প্রেমনোঙর ফেলে পর্ব-৩৩

0
723

#প্রেমনোঙর_ফেলে
লেখনীতেঃ মিথিলা মাশরেকা

৩৩.

ড্রাইভিংয়ের পুরোটা সময় টমিকে লক্ষ্য করেছিলো ইচ্ছে। প্রাপ্তকে নিয়ে একাএকা অনেককিছুই বলে চলেছে ও এতোটা সময়। যেই টমি প্রাপ্তর নাম শোনা তো দুরে‌ থাক, ওর ঘ্রান শুকলেই ক্ষেপে যেতো, সেই টমিই পুরোটা সময় ওর নামে বলা হাজারটা স্বীকারোক্তি বসে শুনে চলেছে। কোনো প্রতিক্রিয়া নেই। ব্যাপারটা যেনো পছন্দ হলো না ইচ্ছের। টমিকে ক্ষে’পাবে বলে খানিকটা ঝুকে ওর কানে ফিসফিসিয়ে বললো,

-তোকে কি বললাম এতোক্ষন? গ্যাংস্টারকে ভালোবাসি। মানতে পারবি তুই এটা?

টমির নিরবতা বলে দিলো, তুমি পারলে আমিও পারবো। এভাবেও যে প্রাপ্তকে টিজ করে জবাব দিচ্ছে টমি, সেটা বুঝতে ভুল হলো না ইচ্ছের। ও হেসে দিয়ে আবারো সিরিয়াস ভঙিমায় বললো,

-এভাবে চুপচাপ যদি প্রাপ্তকে‌ মেনে নিস, ব্যাপারটা কি ভালো হবে টমি?

-তোর কিন্তু সত্যিই আদর কমে যাবে!

এবারে শব্দ করতে করতে উত্তেজিত হয়ে পরলো টমি। ঠোট টিপে হাসি আটকানোর চেষ্টা করেও হাসি থামাতে পারলো না ইচ্ছে। শব্দ করে হেসে দিলো। টমি লাফিয়ে ওর কোলে উঠে সামনের দুপায়ে স্টেয়ারিংয়ে খামচি লাগালো। চোখ তুলে সামনে তাকালো ইচ্ছে। আচমকাই ওর গাড়ির সামনে চলে এসেছে কেউ। এজন্যই টমি ওমন করছিলো। সামনে কে সেটা লক্ষ্য করার সময় না নিয়ে স্টেয়ারিং ঘুরিয়ে নিলো ইচ্ছে। কাজে দেয়নি তা। মানুষটাকে একপ্রকারে ধাক্কা লাগিয়ে গাড়িটা রাস্তার কিনারার দিকে ঘুরে গেছে। ইচ্ছে সর্বোচ্চ চেষ্টা করলো ব্রেক করার। কিন্তু গাড়ি গিয়ে একটা গাছের সাথে বারি খেয়ে তবেই থামলো। গাড়ির সামনের কাচ ভেঙে একাকার।

গাড়ির হর্ন নিরবিচ্ছিন্নভাবে বেজে চলেছে। বেশ অনেকটা সময় পর স্টেয়ারিং থেকে আস্তেধীরে মাথা তুললো ইচ্ছে। জ্ঞান হারায়নি ও। তবে কপাল কেটে গেছে। পুরোটা বুঝে উঠতে কয়েকদন্ড পার করে দিলো ইচ্ছে। মাথা ঝিমঝিম করছে ওর। কোলের উপর থেকে টমি সরে গিয়ে সামনের দিকটা থেকে ঢেকে দিয়েছে ওকে। ভাঙা কাচ ওর গায়ে লাগার উপায় রাখেনি টমি। ইচ্ছে তাড়াতাড়ি সিটবেল্ট খুলে নামালো টমিকে। সারা গা পরখ করে দেখে নিলো কোথাও ওর লেগেছে কিনা। দুটো জায়গায় কাচ ফুটেছে টমির। ইচ্ছে টমিকে ধরে কান্নাপ্রায় গলায় বললো,

-আ্ আ’ম সরি ডুড। আ’ম সরি!

টমি লেজ নাড়ালো। হুহু করে কেদে দিলো ইচ্ছে। কাপাকাপা হাত এগুলো টমির গা থেকে কাচ সরাবে বলে। পারলো না। টমি নিজে থেকেই গা ঝাড়া মারলো নিজের। ইচ্ছের গায়ে গা ঘেষে বুঝালো, ও ঠিক আছে। ইচ্ছে কাদতে কাদতে শক্ত করে জরিয়ে ধরলো ওকে। বললো,

-ইউ ওকে? হুম?

