হৃদয় নিবাসে তুই পর্ব-৩৬

0
2757

#হৃদয়_নিবাসে_তুই
#পর্ব_৩৬
লেখনীতেঃভূমি

অদ্রিজার লাবন্যময়ী ধবধবে ফর্সা, লতিয়ে পড়া শরীরে কালো রাঙ্গা শাড়িটা এলেমেলো হলো।ফর্সা ফুলো পেটের উপর থেকে সরে গেল শাড়ির একাংশ।মুহুর্তেই চোখের সামনে দৃশ্যমান হলো মুগ্ধ করা পেটের সেই মসৃন ত্বক।রক্তিম নেশালো চাহনিতে তাকিয়ে থেকেই মৃদু হাসল।দু পা এগিয়েই নিজের ট্রাইটা খুলে রেখেই ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিল।চোখজোড়া কিছুক্ষন বন্ধ রেখেই আবার ও মেলে ধরল।অদ্রিজার দিকে আবারও তাকাতে গলা শুকিয়ে আসল মুহুর্তেই।সঙ্গে সঙ্গেই সামনের বোতলটা থেকে ঢগঢগ করে পানি গিলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল সে।ঘড়িতে তখন মাত্র সন্ধ্যে ছয়টা।এই ভর সন্ধ্যায় অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখে নিয়েই ছোট্ট শ্বাস ফেলল।প্র্যাগনেন্সির শুরু থেকে অদ্রিজার ক্লান্তিটা বুঝে উঠেই চোখমুখ গম্ভীর করল সে।ধীর পায়ে কয়েক কদম এগিয়ে যেতেই কানে এল অত্রিয়া আর রায়মানের চাপা গলা।রক্তিম ভ্রু কুঁচকাল।দরজাটা হালকা ভিড়িয়ে দিয়েই বেরিয়ে আসল রুম থেকে।ড্রয়িং রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা রায়মান আর অত্রিয়ার দিকে চোখজোড়া সরু করে তাকাতেই অত্রিয়া খিলখিলিয়ে হাসল।ভ্রু নাচিয়েই বলে উঠল,

‘আপনার বন্ধুর জন্য একটা সুন্দরী মেয়ে দেখেছি জিজু।মেয়েটারও আপনার এই খারাপ দেখতে বন্ধুকে পছন্দ।শুধু পছন্ত নয় চরম রকম পছন্দ। এখন আপনার বন্ধু বিয়ে নিয়ে এত সিরিয়াস হয়েও এই মুহুর্তে মজা করছে।মেয়েটার প্রতি অন্যায় হয়ে যাচ্ছে না বলুন?’

রক্তিম ঠোঁট টেনে হাসল।মৃদু গলায় বলল,

‘ রায়মানের জন্য তো পাত্রী অনেক আগে থেকেই ঠিক করা আছে।তুমি কেন শুধু শুধু কষ্ট করে মেয়ে দেখতে গেলে অত্রিয়া?বৃথা কষ্ট করলে!’

অত্রিয়া বড়বড় চোখে একবার রায়মান তো একবার রক্তিমের দিকে তাকাল।ভ্রু কুঁচকেই বলে উঠল,

‘ সত্যি?মানে সত্যিই? উনি এটা নিয়েও মজা করলেন।কি সাংঘাতিক!কষ্ট পেলাম।’

রক্তিম হাসল।এগিয়ে গিয়ে রায়মানের কানের কাছে কিছু বলেই হু হা করে হেসে উঠল দুজনই।সেই হাসির কম্পনে কম্পিত হলো পুরো রুম।অত্রিয়া বোকার মতোই চেয়ে রইল।দুইজনের হঠাৎ রুম কাঁপানো এই হাসির কোন অর্থ খুঁজে না পেয়েই ড্যাবড্যাব করে তাকিয়ে রইল সে।কপাল কুঁচকে জিজ্ঞেস করল,

‘ কি হলো?হাসছেন কেন আপনারা?কি এমন বললাম আমি।’

