নতুন তুই আমি পর্ব-১০

0
2248

#নতুন_তুই_আমি#
💜💜💜💜💜💜💜💜
Writer:Nargis Sultana Ripa.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
!
পর্ব:-১০…………………….
!
তামান্না বাসায় এসে সেই যে আসর নামায পড়ে শুয়েছে সন্ধ্যা হতে চললো এখনো উঠে নি।এর মধ্যে সিয়াম এগারো বার কল করে ফেলেছে।ফোন সাইলেন্ট করা তাই টেরই পায় নি তামান্না।
বাইভ্রেট করা থাকলে তবুও রিসিভ করার কোনো স্কোপ ছিলো।
সিয়ামের রাগ চরম পর্যায়ে চলে যাচ্ছে।এতোবার ফোন দেওয়ার পরও কেনো রেন্সপন্স করছে না মেয়েটা।
“কি রে??পেলি???কখন থেকে বলছি মেয়েটাকে একটু ফোন দিতে।দিচ্ছিস না!!!আমি কি পারতাম না ফোন করতে??শুধু শুধু বললাম তোকে।এজন্যই অন্যের উপর নির্ভর করতে নেই।”
আবার শুরু হয়েছে সিয়ামের আম্মুর বকবক।ভার্সিটি থেকে আসার পর খাওয়ার টেবিল থেকে এই যে শুরু করেছে।
থামছেই না এখনো।
“আম্মু,ট্রাই করছি তো আমি।বিশ্বাস করছো না তো তুমি??তাহলে আন্টিকে ফোন করে জেনে নাও…..আমি আর পারবো না…..”
ফোন টা টেবিলে এক রকম ছুড়ে মেরে শুয়ে পড়লো সিয়াম।
ব্যাস!!শুরু হলো মায়ের হাজারগুণ বেশি বকবকানি।
ওনি যে তামান্না-সিয়ামের ব্যাপারগুলোতে সব সময় কেনো নিজের ছেলেকে ছেড়ে তামান্নাকে সার্পোট করেন,সেই কারণ টাই খুঁজে পায় না সিয়াম।
তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে।
তামান্না এ বাড়িতে আসার পর আর কিছু পাক না পাক,শাশুড়ীর আদর মাস্ট বি পাবে এন্ড সিয়াম বরাবর সব বিষয়ে নিজে দোষী সাবস্ত হবে।ইশশশশ,কেমন হবে সেই জীবন!!!!যে জীবনে রোজ রোজ নিজের মায়ের কান মলা খেতে হবে তবুও আবার নিজের বউয়ের জন্য!!!!
.
“সিয়াম…..এই সিয়াম…….উঠো না।আরে বাবা,কখন থেকে ডাকছি…..উঠো….প্লিজ।”
“…………”
“জেগে গেছো তো।তাহলে কেনো কেনো এমন করছো??প্লিজ উঠো……।”
“উমমমমম……”
“এই কি হচ্ছে???হাত টা এভাবে নিজের বুকে কেনো নিয়ে নিলে??সব সনয় তাই না???ছাড়ো বলছি।আর উঠো না রে বাবা প্লিজ।”
চোখ মেলে তাঁকায় সিয়াম।
লাল একটা সিল্ক পড়ে পাশে বসে ডাকছিলো এতক্ষণ তামান্না।ঘরের বউ হিসেবে বলতে গেলে পরিপূর্ণা নারী লাগছে মেয়েটাকে।
খোলা লম্বা চুলগুলো একপাশে রেখে কোনো কারণে একটু গাল ফুলানী ভাব করে তাঁকিয়ে আছে সিয়ামের দিকে।
অপরূপ লাগছে এই অভিমানিনীকে।ছুঁয়ে দিয়ে ইচ্ছে করছে।তাই করলো সিয়াম।তাই করলো সিয়াম।
বুকে টেনে নিলো তামান্নাকে।
“কি হয়েছে আমার মহারানীর??হুম???অভিমানের ছাপ দেখতে পাচ্ছি চোখে মুখে……কি ব্যাপার??”
সিয়ামের চুলগুলো টেনে দিয়ে মুখ টা ভাড় করে তামান্না আহ্লাদি স্বরে বলে উঠলো,
“কখন থেকে ডাকছি তো।”
“তাই বলে অভিমান??”
“উমমমম হুমমম…..”
“তাহলে??”
“আমি সেই কখন থেকে রেডী হয়ে বসে আছি।বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে…….”
“ওয়েট ওয়েট। কেনো বলো তো??কিসের অপেক্ষা??কোথায় যাওয়ার প্ল্যানিং ছিলো??”
“ধুর বাবা….ভাল লাগে না…..।ছাড়ো তো।বরাবরের মতো মন ভুলা পন্ডিত।ছাড়ো…দেখি ছাড়ো আমায়……”
সিয়াম ঝাপটে ধরলো তামান্নাকে।খুব শক্ত করে।
“রাগ করছিস কেনো রে পাগলী।ভালোবাসি তো…..”
