মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_20
নিবিড়-নাও
তুলি-ধন্যবাদ
নিবিড়-তুমি কাল রাতে সজ্ঞানে ছিলে?
তুলি-😒না,মানে হ্যাঁ
নিবিড়-সমস্যা নেই,বাচ্চা মেয়ে তুমি
তুলি-😒
নিবিড়-সকাল হতে দেরি,ঘুমাও,তোমার rest দরকার
তুলি-আপনি কি করবেন
নিবিড়-বই পড়বো
তুলি-পড়েন আমি শুনি
নিবিড়-আমি তো বারান্দায় বসে পড়বো
তুলি-তো আমিও তাহলে বারান্দায় বসে শুনবো
নিবিড়-তুমি ওখানে বসবা?
তুলি-হুম
নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেলো কারন তুলি কোলে উঠতে চায়নি
নিবিড় বই পড়া শুরু করলো,,
তুলি গালে হাত দিয়ে শুনতেসে
নিবিড় বই পড়তে পড়তে দেখলো তুলি গ্রিলে মাথা দিয়ে ঘুমিয়ে গেসে,এই শীতে এভাবে থাকলে তো ওর ঠাণ্ডা লেগে যাবে
নিবিড় বই রেখে তুলিকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিয়ে আসলো,মেয়েটা!!!😞
সকাল ১০টায় তুলি উঠলো ঘুম থেকে,,নিবিড় নেই,ভার্সিটিতে গিয়েছে মনে হয়,,তুলি দেখলো পাশে নাস্তা রাখা,সেটা হাতে নিলো খাওয়ার জন্য,তখনই তুলির মা বাবা ভাইয়া ভাবী আসলো,,
তুলি-আরে তোমরা,,কখন এলে
ভাবী-তোর এই অবস্থারর কথা শুনেই আসলাম,,নিবিড় ফোন দিয়ে বলেছে আমাদের
তুলি-ওও,ভালো করেছো,অনেকদিন হইসে তোমাদের দেখি না,,
সবাই তুলির সাথে কথা বলে দুপুরের আগেই চলে গেলো,,
নিবিড় দুপুরে আসলো,তুলি ঘুমিয়ে গেসে,,
তাই নিবিড় গিয়ে খেতে বসলো,
মা-নিবিড়, তুলি সকাল থেকে কিছু খায়নি
নিবিড়-কেন?
মা-ওর নাকি খেতে মন চায় না
নিবিড়-তার মানে ঔষুধ ও খায়নি?
মা-হুম
নিবিড়-ওকে আমি খাইয়ে দিব,
নিবিড় খেয়ে খাবারের প্লেট নিয়ে গেলো,
তুলিকে জাগিয়ে উঠালো,,
তুলি-কি?ঘুমাতে দিন
নিবিড়-না আগে খেতে হবে
তুলি-খাব না আমি,
নিবিড় তুলির মুখ টিপে ধরে এক লোকমা খাইয়ে দিলো
তুলি-আমি কিন্তু এখন বমি করে দিব
নিবিড়-দাও
তুলি-ওয়াক!
নিবিড় প্লেট রেখে দাঁড়িয়ে গেলো,কি dangerous মেয়েরে বাবা😱
তুলি-😒
নিবিড়-এমন করলে তো তোমার পা ভালো হবে না,
নিবিড়ের একটা ফোন আসলো,,কথা বলতে বলতে বারান্দায় চলে গেলে
নিরব-হুম ওকে dstw, এই বুদ্ধি কাজে লাগাচ্ছি, সাপ দেখলো ভাবী লাফিয়ে উঠে যাবে,আর পা ও ভালো হয়ে যাবে
নিরব চুপিচুপি রুমে ঢুকে একটা প্লাস্টিকের সাপ বিছানায় ছুড়ে মেরে দৌড় দিল
তুলি সাইডে তাকিয়ে সাপ থেকে চিৎকার দিয়ে উঠতে গেলো,কিন্তু পায়ে অনেক ব্যাথা হওয়ায় নিচে পড়ে গেলো
নিবিড় দৌড়ে আসলো বারান্দা থেকে
তুলি নিচে পড়ে আছে পা ধরে
নিবিড়-তুলি ঠিক আছো তুমি?
নিবিড় দেখলো তুলির পা থেকে রক্ত বের হচ্ছে,তুলি মুখ দিয়ে কিছুই বলছে না,ব্যাথায় নিবিড়ের শার্ট খুব শক্ত করে ধরে আছে,,,
নিবিড়-রক্ত,,!
তুমুর accident যখন হয়েছিলো,নিবিড় সাথে সাথে তুমুকে নিজের কাছে নিয়ে এনেছিলো,সেদিন ও তুমুর সারা গায়ে রক্ত ছিলো,,তুমুকে সে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি,যদি তুলির ও কিছু হয়ে যায়
নিবিড়-না!!!তুলি আমি তোমার কিছু হতে দিব না
নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় বসালো
তুলির জ্ঞান যাবে যাবে অবস্থা
নিবিড়-কিছু হতে দিব না তোমার
নিবিড় doctor কে কল দিলো,immediately আসতে বললো
doctor তুলির পা চেক করে বললেন কিছু ক্ষতি হয়েছে নিশ্চয় তা না হলে রক্ত বের হওয়ার কথা না,আপনি শীঘ্রই উনাকে হসপিটালে নিয়ে যান
নিবিড়-তুমি খাট থেকে নামতে গেলে কেন
তুলি-সাপ
নিবিড়-সাপ?কিসের সাপ
তুলি হাত দিয়ে দেখালো,নিচে সাপটা,নিবিড় হাতে নিয়ে দেখলো প্লাস্টিকের,,
নিবিড়-এটা কার কাজ,নিরব!!!
