অতঃপর_প্রেমের_গল্প❤[উপন্যাস]পর্ব__১৯
#কায়ানাত_আফরিন
গাড়ি থেকে নেমে কলেজের গেটের সামনে দাঁড়ালো আফরা,ফাহিম আর ইলা। চারিদিকে অনেক মানুষের সমাগম। বেশিরভাগই ছাত্ররাজনীতি সংশ্লিষ্ট নেতাকর্মী। আরও দু একদল ছাত্রদের দেখা যাচ্ছে যারা স্বেচ্ছাসেবী হয়ে কলেজ কাজ করছে। আফরা মৃদু চোখে আশপাশ পরখ করে নিলো। ক্যাম্পাসটি একথায় সুন্দর। ইলা এবার জিজ্ঞেস করলো,
-‘ক্যাম্পাসটি কেমন লাগলো আপু?’
-‘সুন্দর।’
আফরার মৃদু প্রতিউত্তর। ইলা এবার বিনয়ী হাসি দিলো। ফাহিম বললো,
-‘তো সামনে এগিয়ে চলো। এখানে দেখার মতো অনেক কিছু আছে।’
-‘চলো তাহলে।’
আফরা ধীরভাবে বলো। তারপর সবাই প্রবেশ করলো কলেজটিতে। এই কলেজে মোট চারটা ভবন আছে। যার মধ্যে প্রথম ভবনটি দখল করে রেখেছে ছাত্রদলেরা। আর বাকি তিনটে ভবন মোটামোটি খালি। ফাহিম বলে ওঠলো,
-‘তিন নম্বর ভবনের পেছনে একটা ঝিল আছে। সেখানকার পরিবেশটা সুন্দর। আপনি যেহেতু প্রকৃতিপ্রেমী আপনার তাহলে ভালোলাগবে সেখানে।’
ফাহিমের কথামতো ওরা তিনজন এবার চলে গেলো ঝিলের দিকে। ক্লান্ত দুপুর। গতরাতের প্রচন্ড বৃষ্টির পর দুপুরের রৌদ্রতপ্ত মৌসুমে দাউ দাউ করছে সারা পরিবেশ। আফরা গরমের সাথে পরিচিত থাকলেও এত গরমের সাথে সে পরিচিত ছিলো না। যার দরুন গরমে শরীর পুড়ে যাচ্ছে বেশ। কিন্ত ঝিলের দিকে এগিয়ে যেতে আফরা শরীরে অজান্তেই এক শীতল বাতাসের খেলা ছেয়ে গেলো। তিন নং ভবনটির পিছে থাকায় এখানে রৌদ্রের রেশ কম। অল্পবিস্তর ছায়ায় এক অন্যরকম প্রশান্তি খেলে যাচ্ছে হৃদয়ে। আফরার এ দৃশ্য দেখে ভালোলাগলো। কেননা কলেজের অন্যান্য স্থানগুলো থেকে এ স্থানটি বেশ পরিষ্কার।
ঝিলের এক প্রান্তে কদমগাছ পেয়ে গেলো আফরা। ইলা তা দেখে বললো,
-‘ওখানে বসবে?’
-‘হাঁ বসি। জায়গাটি ভালো লেগেছে।’
তারপর তিনজন বসে পড়লো কদম গাছটির ঠিক নিচে। ঘাসের বিস্তীর্ণ কার্পেটে শরীর এলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে সে আনন্দ অন্য কোথাও নেই। ফাহিম গাছের সাথে হেলান দিয়ে বসলো এবার। আড়চোখে দেখে যাচ্ছে আফরার ঠোঁটকোলের অল্পবিস্তর হাসিটাকে।
-‘আপনার হাসিটা খুব সুন্দর আফরা।’
ফাহিমের এ কথার পরিপ্রেক্ষিতে আফরা ফাহিমের দিকে তাকালো। ফাহিম ইতিমধ্যে আফরা থেকে চোখ সরিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে আছে। আফরা কিছুই বললোনা এতে। কেন যেন হঠাৎ ফারহানের কথা ওর মনে পড়লো।আফরার মন অজান্তেই ইচ্ছে পোষণ করতো যে ফারহান ওর সম্পর্কে এমন দু’চারটে কথা বলুক। কিন্ত এমন কিছুই বলেনি যে। বরং দাম্ভিকতা আর নিপুণতার সাথে সুন্দরভাবে আফরাকে এড়িয়ে চলেছে। ফাহিম এবার বললো,
-‘আচ্ছা আফরা, আপনার ট্রাভেলিং জিনিসটা কেমন লাগে?’
