তোমার নামে আমাকে ডাকো পর্ব-১৪

0
2299

#তোমার_নামে_আমাকে_ডাকো
#লেখিকাঃ সারজীন ইসলাম

|পর্ব-১৪|
প্রকৃতির জোর কদমে তোড়জোড় করছে বসন্তের আগমনের। কৃষ্ণচূড়া গাছ জুড়ে ছেয়ে আছে কৃষ্ণচূড়া ফুল। আরো নাম-না-জানা হরেক রকম ফুল। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি বসন্তের। প্রকৃতির এমন সৌন্দর্যের লীলার মাঝে হেঁটে চলেছে নিলাংশ আর তাজ। ঘন্টা খানেক আগের কথা, রনক আর রবিন বেরিয়েছে জমিদার বাড়ির আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য। রনক আর রবিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে খবর জানতে পারে তাজ। ব্যাস, সেই থেকে দক্ষ যজ্ঞ শুরু করেছে। তাকে নিয়ে এক্ষুনি ঘুরতে যেতে হবে। অগত্যা বলির পাঠা হিসেবে ধার্য করা হয়েছে নিলাংশ কে। বেরিয়ে পড়েছে বিচ্ছু তাজের হাত ধরে। নিলাংশের মতে এই এলাকাকে শহর বলা যায় না আবার গ্ৰাম ও বলা যায় না। এক কথায় মফস্বল বলা যায়। আধুনিক জনপদ গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে। দেশের একটা নামকরা ভার্সিটি আছে এই অঞ্চলে। অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে। অন্যদিকে কৃষকরা ধান শাক-সবজি চাষ করে। জেলেরা মাছ ধরে। এই অঞ্চলের শেষ সীমানায় একটা কুমারপাড়া ও অাছে। এসব কিছু গতকাল রাতে নিলাংশ ইন্টারনেট থেকে জানতে পেরেছে।হাঁটতে হাঁটতে দুজনে নদীর পারে চলে এসেছে। শীতোষ্ণ আবহাওয়ার মাঝে হিম বাতাস শরীর এবং মনকে ফুরফুরে করে দিচ্ছে।

নদীর পাড়ে বেশ কিছুক্ষণ বসে নিলাংশ আর তাজ মজা করছিলো। তাজ এক একটা উদ্ভট কথা বলে নিলাংশ কে হাসিয়ে যাচ্ছিল। ওদের আড্ডার থামে অজ্ঞাত কিছু কিশোরীর হাসাহাসি শুনে। তাজ উৎসুক হয়ে তাকায় চারপাশে। তাদের থেকে বারো চৌদ্দ হাত দূরে বসে কিছু কিশোরী হাসাহাসি করছে। নিলাংশ তাজের দৃষ্টি অনুসরণ করে তাকালো। পরিচিত মুখ দেখে ঠোঁটে হাসি ফোটে নিলাংশের। তাজ কে সঙ্গে নিয়ে কিশোরী মেয়েদের দিকে হাঁটতে শুরু করে। নিশাংশ আর তাজ কিশোরীদের সামনে যাওয়া মাত্র সবাই হকচকিয়ে উঠে। আচমকা চোখের সামনে বিদেশি দেখে চমকে উঠে। নিলাংশ ঠোঁটে হাসি নিয়ে একটা মেয়ের দিকে তাকিয়ে বলল,

‘ তুমি অন্তর না? সকালে জমিদার বাড়িতে গিয়েছিলে তোমার বান্ধবীর খোঁজে?’

পর পর আবারো চমকে উঠে সকলে। বিদেশি ছেলের মুখে বাংলা কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়। অন্তর বিষ্ময় নিয়ে তাকায় নিলাংশের দিকে। আগে কখনো এই ছেলেটাকে দেখেছে বলে মনে পড়ে না অন্তরের। অন্তর যখন নয়-ছয় হিসাব মেলাতে ব্যস্ত তখন নিলাংশ আবার বলল,

‘ হ্যালো, কোথায় হারিয়ে গেলে তুমি?’

অন্তর নিজেকে সামলে নিয়ে বলল,

‘ জি আপনি ঠিকই অনুমান করেছেন আমি অন্তর। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না?’

নিলাংশ ভ্রু নাচিয়ে বলল,

‘ সে কি কথা শালি সাহেবা আপনি আমাকে চিনতে পারছেন না? দিস ইজ নট ফেয়ার!’