নিরব-বলো ভাইয়া
নিবিড়-এমন কেন করলে?
নিরব-ভাবসি শক খেয়ে ভাবীর পা ঠিক হয়ে যাবে
নিবিড়-এটা কোনো স্মৃতি হারানোর ঘটনা নয় যে শক খেয়ে ফেরত আসবে,
নিরব-সরি ভাইয়া
নিবিড়-যাও এখান থেকে
নিবিড় তুলিকে নিয়ে হসপিটাল আসলো,
doctor দেখে বললেন সব ঠিক আছে,just একটা ফসকা ছিল যেটা ফেটে গেসে আর রক্ত বের হয়েছে,আমরা ঠিক করে দিসি,bandage change করে দিসি
নিবিড়-বাঁচলাম,আমি অনেক চিন্তায় ছিলাম
তুলি-বাপরে,আজকে যেভাবে বলসিলো আমি তোমার কিছু হতে দিব না মনে হচ্ছিলো তুমু আপু ব্যাক করসে😂😰
নিবিড়-কিছু তো খাওনি,খাবা কিছু?
তুলি-আইসক্রিম খাব
নিবিড়-এই শীতে?ওকে গাড়ীতে ওয়েট করো,,আনতেছি,
নিবিড় আইসক্রীম কিনতে গিয়ে দেখলো হলুদ গোলাপ বিক্রি করতেসে একটা ছোট ছেলে
ছেলেটা-ভাইয়া একটা ফুল নেন না
,তুমুর accident এর দিন নিবিড় হলুদ গোলাপ নিয়েছিল ওর জন্য,আর ওকে হারিয়ে ফেলেছিলো সেদিন,,
তুলি গাড়ীতে বসে হলুদ গোলাপ দেখে খুশি হয়ে গেলো,গ্লাস নামিয়ে নিবিড়কে বললো আনতে
নিবিড় মন খারাপ করে ২টা গোলাপ নিয়ে আনলো,তুলিকে দিতে মন চাচ্ছেনা,তাও দিলো
তুলি-thanku😎,আমি বলা লাগে?নিজেও তো আমাকে কিনে দিতে পারেন নিজ থেকে
নিবিড়-রেখে দাও
তুলি-কেন?
তুলি মাথায় লাগিয়ে নিলো,
নিবিড়ের হঠাৎ খুব ভয় লাগতে লাগলো,ফুলগুলো তুলির থেকে নিয়ে জানালা দিয়ে ফেলে দিলো
তুলি-এমন করলেন কেন,
নিবিড় কিছু বললো না,চুপচাপ drive করতেসে
তুলি-কি হলে বলেন
নিবিড় তাও কিছু বলতেসে না
বাসায় এসে তুলিকে রুমে রেখে চলে যেতে নিলো, তুলি নিবিড়ের শার্ট ধরে ফেললো
তুলি-বলেন,ফুলগুলো কেন ফেলেসেন
নিবিড়-ঐ ফুল তুমুর,তুলির না
তুলির মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেসে,কথাটা শুনে,এই বিয়েটা যে কোনো বিয়েই না তা আজ মনে হয় কেউ কাগজেকলমে লিখে দিয়েছে
তুলি শার্ট ছেড়ে দিলো নিবিড়ের,,
নিবিড় ছাদে গিয়ে এক কোণে বসে আছে,রাত ১১টা বাজে,তখন রুমে আসলো,,তুলি ঘুমিয়ে গেসে,,
নিবিড় আজকে আর বই পড়লো না,শুয়ে পড়লো
পরেরদিন সকালে নিবিড় তাড়াতাড়ি ভার্সিটি চলে গেলো,
মা ফোন দিয়ে জানালো তুলি তার ভাইকে ডেকে বাসায় চলে গেসে,
-মা থাক গিয়েছে ভালে হয়েছে,ওখানে থাকলে ওর শরীর ভালো হয়ে যাবে
নিবিড় ফোন কেটে দিলো
তুলি নিজের রুমে ইচ্ছেমত কাঁদলো,,একসময় এই নিরামিষের কাছ থেকে মুক্তি পেতে চাইতাম আর এখন তার থেকে পাওয়া অধিকার অন্য কারোর শুনে তা সয্য হলো না,কেন হলো না,নিরামিষ লোকটা কে,আমি কেন ওরে এত গুরুত্ব দিয়েছি,আমার দোষ, মরেও মেয়েটা সব জায়গা দখল করে রেখেছে,কালই divorce পাঠাবো,এমন সম্পর্কের আমার কোনো দরকার নেই,,হুদাই আমার আবেগকে কষ্ট দেয়😡এবার বুঝামু তোরে তুলি কি জিনিস
চলবে♥