আফরা ভাবলো কিঞ্চিত। তারপর আড়ষ্ট গলায় বললো,,
-‘এককথায় অনেক ভালো। আমি এই পর্যন্ত অধনেক জায়গায় ঘুরাফিরা করেছি। ক্যাম্পিং থেকে শুরু করে আইস স্কেটিং তারপর ক্লাইম্বিং এগুলো আমার শখ বলতে পারেন।’
-‘তাহলে তো আপনার ভালো এক্সপেরিয়েন্স আছে তাই না?’
-‘উমমম। বলতে পারেন হ্যাঁ।’
ফাহিম তপ্ত শ্বাস ছাড়ল এইবার। তারপর মিহি কন্ঠে বললো ,
-‘তাহলে একটা মানুষের লাইফ ঠিক করার মতো এক্সপেরিয়েন্স আপনার আছে?’
আফরা কপাল ভাঁজ করে ফেললো এবার। সেই সাথে ইলাও। ফাহিম আফরার দিকে তাকিয়ে আছে কৌতুহল নিয়ে। আফরা হাজার খুঁজেও বুঝতে পারলো না যে ঠিক কি বলতে চাচ্ছে ফাহিম। তাই অপ্রস্তুত কন্ঠে জিজ্ঞেস করলো,
-‘ম-মানে?আপনি ঠিক কি বলতে চাচ্ছেন ফাহিম?’
ফাহিম আফরার ঠিক মুখোমুখি হয়ে বসলো । ওর চোখে মুখে খানিকটা দুশ্চিন্তা। নিঃশ্বাস ফেলছে বারবার। জিভ দিয়ে ঠোটঁজোড়া ভিজিয়ে বলে ওঠলো,
-‘আমি………..আসলে ফারহানের কথা বলছি।’
আফরা অবাক হলো আরও এক দফা। ফাহিম বলতে শুরু করলো,
-‘আপনি তো এতদিন দেখে বুঝতেই পেরেছেন যে ফারহান ঠিক কেমন , তাই আর বেশি কিছু বলবো না। আসলে , চাচু-চাচি মারা যাওয়ার পর থেকে বড় একাই বড় হয়েছে ফারহান। আমার মা কখনোই ফারহানকে পছন্দ করতেন না। মনে করতেন যে ও একটি বোঝা। তবুও আমাদের দুজনের মধ্যে সখ্যতা খুব বেশি ছিলো। আমরা দুজন কলেজ পর্যন্ত অনেক কাছাকাছি থাকলেও একসময় আমাদের সম্পর্কে সময়ের ব্যবধানে ফাটল ধরে যায়। আমি যখন পড়াশুনার সুবাদে ময়মনসিংহ মেডিক্যালে চলে যাই তখনই ও ঢুকে পড়ে রাজনীতিতে। একটা রাতও ও বাড়িতে থাকতোনা। কি করতো,,তা আমরা বুঝেছি অনেকদিন পর। তবে ততক্ষণে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিলো সে। হ্যাঁ , আমি মানছি যে রাজনীতি সৎ উদ্দেশ্য নিয়ে করলে সেটা ভালো, তবে নিজের জীবনটা কি এভাবে বিলিয়ে দেওয়াটা ভালো হবে?……..(কিছুটা থেমে)………ফারহানের এই অবস্থাটা আমার খারাপ লাগে অনেক। আমি চাইনা ওকে এভাবে অন্ধকারে রেখে দিতে। আমি চাই যে ওর একটা সুশৃঙ্খল লাইফ হোক।’
বলেই অবশেষে থামলো ফাহিম। আফরা বসে আছে নির্বিকারভাবে। যেন ফারহানের কোনো বিষয়তেই ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ফাহিমের বলা শেষ হওয়ার পর আফরা আবার ফাহিমকে জিঙ্গেস করলো,
-‘ফারহান আমার হাজবেন্ড?’