অন্তর চোখ বড় বড় করে নিলাংশের দিকে তাকালো। নিলাংশের কথার মানে কিছু বুঝতে না পেরে অন্তর আকাশ সমান ভাবনায় তলিয়ে যায়।

——————-

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বেলা বারো টার বেশি বাজে। রাজুর চোখ কাপড় দিয়ে বেঁধে দিয়ে। তাকে ধরে তাঁর তিন বন্ধুর নিয়ে এসেছে কেবিনে। ইধা মাস্কের আড়ালে সবার গতিবিধি লক্ষ্য করছে। দিঘী একটু অভিনয়ের মতো করে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল,

‘ প্রাণপ্রিয় আমার বন্ধু এবং বান্ধবী গন। আজকে আমাদের পাঁচ জনের জীবনে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে বিশেষ কিছু না হলে কি আর চলে? উহু একদমই না। বিশেষ কিছু না হলে তাহলে বিষয়টা কেমন পানসে পানসে হয়ে যাবে। তরুণ প্রজন্মের কাছে পানসে বিষয়ে প্রচুর এলার্জি। সে যাই হোক আমার প্রাণ প্রিয় বন্ধু এবং বান্ধবী গন তৈরি আমার সারপ্রাইজ এর জন্য?’

কেয়া বিরক্ত নিয়ে দিঘীর দিকে তাকিয়ে বলল,

‘ এই ড্রামা কুইন এইবার ড্রামা বন্ধ কর। এমনিতেই শীতের মধ্যে ওই টাকলু স্যারের জন্য ঘেমে নেয়ে অবস্থা খারাপ আমাদের। তার মধ্যে তোর এই বস্তা পচা মার্কা ড্রামা!’

চোখ বাধা অবস্থায় রাজু বলল,

‘ এই তোরা কি শুরু করেছিস? সেই কখন থেকে আমার চোখ বেঁধে রেখেছি তোরা। বলেছিলি কি সারপ্রাইজ আছে। আমার সারপ্রাইজ এর দরকার নেই আমি চোখ খুললাম।’

দিঘী চিৎকার করে বলল,

‘ এই না, না! না এখন একদম চোখ খুলবি না। আমি যখন চোখ খুলে বলবো তখন খুলবি। না হলে তোর একদিন কি আমার একদিন।’

দিঘী ইশারা করলো ইধা কে। ইধা মাথা দুলিয়ে ধীরে সুস্থে উঠে এসে রাজুর থেকে চার কদম সামনে দাঁড়ায়। দিঘী উত্তেজিত গলায় বলল,

‘ রেডি ওয়ান, টু, থ্রি। নে এইবার চোখ খোল।’

রাজুর একরাশ কৌতূহল আর বিরক্তি নিয়ে চোখের বাঁধন খুলে। ঘোর আঁধার লাগা চোখে সামনে তাকায়। অনেকক্ষণ চোখ বেঁধে রাখায় সামনের সবকিছুই ধোঁয়াশা লাগছে রাজুর কাছে। তবে এইটুকু বুঝতে পারছে সামনে একজন অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। খোলা চুলে মুখে মাস্ক পড়ে দাঁড়িয়ে আছে।

ইধা ধীরে তার মুখের মাস্ক খুলে। বা হাত দিয়ে চুল গুলো ঠিক করে রাজুর দিকে তাকায়। কিঞ্চিৎ মুহুর্তের মধ্যে রাজুর চোখ গুলো বড় বড় হয়েছে যায়। হাতের তালু দিয়ে চোখ গুলো বারবার ঘোষে ইধার দিকে তাকাচ্ছে। হয়তো ভাবছে চোখের সামনে যা দেখছি তা সত্যি কিনা? ইধা চোখের পলক ফেলে দিঘীর অন্য বন্ধু-বান্ধবীদের দিকে তাকালো। তাদের অবস্থা যে আরও করুণ। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ইধার দিকে। ঠোঁটগুলি আপনা আপনি ফাঁকা হয়ে গিয়ে হা আকার ধারণ করেছে। ইধা ঠোঁটে কিঞ্চিৎ হাসি নিয়ে বলল,

‘ হ্যাপি বার্থডে রাজু। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে।’

রানা মৃদু চিৎকার করে বলল,

‘ তানভীর ভাই আমার, আমাকে ধর। আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? নাকি আমার চোখের মারাত্মক কোনো ব্যাধি হয়েছে? আমি মনে হয় এখনই জ্ঞান হারাবো। বাই চান্স মরেও যেতে পারি।’

কেয়া হিতাহিতগ্যাঁন হারিয়ে তালগোল পাকিয়ে বলল,

‘ দিঘী! দিঘী রে আমি কী ঠিক দেখছি? এই রানা বল না আমি ঠিক দেখছি? আমার সমানে কী সত্যি ইধা চৌধুরী দাঁড়িয়ে আছে? হাউ ইজ দিস পসিবল?’

দিঘী ওর বন্ধু-বান্ধবীদের চোখে মুখের অবস্থা দেখে মুখ টিপে হাসে। ইধা তার ঠোঁটের সূক্ষ্মকোণে ফুটিয়ে তোলে দারুন সুন্দর হাসি।

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here