে….মনটা শক্ত করে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেলো প্রান্তিক।মস্তিষ্ক আর মনের লড়াইয়ে হার মানলো মস্তিষ্ক…..আহেলির বেডের পাশের একটা টুলে বসতেই আহেলি চমকে উঠলো।প্রান্তিক কে বসে থাকতে দেখে অবাক হলো…..আহেলির বেডের পাশের টেবিল থেকে একটা চার্ট নিয়ে তাতে একপলক চোখ বুলিয়ে প্রান্তিক বললো,,,,

“কেমন আছেন?”

“ভালো….বাড়ি যেতে পারলে আরো ভালো লাগতো।”

আহেলির কথায় প্রান্তিক ওরদিকে মুখ তুলে তাকালো….চার্টটা যথাস্থানে রেখে বললো,,,,

“বাড়ি যাওয়ার এতো তাড়া কিসের?আপনি তো বাড়ি ফেরার জন্য হাত কাটেন নি….তাহলে আজ হটাৎ বাড়ি যেতে চাইছেন?”

“সত্যিই তো আর যেতে চাইনি…..এখনো যেতে ভয় লাগছে।না জানি কতো প্রশ্নের সম্মুখীন হতে হবে।”

“সেকি?এতো ভয়?তা প্রশ্নের উত্তর যদি দিতেই না চান তাহলে এরকম কাজ করেন কেনো?”

“সবসময় তো পরিস্থিতি এক থাকে না….কিছু পরিস্থিতি এমন হয় যার জন্য মানুষ সবচেয়ে ভয়ের কাজটা করে ফেলে আর তাই হয়েছে আমার সাথে।”

“তা বাবা মায়ের আগে এমন কোন ভালোবাসার মানুষ আছে যার জন্য প্রাণ ত্যাগ করতে গেলেন?কি কেস?”

প্রান্তিকের কথায় আহেলি ম্লান হেসে বললো,,,,

“আমি তো বাকিদের মতো নয়….হাজার যন্ত্রণা- আঘাত সহ্য করার ক্ষমতা হয়তো ভগবান আমায় দেন নি।তাই তো বাবা মার কথা না ভেবে স্বার্থপরের মতোই নিজেকে নিয়ে ভেবেছি।আর বাবা মায়ের কাছেও বা কি বলতাম?তারা যদি জানতো তাদের মেয়ে প্রতারিত হয়েছে তার প্রেমিকের কাছে তাহলে ওরাও সহ্য করতে পারতো না।আমি সব সহ্য করতে পারি কিন্তু কারোর প্রতারণা সহ্য করতে পারিনা।তাই আগেপিছে না ভেবেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছি…..”

আহেলির কথায় প্রান্তিক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো….গভীর দীর্ঘশ্বাস ফেলে আহেলি বললো,,,,

যার কথা আপনাকে অহংকার করে বলেছিলাম….সেই মানুষটা যে আমায় ঠকাতে পারে আমি জীবনে কল্পনা করতে পারিনি।যার কাছে এতটাই সময়ের মূল্য যে প্রেমিকা কে আধঘন্টা দিতে পারে না…..কাজ নিয়ে এতো ব্যস্ত থাকে যে আলাদা করে সময় কাটায় না।অথচ সেই ছেলেটাই আরেকটা মেয়ের ডাকে তার কাছে ছুটে যায়….তার আহ্বানে সাড়া দিয়ে সেখানেই রাত কাটায়।কারণ মেয়েটা তার প্রাক্তনী…এখনো অব্দি তাকে ভুলতে পারেনি।তাই যার কাছে বর্তমানে প্রতিশ্রুতিবদ্ধ তাকে ভুলে আবারো প্রাক্তনীর সাথে সম্পর্ক তৈরি করে।আমি পারিনি এটা সহ্য করতে….নিজের ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে সহ্য করতে পারিনি।যাকে এতো ভালোবাসলাম,কঠিন সময়ে পাশে থাকলাম সে আমায় আসলে কোনোদিন ভালোবাসেনি….একজনকে ভুলতে জাস্ট রিপ্লেসমেন্ট হিসাবে ইউস করেছে।এটা শোনার পর আর মাথার ঠিক ছিলো না আমার।তাইতো আমি কি করেছি আমি নিজেও জানিনা…..

আহেলির কথায় স্তব্ধ হয়ে গেছে প্রান্তিক।কোনোরকম প্রতিক্রিয়া দিতেই পারছে না।প্রান্তিক তো মনেমনে চেয়েছিলো যে আহেলি যাকে ভালোবাসে তাকে নিয়েই যেনো ভালো থাকে।কিন্তু তা তো হয়নি…..এই ফুলের মতো নরম মনের মেয়েটা প্রতারিত হয়েছে কারোর দ্বারা….কথাটা ভাবতেই শান্ত প্রান্তিকের রাগ হলো।আহেলির চোখে চোখ রেখে দৃঢ় গলায় বললো,,,,

আপনি ভুল করেছেন আহেলি….নিজেকে সরিয়ে নিতে চেয়ে আদতে ওদের সুবিধে করে ফেলেছেন।নিজেকে আঘাত না করে শক্ত করুন আহেলি।যে আপনার ভালোবাসা নিয়ে প্রতারণা করলো তাকে এতো সহজে ছেড়ে দেবেন না….যতখানি আঘাত আপনি পেয়েছেন তার দশগুন আঘাত ফিরিয়ে দিন।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here