অনুভূতির অন্বেষণ পর্বঃ১৭

0
3871

#অনুভূতির_অন্বেষণ
#চন্দ্রিকা_চক্রবর্তী
#পর্বঃ১৭

(৫৪)

সেদিন আরিয়ানের সাথে এভাবে কথা বলার পর নিজের মনেও কেমন খচখচ করে মিশরাতের। কাউকে না জানিয়ে সেদিন সে আরিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলো। ইশরাত এমনকী সাদমানও না। তার এখন সেই ঘটনার জের ধরে তার মনে যা কিছুই চলুক না কেন সে কাউকে কিছু বলতেও পারছে না।

আজকে অফিস থেকে এসে গোসল করে খেয়েদেয়ে মনমরা হয়ে বিছানায় পড়ে আছে মিশরাত। তার কিছুই ভালো লাগছে না। দরজায় নক করার শব্দ কানে গেল তার। সেই সাথে শোয়েব রহমানের কন্ঠ

—-আম্মু, ঘুমিয়ে গিয়েছিস? আমি কী এখন আসবো?

তাড়াতাড়ি উঠে বসে শোয়েব রহমানকে ভেতরে আসতে বললো মিশরাত। শোয়েব রহমান এসে বসলেন মেয়ের পাশে

—-ক্লান্ত লাগছে বেশি আম্মু?

—-না আব্বু, ওই একটু শুয়েছিলাম আর কী।

—-তোর জন্য ইদানীং ভীষণ চিন্তা হচ্ছে আমার আম্মু। তোর বিয়ের জন্য ছেলে দেখা নিয়েই ভাবছি এখন। পত্রিকায় “পাত্র চাই” নামে বিজ্ঞপ্তিও দিয়েছি। সেখান থেকে অনেকগুলো ফোন এসেছে। তবে একটা আমার ভীষণ মনঃপুত হয়েছে। ছেলের পরিবার স্বচ্ছল, শিক্ষিত। ছেলে খুব ভালো একটা চাকরী করে। দেখতে শুনতেও ভালো লাগলো আমার। ছেলের ছবি আমার কাছে আছে। পাত্রপক্ষ পাঠিয়েছে। দেখবি আম্মু?

—-না আব্বু। আমি তো আগেই বলেছি আমার কোনো পছন্দ নেই। তোমাদের যেই ছেলেকে আমার জন্য সঠিক মনে হয়, আমি তাকেই বিয়ে করবো। ছেলে দেখার কোনো প্রয়োজন নেই। সবকিছু ঠিকঠাক করা হয়ে গেলে আমাকে জানিয়ে দিও।

—-ছেলের নামটাও তো জিজ্ঞেস করলি না আম্মু?

—-নাম দিয়ে আর কী আসে যায় আব্বু? যা ইচ্ছে হোক, যেমন ইচ্ছে হোক দেখতে। যেহেতু আমার কোনো পছন্দ নেই, তাই তোমরা যে ছেলেকে আমার সামনে এনে দাঁড় করিয়ে বলবে বিয়ে করতে, আমি তাকেই করবো।

—-বেশ, তবে তাই হোক। যাই হোক, একটা মজার কথা বলি তোকে। তোর আম্মুর সাথে আজকে কথা বলে বুঝলাম, তোর আম্মু সাদমানকে তোর জন্য পছন্দ করে বসেছিলো।

—-কীহ্! লাইক সিরিয়ালি? বাইরের মানুষ যা ইচ্ছে ভাবুক। তাই বলে আম্মুও?

—-হ্যাঁ রে মিশু। আমিও তো বেশ অবাকই হয়েছি।

—-আম্মু হঠাৎ এই কথা বললো যে? আমার জন্য ছেলে দেখছো তাই?

—-উঁহু। ইশুর কথা বলেছিলাম তাই। তুই তো জানিস না, তবে আমার মনে হয় তোকে জানানো প্রয়োজন। আসলে সাদমানের জন্য ইশুকে….

—-মানে? তুমি জানতে সাদমান ইশুকে পছন্দ করে যে?

—-শুধু আমি জানতাম না। বল যে আমি ছাড়া আর কেউ-ই জানতো না। এমনকী সাদমানের আব্বু আম্মুও না।

—-মানে তোমরা হবু শ্বশুর জামাই মিলে আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছো? আর এখন এসে এই কথা বলছো আমাকে?

