ইচ্ছের উল্টোপিঠ পর্ব-৩২

0
2015

#ইচ্ছের_উল্টোপিঠ
#পর্ব_৩২
#আভা_ইসলাম_রাত্রি
নিচের নোট পড়বেন প্লিজ।

অতঃপর বাড়ির প্রতিটি রুমের সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হলো। ঐশী স্থির হয়ে তাকিয়ে দেখলো শুধু এসব। কোথাও যেন একটা কিন্তু থেকে যাচ্ছে। সব বাঁধা এভাবে নির্মূল হয়ে যাচ্ছে, ব্যাপারটা খুব অদ্ভুত। ঐশী রুমে বসে মাথায় হাত চেপে এগুলোই চিন্তা করছে। আচ্ছা, কোনক্রমে কি জুভান ওর খুনের ব্যাপারে জেনে গেছে? না,না। তা কেনো হবে? তাহলে তো জুভানের নানা প্রশ্নের সামনে ঐশী টিকতেই পারতো না। মাথায় নানা চিন্তা ঘুরছে কিন্তু তাদের উত্তর? কিছুই ভেবে পাচ্ছে না ঐশী। হঠাৎ ঐশীর ফোনে রিং বাজলো। ঐশী ধ্যান ভেঙে ফোন হাতে নিয়ে রিসিভ করলো।
— ” বলো অনল। ”
— ” ঐশী একবার দেখা করতে হবে। আমি কিছু ইনফরমেশন পেয়েছি। ”
— ” ওহ। কখন ফ্রি আছো? ”
— ” এখনই আসো। আমি আমাদের হিডেন জায়গায় ওয়েট করছি। ”
— ” ঠিক আছে। আমি আসছি। ”

ঐশী ফোন কেটে দিয়ে কাবার্ডের সামনে গেলো। দুই নাম্বার তাকের একদম পিছনে একটা কালো বোরকা রাখা। ঐশী সেটা হাতে নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিলো। মুখে কালো নিকাব আটকে সন্তর্পনে বেরিয়ে গেলো বাড়ি থেকে।

_________________________
— ” সাজ্জাদ হোসেন! দা গ্রেট মাফিয়া লিডার। সচরাচর সিকিউরিটি গার্ড ছাড়া এক পাও চলেন না। মন এবং শরীরের দিক থেকে খুবই শক্তিশালী। এখন পর্যন্ত নিজ হাতে করা পঞ্চাশটা খুনের আসামী। কিন্তু এই খুনগুলোর বিচার একটাও হয়নি। ”

ঐশী তীক্ষ্ম চোখে তাকিয়ে আছে সামনে টাঙানো সাজ্জাদ হোসেনের বিশালাকার ছবির দিকে। অত্যন্ত হাস্যোজ্বল দেখা যাচ্ছে তাকে। আর এই হাসি দেখেই ঐশীর রাগে মাথা গরম হয়ে উঠছে। মন চাচ্ছে ছবির ভিতরে ঢুকেই এই পাপী বান্দাকে খুব করে ফেলতে। ঐশী নিজের রাগ সামলাতে চোখ বন্ধ করে জোড়ে নিঃশ্বাস নিলো। তারপর অনলের দিকে তাকিয়ে বললো,
— ” আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে। ”

অনল কম্পিউটারে স্লাইড পরিবর্তন করলো। ঐশী ডেস্কে দুহাত রেখে ঝুঁকে এলো কম্পিউটারের দিকে। অনলের দিকে প্রশ্ন ছুড়লো,
— ” সাজ্জাদ হোসেনের পাশে এই মেয়েগুলো কারা?”

অনল মাউস একটা মেয়ের মুখের দিকে তাক করলো। বললো,
— ” এই মেয়েটা সাজ্জাদ হোসেনের বিশাল সংখ্যার গার্লফ্রেন্ডের মধ্যে একজন। তবে সে ততটা ইম্পর্ট্যান্ট না তার জন্যে। ”

ঐশী সচেতন চোখে কম্পিউটারের স্ক্রিন জুড়ে কিছু একটা খুজতে লাগলো। শেষ পর্যন্ত একটা মেয়ের দিকে আঙুল তাক করে বললো,
— ” এই মেয়ে? ”
— ” ইয়েস। এই মেয়েটা সাজ্জাদ হোসেনের প্রাণ বলতে পারো। তবে মেয়েটা খুব টাকার কাঙাল। টাকার জন্যে সাজ্জাদ হোসেনের পাশাপাশি আরো অনেক এফেয়ার আছে ওর। ”

ঐশীর চোখ চকচক করে উঠলো। যেনো এটাই খুঁজছিল ও। ঐশী সোজা হয়ে দাঁড়িয়ে বললো,
— ” পারফেক্ট। আমাদের নেক্সট টার্গেট এই মেয়েটাই। “.