রক্তিম মুখটা নিষ্পাপ বাচ্চার মতো করার চেষ্টা করল।হাসিটা চেপে রাখার অদম্য চেষ্টা চালিয়েই কন্ঠটা গম্ভীর করে বলে উঠল,

‘ নাহ, কি বলবে তুমি। তুমি একেবারেই ছোট। ঐ ছোটমাথায় আমাদের হাসির বিষয়বস্তু বোধগম্য হবে না।তার থেকে রায়মানের জন্য মেয়ে দেখতেই থাকো।ওর পছন্দ না হলে আমাকে ট্রান্সফার করে দিও তাদের। আমি এখনো পিউর সিঙ্গেল!যতজনই আসুক, সামলে নিব।শতহোক সুন্দরীদের ফেরানো যায় না। বলো?’

অত্রিয়া ঠোঁট উল্টাল।রক্তিমের কথার বিনিময়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিমের পেঁছন থেকে এক সূক্ষ্ম নারীকন্ঠ ঝংকার তুলে বলে উঠল,

‘ এক্চুয়েলি!রায়মান ভাইয়ার জন্য মেয়ে দেখার সময় উনার জন্য ও পার্ফেক্ট দেখে কয়েকটা মেয়ে চুজ করে ফেলিস অত্রি।আমি চলে যাওয়ার পর বেচারা একা একা দেবদাস হয়ে থাকবে নাকি বল!আমি উনাকে একটা সুন্দরী রমণীর হাতে তুলে দিয়ে তবেই নিশ্চিত হয়ে সুখে সংসার করব।নয়তো দেখা যাবে উনার অভিশাপে আমার ভবিষ্যৎ সংসার দুদিনেই ভেঙ্গে যাবে।’

রক্তিম ঘাড় ঘুরাল।নজর তীক্ষ্ণ করে অদ্রিজার ঘুম ঘুম ফুলে থাকা চোখজোড়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষন।অদ্রিজার ঠোঁটের কোণে মৃদু হাসিটা দেখে নিয়েই চোখেমুখে তীক্ষ্ণতার সাথে যোগ হলো বিস্ময়।অদ্ভুত!এই রমণীর হঠাৎ এত পরিবর্তন?তার প্রতি রাগ অভিমান সব মিটে গেছে নাকি?রক্তিম বুঝল না।মনকে বার কয়েক জিজ্ঞেস করেও বিশেষ লাভ হলো না।চোখজোড়া সরু রেখেই কয়েক পা এগিয়ে অদ্রিজার সামনে দাঁড়াল।মৃদু গলায় বলল,

‘ একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অদ্রিজা।আপনার এই পরিবর্তনের রহস্য কি?কাইন্ডলি বলবেন?আর বিয়েরই বা এত শখ উতলে উঠল হঠাৎ?আমার আপনার ডিভোর্স হয়ে যায় নি মনে রাখবেন।বেশি বিয়ে বিয়ে বলে লাফালাফি করবেন তো দড়ি দিয়ে বেঁধে বাসায় আটকে রাখব।ভালো হবে?’

অদ্রিজা কপাল কুঁচকে ফেলল।রক্তিমের কথার পিঠেই বলে উঠল,

‘ কেন, কেন?বেঁধে রাখবেন কেন?আশ্চর্য!আমি বিয়ে করলে আপনার সমস্যা কি? আপনাকেও সুন্দরী কোন মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব।নো চিন্তা!’

রক্তিম দাঁতে দাঁত চাপল।কপালে পড়ে থাকা চুলগুলো একহাত দিয়ে পেঁছনে ঠেলে দিয়েই নিশ্চল চাহনিতে অদ্রিজার দিকে তাকাল কয়েক সেকেন্ড।মুহুর্তেই ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল।অদ্রিজার কানের কাছে মুখ এনেই ফিসফিসিয়ে বলল,

‘ ইয়েস!চিন্তা কিসের।সুন্দরী মেয়ে পেলে দ্বিতীয় বিয়ে করতে নিষেধ নেই আমার। দুই সুন্দরী বউ নিয়ে সংসার জীবন ভালোই কাঁটবে আমার।কিন্তু কথা হলো আপনাকে নিয়ে।আপনি সহ্য করতে পারবেন তো আমার পাশে আমার দ্বিতীয়, সুন্দরী স্ত্রীকে?না মানে, শুনেছিলাম বাঙ্গালি মেয়েরা নাকি তাদের ভালোবাসার মানুষের পাশে কাউকে সহ্য করতে পারে না।তাহলে, আপনি পারবেন তো?’