—-আজ থেকে প্রায় বছর তিনেক আগে সাদমান একান্তে একদিন আমাকে ডেকেছিলো তার সাথে কথা বলার জন্য। আমি যখন গেলাম, তখন প্রথমেই আমাকে বললো

“আংকেল, অভয় দিলে একটা কথা বলার ছিলো”। আমি বললাম বলো কী বলবে? বললো
” আপনার অবর্তমানে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমি নিতে পেরে নিজেকে সার্থক মনে করছি। কথা দিচ্ছি, যতোক্ষণ পর্যন্ত এখানে আছি, আমার দায়িত্বের অবহেলা করবো না। তবে একটা জিনিস আপনার কাছে চাওয়ার ছিলো। আপনার বড় মেয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার অবর্তমানে তার সকল দায়িত্ব আমি পালন করবো। কিন্তু আপনার ছোট মেয়ের দায়িত্ব আমি আজীবনের জন্য নিতে চাইছি। আমি জানি না আপনি আমাকে সেই দায়িত্ব নেওয়ার উপযুক্ত মনে করবেন কীনা। কিন্তু আমি নিতে চাই আংকেল।”

শোয়েব রহমানের কথায় মিশরাত হা হয়ে আছে। তাহলে এতোদিন যে সাদমান ইশরাতের সাথে এরকম ব্যবহার করে আসছে তার কারণ কী?

—-আব্বু, তুমি এসব কী বলছো? সাদমান তো তাহলে অনেক আগে থেকেই আমাদের ইশুকে পছন্দ করে তোমার কথামতে। কিন্তু তুমি কী জানো যে সে ইশুকে সবসময় তার থেকে দূরে দূরে রাখতো? আরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমার ছোট মেয়েই তো তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলো। কিন্তু এখন সে সাদমানের পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে চুপ হয়ে গিয়েছে। এমনকী সাদমানের সাথে সে কোথাও বাইরে ঘুরতে অবধি যেতে চায় না।

—-ইশু আম্মু যে সাদমানকে পছন্দ করে সেটাও আমি জানি মিশু।

—-মানে? সব জেনেশুনে তুমি চুপ করে আছো?

—-হ্যাঁ, তার কারণও আছে। সাদমানই আমাকে এতোদিন চুপ থাকতে বলেছিলো।

—-কিন্তু কেন?

—-ইশুর ভবিষ্যতের কথা ভেবে। ইশুর মঙ্গলের কথা ভেবে। আমাদের ইশু এখনো আবেগে চলে তুই জানিস। বয়সটাই এমন। বছর তিনেক আগে তো আরও আবেগী ছিলো। সে যে সাদমানকে অনেক আগে থেকেই পছন্দ করে সেটা সাদমান বুঝতো। অনেকবার নানান ভাবে তার অনুভূতির জানান সাদমানকে দেওয়ার পর সাদমান নিজেও ভেবেছিলো ইশুর ডাকে সাড়া দিবে। তখন ইশুর এসএসসি পরীক্ষা চলে। ইশু যে সাদমানদের বাসায় খুব ঘনঘন যেতো সেটা তো তুই আমার থেকে ভালো জানিস। তো পরীক্ষা চলাকালীন একদিন সে সাদমানের বাসায় গেল। নিজে থেকেই চলে গেল সাদমানের কাছে। আবারও ইনিয়ে বিনিয়ে সে একই কথা বলতে যায় যে সে সাদমানকে খুব পছন্দ করে। সেদিন সাদমান নিজেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ইশুর ডাকে সাড়া দিয়েছিলো। ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলো সে নিজেও ইশুকে পছন্দ করে। আর তার পরিণাম বল তো কী হয়েছে?

—-কী?

—-তোর মনে আছে ইশুর কোন সাবজেক্টে এ মাইনাস এসেছিলো?

—-হ্যাঁ, বায়োলজি। খুবই আশ্চর্য হয়েছিলাম আমি নিজেও। ইশু তো সবসময় বায়োলজিতে হাইয়েস্ট নাম্বার পেতো। কিন্তু বোর্ড পরীক্ষায় খারাপ করেছিলো কেন বুঝলাম না।

—-সাদমানের জন্য।

—-মানে?