টমি শব্দ করে‌ ইচ্ছের কপালের দিকে মুখ উচিয়ে ধরলো। হাত তুলে স্পর্শ করে বুঝলো, অনেকটাই কেটে রক্ত ঝরছে কপাল থেকে। একটা ক্ষুদে শ্বাস ফেলে ড্রয়ার থেকে সেলোটেপ বের করতে যাচ্ছিলো ও। হঠাৎই মনে পরলো, গাড়িটা কাউকে ধাক্কা লাগিয়েছিলো। তৎক্ষনাৎ হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো ইচ্ছে। গাড়ির আশেপাশে খুজতে লাগলো তাকে। ল্যাম্পপোস্টের আবছা আলোয় লক্ষ্য করলো, কিছুটা দুরেই কেউ একজন রাস্তায় পরে আছে। ইচ্ছে লেহেঙ্গা উচিয়ে দৌড়ালো। টমিও নেমেছে গাড়ি থেকে। মানুষটার নিকটতর হতেই ইচ্ছে টের পেলো, ওটা কোনো মেয়ে। এগিয়ে গিয়ে রাস্তায়ই বসে পরলো ও। উপুর হয়ে পরে থাকা শাড়ি পরিহিত মেয়েটাকে কোলে সোজা করতেই দিশেহারা হয়ে গেলো ইচ্ছে।

শ্যামবর্নের মেয়েটার পরনে থাকা খয়েরী পাড়, সাদা শাড়ি র’ক্তে ছেয়ে গেছে একদম। অনেক বাজেভাবে মাথা ফে’টে গেছে। হাতেপায়ে স্ক্র্যা’চ। ইচ্ছে কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। তাড়াহুড়োয় মোবাইলও আনেনি। পুরো জায়গাটা জনমানবশুন্য। সাহায্যের জন্য কারো কাছে যাবে, মেয়েটাকে একা ছাড়ার সাহসও হয়ে উঠলো না ওর। আবারো গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট নেয় কিনা, সেটা চেইক করলো ইচ্ছে। গাড়ি তখনো চলার মতো ছিলো। থ্যাংক গড বলে একহাতে নিজের কপাল চেপে ধরে আরেকহাতে স্টেয়ারিং ঘুরিয়ে গাড়ি নিয়ে মেয়েটার কাছে আসলো আবারো। কোনোমতে গাড়িতে মেয়েটাকে তুলে সোজা হসপিটালে চলে আসলো। নামার সময় টমিকে গাড়িতেই আটকে দিয়েছে ইচ্ছে। হসপিটালে যারা ছিলো, মোটামুটি সবাই চেনে ইচ্ছেকে। ইচ্ছে বলে দিয়েছে মেয়েটার সবরকমের চিকিৎসা করতে। বাকিসব ও দেখে নেবে। ওর কথামতোই হচ্ছিলো সবটা। মেয়েটার তখনো জ্ঞান ফেরেনি। অবস্থা গুরুতর দেখে মেয়েটাকে সরাসরি ইমারজেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু মেয়েটা সেই যে হসপিটালে আসার পর থেকে ইচ্ছের হাত ধরেছে, আর ছাড়ছেই না। ইচ্ছে চেষ্টা করেছে নিজের হাত ছাড়ানোর। পারেনি। ওকে দেখে এক নার্স বলে উঠলেন,

-ম্যাম ইউ আর অলসো ব্লিডিং! আপনারও এইড প্রয়োজন!

জোরপুর্বক মেয়েটার হাত থেকে ইচ্ছের হাত ছাড়িয়ে দিলো নার্সটা। এতোক্ষন অজ্ঞান থাকলেও এবার দুটো ঢেকুর তুললো মেয়েটা। র’ক্তবমির সাথে অস্ফুটস্বরে উচ্চারন করলো,

-ই্ ইচ্ছে…

অবাকচোখে তাকালো ইচ্ছে। মেয়েটা ওর নাম কেনো নিলো? নাকি ওই ভুল শুনলো? নার্স ওকে এনে কেবিনে বসিয়ে দিলো। তারপর কপালে ঠিকঠাকমতো পরিষ্কার করে, ঔষুধ লাগিয়ে দিলো। কেবিনে স্থির থাকতে পারলো না ও। সারা শরীরে অস্বস্তি, অস্থিরতা। বিয়ের সাজ, মেয়েটার চিন্তা, প্রাপ্তর কাছে যাওয়ার ভাবনা। সবটা ভুলে করিডরে আসলো ইচ্ছে। আগে এই‌ মেয়ের সুস্থ্যতার কোনো খবর পাক, তারপরই প্রাপ্তর কাছে যাবে ও। এরমধ্যে তিনজন পুলিশি পোষাক পরা লোক আসলো ওখানে। এগিয়ে এসে ইচ্ছেকে বললো,

-আপনার গাড়িতে এক্সিডেন্ট হয়েছে ম্যাডাম?

