মিঃ নিরামিষ😒😂পর্ব-৩৮

0
2034

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_38
তুলি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়লো
নিবিড় খবরের কাগজটা হাতে নিয়ে চশমাটা পরে তাকালো তারিখের দিকে,,আরে তারিখটা কেমন যেন চেনা মনে হলো,
তুলি রান্না করতেসে নিবিড় এসে পাশে দাঁড়ালো,,
তুলি-কিছু লাগবে?
নিবিড়-আপনাকে লাগবে
তুলি-তা কিসের জন্য
নিবিড়-আজকে কি বলতে পারবা??
তুলি-না,আজকে কি,?আপনার জন্মদিন নাকি
নিবিড়-না তো
তুলি-তাহলে কি
নিবিড়-ভাবো
হঠাৎ জানালা দিয়ে একটা হাওয়ায় ভেসে আসলো,,তুলির মনে পড়লো বিয়ের দিনের কথা, আরে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকি,আমি একদম ভুলে গেসিলাম
তুলি রান্নার কাজ সেরে বের হতেই মা এসে হাতে একটা শাড়ী ধরিয়ে দিলো
মা-নে এটা পরে আয়,,
তুলি-অনেক সুন্দর ধন্যবাদ মা☺☺
নিবিড় নিজের রুমে গিয়ে দেখলো লাল পাঞ্জাবি একটা খাটে,,সেটা নিয়ে পরে আসলো,
তুলি শাড়ীটা পরে আয়নায় দাঁড়িয়ে দেখতেসে,তুলির শাড়ীটাও লাল
নিবিড় বাথরুম থেকে বের হতেই তুলিকে দেখে হা হয়ে গেলো
কি সুন্দর লাগতেসে তুলিকে,,
তুলি চুলে ক্লিপ দিয়ে পিছনে তাকিয়ে দেখলো নিবিড় মুচকি হেসে তাকিয়ে আছে,,উনাকে তো আজ বেশ লাগতেসে,,
তুলি কাছে এসে চশমাটা পরিয়ে দিলো,,
নিবিড়-মা দিয়েছে?
তুলি-হুম
নিবিড় তুলির হাত ধরে ডাইনিং এ আসলো,,
মা-বাহ, মাশাল্লাহ,কি ভালো লাগতেসে তোদের দুজনকে,,
খাওয়া শেষে,,নিবিড় উঠে গেলো,,
তুলি ও আসলো কিছুক্ষন পর,,ওমা উনি দেখি ঘুমিয়ে পড়ছে👿👿ধুর,একটা নিরামিষ!!
তুলি শাড়ী খুলতে লাগলো
নিবিড়-খুলিও না
তুলি-কেন😒
নিবিড়-এমনি,আমি বললাম তাই,ভালো লাগতেসে অনেক
তুলি-😒আমি কেন শুনবো আপনার কথা??
নিবিড়-আমি বলসি তাই,চকলেট দিব তাহলে
তুলি -তাহলে ওকে ডান,
তুলিও নিবিড়কে ধরে ঘুমিয়ে গেলো,,
বিকালে নিবিড় উঠে একটু বের হল,তুলি ঘুমিয়ে আছে
দোকান থেকে কয়েকটা গোলাপ কিনলো,,বাসায় ফিরতেই দেখলো,বুয়া আর নিরব রুম সাজাচ্ছে,,মায়ের আদেশ,,
কেক ও আনা হয়েছে,বাবা যাদের বিবাহ বার্ষিকি তাদের খবর নাই আর পাড়া পড়শির ঘুম নাই
নিরব-বাহ ভাইয়া দেখি এক কদম আগে চলো,,ফুল?বাহ বাহ
নিবিড় ভেংচি দিয়ে রুমে ঢুকলো,তুলি উঠে বিছানা করতেসে,
নিবিড়- সারপ্রাইজ!!
🌹🌹🌹🌹🌹🌹
তুলি-😒আমি জানি এটা কিসের জন্য,thank you😍😁
নিবিড়-হুম,,জানারই কথা,দিনটা তো অজানা নয়,
মা-কইরে তোরা সোফার রুমে আয়
নিবিড় তুলির দিকে হাত বাড়িয়ে দিলো
May I?
তুলি-সিওর
নিবিড় তুলির হাত ধরে সোফার রুমে নিয়ে গেল
সবাই সারপ্রাইজ দিলো,,সুন্দর করেই সাজানো হয়েছে,,
তুলি নিবিড় একসাথে কেক কাটলো,,দিনটা বেশ ভালো কাটলো দুজনের,,
রাতে তুলি রুমে এসে শাড়ী একটা নিলো চেঞ্জ করার জন্য নিবিড় আবারও আটকালো
নিবিড়-থাক না,গায়ে থাকলে কি হয়
তুলি আড় চোখে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বসলো,,
নিবিড় চিরুনিটা নিয়ে নিজেই তুলির চুল আঁচড়িয়ে দিলো
তুলি আয়নায় নিবিড়কে দেখতেসে,,দেখতে দেখতে ১টা বছর কখন যে কেটে গেলো বুঝতেই পারিনি,
নিবিড়-আমাদের এখন একটা বাবু নেওয়া দরকার না??