অনল ঐশীর কথা বুঝতে পারলো না। বললো,
— ” আমাদের টার্গেট তো সাজ্জাদ। তাহলে এই মেয়ে কেনো? ”
ঐশী মুচকি হাসলো। পায়চারি করতে করতে বললো,
— ” টাকার মায়া বড় মায়া। মানুষ টাকার জন্যে পশু হতেও একবার ভাবে না। এই মেয়ে নিজে আমাদের হাতে সাজ্জাদ হোসেনকে তুলে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ”

অনল ঐশীর কথা শুনে ঐশীর দিকে তাকালো। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। কত জলদি প্ল্যান সাজিয়ে ফেললো। বাহ! কিন্তু? অনল প্রশ্ন করলো,
— “কিন্তু ওতো টাকা তুমি কই পাবে? ”
— ” তন্ময়কে মারার আগে ওর সব টাকা আমি আমার ব্যাংকে ট্রান্সফার করে ফেলেছি। তন্ময়ের অবৈধ টাকা আমি নিজে খরচ করবো না। সবগুলো কালো টাকা ওই পাপিদের খুন করার কাজে লাগবে। তাই রেখে দিয়েছি। ”

অনল অবাক হলো। বললো,
— ” বাহ্, বাহ্। জিও তুমি। ”
ঐশী বিরক্ত হয়ে অনলের দিকে তাকালো। বললো,
— ” ওহ। প্লিজ। ”
— ” ওহ। সরি সরি। এখন চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। ”
ঐশী ডেস্ক থেকে ব্যাগ হাতে নিতে নিতে বললো,
— ” না। লাগবে না। আমি একাই যাবো। ”
— ” কেনো কেনো? তোমার জুউউভান স্যার কি মাইন্ড করবে আমাকে দেখলে? ”

অনল ঐশীর দিকে ফিরে ব্যঙ্গ করে বললো। ঐশী এই কথা শুনে মৃদ হাসলো। তারপর সিরিয়াস হয়ে বললো,
— ” অনল প্লিজ। লেগপুল করো না। জুভান স্যার বাসায় নেই। আর আমি এমন কিছু করতে পারবো না , যেটাতে জুভান স্যারের সন্দেহ হয়। বুঝতে পারছো ? ”

অনল ব্যাপারটা বুঝতে পেরে মাথা হেলালো।

__________________________
রাত হয়ে এসেছে। আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাড়িয়ে আছে ঐশী। শীতল পরিবেশ। মাঝেমধ্যে ঝড়ো বাতাস এসে ছুঁইয়ে দিচ্ছে ঐশীর গা। কপালের উপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে সে বাতাসের ঝাপটায়।