ইচ্ছে বুঝলো এক্সিডেন্ট কেইস বলে পুলিশ এসেছে ওকে ক্রসকোশ্শেন করতে। ঘাড় নেড়ে সম্মতি দিয়ে নিচু গলায় বললো,

-জ্বী।

-কোথায়? কিভাবে?

ঘটনাক্রম বলে দিলো ইচ্ছে। পুলিশ মনোযোগ সহকারে সবটা শুনলো। ইচ্ছের বলা শেষে ওটি থেকে বেরিয়ে আসলো ডক্টর। আগ্রহ নিয়ে তাকালো ইচ্ছে। পুলিশ এগিয়ে গিয়ে বললো,

-পেশেন্ট কেমন আছে ডক্টর?

-অনেকটা ব্লাডলস হয়েছে। ব্লাড দিতে হবে এই মুহুর্তে! নইলে মেয়েটাকে বাচানো‌ অসম্ভব।

বাচানো অসম্ভব শুনে একপা‌ পিছিয়ে দেয়ালে লেপ্টে গেলো ইচ্ছে। মাকে হারানোর পর থেকে মৃত্যুতে বরাবর ভয় ওর। কেউ মারা গেলে, সে তো আর ফেরে না। কিন্তু এই পৃথিবীতে তার ভালোবাসার মানুষগুলো কতো যন্ত্রনা নিয়ে বেচে থাকে, সে ধারনা আছে ওর। ইন্সপেক্টর বললো,

-তো ব্লাড দিচ্ছেন না কেনো আপনারা?

-একচুয়ালী ইন্সপেক্টর, মেয়েটার ব্লাডগ্রুপ ও নেগেটিভ। আর আমাদের ব্লাডব্যাংকে এই ব্লাডগ্রুপের ব্লাড নেই বর্তমানে। আমরা…

-আমার ব্লাডগ্রুপ ও নেগেটিভ। আমি দেবো ব্লাড ওকে!

জোর গলায় বললো ইচ্ছে। উপস্থিত সবাই বিস্ময়ে তাকালো ইচ্ছের দিকে। ডক্টর বললেন,

-বাট ইনায়াত ম্যাম, আপনি…

-দেয়ার ইজ নো স্কোপ ফর ইউর বাট ডক্টর! আপনি আপনার কাজ করুন! মেয়েটাকে বাচান! যতো ব্লাড প্রয়োজন, আমি দেবো। আপনি ব্যবস্থা করুন!

ডক্টর পুলিশের দিকে তাকালেন একপলক। মাথা নেড়ে পুলিশ সম্মতি বোঝালে ইচ্ছেকে নিয়ে চলে গেলেন সে। সবরকম টেস্ট করিয়ে, দু ব্যাগ রক্ত দিলো ইচ্ছে। ডক্টর ব্লাড নিয়ে গেছে। এরমধ্যে একজন পুলিশ এসে পাশে বসেলো ইচ্ছের। বললেন,

-বাসায় জানিয়েছেন? প্রেসমিডিয়া?

-না। এক্সিডেন্ট নিয়ে এখনো কেউ‌ কিছু জানে না। বিয়ের আসর ছেড়েছি, এটা নিয়েই ব্যস্ত আছে হয়তো। হসপিটালেও স্পেশাল রিকুয়েস্ট করেছি বিষয়টাকে এখনই পাব্লিক না করার জন্য।

মুচকি হেসে ইচ্ছে উঠে বসলো। নার্স এসে খানিকটা সেবাযত্ন করে গেলো‌ ওর। পুলিশ আর কিছু বলেনি ওকে। বেশ খানিকটা সময় পর ডক্টর এসে হাসিমুখে বললেন,

-শি ইজ আউট অফ ডেন্জার। আধঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে বলে আশা করা যায়। তবে আরেকটু দেরি হলে‌ বোধ হয় আরো খারাপ কিছু হয়ে যেতো। থ্যাংকস্ টু ইউ মিস ইনায়াত। আজকে আপনি যদি ব্লাড‌ না দিতেন তবে হয়তো মেয়েটাকে বাচানো যেতো না।

স্বস্তির শ্বাস ফেললো ইচ্ছে। হুট করেই কানের ভেতর সুরসুর করতে লাগলো ওর। পাশের টেবিল থেকে টিস্যু নিয়ে কানের দিকটায় ডলা মেরে বললো,

-দেখা করা যাবে ওর সাথে?

-যেহেতু পেশেন্ট সেন্সলেস, দেখা করেও লাভ নেই কোনো। ভেতরে একজন যেতে পারবেন।

ইচ্ছে কিছু বলার আগেই পুলিশ বলে উঠলো,

-আগে আমি দেখা করতে চাই ডক্টর!