-‘না।’
-‘বয়ফ্রেন্ড?’
-না।
-‘তাহলে ভাই?’
-‘মোটেও না।’
-‘তো আমাকে এসব বলছেন কেন?’
ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আফরা। ফাহিম কিছু বলতে চেয়েও বললোনা। কেননা আফরার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ফারহানের নাম শুনে মেয়েটা অনেক রেগে গিয়েছে। আসলেই হয়েছে তাই। গতরাতে ফারহানের কাছ থেকে অপ্রত্যাশিত সেই ব্যবহারটা বড়ো গভীর দাগ কেটেছে আফরার মনে। আফরার কাছে ফারহানই প্রথম মানুষ যার জন্য এত গভীরভাবে আফরা অনুভবকরে আর ফারহানই সেই শেষ মানুষ যার সম্পর্কে সকল ভাবনা নিঃশেষ করে ফেলবে সে। আফরা অবাধ্য চুলগুলো পেছনে ঠেলে দিলো এবার।তারপর শীতল গলায় বললো,
-‘লিসেন ফারহান? আপনার ওই ভাইটা আস্তো একটা বদমেজাজী দাম্ভিক টাইপ মানুষ। এমন মানুষদের আমি যতটা পারি ইগ্নোর করে চলি। তবুও নিজের ইগোর মাথা খেয়ে কথা বলতে গিয়েছিলাম উনার সাথে। কিন্ত আমার মনে হয়না সে এতে সন্তুষ্ট। তাই আমি আর ওই কমরেড ওপসস,, ফারহান জুবায়ের এর দিকে মাথা ঘামাবো না।তাই উনার সম্পর্কে আমার সাথে কথা না বললেই ভালো হবে।’
শেষ কথাগুলো বলতে গিয়ে আফরা এলোমেলো করে ফেললো। আসলেই বাংলা বেশ কঠিন। একাধারে বেশি বাক্য বললেই উল্টাপাল্টা হয়ে যায়। ফাহিমের সাথে ইলাও হেসে ফেললো এবার। আফরা চোখ ছোট ছোট করে দুজনের দিকে তাকালো এজন্য। ইলা হাসি দমিয়ে বললো,
-‘থাক আপু আর ওই মানুষটার কথা বলতে হবে না। তোমার কথার যেই অবস্থা ছিলো ওই গম্ভীর মানুষটাই হেসে ফেলবে।’
বলে আবার হেসে দিলো ইলা। যোগ দিলো ফাহিমও। আফরা দাঁতে দাঁত চেপে বললো,
-‘তোমরা দুই ভাই-বোন আসলেই অনেক বদ।’
ইলার মোবাইল বারবার বেজে ওঠছে এই সময়ে। ছয়বার রিং হওয়ার পর বন্ধ হতে না হতেই আবার ক্রিং ক্রিং করে রিং বেজে ওঠলো। ইলা স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে অপ্রস্তুত হয়ে পড়লো এবার। একবার ফাহিমের দিকে তাকালো তো একবার আফরার দিকে।ভাগ্যিস ওর ভাই আফরার সাথে কথা বলছে নাহলে স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখলে তুলকালাম কান্ড বাধিয়ে ফেলতো এবার। ইলা সন্তর্পণে মোবাইল ভাইব্রেট করে দিলো , মেসেন্জারের নোটিফিকেশনও অফ করে দিলো যাতে ফাহিম ভাই বিন্দুমাত্র সন্দেহ পোষণ না করতে পারে। আপাদত কিছুদিন এ ব্যাপারটা লুকিয়ে রাখাই ভালো হবে।
____________
প্রধান ভবনের বামপন্থী ছাত্রদলের নেতা ওমর ফারুকের সামনে আয়েশ করে বসে আছে ফারহান। ওমরের পেছনেই দাঁড়িয়ে আছে ওর সাঙ্গপাঙ্গরা। সকলেরই তীক্ষ্ণ দৃষ্টি এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাক্তিত্ব ফারহান জুবায়েরের দিকে। ওমরের দল শুনেছে, কোনো পক্ষের হয়ে কাজ না করেই নাকি এই যুবক সারা শ্রীমঙ্গলে নাম ছাপিয়ে দিয়েছে। এখানকার প্রতিটা সমাজ কল্যাণ সংস্থায় যদি কারও নাম ডাকা হয় সে হলো নিয়াজি সাহেবের অন্তর্ভুক্ত ছাত্রনেতা কমরেড ফারহান জুবায়ের।সেই হিসেবে অন্য দলের সামনে ফারহানের দাম্ভীকতাটা একটু বেশি। ওমর ফারহানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো এবার। তারপর বলে ওঠলো,
-‘তোমায় এখানে আসতে বলার কারন কি তুমি জানো মিঃ ফারহান জুবায়ের?’