—-বায়োলজি পরীক্ষার সময়ই সেদিন সাদমানের বাসায় ইশু গিয়েছিলো। তখনই একটা সময় পরে সাদমান ইশুর কথায় পরোক্ষভাবে সম্মতি জানিয়েছিলো। সে তখন বুঝতে পারেনি সেই প্রভাব ইশুর পরীক্ষার উপর এসে পড়বে। ইশুর বয়সটা তখন কেমন ছিলো জানিসই তো। ওই সাদমানের কথা চিন্তা করতে করতে আর পড়া হয়ে উঠেনি। তার পরিণাম তো রেজাল্ট দেখেই বুঝলি। এরপর থেকে সাদমান পুরোপুরি ইশুকে এড়িয়ে চলতো। সে বুঝতে পেরেছিলো তখন যদি ইশুর জন্য তার মনে থাকা অনুভূতি প্রকাশ করে, তাহলে ইশুর খারাপ ছাড়া ভালো হবে না। সাদমান কখনোই চায়নি ইশুর পড়াশোনায় ব্যাঘাত ঘটুক। ইশুর প্রতিদিনের খবর সে রাখতো। কখন কোথায় কার সাথে যায়। সব খবর সে আমাকে দিতো। তার সাথে সবসময় ছায়ার মতো থেকেছে অথচ তাকে একটাবারের জন্যও বুঝতে দেয়নি। এখনও এমনটাই করছে। কারণ ইশুর পরীক্ষা এখনো শেষ হয়নি। বোর্ড পরীক্ষা শুরু হবে তারপর এডমিশন। আরও কয়েক মাসের ব্যাপার। এরপরই ভাবছি তাদের চার হাত এক করে দেবো।

তবে তার আগে তোর একটা ব্যবস্থা আমার করতে হবে যে আম্মু। সত্যি বলতে তোর বিয়ে নিয়ে একটু তাড়াহুড়ো করার আরেকটা কারণ হচ্ছে সাদমান। কারণ সাদমানের আম্মু তার জন্য মেয়ে খুঁজছে। ছেলেটার বিয়ে করাতে চাইছে। সাদমানের পাত্রী আমাদের ইশু। কিন্তু তোর বিয়ে না দিয়ে ইশুর বিয়ে তো দিতে পারছি না।

—-কেন পারবে না আব্বু? এটা তো কোনো নিয়ম নয় তাই না যে বড় মেয়ে দেখে আমাকেই আগে বিয়ে করতে হবে?

—-কিন্তু, সমাজ কী বলবে…

—-রাখো এসব আব্বু। কয়েকদিন কথা বলে চুপ হয়ে যাবে সবাই। তাই বলে ইশুর বিয়ে বসিয়ে রেখো না।

—-আমিও তাড়াহুড়ো করে তোর জন্য ছেলে খুঁজতে চাইছি না রে। ইশুর জন্য যেমনি করে সাদমানকে পেয়েছি, তোর জন্যও যদি এমন কাউকে মিলিয়ে দিতো আল্লাহ, তাহলেই সব ইচ্ছে পূর্ণ হয়ে যেতো আমার।

—-আমার নিয়তিতে যে আছে আর যখন আছে, সে ঠিক তখনই আসবে আব্বু। কিন্তু আমার জন্য ইশু আর সাদমানের বিয়ে আঁটকে রেখো না।

—-তাহলে বলছিস আগে ছোট বোনের বিয়ে দেখবি?

—-অবশ্যই। তুমি ছেলে দেখতে থাকো আমার জন্য সমস্যা নেই, কিন্তু বোনের বিয়ে আগে দেখেই যাই আমি। আমার বোন আর আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা!
কিন্তু আমি ভাবছি সাদমানের কথা, বুঝলে? মানে ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো অবস্থা হয়ে গেল না? আমার বেস্ট ফ্রেন্ড এতো আগের থেকে আমার ছোট বোনকে পছন্দ করে, অথচ সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। অথচ তোমার সাথে সব ঠিকঠাক করে বসে আছে। তাকে ধরতে হবে আগামীকাল!

