তোমাকে
পর্ব 12.1
অনিমা অনেকক্ষণ ধরে শাওয়ার নিল I এখনো ওর মাথা ঝিমঝিম করছে I বিকেলের ঘটনাটা মনে হচ্ছে কোন দুঃস্বপ্ন I মুনিরকে বলতে হবে এই বাড়ি ছেড়ে দিতে I ও একটা কমিউনিটির মধ্যে বাস করে I আশেপাশের লোকজন এসব জানতে পারলে নানান কথা হবে I মুনির এখন বিয়ে করতেই পারে I ওর এমন কিছু বয়স হয়নি I তাছাড়া ও সিঙ্গেল I ও চাইলে যে কাউকে বিয়ে করতে পারে I ইউনিভার্সিটি তে অনেক মেয়েই ওর জন্য পাগল, এমনটা শুনেছে অনিমা I এটা সত্যি একটা সময় ওর জন্য তীব্র অনুভূতি ছিল অনিমার মনে, হয়তো এখনো আছে কিন্তু মুনির তো ওকে কখনো ভালোবাসেনি I ও কিছুতেই মুনির এর দয়া নিতে পারবে না I ওকে আজকেই বলতে হবে বাড়ি ছেড়ে দিতে I
অবেলায় দীর্ঘ স্নানের পর অনিমার একটু শীত শীত করতে লাগলো I ঘরোয়া পোশাকের উপর একটা শাল জড়িয়ে নিয়ে ও নিচে নেমে এলো I এক কাপ গরম চা খাওয়া দরকার I
অনিমা নিচে নেমে ভুত দেখার মত চমকে উঠলো I ডাইনিং টেবিলে মুনির বসে আছে I ওর সামনে দু’কাপ ধূমায়িত চা I
– -এস অনিমা চা খাও
মুনির এমনভাবে ডাকলো যেন এটা ওর ই বাড়ি I অনিমা একজন অতিথি I অনিমা বুঝতে পারছে না মুনির কি করে ভেতরে এল I মেইন দরজা অনিমা বন্ধ করে রেখেছে I তবে কি বেসমেন্ট থেকে উপরে আসার দরজাটা খোলা ? অনিমা একটু জড়োসড়ো হয়ে গেল I ওর পরনে একেবারেই ঘরোয়া পোশাক I ফ্লোরাল লং স্কার্ট তার উপর ফিনফিনে সাদা শার্ট I ভেজা চুলগুলো দুপাশে ছড়ানো I এই পোষাকে ও কখনই কারো সামনে যায়না I অনিমা আচল দিয়ে মাথাটা ভালো করে ঢেকে সালটা গায়ে জড়িয়ে নিল I
-কয়েকটা ব্যাপার ক্লিয়ার হওয়া দরকার I মুনির কথা শুরু করলো
– আমি সামনের সপ্তাহের ফ্লাইট বুকিং দিচ্ছি I আমি চাই আমাদের বিয়েটা বাংলাদেশেই হোক I তুমি তোমার ব্যাংক লোন , অফিসিয়াল ছুটি সব ফাইভ উইক এর জন্য অ্যাপ্রুভ করে নাও I সেঁজুতির আর্ট ক্লাসে বলা হয়ে গেছে I স্কুলে ও কাল বলে দেবে I
অনিমা আকাশ থেকে পড়ল I সেঁজুতি এসব জানে?
-অবশ্যই জানে I ওর সঙ্গে কথা না বলেই আমি তোমাকে বলেছি ভাবছো ? তাছাড়া আমার বাসার সবাই সেজুতিকে সামনাসামনি দেখার জন্য অস্থির হয়ে আছে I সেঁজুতি ও খুব এক্সাইটেড I
অনিমা বিস্ময়ে কথা বলতে ভুলে গেল I খুব চেষ্টা করে কিছু একটা বলতে যাবে মুনির ওকে থামিয়ে দিয়ে বলল
-তোমার পাসপোর্ট, তোমার আর সেঁজুতির একটা করে ফটো আইডি আমার লাগবে I সেঁজুতির পাসপোর্ট আমার কাছে আছে I তুমি কিছু বলতে চেয়েছিলে ? বল
অনিমার বিস্ময়ের ঘোর কেটে গেছে I ও তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল
-আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি এই বিয়েতে রাজি আছি ?
-না বলোনি তবে বলবে
-এতো কনফিডেন্স? কি ভাবো কি তুমি নিজেকে ?