অদ্রিজা ভ্রু জোড়া কুঁচকে রেখে তাকাল।রক্তিম নামক অভদ্র লোকটার কলার ধরে সটান একটা ঘুষি বসাতে মন চাইল তৎক্ষনাৎ। তারই সামনে কত সুন্দরভাবে, নির্দ্বিধায় বলে দিচ্ছে দ্বিতীয় বিয়ে করতে কোন সমস্যা নেই তার?এত সহজেই বলে দিল?কথাগুলো ভেবেই যুবতী মনটা বিদ্রোহের ঘোষণা দিল।টলমল করে চোখজোড়া ভাসাতে মন চাইল মুহুর্তেই।নরম হৃদয়টা ভীষণ অভিমানী কন্ঠে কিছু কথা বলতে চাইল।কিন্তু না!মস্তিষ্ক খুব শান্ত ভাবে নির্দেশ পাঠাল যে,অভিমান,কান্না, কিংবা নিজের স্বচ্ছ অনুভূতির এইটুকুও এই অভদ্রলোকের সামনে প্রকাশ করা যাবে না।কিছুতেই না।সঙ্গে সঙ্গেই চিবুক শক্ত হলো অদ্রিজার।ভ্রু জোড়া কুঁচকে ভীষণ শান্ত গলায় বলল,

‘ কেন পারব না?আমি কি আপনাকে ভালোবাসি নাকি মিঃ রক্তিম মাহমুদ যে আপনার পাশে কাউকে সহ্য করতে পারব না?অদ্ভুত!’

রক্তিম হালকা হাসল। কোন উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে অত্রিয়া আর রায়মানের দিকে তাকিয়েই মুচকি হাসল।সোফায় বসতে বলেই হোতজোড়া বুকে ভাজ করে দাঁড়াল।ঠোঁট টেনে বলে উঠল,

‘ ভীষণ রকম অদ্ভুত!তো মেয়ে চুজ করে নিয়েছেন?বিয়ে কবে করতে হবে?চটফট বলে ফেলুন।আমার সন্তান পৃথিবীর আলো দেখার সাথে সাথেই যাতে তার দ্বিতীয় মাকেও দেখতে পায় সে ব্যাবস্থা করতে হবে না?’

অদ্রিজাএবার জ্বলে উঠল।দৃষ্টিটা ক্রমশ সরু করেই কন্ঠে ঝংকার তুলে বলে উঠল সে,

‘ আমি আসলেই অবাক হয়ে যাই,এত অনায়াসে আমার সন্তান বলছেন কি করে। আর হ্যাঁ!আপনি দ্বিতীয় বিয়ে করুন সমস্যা নেই।কিন্তু আমার সন্তানের দ্বিতীয় মা বলে সম্বোধন করবেন না কাউকে।তার মা কেবল আমি এবং আমি।আমার সন্তানকে আপনার সাথেও শেয়ার করব না আমি।দ্বিতীয় মায়ের সাথে শেয়ার করা তো দূর!মাইন্ড ইট!’

রক্তিম ঠোঁট টেনে হাসল।ভ্রু কুঁচকে নিয়ে অদ্রিজার রাগে জ্বলজ্বল করা মুখটার দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল অদ্রিজার গোলগাল ফুলো মুখটাকে।ঠোঁট কাঁমড়েই বলল,

‘ তাহলে আপনি কি করে ভাবলেন আপনার দ্বিতীয় স্বামীর সাথে আমি আমার সন্তানকে শেয়ার করব?আমার তো আপনার দ্বিতীয় স্বামীর কথা ভেবেই হাসি পাচ্ছে অদ্রিজা।বেচারা আপনার বর হবার আগেই ইন্তেকাল করবে!দারুণ!’