(৫৫)

লাঞ্চ টাইমের ব্রেক পড়তে না পড়তেই মিশরাত তার খাবারের বক্স নিয়ে সোজা চলে গেল সাদমানের ডেস্কে। সাদমান সবেমাত্র তার ব্যাগ খুলছিলো খাবার বের করার জন্য। এরমধ্যেই মিশরাত বললো

—-তুমি তো দেখছি সেয়ানা পাবলিক! মানে তলে তলে এতোদিন ধরে টেম্পো চালালে অথচ আমি ধরতেই পারলাম না! সবকিছুতে বেস্ট ফ্রেন্ড আগে, আর যখন নিজের বিয়ের কথা আসলো, বউয়ের কথা আসলো, তখন বেস্ট ফ্রেন্ড লাপাত্তা? হবু শ্বশুরের সাথে সন্ধি? বাহ্! চমৎকার!

মিশরাতের কথা শুনে সাদমানের মুখভঙ্গিতে তেমন একটা পরিবর্তন আসেনি। শুধু মুচকি হেসেছে। যেন এমন কিছু শুনতে হবে সেটা সে আগে থেকেই জানতো।

—-কী হলো? এখন বোলতি বান্ধ?

—-হিন্দিও বলো দেখছি!

—-কথা কাটাবে না একদম হ্যাঁ? আমাকে জানাওনি কেন এসব?

—-মেয়েদের পেটে কথা থাকে না তাই। তোমার কথা শুনে বুঝতে পারছি আংকেল তোমাকে সবই বলে দিয়েছেন। বলেছিলাম না তোমাকে কয়েকদিন আগে যে আমার কিছু কারণ আছে ইশরাতকে পছন্দ করি কিন্তু সেটা প্রকাশ না করার? সেই কারণটা আংকেল বলে দিয়েছে আমি বুঝতে পেরেছি। তোমাকে কিছু বললে সেটা আগে পরে তোমার আম্মু কিংবা বোনের কানে চলেই যেতো। তুমি কথা চেপে রাখতে পারতে না। আর এরপর হতো টা কী? যেই কারণে আমি এতোদিন পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করছি, সেই কারণটাই এলোমেলো হয়ে যেতো। তোমার বোনের পড়াশোনা চাঙ্গে উঠতো যেটা আমি একদমই চাইনি। বলেছিলাম তোমাকে সেদিন যে আমার কারণটা তোমার কাছে কতোটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না, তবে আমার যেটা তোমার বোনের জন্য ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি।

—-এদিকে আমার বোন যে বেঁকে বসে আছে সেটা তুমি জানো? তোমরা হবু শ্বশুর জামাই মিলে ইশুর এডমিশন টেষ্টের পরেই বিয়ে ঠিকঠাক করে রেখেছো মনে মনে। অথচ পাত্রীকে একটাবার বিয়ের কথাটা শুনিয়ে দেখো? পুরো গোষ্ঠী উদ্ধার করে ফেলবে! ইশুকে তোমার থেকে দূরে রেখেছো তার ভালোর জন্য সেটা মানছি। কিন্তু ভালো করতে গিয়ে যে তার মন থেকে উঠে যাচ্ছো ধীরেধীরে সে কথা কী জানো? এমনটা না হয় যে যার জন্য এতোগুলা বছর ধৈর্য্য ধরে বসে ছিলে, সে আবার তোমাকে বিয়ে করতে মানা করে দেয়!

—-করবে না। আমি করতে দেবো না। সেসব নিয়ে চিন্তা করো না। তোমার বোনকে আমি কিছুটা হলেও চিনি। সাময়িক দূরত্বের কারণে তার মনে একটা অবহেলার আস্তরণ পড়েছে। তবে সময়মতো আমি ঠিকই সেখানে প্রণয়ের রঙে রাঙিয়ে দিবো।

—-বাব্বাহ্! এতো কনফিডেন্স? সে ভালো। তবে আমি আবারও বলবো, তুমি আমাকে একটাবার জানাতে পারতে ব্যাপারটা। হুট করে আমি এসব শুনে কতোবড় শক খেয়েছি তুমি জানো? ইদানীং আমার থেকে কথা গোপন করছো তুমি। অথচ আমাকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করো নিজের।

—-কথা তো তুমিও আমার থেকে গোপন করছো মিশরাত। সেদিন তুমি ববিতা আন্টির বাসায় যাওনি। কোথায় ছিলে?

সাদমানের দিকে চমকে তাকালো মিশরাত।

—-মানে?