বাকা হাসি দিলো ফারহান। মৌনতা কাটিয়ে প্রখর কন্ঠে বললো,
-‘প্রথমত, তোমার ডাকে আমি আসিনি। আমি এখানে এসেছি স্টুডেন্টসদের জন্য। আফটার অল ছাত্রনেতা আমি, আমার তো এখানে আসতেই হবে।’
অপমানে থমথমে হয়ে ওঠলো ওমর। দেখলে ওদের দুজনকে সমবয়সী লাগলেও ফারহানের কথাবার্তা ওকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে।ওমন সশব্দে নিঃশ্বাস ফেললো এবার। তারপর বলে ওঠলো,
-‘চেয়্যারম্যান আদিত্য ব্যানার্জীকে চিনো তো?’
-‘অবশ্যই চিনি। গতপরশু আমাদের সাথে একটি গোল বৈঠক হয়েছিলো উনার সাথে।এখন এসব প্রশ্ন করছো কেনো ওমর?’
ওমর নিজের ছোট ছোট দাঁড়িতে আবছাভাবে হাত বুলিয়ে নিলো। ফারহান ছেলেটাকে যেভাবেই হোক নিজেদের দলে আনতে হবে। নাহলে ওদের কর্মপরিকল্পনা কখনোই সফল হবে না। ওমর টেবিলে একটা বারি দিয়ে বলে ওঠলো,
-‘আমরা চেয়্যারম্যান আদিত্য ব্যানার্জীর অন্তর্ভুক্ত দল। তাই এখানে ইলেকশনের আমাদের যেমন পাওয়ার আছে তেমনি সবার সুযোগ করে দেওয়ার বড় সুবিধাও আছে। কলেজ সংক্রান্ত যেকোনো বিবাদে বড় পাওয়ারের দরকার হলে অনায়াসে আমাদের চেয়্যারম্যান সে ব্যবস্থা করে দিবে। তাই বুঝতেই পারছো আমাদের বিপরীত দল থেকে আমাদের ক্ষমতা এবং ইলেকশনে পাস করার চান্সটা বেশি।’
ফারহান একটু ঝুকে এলো টেবিলের দিকে। গম্ভীর গলায় বললো,
-‘আর,,,,,,,,,,,,তুমি আমার কাছ থেকে কি চাও?’