মনির টের পায় অনিমার রাগ ধীরে ধীরে বাড়ছে I ওর গলা চড়ে যাচ্ছে
-কিছুই ভাবি না I তুমি রাজি হবে কারণ রাজি না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না
অনিমা কাটাকাটা গলায় বলল
-তুমি কি প্রমাণ করতে চাও? মনির আহমেদ চৌধুরী একজন পরোপকারী ব্যক্তি ,এটা সবাই জানে নতুন করে প্রমাণ করার কোন প্রয়োজন নেই
-আমি কিছুই প্রমাণ করতে চাইছি না
-তবে কি চাইছো ? অনিমা গলা উঁচিয়ে বলল
-আমি শুধু তোমাদের দুজনকে এখান থেকে নিয়ে যেতে চাইছি I ফাইভ উইক পর তোমাদের রিটার্ন টিকেট করা থাকবে I তোমরা ফিরে আসবে I আমি হয়তো এখনই আসতে পারবো না
-তুমি অন্য বাড়ি দেখো মুনির I আমি আর তোমাকে এখানে দেখতে চাই না
মুনির হেসে ফেললো I বললো
-আমরা তো নেক্সট উইক এ চলেই যাচ্ছি I এই সাতদিনের জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে ? আচ্ছা শোনো পাসপোর্ট, ফটো আইডি ছাড়াও আমার আরো কিছু ডকুমেন্ট লাগবে I আমি তোমাকে জানাচ্ছি I
হঠাৎ করে অনিমার মাথায় রক্ত উঠে যায় I ও উঠে দাঁড়িয়ে গলা চড়িয়ে বলে
-তুমি আজ রাতেই এই বাড়ি ছেড়ে চলে যাবে I বুঝেছ ?
মুনির শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো তারপর বললো
-তোমাকে না নিয়ে আমি কোথাও যাবো না
অনিমা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে ওঠে
-তোমার এত সাহস হয় কি করে ? তুমি কি ভাবো নিজেকে ? আমার জীবনের সিদ্ধান্ত নেয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? বলতে বলতে অনিমা মনিরের শার্টের কলার খামচে ধরে I
মুনির কিছুই বলল না I নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টাও করল না I শান্ত চোখে অনিমার দিকে তাকিয়ে রইল I তারপর দুই হাতের করতলে ওর মুখটা ধরে ঠোঁটে একটা গভীর চুমু খেলো অনেকক্ষণ ধরে I
অনিমার সারা শরীর অবশ হয়ে আসছে I মনে হচ্ছে সময় থমকে গেছে I মুনির ওকে কতক্ষণ ধরে ছিল ও নিজেও জানে না I একসময় ও অনিমাকে ছেড়ে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল
আমি আধা ঘন্টা পরে আসছি ডকুমেন্টগুলো টেবিলের উপর রেখে দিও I
তারপর ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে গেল I
পর্ব 12.2
মুনির যখন হলে পৌঁছলো তখন গভীর রাত I ওর সারা শরীর ভেজা, দুই চোখ লাল I রুমে ঢুকে দেখল হাসিব তখনো ঘুমায়নি I
-আরে মামু তুমি কই ছিলা ? প্রোগ্রামের সব কাজ আমার উপর ফালাইয়া তুমি গায়ের I ওইদিকে অনিমা ও নাই I ওর গানের অ্যানাউন্সমেন্টর পরে দেখি সেও লাপাত্তা I
মুনির কোন জবাব দিল না চেয়ারের উপর থেকে টাওয়েল নিয়ে মাথা মুছতে লাগলো I
-এক মিনিট , তোরা দুইজন একলগে ছিলি নাকি ?
-হ্যাঁ
-কি ? তোরা একলগে ছিলি ? কস্ কি ? এইরকম রোমান্টিক ওয়েদারে একলগে কই ছিলা মামা ? সত্যি কইরা কতো চুম্মা টুম্মা খাইছোস নাকি ?
-ওফ হাসিব , কি যাচ্ছেতাই কথা বলিস
-তাইলে তুমি কওনা খুইলা
-অনিমার খুব মাথা ধরে ছিল I আমি ওকে বাসায় পৌঁছে দিই I বৃষ্টি নামল তাই ওদের বাসায় ওয়েট করতে হলো
-এতোক্ষন ওদের বাসায় ছিলি?
-না I বের হয়ে কিছু পাচ্ছিলাম না তাই হেঁটে আসতে হল
-অনিমা তোরে গান শুনাইছে ?
-কি?
-গান শুনাইছে কিনা ?