—-ববিতা আন্টির মেয়ের কাছে যাবে বলেছিলে। অথচ আমি রাস্তায় দেখেছি ববিতা আন্টি মেয়েকে নিয়ে কোথায় যেন বের হয়েছেন। তুমি মিথ্যে কোনো কারণ ছাড়া বলবে না আমি জানি। আরিয়ানের কাছে গিয়েছিলে?

চুপ করে গেল মিশরাত।

—-সত্যি করে বলো তো মিশরাত, তুমি আরিয়ানকে এখনো ভালোবাসো তাই না?

—-এমনটা কিছুই না। সেদিন আরিয়ান আমাকে একপ্রকার জোর করেছিলো তাই যেতে বাধ্য হয়েছিলাম। তবে তাকে একটা শর্ত দিয়ে এসেছি। যার কারণে এখন আর সে না তো দেখা করার আবদার করে, আর না আমাকে ফোন করে।

—-কী শর্ত?

(৫৬)

শোয়েব রহমান চলে গিয়েছেন আজকে। তবে যাওয়ার আগে নিজের স্ত্রীকে নিয়ে সাদমানের আব্বু আম্মুর সাথে ইশরাত আর সাদমানের বিয়ের ব্যাপারে কথাও বলে গিয়েছেন। স্বয়ং পাত্রী বাদে এখন বিয়ের ব্যাপারে সবাই অবগত। ইশরাতের পরীক্ষা শেষ হওয়ার পরপরই তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।

মিশরাত এখন নিজের রুমে বসে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা “বিকেল মৃত্যু” পড়ছে। অফিস থেকে ফেরার পর আর তেমন কোনো কাজ থাকে না তার। এরমধ্যে ফোন বেজে উঠলো তার। অফিসের এক কলিগের কল। কিছুক্ষণ কথা বলে ফোন রাখতে নিয়ে মিশরাত দেখতে পেলো কললিস্টে আরিয়ানের নাম্বার এখনো আছে। শেষ কথা হয়েছিলো সেদিনই, প্রায় ছয়দিন আগে। সময়টা আরেকবার দেখে নিলো মিশরাত, দুপুর তিনটে বেজে বারো মিনিট। আচ্ছা, এখন কী তাহলে আরিয়ান এই শহর ছেড়ে চলে গিয়েছে আবার? মিশরাত ভাবতে পারেনি আরিয়ান তাকে এতো সহজে বিরক্ত করা বন্ধ করবে। মিশরাতের নিজের নামে কসম কাটার কী এতো জোর? আরিয়ানকে বলেছিলো তার ভালোবাসার জোর কতোটুকু সেটা সে দেখতে চায়। তবে কী সত্যিই আরিয়ান তাকে এখনো…

না, আবারও মনে পড়ে যাচ্ছে সেই অতীত। যতোবারই আরিয়ানকে নিয়ে মিশরাত পজিটিভ কিছু ভাবতে যায়, ততোবারই অতীত অন্তরায় হয়ে দাঁড়ায়।

***

—-রেণু, আমার মনে হচ্ছে সর্ষের ভেতর ভূত লুকিয়ে আছে।

—-মানে?

—-বলেছিলাম না তোমাকে যে আরিয়ানদের কোম্পানি থেকে কীভাবে যেন টাকা সরে যাচ্ছে? তার জন্যই তো আমি এখন রাতে তাদের অফিসেই থাকি। কিন্তু আমি থাকাকালীন সময়েও টাকাগুলো কীভাবে যেন উধাও হয়ে যায়। মানে আমার চোখের সামনে থেকে কেউ টাকা নিয়ে যাবে এমনটা তো না। কিন্তু টাকা যাচ্ছে কোথায়? আমার মনে হচ্ছে হক পরিবারের সাথে সম্পর্কিত কেউ এই কাজের সাথে যুক্ত। কিন্তু, মানুষটা কে যে হতে পারে!

—-তুমি আরিয়ানের সাথে কথা বলেছো এই ব্যাপারে?

—-না, বলবো আগামীকাল।

এতোক্ষণ যাবত শোয়েব রহমান আর রেণু আক্তারের কথোপকথন শুনছিলো মিশরাত। তাদের রুম ক্রস করতে নিয়েছিলো। আরিয়ানের নাম শোনামাত্র জায়গায় দাঁড়িয়ে গেল সে। কতোটা অবহেলা পেয়েও চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে সে আরিয়ানের দিকে। তার নাম শোনামাত্রই থমকে যায় সে। আচ্ছা, খুব বেশি কী ক্ষতি হয়ে যেতো যদি আরিয়ান তাকে একটু বুঝতো?

