নাটাই ঘুড়ি পর্ব-২৭

0
827

#নাটাই_ঘুড়ি
।।২৭।।
রূম্পা চোখ নামিয়ে নিয়ে বলল, “আমার লজ্জা লাগে!”
“আমারও তো! কামরানকে এখনো বলতেই পারলাম না কিছু!”
“তিথিকে বলেছেন?”
ইমরুল চমকে তাকাল। রূম্পা তাকিয়ে আছে শান্ত চোখে।
যেন জবাবটা এই মুহূর্তেই তার জানা প্রয়োজন। জবাব না পাওয়া পর্যন্ত সে ইমরুলের ওপর থেকে চোখ সরাবে না।
ইমরুল অন্যদিকে তাকিয়ে বলল, “না বলিনি, বলতে পারিনি আসলে। কীভাবে বলব? সেই বেচারি এত দিন ধরে বাসায় এত ফাইট করে যাচ্ছে আমার জন্য…”
“তাহলে তাকে ছেড়ে দিচ্ছেন কেন?”
“কারণ আমি তাকে ডিজার্ভ করি না! সে আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করে, এই জন্য!”
“এখনো সময় আছে, আপনি আরেকবার ভেবে দেখেন। আমি রূম্পা কারো দয়া চাই না।“
ইমরুল বসা থেকে আধ শোয়া হয়ে পড়ল। “অনেক ভেবেছি, আর ভাবতে পারি না।“
“এড়িয়ে যাচ্ছেন? পাশ কাটিয়ে গেলে কি সমস্যার সমাধান হবে?’
“তাহলে তুমি কী করতে বল আমাকে?”
রূম্পা ঝুঁকে এল ইমরুলের দিকে। ইমরুলের আবারও কেমন ভয় ভয় করতে লাগল।
এই মেয়েটিকে সে কোনো কারণ ছাড়াই ভয় পায়।
“আপনি এখন আমার সামনে তিথিকে ফোন করবেন। করে বলবেন, তিথি তুমি আর আমার জন্য অপেক্ষা করো না। আমি অন্য কাউকে ভালোবাসি, কালকে তাকে বিয়ে করব! পারবেন না?”
গলা শুকিয়ে গেল ইমরুলের। এই কথাটা সে তিথিকে কী করে বলবে?
এটা তো নিজের হাতে তিথির হৃদপিণ্ডটা টেনে টেনে ছেঁড়ার মত ব্যাপার হবে!
(পড়তে ভালো লাগলে ইবুকে আমার গল্প পড়তে পারেন।
লিংক :
১। নামহীন প্রজাপতি
লেখক: মৌলী আখন্দ
বইটি পড়তে: https://link.boitoi.com.bd/e91T

২। যে জীবন দোয়েলের
লেখক: মৌলী আখন্দ
বইটি পড়তে: https://link.boitoi.com.bd/qMVa

বইটই অ্যাপে এখন যুক্ত হয়েছে বই গিফট করার সুবিধা। আজই আপনার প্রিয়জনকে পছন্দের ই-বইটি গিফট করুন খুব সহজে। বই গিফট করতে ই-বই ক্রয়ের সময় “এই বইটি গিফট করুন” এ প্রেস করে যাকে বইটি উপহার দিতে চাচ্ছেন, কান্ট্রি কোড সহ তার মোবাইল নম্বর ও ইমেইল লিখুন। এবার স্বাভাবিক ভাবে পেমেন্ট সম্পন্ন করুন। প্রাপক সাথে সাথে তার বইটই একাউন্টে বইটি পেয়ে যাবেন।

এছাড়া প্রাপকের প্রদানকৃত নাম্বারে SMS এর মাধ্যমে ও ইমেইলে আপনার গিফট সম্পর্কে বিস্তারিত তথ্য চলে যাবে! একাধিক বই গিফট করতে চাইলে বইগুলো কার্টে যোগ করে একই পদ্ধতিতে গিফট করুন। বিস্তারিত জানতে: https://youtu.be/b0Se9TiCy0U

ই-বই সমূহ পেতে প্রথমেই বইটই অ্যাপটি ইন্সটল করুন আপনার মোবাইল ফোনে। ইন্সটল করতে: https://link.boitoi.com.bd/app

অ্যাপটি ইন্সটল হয়ে গেলে বইগুলো সরাসরি পেতে ক্লিক করুন উপরে উল্লেখিত বই এর সাথে দেয়া লিংক গুলো-তে।

বাংলাদেশ থেকে বইটই-এর যে কোন ইবুক কিনতে ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য সকল অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। অ্যাপল ইউজাররা অ্যাপল পে ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে ইবুক কিনতে হলে গুগল পেমেন্ট (G-pay) সিস্টেমের সেবা নেয়া যাবে।

কিভাবে বইটই থেকে বই কিনবেন, তা জানতে দেখুন এই ভিডিওটি: https://www.youtube.com/watch?v=sFJmZ70Czq4&t=145s

ইউটিউবে যুক্ত হোন বইটই এর সাথে: https://www.youtube.com/channel/UCQOFBpOVj3DpWdrKZY_zPaA?sub_confirmation=1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here