“লাগবে না আমার।আমাকে কোনো একজন বলেছিলো আমায় আমার মাম্মামের কাছে নিয়ে যাবে আজকে।কিন্তু তাঁর তো ঘুম ই শেষ হয় না।আমাকে রেডি হতে বলে পড়ে পড়ে ঘুমাচ্ছে……”
এতক্ষণে মাথায় আসলো সিয়ামের।তামান্নার চুলের ঘ্রাণ টেনে মুঁচকি হেঁসে বলল,
“আচ্ছা!!এই ব্যাপার ছিলো।এরজন্য অভিমানের কন্ঠ।
ওকে,তাহলে তো আমার কথা আমাকে রাখতেই হচ্ছে……”
“এখন??”
“হুমমমম….কেনো এখন কি আদর খেতে ইচ্ছা করছে নাকি তোর???আমার কিন্তু খুব…….”
“ধুর বাবা।কখন বললাম সে কথা আমি??সব সময় উল্টো না ভাবলেই চলে না তোমার তাই না???”
“আচ্ছা আচ্ছা।ওকে!!এতো জোরে কথা বললে ভয় লাগে তো।কখন আবার তোমার একমাত্র শাশুড়ী এসে কান টা টেনে দিয়ে যায়…….”
“এই শোনো না…..”
“আহা রে।কি ভয়েস…..”
“থাকুক যেমন ইচ্ছা তেমন।তুমি আগে শোনো….”
“আগে তো বলে দেখো……”
“আজকে মানে এখন যদি যাই তাহলে থেকে যাবো কিন্তু।কা আসবো…..”
“কিহ???”
“থাকলে কি হয়???মাম্মামকে মিস করি তো……দু মাসে তো যে চার বার গেলাম ফার্স্ট দুবার দুদিন থেকেছিলাম পরের দুবার তো থাকতে দাও নি……।”
“হুশশশশশ…..আর না প্লিজ।থাকতে পারি না তোকে ছাড়া……প্লিজ।।।।।”
তামান্না ভ্রু কুঁচকে তাঁকিয়ে আছে।
সিয়াম তামান্নার কপালে চুমু এঁকে দিয়ে বলল,
“তোর চুলে মুখ না গুজে কখনো ঘুম আসে না।ঘুম থেকে উঠে তোর গায়ের গন্ধ না পেলে দিন টাই মাটি হয়ে যায়।তোর হাতের এক কাপ কফি না খেয়ে অফিস করা অস্ভব।বাসায় ফিরে তোর মুখ না দেখলে চোখদুটো মেলে থাকতে ইচ্ছা হয় না রে বউ…….।”
এতক্ষণ অভিমান করলেও এবার ফিক করে হেঁসে ফেললো তামান্না।
“হয়েছে হয়েছে।আর বলতে হবে না।থাকতে হবে না আমায় ছেড়ে।বাট এখনো যদি শুয়ে থাকো তাহলে তো যেতে যেতেই রাত পাড় হয়ে যাবে।কাল তো আবার বললা কাজ আছে তোমার…….”
“হুম।গুড গার্ল।খুব সহজেই বুঝে যায়।”
“হুমমম…গুড ই তো….এবার যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও…….”
ওয়াশরোমে গিয়ে চোখে মুখে পানি দিচ্ছে সিয়াম।কিন্তু একি!!!
শুধু পানি দিয়েই চলেছে।চোখে পানি দেওয়া কেনো থামাতে পারছে না সিয়াম।
পানি গড়িয়ে বুকে পিঠেও পড়ছে।কি হচ্ছে কি এসব!!
আচমকায় ভয় পেয়ে যায় সিয়াম।
“তামান্নু বলে চিৎকার করে ডেকে উঠে…….”
সাথে সাথেই হাঁসির হিরীক পড়ে যায় রোমে।
সিয়াম তো হা😱😱😱।
সে এখন বিছানায়!!!
ও তো বাথরোমে ছিলো।
রোমে-বিছানায় আসলে কি করে??
কি হচ্ছিলো এতক্ষণ??আর তামান্না ই বা কোথায়???
খিলখিল হাঁসির শব্দে পাশ ফিরে তাঁকায় সিয়াম।
রাইয়ান গ্লাস হাতে বসে আছে।হঠাৎ নিজের দিকে খেয়াল করতেই দেখতে পেলো চোখে-মুখে পানি ছিটানো।
চোখ বন্ধ করে তাৎক্ষনাৎ আবারও চোখ মেললো সিয়াম।
পুরো বিষয় টা এখন পানির মতো পরিষ্কার।বেচারা এতক্ষন যে বিবাহিত জীবনের মধুর কার্যকলাপে ব্যস্ত ছিলো তার পুরোটাই স্বপ্ন ছিলো।
হায় আল্লাহ!!!!কি ছিলো এটা!!!
স্বপ্ন তো স্বপ্ন তাও আবার এমন!!ভাবতেই পারছে না সিয়াম।
সব পড়ে হবে।আগে ঘুম ভাঙানোর জন্য এই পিচ্চির একটা পানিশমেন্ট দরকার।
সিয়াম বিছনা থেকে নামছে দেখে রাইয়ান ভো দৌড়।
তবে পাড়ে নি।সিয়ামের হাতে ধরা পড়তে পেরেছে।
“ও মা গো।সরি সরি…..আর হবে না।”
“কি আর হবে না??পাকনী বুড়ি।তোর একদিন কি আমার একদিন আজ……”
“ও খালা মনি গো।বাঁচাও আমায়……..খালা মনি গো কোথায় তুমি???তোমার বোন ঝি কে মেরে ফেললো…..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here