রুমে চলে গেল মিশরাত। রেণু আক্তারের ফোন বাজছে হঠাৎ। আরিয়ানের কল এসেছে। মিশরাত রিসিভ করতে গিয়েও করলো না। কারণ সে আরিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে একাধারে ফোন বেজে চলেছে এবং রেণু আক্তার এখনো রুমে আসেনি বিধায় মিশরাত ফোন রিসিভ করলো কিন্তু কোনো কথা বললো না। অপর পাশ থেকেও নীরবতা বিরাজমান। প্রায় মিনিট দুয়েক পরে মিশরাত শুনতে পেলো আরিয়ানের কন্ঠ।

—-মিশু?

হুট করেই যেন মিশরাতের কর্ণকুহরে এক মধুর ধ্বনি প্রবেশ করলো। মনটা খুশিতে নেচে উঠলো। আরিয়ান কী তবে তাকেই ফোন করেছে? তাকে মিশু বলে ডাকছে? কই, এতোদিন তো ডাকেনি? তবে কী আল্লাহ তার মনের ইচ্ছে পূরণ করেছে? অবশেষে কী তার আরিয়ান তার কাছে ফিরেই আসলো?

—-কথা বলবে না আমার সাথে মিশু? খুব বেশি রাগ করেছো বুঝি আমার উপর?

—-তুমি…তুমি আমাকে ফোন করেছো? সত্যি?

—-হ্যাঁ, তুমি ছাড়া মিশু নামে আমি আর কাকে ডাকবো?

হৃদযন্ত্র ধুকধুক করছে মিশরাতের। অতিরিক্ত উত্তেজনায় শরীর গরম হওয়ার কথা। তবে মিশরাতের হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে।

—-তুমি খুব করে চাইতে না মিশু আমি তোমার হয়ে যাই? আমি হতে চাই মিশু। সকলের সামনে তোমার জন্য আমার মনে থাকা অনুভূতি প্রকাশ করতে চাই। দিবে আমাকে সেই সুযোগ মিশু?

মিশরাতের এখনো সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। ফোন কানে রেখেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মিশরাত। আয়নার কাঁচে হাত রাখলো। কাঁচ তো ছুঁতে পারলো৷ তবে সে সত্যিই বাস্তবে আছে?

—-বলো না মিশু? অভিমানকে দূরে সরিয়ে দিবে না একটু ভালোবাসার সুযোগ?

খুশির আতিশয্যে কেঁদে দিয়েছে মিশরাত। আয়নায় নিজের অবয়ব সে নিজেই দেখতে পাচ্ছে। চোখ থেকে খুশির অশ্রু গড়িয়ে পড়ছে। মিশরাত খুব করে চাইছে কান্না বন্ধ করতে। কিন্তু মনের সুখের বহিঃপ্রকাশ যে অশ্রুর মাধ্যমে হচ্ছে! খুশি তো আটকাতে পারছে না সে। তবে কান্না কী করে আটকাবে? কোনোমতে কাঁপা কাঁপা কন্ঠে বললো

—-আমি কী ভুল শুনছি?

—-একদমই না মিশু। তুমি একেবারে ঠিক শুনছো। আগামীকাল বড় গাছতলার নিচে এসে দাঁড়িয়ে থেকো। আমি সেখানে সবার সামনে তোমাকে আমার মনের অনুভূতি জানাবো। তোমাকে নিয়ে আমার মনে থাকা সত্যিকার অনুভূতি।

—-কিন্তু তোমার ওই মোনার কী হলো?

—-তাকে তো আমি কবেই ছেড়ে দিয়েছি। তুমি একদম ঠিক বলেছিলে। সে একটুও ভালো নয় আমার জন্য।

খুশিটা যেন আরেকটু নাড়াচাড়া দিয়ে উঠলো। আরিয়ান তাহলে তার কথায় এতো গুরুত্ব দেয়? সে আরিয়ানের জীবনে এতোটাই গুরুত্ব রাখে যে মোনাকে অবধি ছেড়ে দিলো তার জন্য? নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে মিশরাতের।

—-আগামীকাল আসবে কিন্তু মিশু। কেমন? আমি অপেক্ষা করবো তোমার জন্য।

ফোন আরিয়ান নিজেই কেটে দিলো। পুরো রুমে বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলো মিশরাত একা একা। ভাগ্যিস ইশরাত টিভি দেখছিলো। নয়তো এভাবে তার পাগলামি দেখে যে কেউ হেসে দিতো। এতোদিনের অপেক্ষার পর সে নিজের মনের মানুষকে পেতে চলেছে। এর থেকে খুশির আর কিছু হতে পারে কী?