স্মিত হাসলো ওমর। তারপর বললো,
-‘তোমার কথার স্ট্রাইল দেখে আমি অভিভূত ফারহান। যাই হোক , মেইন পয়েন্টে আসার জন্য ধন্যবাদ।…………আমি চাই যে তুমি আমাদের দলের নেতা হয়ে ইলেকশনে কাজ করো। তাহলে নিশ্চিত আমরাই জিতবো। এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ ফারহান।আমাদের দলে যোগ হলে কেউ তোমার পাওয়ার কেড়ে নিতে পারবে না। যেই ফারহান জুবায়েরকে শ্রীমঙ্গল থেকে শুরু করে সারা সিলেট বিভাগ আংশিক চিনে সে আরও পরিচিত লাভ করবে। সামনে আরও বড় ভাবে তুমি ইলেকশনেও যোগদান করতে পারবে।সুতরাং মিস করো না।’
ফারহান ওমরের প্রতিটা কথা শুনলো, ভালোমতো শুনলো। সাব্বির-শামসু সহ ওর দলের বাকি মানুষরা মানুষরা ভাবছে যে ফারহান আসলে কি করবে। এটা ওর জন্য আসলেই বড় সুযোগ। আর এমন লোভনীয় প্রস্তাবে যে কেউই সহজে লোভে পড়ে রাজি হয়ে যেতে চাইবে। ফারহান মৌনতা কাটিয়ে হঠাৎ বলে ওঠলো,
-‘প্রস্তাবটা লোভনীয়। কিন্ত আমি সরাসরি এটা রিফিউজ করছি।’
ওমর অবাক। সাথে ওর বাকি সাঙ্গপাঙ্গরাও। হতভম্ব হয়ে বললো,
-‘তুমি কি বোকা ফারহান? এমন সুযোগ স্বয়ং চেয়্যারসাহেব তোমায় দিয়েছে। আর তুমি,,,,,,,,,,’
-‘আমি আগেই স্পষ্টত বলে দিয়েছি যে আমি কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবো না। আমার নিজের যতটুকু পাওয়ার আছে এটাই আমার জন্য যথেষ্ট। আর একটা কথা, আমরা স্টুডেন্টসদের জন্য লড়াই করি। কোনো সো কল্ড চেয়্যারম্যানের সাঙ্গপাঙ্গদের ইলেকশনে জেতার জন্য না।’
তুখর কন্ঠে বলে ওঠলো ফারহান। ওমর রেগে গেলো হঠাৎ। টেবিলে সজোরে বারি দিয়ে ফারহানের শার্টের কলার ধরার চেষ্টা করতেই ফারহান ওর দু’হাত চেপে ধরলো ।ফারহানের দৃষ্টি তীক্ষ্ণ। ওমরের চোখ দিয়ে আগুন বের হচ্ছে এবার। ফারহান বলে ওঠলো,
-‘আজ শুধু হাত চেপে ধরলাম ওমর ! আগামীবার এমন কাজ করার দুঃসাহস দেখালে একেবারে হাত ভেঙ্গে দিবো।’
ফারহান কথাগুলো শান্তভাবে বললেও ওর চোখেমুখে ভয়ঙ্কর রাগ দেখা যাচ্ছে। কলেজের পরিবেশ ফারহান আর ওমরের কারনে উত্যপ্ত।ডানপন্থী দলের লোকেরাও ওদের সংঘর্ষ দেখতে এসে পড়েছে এখানে। এসব একপর্যায়ে এমন ভাবে বেড়ে গেলো সে সারা কলেজে দাবানলের মতো ছড়িয়ে পড়লো খবরটি। তিন নং ভবনের ঝিলে বসা ফাহিম, আফরা আর ইলার কানেও বিষয়টি আসতে সময় লাগেনি। সবার মুখে মুখে একই কথা , ‘বামপন্থী দলের ওমর ফারুকের সাথে তর্কাতর্কি চলছে কমরেড ফারহান জুবায়ের এর।’
ফাহিম অস্থির হয়ে বলে ওঠলো,
-‘ও মাই গড! জলদি ফারহানের কাছে যেতে হবে। ওর মাথা খারাপ হয়ে গেলে খুনখারাপি করতেও দু’বার ভাববেনা।’
কথা অনুযায়ী সবাই দ্রুত রওনা হলো প্রধান ভবনের উদ্দেশ্যে। কিন্ত সেখানে এত শোরগোল যে মানুষের সমাগমে ভেতরে কেউই ওরা প্রবেশ করতে পারেনি। ফাহিম শক্তপোক্তভাবে চেপে আছে আফরার হাত, যাতে আফরা হারিয়ে না যায়। ফাহিম আফরাকে এখানে আসতে না বলেছিলো তবুও আফরা কথা শুনেনি। সে জানতে চায় ফারহানের সাথে কি হয়েছে ওই নেতার। ফাহিমের চোখে-মুখে দুশ্চিন্তা সাথে বিরক্তিও। মা’কে বারবার বলেছিলো আফরাকে এখানে না নিয়ে আসলে ভালো হয়। এসব জায়গায় আনন্দ থেকে ত্রাস বেশি থাকে। ইলা ইতিমধ্যে পেছনে চলে গিয়েছে। আফরা বিব্রত হয়ে বললো,
-‘ফাহিম এখানে অনেক মানুষ। আমি বাহিরে চলে যাই?’