অদ্রিজা কপাল কুঁচকে রেখে কিছুটা সময় তাকাল।তারপরই মুখ চোখ থমথম করে কিছু না বলেই হনহনিয়ে রুমের ভেতরে ডুকল।আর রক্তিম তার হনহনিয়ে চলে যাওয়া দেখেই হেসে উঠল।দুই পা পিঁছিয়ে সোফায় বসে পড়েই ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে বলল,

‘ হঠাৎ দুই দুইজনই একসাথে?কি ব্যাপার বলোতো!তোমাদের আকস্মিক দেখা করার প্ল্যান ট্ল্যান ছিল নাকি?নাকি মিরাক্কেল!’

অত্রিয়া খিলখিলিয়ে হাসল।রক্তিমের কথা শেষ হওয়ার পর পরই বলে উঠল,

‘ মিরাক্কেল, মিরাক্কেল!’

রক্তিম ঠোঁট চওড়া করে হাসল।রায়মানের দিকে তাকিয়েই বলল,

‘ কিরে!মিরাক্কেল?’

রায়মান গম্ভীর গলায় গমগমে করে বলল,

‘ নাহ!ও আমায় কোনভাবে ফলো টলো করে চলে এসেছে নিশ্চিত।সাংঘাতিক মেয়ে!’

অত্রিয়া মুখ ফুলাল।চোখের দৃষ্টি সরু করেই বলে উঠল,

‘ মোটেই না!আমি আপনাকে ফলো করতে যাব কেন।এটা আমার আপুর বাসা।যখন তখন আসতে পারি আমি।এখানে আসতে হলে আপনাকে ফলো করা লাগবে কেন?অদ্ভুত!’

রায়মান রক্তিম দুইজনই হু হা করে হাসল।অত্রিয়া আবারও বোকার মতো চেয়ে থাকল।কি এমন বলল সে যে এভাবে হাসতে হবে!অদ্ভুত।সূক্ষ্ম নজরে ঐ দুই বন্ধুর দিকে তাকিয়ে রইল কথাগুলো ভেবেই।রায়মান ঠোঁট চওড়া করা সেই হাসি নিয়েই বলে উঠল,

‘ ফলো করতেই পারো।ঐটুকু মেয়ে হয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে কাউকে গিলে খেয়ে নিতে পারলে এটা আর কি এমন ইম্পসিবল কাজ?হতেই পারে আমাকে ড্যাবড্যাব করে দেখার জন্য ফলো করছিলে আমায়।আর ফলো করতে করতে এখানে এসে হাজির!হতেই পারে!’

অত্রিয়া ভ্রু বাঁকাল কথাগুলো শুনে।আর রক্তিম আর রায়মান আবারও একসাথে আওয়াজ করে হাসল।ছোট্ট অত্রিয়ার ফুলিয়ে রাখা গাল, বাঁকানো ভ্রু, আর ঠোঁট উল্টানো দেখেই হাসিটা দ্বিগুণ হলো তাদের!

.

অদ্রিজা বেলকনির একধারেই বসে ছিল।দৃষ্টিটা আকাশের পানে।লতানো ছোট্ট রূপবতী শরীরটায় জড়ানে কালো রাঙ্গা শাড়িটায় বেলকনির হলদেটে আলো স্পষ্ট।লাবন্যময়ী শরীরের ভাজে ভাজে লাবন্যময় সৌন্দর্যের আভাস।নরম ফর্সা গালে আদুরে সৌন্দর্যের ঢেউ!রক্তিম মুচকি হেসেই চাপা স্বরে বলে উঠল,

‘আপনার সৌন্দর্য দিন দিন বাড়ছেই অদ্রিজা।দিনের পর দিন আপনি যে চরম রকম সুন্দর হয়ে উঠছেন, জানেন? আমি যে সে সৌন্দর্যে প্রতিনিয়ত বেসামাল হয়ে উঠছি আপনি বুঝেই উঠছেন না।কতোটা সেক্রিফাইস করছি আমি আন্দাজও নেই আপনার।এতটা সেক্রিফাইস করা যায়? বলুন তো।’

অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল রক্তিমের দিকে।তার মুখে চোখে দুষ্টুমিমাখা হাসির রেশ।দাঁত কেলানো হাসি।হাতজোড়া বুকে ভাজ করে রেখেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো।অদ্রিজা একনজর তাকিয়েই রক্তিমকে পরখ করে চুপ রইল।রক্তিমের সাথে একটাও কথা না বাড়িয়ে চুপচাপ এড়িয়ে গেল। বেলকনিতে সে ব্যাতীত অন্য কেউ আছে কথাটা ভুলে বসেই একইভাবে আকাশের দিকে তাকিয়ে রইল।রক্তিম বোধ হয় বিরক্ত হলো এবার।কপাল কুঁচকে অদ্রিজার সামনে এসেই ঠোঁট টিপে আহত কন্ঠে বলল,

‘ সত্যিই আপনি বেসামাল সুন্দরী হযে উঠছেন!আই কান্ট কন্ট্রোল…’

অদ্রিজা চোখ তুলে অগ্নিদৃষ্টিতে তাকাল।রক্তিমের শীতল,জড়ানো কন্ঠে কথাগুলো শুনেও তার কোন ভাবাবেগ হলো না।দাঁতে দাঁত চেপে রেখেই কঠিন গলায় বলল,

‘ ভালো লাগছে নাহ আমার!একা থাকতে পারি একটু?’

রক্তিমের নির্বিকার উত্তর,

‘ একদমই না।আমি থাকতে একা কেন থাকবেন আপনি?আছি না আমি।’

অদ্রিজা দ্বিগুণ বিরক্ত হলো।রক্তিম বিরক্তিটা বুঝতে পেরেই অদ্রিজার কানের কাছে মুখ নিয়েই ফিসফিসিয়ে বলে উঠল,

‘ উহহহ!এত রাগবেন না অদ্রিজা।এমনিতেই বাড়তি রকম সৌন্দর্যে কন্ট্রোলল্যাস হয়ে যাচ্ছি আমি।আপনার রাগে লাল হওয়া মুখ দেখে বেশ কষ্টে কন্ট্রোল করা নিজেকে সত্যি সত্যিই কন্ট্রোল্যাস করে ফেলতে চাই না। আবার শাড়িতে!উফফস!শাড়ির আঁকাবাঁকা রূপে আপনি ময় আসক্তিতে মাতাল হয়ে যাচ্ছি!’

কথাটা বলেই বুকের বা পাশে হাত রাখল রক্তিম।চোখেমুখে দুষ্টুমিমাখা হাসিটা স্থির রেখেই চোখজোড়া বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল।অদ্রিজা বড় বড় চোখে রাগ নিয়ে তাকাতেই চোখ খুলল রক্তিম।ঠোঁট কেলিয়ে হেসেই অদ্রিজার দিকে তাকিয়ে চোখ টিপে দ্রুত হুড়মুড় করে বের হয়ে আসল রুম থেকে।ঐ সাংঘাতিক রাগের মুখোমুখি হতে হলে নিশ্চয় আজ আবারও উষ্ণ ঠোঁটের স্পর্ষ অদ্রিজার ঠোঁটে গিয়ে ঠেকবে!এই চরমরকম ঘটনাটা দ্বিতীয়বার না ঘটিয়ে কেঁটে পড়াই শ্রেয়।

#চলবে…..

[অনেক দেরি!দুঃখিত আমি!আগের আইডিটার কি হয়েছে জানা নেই। ডুকতে পারছিলাম না।তাই দিতে পারিনি।দুইদিন ধরে ট্রাই করেছি। কিন্তু পাসওয়ার্ড, নাম্বার সবই ইনকারেক্ট বলছিল।কি হয়েছে জানি না।আইডিটা ওখানেই অকালে শেষ বোধ হয়😒।এই কারণেই দিতে পারিনি গল্প।অবশেষে নতুন আইডি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।কেমন হয়েছে জানাবেন ভুলত্রুটি মার্জনীয়

গল্প ভালো না লাগলে প্লিজ এড়িয়ে যাবেন।ধন্যবাদ।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here