আলমারি খুলে রেণু আক্তারের শাড়িগুলো একে একে দেখতে লাগলো মিশরাত। সে সাজবে, অনেক সাজবে। শুধুমাত্র তার আরিয়ানের জন্য।

(৫৭)

আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের কী আরিয়ানই ডেকে এনেছে কীনা তা জানে না মিশরাত। তবে সে মন ভরে সেজেগুজে এসেছে। এখন মুখে একরাশ লজ্জা এনে তাকিয়ে আছে নিচের দিকে। সমানে হাত কচলে যাচ্ছে। খুব নার্ভাসও লাগছে এখন তার। আরিয়ান তার সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে আরিয়ান বলে উঠলো

—-আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, যে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করে যাচ্ছে।

চোখ কিছুটা কুঁচকে গেল মিশরাতের “বিরক্ত” শব্দটা শুনে।

—-বেহায়া দেখেছেন কখনো? মেয়েটার দিকে তাকিয়ে দেখুন। এই যে আমার পিছুপিছু ঘোরার পরেও আমি বারেবারে তাকে না করে দেই, তবুও দেখুন? আজ আবার চলে এসেছে সং সেজে।

চোখে কেন জানি সব ঝাপসা দেখছে মিশরাত। চোখ তুলে আরিয়ানের দিকে তাকালো। কিন্তু আরিয়ানকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। তবে কী চোখে পানি আসার কারণে?

—-এই যে দেখুন, কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ন্যাকামো সব, বুঝলেন?
আচ্ছা,এই আমি আরিয়ান হকের সাথে কী এই মেয়ে যায় কীনা আপনারাই বলুন তো?

চারপাশে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। খুব আস্তে আস্তে কথাবার্তা বলছে এখানে আসা লোকজন নিজেদের মধ্যে।

—-আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার জীবনসঙ্গিনী নির্ধারণ করেছি। অথচ এই মেয়ে সেটাতেও হস্তক্ষেপ করতে আসে। অনধিকার চর্চা ঠিক কীভাবে করতে হয় তা মেয়েটার থেকে শিখে নিতে পারেন আপনারা।

আশেপাশে তাকাচ্ছে মিশরাত। সে থাকতে চায় না এখানে। আজকে তো তার আব্বুও এসেছে। আর দাঁড়িয়ে থাকবে না সে এখানে। তার আব্বুর কাছে চলে যাবে। আরিয়ানের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে একবার তাকিয়ে উল্টোদিকে হাঁটা দিলো মিশরাত।

—-এই যে, হাতেনাতে ধরা পড়ে এখন কীভাবে মুখ লুকিয়ে কেটে পড়ছে দেখুন?

চোখ মুছতে মুছতে চলে যাচ্ছে মিশরাত। আরিয়ানের কোনো কথাই আর শোনার ইচ্ছে তার নেই। মিশরাত আর থামবে না বুঝে আরিয়ান দ্রুত পা চালিয়ে তাকে ধরতে চলে গেল। মিশরাতের হাত ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে জোরে থাপ্পড় দিলো তার গালে। মুখ হা করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে মিশরাত। শেষ পর্যন্ত গায়ে হাত তুলতেও আরিয়ানের একটুও বাঁধলো না বিবেকে? এই ছিলো তার অনুভূতি প্রকাশ করার নমুনা? এতো সুন্দর নাটক সে কীভাবে করতে পারলো তার সাথে!