-হ্যাঁ
-কি গান ?
-রবীন্দ্র সংগীত
-কোনটা ?
-উফ ! এত কথা জানতে চাচ্ছিস কেন ?
-আরে ক না বেটা
‘ -‘এমনও দিনে তারে’
-আরে সাবাস তারপর?
-তারপর কি ?
-তুই কি করলি?
-আমি কি করবো?
-গান শুইনা তুই কি করলি ?
-আমি কি করবো চলে এসেছি
-আরে ধুর ! তুই একটা টিউবলাইট I
-মানে ?
-টিউবলাইট ও না I তুই একটা নষ্ট বাল্ব I এই গান শুইনা কেউ কিছু না বইলা পারে ? হুদাই মাইয়াটারে কষ্ট দিচ্ছস
-আমি ? আমি কষ্ট দিচ্ছি ? অনিমা কে? আমি?
-না তো কি ? তুই বুঝস না মাইয়াটা তোরে চায়
-অনিমা ? আমাকে ?
-হ রে ব্যাটা I ও হইল গানের মানুষ I ও তো তোরে গান দিয়াই প্রপোজ করব নাকি তোর মত 25 পাতার এসাইনমেন্ট লিখব ?
-তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছিনা
-ও I কিছুই বুঝতেছ না ? ঠিক আছে তাহলে আমি তাহের ভাই এর সাথে কথা বইলা নেই যে আপনার লাইন ক্লিয়ার
-এখন এই তাহের ভাই টা আবার কে?
-ফোর্থ ইয়ার এর তাহের ভাই , আমারে ঐদিন জিজ্ঞেস করতেছিল অনিমার কেউ আছে নাকি I না থাকলে একটু সেটিং করে দিতেI আমি বলছি দেখেন বস ওই দিকে চোখ দিয়েন না ওইটা আমার বন্ধুর জিনিস I তা এখন যখন তুই ইন্টারেস্টেড না তাইলে…..
-হাসিব , তোকে আমি খুন করে ফেলবো
-আরে বাহ! তুমি নিজেও কিছু কইবানা অন্য কে ও কিছু করতে দিবা না তাইলে কেমনে হবে?
-কি বলবো ? তুই আমার অবস্থা দেখ I আমার নিজের একটা ঠিকানা নাই I এটলিস্ট একটা অবস্থানে তো আসতে হবে তা না হলে আমি কিভাবে ওর দায়িত্ব নেব?
-আরে! এখনই তোকে ওর দায়িত্ব নিতে কে বলছে ? তুই তোর মনের কথাটা ওরে বল I তুই ওরে চাস না?
-হ্যাঁ চাই, যেকোনো মূল্যে চাই
-এইতো লাইনে আসছো I কবে কবি ওরে?
-যত দ্রুত সম্ভব I হয়তো কালকেই
-গুড I কেমনে কবি কিছু ঠিক করছিস ?
-না I তোর কাছে কোন আইডিয়া থাকলে বল
-আমি কই কি সোজা গিয়া একটা চুমা দিয়া ফালা
-উফ ! হাসিব তোর মুখে কি কিছুই আটকায় না ?
-আচ্ছা আচ্ছা এর চেয়ে ও একটা ভালো আইডিয়া আছে
-চুপ I অনিমাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি তো নাক বরাবর ঘুষি খাবি
-আচ্ছা ! এখনই এই অবস্থা I আল্লাহ আমাদের উঠায় নাও I আমাদের আর কোন বেল নাই …
এইভাবে দুই বন্ধুর হাস্যরসে কখন রাত ভোর হয়ে যায় ওরা টেরও পায় না I পরদিন ভোর হতেই মুনির ক্লাসে চলে যায় আর অধীর আগ্রহে অনিমার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনিমা আসেনা I তারপর দিন না I তারপর দিন ও না I
(আমার সঙ্গে অন্যপ্রকাশের কি বৈরিতা কে জানে I আমি কোন কমেন্টের রিপ্লাই করতে পারিনা I গত পর্বে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন I তাদের প্রতি রইল আমার প্রাণঢালা কৃতজ্ঞতা I দুই-একজন আছেন যাদের কমেন্ট খুব মিস করছিলাম I আমি নিশ্চিত যাদের উদ্দেশ্যে বলছি তারা বুঝতে পারছেন I আগামী পর্ব টা আসতে একটু সময় লাগবে I সবাই সঙ্গে থাকবেন I )
চলবে…..
লেখনীতে
অনিমা হাসান