তুলি -হুম আপনার মতো নিরামিষ হবে
নিবিড়-সবটা আমার পাবে এমন তো না,,তোমার মত ও হতে পারে
নিবিড় তুলির চুুলে খোঁপা করে দিলো,,
নিবিড়-আজ বেলি ফুল পেলাম না তাই গোলাপ এনেছি,
নিবিড় গোলাপের তোড়া থেকে ২টা গোলাপ নিয়ে তুলির খোঁপায় বেঁধে দিলো
তুলি উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে বালিশ টেনে শুয়ে পড়লো,,
নিবিড়-এটা কি হলো?
তুলি-কি হলো?
নিবিড়-আজকে আমাদের anniversary
তুলি-তো?
নিবিড়-সারারাত গল্প করবো
তুলি-হ,শুধু চা আর আপনার ভার্সিটির গল্প, শুনতে শুনতে তেতো হয়ে গেসি,,আর না
নিবিড়-যদি রোমান্টিক গল্প করি
তুলি-আপনি?রোমান্টিক?? সূর্য কোনদিকে ডুবসে আজকে?😂
নিবিড়-😒
তুলি হাসতে হাসতে আউ করে উঠলো
নিবিড়-কি হইসে
তুলি-গোলাপের কাঁটা ঢুকে গেসে পিঠে,,
তুলি বালিশ দিয়ে নিবিড়কে এক বাড়ি মেরে দিলো,,কে বলেছিল কাঁটা আলা গোলাপ গুজে দিতে,,অসভ্য একটা,কিছু জানে না
তুলি গোলাপ নিয়ে খুলে রেখে দিতেই ওর চুলের খোঁপা খুলে গেলো
ল্যাম্পশ্যাড এর আলোতে ওকে যেন অপ্সরা লাগতেসে,
তুলি চুল বাঁধার জন্য হাত আনতেই নিবিড় থামিয়ে দিলো
নিবিড়-থাক না,এমনই থাক
তুলি-গরম লাগতেসে😡
নিবিড় কাছে এসে তুলির পিঠের উপর থেকে হাত দিয়ে চুল সরিয়ে ফু দিয়ে দিলো,,
তুলির যেন কাতুকুতু লাগতেসে,নড়েচড়ে বসলো তুলি
নিবিড় মুখটা তুলির কাঁধে রাখলো
তুলি নিবিড়ের দিকে ফিরে বসলো,,
তুলি-হুম তো??
নিবিড়-কি আজকে আমার মুড নষ্ট করো কেন বারবার
তুলি-ইহ রে,বছরে একবার টাচ করতে আসে আবার ঢং
নিবিড়-😒
তুলি-আপনার নামের সাথে নিরামিষ কথাটা একদম মিলে যায়
নিবিড়=নিরামিষ
নিবিড়-আমি নিরামিষ না???
নিবিড় তুলিকে খাটের সাথে চেপে ধরলো,
তুলি-আরে হুম মানতেসি মাঝে মাঝে অনিরামিষ হন,ছাড়ুন
নিবিড়-ছেড়ে দিলে আবার বলবা,ছাড়ব না
তুলি-আম্মুউউ
নিবিড় আরেক হাত দিয়ে তুলির মুখটা চেপে ধরলো,
নিবিড়-চুপ চুপ,কোনো কথা না
নিবিড় তুলির কান কামড়ে ধরলো,
তুলি ব্যাথা পাচ্ছে না তবে কাতুকুতুতে মরে যাচ্ছে
নিবিড় বেছে বেছে তুলির কাতুকুতুরর জায়গায় কামড় বসাচ্ছে,,তুলির যেন এটা শাস্তি
ছটফট করতেছে তুলি,,
নিবিড় ছেড়ে দিলো তুলির কান্না দেখে,,এটা কষ্টের না,কাতুকুতুতে হাসতে হাসতে বেচারি কেঁদে দিসে
তুলি চোখ মুছে নিবিড়ের মাথার চুল ইচ্ছামত টানলো,
বেয়াদব আপনি খুব বেয়াদব
তুলি লাইট জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দেখলো কানে গলায় কাঁধে কামড়ের দাগ,,এমন দাগ আগামী ৩/৪দিনে যাবে না
তুলি আবার এসে নিবিড়ের গাল বরাবার জোরে সোরে কামড় বসিয়ে দিলো
নিবিড়-এটা কি করলা,কাল ভার্সিটিতে যেতে হবে আমার,,
তুলি-😁😁😁😁আমার ও কাল বুয়া আর মায়ের সামনে যেতে হবে
নিবিড়-👿👿👿👿তোমাকে আমি ভার্সিটি নিয়ে যাব
তুলি-বোরকা পরে যাব😁
নিবিড়-আমি কি করবো তাহলে
তুলি-কামড়ানোর আগে ভাবা উচিত ছিল😒😒😒
চলবে♥
(সরি ফর লেট,গতকাল আর পরশু রোজা রাখসিলাম,তাই দেরি,কাল রাতে আরেকটা পার্ট দিব😊😊)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here