—-এখন কোথায় যাচ্ছিস চরিত্রহীন কোথাকার? খুব সেজেগুজে এসেছিস তাই না? আমি একটু ভালোভাবে কথা বলেছি আর ওমনি ভেবেছিস তোকে মেনে নিয়েছি? মোনার জায়গা আমি তোকে দিবো সেটা ভাবলি কী করে তুই? কোন যোগ্যতায় আরিয়ান হকের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখিস? শুধুমাত্র শোয়েব আংকেলের মেয়ে হওয়ার কারণে আমি চুপ ছিলাম। কারণ এতোদিন ব্যাপারটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ ছিলো। কিন্তু এখন…

এরমধ্যেই কোত্থেকে মোনা চলে আসলো। এসে দাঁড়ালো আরিয়ানের পাশে। মুখে তার বাঁকা হাসি। এসেই আরিয়ানের হাত ধরে দাঁড়ালো সে। মোনার দিকে একবার তাকালো আরিয়ান। এরপরই মিশরাতের দিকে ফিরে বললো

—-খুব সেজেগুজে এসেছিস। ঠিক এভাবে সেজেগুজেই ছেলেদের নিজের ফাঁদে ফেলিস তাই না? যাকে দেখিস তাকে দেখলেই বুঝি তোর মন গলে যায়? এতো নোংরামি কীভাবে করিস বল তো? আসলেই তুই শোয়েব আংকেলের মেয়ে তো? আমার তো সন্দেহ হয় ভীষণ। কারণ উনার মেয়ের চরিত্র এরকম হতে পারে সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। যাকে দেখিস তার গলায় ঝুলে পড়িস তাই না? আমার কাছ থেকে পাত্তা না পেয়ে অন্য কারোর গলায় ঝোলার চেষ্টা করছিস। কী ভেবেছিস? জানবো না আমি কিছু? তোর আসলে চাই কী বল তো? শুধুই টাকা? নাকী ছেলে দেখলেই লোভে পড়ে যাস? একটু ইশারা পেলেই যার তার সাথে বুঝি

মিশরাত পুরো কথা শোনেনি। প্রাণপণে দৌড়ে কোনোমতে পালিয়ে চলে এসেছিলো সেখান থেকে। চারপাশের লোকজন তার দিকে ভীষণ বাজেভাবে তাকিয়ে ছিলো। ছিঃ ছিঃ করছিলো প্রত্যেকে। এক দৌড়ে হক পরিবারের বাড়ির সীমানা পাড় করলো মিশরাত। বাইরে বের হয়েই বসে পড়লো মাটিতে। তার গা গোলাচ্ছিলো। কেমন যেন মাথাটা ভনভন করছিলো। এরমধ্যে একজোড়া পা সেখানে দৌড়ে আসলো।

—-আম্মু, আমার আম্মুটার কী হয়েছে? মিশু, তোর এই অবস্থা কেন আম্মু?

শোয়েব রহমানকে দেখে যেন হুহু করে ভেতর থেকে কান্নাটা চলে আসলো মিশরাতের। নিজের আব্বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে মিশরাত। সে কান্না কোনোমতেই সহ্য হচ্ছে না শোয়েব রহমানের।

—-এই আম্মু, বল না কী হয়েছে? তুই এতো সেজে এসেছিস কেন? আর এতো কাঁদছিস কেন? গাছতলায় দেখলাম কতো মানুষ জড়ো হয়েছে। কিছুই তো বুঝলাম না।

—-আব্বু, আমাকে…

কান্নার কারণে কথা বলতে পারছিলো না মিশরাত।

—–তোকে কী আম্মু?

—–আমি নোংরা না আব্বু, বিশ্বাস করো? আমি চরিত্রহীন না।

এতোটুকু কথা শুনেই যেন রক্ত গরম হয়ে গেল শোয়েব রহমানের। মেয়ে কারোর কাছ থেকে অপমানিত হয়েছে সেটা শুনেই রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে ক্রোধান্বিত স্বরে বললেন

—-কী বলছিস তুই এসব? কোন জানোয়ারের বাচ্চা তোকে এই কথা বলেছে একবার শুধু বল আমায়? সে যেই হোক, এক্ষুনি বিচার করবো আমি তার। আরিয়ানকে এক্ষুনি ফোন করছি আমি দাঁড়া।

ফোপাঁতে ফোপাঁতে মিশরাত বললো

—-কার বিচার করবে আব্বু? যার কাছে বিচার চাইতে যাচ্ছো তার?

তব্দা খেয়ে গেল শোয়েব রহমান মিশরাতের কথা শুনে। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তিনি। আরিয়ান?

চলবে…
(ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কার্টেসী ছাড়া দয়া করে কেউ কপি করবেন না।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here