-‘আমিও তাহলে আপনার সাথে আসছি।’
-‘সমস্যা নেই। আমি বাহিরে দাঁড়াই । আপনি দেখেন , ফারহানের কি হয়েছে।’
এবার আফরা ফাহিমের থেকে নিজের হাত ছাড়িয়ে বাহিরে চলে গেলো। ভেতরে যেমন মানুষ ; সেরকমই মানুষ বাহিরেও। একরকম ধস্তাধস্তি চলছে। তবুও কপাল করে ইলাকে পেয়ে গেলো আফরা। ইলা অবাক হয়ে বললো,
-‘আপু তুমি ঠিকাছো তো?’
আফরা কিছু বলতে যাবে এর মধ্যেই ভীড়ের মাঝে কারও আপত্তিকর স্পর্শ অনুভব করা শুরু করলো সে। ইলার চোখ-মুখ শুকিয়ে যাচ্ছে। কেননা সেও এ অবস্থার শিকার। আফরা ঘাড় ঘুরিয়ে এদিকওদিক তাকানোর চেষ্টা করলো। যেমনটা ভেবেছিলো ঠিক তাই।দুজন ছেলে ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। এগুলো কে বা কারা আফরা জানে না , শুধু জানে এরা ভীড়ের মাঝে লুকিয়ে থাকা কিছু নরপিশাচ। যারা মানুষের অগোচরে নিজের নোংরামিপণা দেখিয়ে চলে। আফরা দাঁত চেপে বললো,
-‘ছাড়ো আমায়।’
ছেলেটা গা ঘিনঘিন করা একটা হাসি দিলো। এখন চিল্লালেও কোনো কাজ হবে না। সারা ক্যাম্পাস এখন প্রধান ভবনের খবর নিয়ে উত্যপ্ত হয়ে আছে। ইলার অবস্থাও শোচনীয়। বেচারা মেয়েটাতো পারছে না কেদে দিতে।তখনই একটা প্রচন্ড ধাক্কায় দুজনেই ওই ছেলেগুলোর থেকে ছাড়া পেয়ে গেলো আকস্মিকভাবে। একজন ছেলে দুইটাকে এলোমাথারিভাবে মেরেই চলছে। ছেলেদুটোও ওকে পাল্টাপ্রয়োগ করলো কিন্ত অদ্ভুতভাবে ওরা দুজনেই আহত হয়ে গেলো অনেক বেশি। আফরা অবাক হয়ে দেখতে থাকলো মানুষটিকে। ফারহান। চোখ-মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। কপালের হাতের রগ ফুলে আছে অস্বাভাবিকভাবে। ওই দুইজনের পক্ষ হয়ে আরও কিছু লোক ফারহানকে আক্রমণ করতে চাইলো কিন্তু ফারহানের লোকেরা সবাই এসে এদিকে রীতিমতো হকিস্টিক দিয়ে রক্তারক্তি শুরু করেছে। ফারহান চেচিয়ে বলে ওঠলো,
-‘তোদের মতো কু*****দের রাজনীতি করার মুলুক নেই। সাহস কি করে হলো ওদের দিকে হাত আগানোর? আজ তোদের হাত ভেঙে দিবো একেবারে।তোদের আজ যদি কবরে না শোয়াতে পারছি…….’
আফরা এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছে। অ্যামেরিকায় গড়ে ওঠা একজনের কাছে এমনদৃশ্য বুক কাপানোর মতো। চারিদিকে মারামারি. রক্তারক্তি, মানুষের সংঘর্ষ। আফরার মনে একটাই কথা, ‘যেভাবেই হোক। ফারহানকে থামাতে হবে।’
.
.
.
.
#চলবে……ইনশাআল্লাহ
আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো,,