— ” কফি গরম। কফি গরম। ”
জুভানের কণ্ঠস্বর শুনে ঐশী পিছন ফিরে তাকালো। জুভান দুহাতে দুকাপ কফি নিয়ে দাড়িয়ে আছে ওর সামনে। কাপ দুটো থেকে ধোঁয়া উড়ছে বাতাসে। জুভান এগিয়ে এসে এক কাপ কফি ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে বললো,
— ” মন খারাপ? ”
ঐশী না বোধক উত্তর দিয়ে চায়ের কাপ হাতে নিলো। কাপে চুমুক দিয়ে বললো,
— ” আপনি কখন আসলেন? টের পেলাম না। ”
জুভান রেলিঙে হাত দিয়ে কাপে চুমুক দিলো। তারপর মাথা উচুঁ করে বললো,
— ” এই ঘণ্টা আগে। রুমে বসে কাজ করছিলাম। নতুন গানের সুর মেক করছিলাম। ”
— ” ওহ। এটা খুব কঠিন কাজ। তাইনা? ”
— ” গান আমার পেশন। তাই কঠিন-ফটিন কিছু না। ”
— ” ওহ। ”
তারপর নিরবতা গ্রাস করলো এই দুজন মানব-মানবীকে। জুভান কফির কাপে পরপর চুমুক দিচ্ছে আর বারবার তাকাচ্ছে ঐশীর দিকে। ঐশীর সেদিকে লক্ষ নেই। সে বাইরে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। একবার ঐশীর ছোট কয়েকটা চুল ঐশীর চোখের সামনে পড়তেই ঐশী বিরক্ত হলো। হাত দিয়ে চুল কানের পিছনে গুঁজে দিতে চাইলে জুভান হাত আটকে নেয়। ঐশী অবাক হয়। জুভানের দিকে তাকালে জুভান মাদক গলায় বলে,
— ” থাকুক না। ভালো লাগছে। ”
ঐশী বিস্ময় নিয়ে তাকালো জুভানের দিকে। জুভান সেসব পাত্তা না দিয়ে বললো,
— ” আজ চাঁদের আলোয় সাঁতার কেটে গল্প করা যাক। কি বলো? ”

ঐশী এক হাফ ছেড়ে বললো,
— ” ঠিক আছে। ”
— ” তোমাকে নিয়ে প্রথমে জানি। তারপর আমাকে নিয়ে বলবো। শুরু করো। ”

ঐশী চোখ ছোটছোট করে তাকালো বাইরে। এক উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বললো,
— ” আমার জীবনটা অনেকটা সিনেমার মতন। একসময় প্রতিটা মুহূর্ত খুশি আর খুশি ছিল। কিন্তু এখন সব নাটক,সব ধোঁয়াশা। পূর্বের যা ভালো লাগতো , এখন তা বিষাক্ত লাগে। মন বলে যে একটা বস্তু আছে, সেটাই ভুলে গেছি। ”

জুভান ঐশীর দিকে এগিয়ে এলো। ঐশীর কপালের চুল কানের পিছনে গুঁজে দিয়ে আবারও সামনে এনে দিলো। গালে হাত রেখে আলতো গলায় বললো,
— ” একবার মন-কে বুঝতে শিখো। মন যা চায় তাই করো। দেখবে আবার সব ফিরে এসেছে। সব ভালো লাগা সকল পূর্ণতা তোমার হাতের মুঠোয় চলে আসবে। ”

ঐশী জুভানের সান্নিধ্য থেকে দুকদম পিছিয়ে গেলো। বললো,
— “সম্ভব না। আমি সেই সুন্দর রাস্তা পেরিয়ে অনেক দূর চলে এসেছি।সেই জগৎ থেকে আর ফিরে আসা সম্ভব না। *

জুভান হাসলো। কিন্তু সেই হাসিতে বরাবরের মতন মুগ্ধ হলো না ঐশী। জুভানের সেই হাসিতে এক লুকানো কষ্ট আছে। ঐশী সেই কষ্টের কারণ বুঝতে পারলো না।

— ” কফি শেষ। ”
ঐশী ধ্যানে ছিল। তাই শুনলো না কথাটা। জুভান ভ্রু নাচিয়ে আবারও বললো,
— ” কফি শেষ। আর এক কাপ আনি? গল্প করতে করতে খাওয়া যাবে। ”
— ” না, না। আর লাগবে না। ”
জুভান ঐশীর হাত থেকে কাপ নিয়ে দুনো খালি কাপ টেবিলে রেখে দিয়ে আবারও বারান্দায় এলো। বারান্দায় রাখা দোলনায় বসে পাশে হাত রেখে ঐশীকে বললো,
— ” আসো। বসো এখানে। ”
ঐশী চুপচাপ জুভানের পাশে দূরত্ব রেখে বসে গেলো। জুভান পা দিয়ে দোলনা আলতো করে দুলিয়ে বললো,
— ” আমার সম্পর্কে জানতে চাও? ”
ঐশী সামনে তাকিয়ে মাথা হেলিয়ে সায় দিলো।

#চলবে

শব্দসংখ্যা – ১০০০+
আগের পর্ব
https://www.facebook.com/105343271510242/posts/201319975245904/?app=fbl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here