বাধা দিলো না ইচ্ছে। ও চেয়েছিলো মেয়েটার সাথে দেখা করে প্রাপ্তর ওখানে চলে যাবে। কিন্তু পুলিশ তো তার ডিউটি করবেই। ইচ্ছের সম্মতি বুঝে একটা ক্ষুদে শ্বাস ফেলে উঠে দাড়ালো সাফোয়ান। ইচ্ছের হাতে হওয়া এক্সিডেন্ট কেস বলে কেউই‌ আসতে চাইছিলো না। বাধ্য হয়ে ওকেই আসতে হলো হসপিটাল। কিন্তু এখানে রকস্টার ইচ্ছের তো আলাদাই এক রুপ। আস্তেধীরে ওটিতে গিয়ে পেশেন্টকে দেখে আরেকদফায় আতকে উঠলো সাফোয়ান। মেয়েটা আর কেউ না, খই! এনগেইজমেন্টের সাজের বদলে আজ ওর মাথাভর্তি ব্যান্ডেজ, হসপিটালের পোশাক পরনে, মুখে অক্সিজেন মাস্ক! মিষ্টিঘর বা প্রাপ্তদের বাসার পরিবর্তে ও ইচ্ছের গাড়ির সামনে, আর তারপর এই ওটিতে! কিছুই‌ বুঝে উঠতে পারলো না সাফোয়ান। তৎক্ষনাৎ কল লাগালো প্রাপ্তকে। সাফোয়ান বেরোতে সময় নিচ্ছিলো বলে চুপচাপ উঠে এলো ইচ্ছে। আগে গাড়িতে থাকা টমিকে আদর করে দিলো। তারপর রিসেপশনে গিয়ে জোরপুর্বক গায়ের কিছু গয়না খুলে দিয়ে দিলো। যদিও‌ নিতে চায়নি কেউই। ইচ্ছেই‌ বারন শোনেনি। রিসেপশনে দাড়িয়ে ক্লান্তস্বরে বললো,

-আমার একটা কল করা প্রয়োজন। ক্যান আই?

শিওর ম্যাম- বলে টেলিফোনটা এগিয়ে দিলো রিসেপশনে থাকা মেয়েটা। ইচ্ছে রাকীনের নম্বর তুললো ওতে। ওর মতে একদিকটা এখন একমাত্র রাকীনই সামলাতে পারবে। কল লাগাতেই রিসিভ হলো কলটা। ইচ্ছে বললো,

-হ্যালো রাকীন? ইচ্ছে।

-ইচ্ছে! তুই কোথায়? পৌছে গেছিস কি? তোর ফোন…

-রিল্যাক্স। ঠিক আছি আমি। তবে ছোট একটা এক্সিডেন্ট হয়ে গেছে। তুই এক কাজ কর, নিউরো হসপিটালে চলে আয়, আমি…

আরো কিছু বলতে যাচ্ছিলো ইচ্ছে, ঠিক তখনই প্রাপ্তকে পাগলের মতো ছুটতে ছুটতে হসপিটালে ঢুকতে দেখলো ও। গায়ে খয়েরী রঙের পান্জাবী, হাতা গুটিয়ে কনুই অবদি তোলা। এতোগুলো দিন পর ওকে দেখে, এই অবস্থাতেও হাসি ফুটলো ইচ্ছের ঠোটের কোনে। প্রাপ্ত কোনোদিক না তাকিয়ে ওটির দিকে ছুটেছে। কল কেটে ইচ্ছেও ওর পেছনে‌ এগোতে লাগালো। ওটির সামনের করিডরে এসে প্রাপ্তকে দেখে থামলো ইচ্ছে। খুশিতে রঙিন ওর চারপাশ। প্রাপ্ত তখন চোখ বন্ধ করে, দেয়ালে একহাতে ঠেস দিয়ে দাড়িয়ে। আর সাফোয়ান ওর কাধে হাত রেখে কিছু বলছে। একটুপর ফোনটা কানে নিয়ে সরে গেলো সাফোয়ান। অনাকাঙ্ক্ষিতভাবে প্রাপ্তকে ওখানে দেখে, কিছু যেনো মাথাতেই ছিলো না ইচ্ছের। দৌড়ে গিয়ে জাপটে জরিয়ে ধরলো ও প্রাপ্তকে। ওর বুকে মাথা ঠেকিয়ে একশ্বাসে বলে দিলো,

-আই লাভ ইউ মিস্টার গ্যাংস্টার! আই লাভ ইউ!

#চলবে…

[ যারা পড়ছেন, রেসপন্স করার অনুরোধ রইলো। পর্ব ৩৪ রাতেই দেবো ইনশা-আল্লাহ্। হ্যাপি রিডিং😑
শেষ হওয়া সব গল্পের লিংক, চলমান গল্পের আপডেট পেতে এবং গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here